♥ ফুল কাব্য ♥
% শ্যামল বণিক অঞ্জন%
শাপলা মোদের জাতীয় ফুল
হৃদয় মাঝে যায় দিয়ে দোল,
গন্ধে সবাই হয় যে ব্যাকুল
শিউলী বেলি কদম বকুল!
সূর্য্যমুখী গন্ধরাজে
কতো শখের কানন সাজে!
জুঁই চামেলি গাঁদা পদ্ম,
লিখয়ে দেয় হাজার পদ্য!
ঝরাক যতো রক্ত ধারা
মন ভরেনা গোলাপ ছাড়া!
হাজার ফুলে রঙিন বেশ
আমার প্রিয় বাংলাদেশ!
[] শ্যামল বণিক অঞ্জন, নকলা, শেরপুর []
- মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স পার্থক্য, মার্চেন্ট ফাইন্যান্স vs কর্পোরেট ফাইন্যান্স পার্থক্য
- অর্থের সময় মূল্যের অগ্রাধিকার কারণ সমূহ আলোচনা কর
- একটি কোম্পানিতে চেয়ারম্যানের ভূমিকা মূল্যায়ন কর
- ডায়াবেটিস রোগীর রোজা
- বিজনেস ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স বৈষম্য