বিজ্ঞান কী?,পদ্ধতি কী?,পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কী?,কোন শব্দষয় থেকে ‘Method’ শব্দের উৎপত্তি হয়েছে?,’Meta’ শব্দের অর্থ কী?,’Hodos’ শব্দের অর্থ কী?,সাধারণভাবে গবেষণা কী?

Advertisement

বিষয়: বিজ্ঞান কী?,পদ্ধতি কী?,পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কী?,কোন শব্দষয় থেকে ‘Method’ শব্দের উৎপত্তি হয়েছে?,’Meta’ শব্দের অর্থ কী?,’Hodos’ শব্দের অর্থ কী?,সাধারণভাবে গবেষণা কী?,Meta’ এবং ‘Hodos’ কোন দেশীয় শব্দ?,কিভাবে একটি সাধারণ সত্য বা সূত্র প্রতিষ্ঠা করা হয়?,গবেষণা মানে কী?,স্বাধীন চলক কী?

১.গবেষণা কাকে বলে?
উত্তর : কোনো সামাজিক প্রপঞ্চ বা সামাজিক সমস্যা বা সামাজিক ঘটনাকে যখন বিজ্ঞানসম্মতভাবে জানার চেষ্টা করা হয় তখনই তাকে গবেষণা বলা হয়।

2.গবেষণার জন্য কী প্রয়োজন?
উত্তর : গবেষণার জন্য প্রয়োজন পাণ্ডিত্যপূর্ণ শৃঙ্খলাবোধ।

৩.গবেষণার প্রথম শর্ত কী?
উত্তর : জ্ঞান ও পাণ্ডিত্যের শৃঙ্খলাবোধ গবেষণার প্রথম শর্ত।

৪. বিজ্ঞানের ভিত্তি কী?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের ভিত্তি।

৫. সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতির অনুশীলন প্রচেষ্টা কোথা থেকে শুরু হয়েছে?
উত্তর : সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতির অনুশীলন প্রচেষ্টা অগাস্ট কোঁতের ‘দৃষ্টবাদ’ এর ধারণা হতে শুরু হয়েছে।

৬.সাধারণভাবে বিজ্ঞান কী?
উত্তর : সাধারণভাবে বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান তথা পরিক্ষিত জ্ঞান।

Advertisement


আরো ও সাজেশন:-

৭.সামগ্রিকভাবে বিজ্ঞান কি ধরনের ধারণা?
উত্তর: সামগ্রিকভাবে বিজ্ঞান হলো একটি বিমূর্ত ধারণা।

৮. টমাস হাক্সলি বিজ্ঞানকে কী বলে অভিহিত করেছেন?
উত্তর : টমাস হাক্সলি বিজ্ঞানকে ‘সুসংবদ্ধ জ্ঞান’ বলে অভিহিত করেছেন।

৯.”বিজ্ঞান একটি প্রক্রিয়া যা জ্ঞানের স্রষ্টা।”-উক্তিটি কার?
উত্তর : উক্তিটি চার্লস সিঙ্গারের।

১০. বিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ক. বিজ্ঞান হলো অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমষ্টি, যা পরীক্ষা নিরীক্ষার দ্বারা অর্জিত হয় ও খ. বিজ্ঞান হলোসুসংবদ্ধ জ্ঞান। এটি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল বিষয় নিয়ে আলোচনা করে।

১১. বিজ্ঞান কিসের উপর নির্ভরশীল?
উত্তর : বিজ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর নির্ভরশীল।

১২.বিজ্ঞানের লক্ষ্য কী?
উত্তর : সকল ক্ষেত্রে প্রযোজ্য এমন তত্ত্ব প্রতিষ্ঠা করাই হলো বিজ্ঞানের লক্ষ্য।

১৩.বিজ্ঞান কী?
উত্তর : বিজ্ঞান হলো যে কোনো বিষয় সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান।

১৪. পদ্ধতি কী?
উত্তর: পদ্ধতি হচ্ছে A standard of Judgement অর্থাৎ বিচার্য মান।

১৫.পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ‘Method’।

১৬.কোন শব্দষয় থেকে ‘Method’ শব্দের উৎপত্তি হয়েছে?
উত্তর : ‘Meta’ এবং ‘Hodos’ শব্দষয় থেকে ‘Method’শব্দের উৎপত্তি হয়েছে।

১৭.’Meta’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Meta’ শব্দের অর্থ হলো সাথে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৮.’Hodos’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Hodos’ শব্দের অর্থ হলো পথ বা পন্থা।

১৯. সাধারণভাবে গবেষণা কী?
উত্তর : সাধারণভাবে গবেষণা বলতে বুঝায় যেটি পর্যবেক্ষণ, অনুসন্ধান, পরীক্ষা-বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমেনতুন কোনো তথ্য মানুষের সামনে উপস্থিত করে।

২০.Meta’ এবং ‘Hodos’ কোন দেশীয় শব্দ?
উত্তর : গ্রিক শব্দ।

২১. কিভাবে একটি সাধারণ সত্য বা সূত্র প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : গবেষণালব্ধ প্রাপ্ত উপাত্তকে বিচারবিশ্লেষণ করে একটি সাধারণ সত্য বা সূত্র প্রতিষ্ঠা করা হয়।

২২.গবেষণা মানে কী?
উত্তর : গবেষণা মানে নতুন কিছু আবিষ্কারের জন্য অনুসন্ধান।

Advertisement 2

২৩.স্বাধীন চলক কী?
উত্তর : যে চলক অন্য চলতেকর সাহায্য ছাড়া ঘটনার উপর প্রভাব বিস্তার করতে পারে তাকে স্বাধীন চলক বলে।


রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র ও Application উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি Letter উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
ইমেলEmail উত্তর লিংক সারাংশ ও সারমর্ম উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
CVউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংক Completing Storyউত্তর লিংক
Dialog/সংলাপউত্তর লিংক Short Stories/Poems/খুদেগল্পউত্তর লিংক
অনুবাদউত্তর লিংক Sentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

Advertisement 2

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Advertisement 5

Advertisement 3

Leave a Comment