অনার্স ১ম বর্ষ ফিন্যান্স/ অর্থায়ন নীতিমালা ১০০% কমন সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ফিন্যান্স/ অর্থায়ন নীতিমালা সাজেশন, Nu Super Suggestion Honors 1st Year ফিন্যান্স/ অর্থায়ন নীতিমালা স্পেশাল শর্ট সাজেশন্স

অর্থায়ন নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অর্থায়ন নীতিমালা সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ অর্থায়ন নীতিমালা সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
অর্থায়ন নীতিমালা সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Principles of Finance] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : Finance & Banking/Accounting
Subject Code: 212403/212503
2025 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

অনার্স ১ম বর্ষের অর্থায়ন নীতিমালা সাজেশন ২০২৩ pdf ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: অর্থায়ন নীতিমালা, বিষয় কোড: ২১২৪০৩।

অর্থায়ন নীতিমালা সাজেশন 2025

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. অর্থায়ন কী?
উত্তর : ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত যাবতীয় কার্যাবলির সমষ্টিই হলো অর্থায়ন।

২. ব্যবসায় অর্থায়ন কী?
উত্তর : যে প্রক্রিয়ায় ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগ করা হয় তাই ব্যবসায় অর্থায়ন।

৩. ব্যক্তিগত অর্থায়ন কী?
উত্তর : ব্যক্তি তার দৈনন্দিন কার্যাবলি পরিচালনার জন্য যে অর্থের সংস্থান করে থাকে তাকে ব্যক্তিগত অর্থায়ন বলে।

৪. সবুজ অর্থায়ন কী?
উত্তর : পরিবেশ বান্ধব প্রকল্পে যে বিনিয়োগ বা অর্থসংস্থান করা হয় তাই সবুজ অর্থায়ন।

৫. সম্পদ সর্বাধিকরণ কী?
উত্তর : যে কার্যক্রম দ্বারা ফার্মের শেয়ার মালিকদের নিট বর্তমান মূল্য বৃদ্ধি পায় তাই সম্পদ সর্বাধিকরণ।

৬. স্টেকহােল্ডার কে?
উত্তর : কোনো প্রতিষ্ঠানের সাথে সুবিধা সংশ্লিষ্ট পক্ষসমূহকে স্টেকহোল্ডার বলে।

৭. স্বল্পমেয়াদি অর্থায়ন কী?
উত্তর : স্বল্পমেয়াদি অর্থায়ন বলতে সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য যে তহবিল সংগ্রহ করা হয় তাকে বুঝায়।

৮. স্বতঃস্ফূর্ত অর্থায়ন কী?
উত্তর : স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো ঋণদাতা ও ঋণগ্রহীতা স্বেচ্ছাপ্রণােদিত হয়ে ব্যবসায় ঋণ ক্রেতাদের কাছ থেকে অগ্রিম এবং বকেয়া খরচের মাধ্যমে যে অর্থায়নের ব্যবস্থা করে।

৯. ব্যবসায় ঋণ কী?
উত্তর : ব্যবসায় ঋণ হলো ধারে পণ্য বা সেবা ক্রয় থেকে সৃষ্ট স্বল্পকালীন দায়।

১০. ঘূর্ণায়মান ঋণ কী?
উত্তর : ঘূর্ণায়মান ঋণ এমন এক ধরনের চুক্তিসম্মত ব্যবস্থা যে বস্থায় চুক্তি থাকাকালীন অবস্থায় পূর্বনির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে ঋণগ্রহীতা ইচ্ছামতো ঋণ গ্রহণ করতে পারবে।

১১. ক্ষতিপূরণ উদ্বৃত্ত কাকে বলে?
উত্তর : ব্যাংক যখন ঋণ প্রদানের সময় একটি নির্দিষ্ট পরিমাণ অথ কর্তন করে রাখে তখন তাকে ক্ষতিপূরণ উদ্বৃত্ত বলে।

১২. মধ্যমেয়াদি অর্থসংস্থান কী?
উত্তর : স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থায়নের মধ্যবর্তী সময়ের জন্য যে অর্থসংস্থানের প্রয়োজন হয় তাই মধ্যমেয়াদি অর্থসংস্থান। এ ঋণের মেয়াদকাল এক বছর থেকে দশ বছর পর্যন্ত হতে পারে।

১৩. অর্থের সময় মূল্য কাকে বলে?
উত্তর : সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে।

১৪. বার্ষিক বৃত্তি কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, একটি নির্দিষ্ট সময় অন্তর, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান বা প্রাপ্তিকে বার্ষিক বৃত্তি বলে।

১৫. প্রদেয় বার্ষিক বৃত্তি কী?
উত্তর : যে বৃত্তির নগদ প্রবাহ প্রতি সময়কালের শুরুতে সংঘটিত হয় তাকে প্রদেয় বার্ষিক বৃত্তি বলে।

১৬. বিধি-৬৯ কী?
উত্তর : কত সময়ে নির্দিষ্ট সুদের হারে সুদসহ বিনিয়োগ দ্বিগুণ হবে এ প্রক্রিয়া বা পদ্ধতিকে ৬৯ বিধি বলে।

১৭. ৭২ বিধি কী?
উত্তর : বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কত % সুদের হারে কোনো আসল টাকা দ্বিগুণ হবে সেটি দ্রুত হিসাব করার পদ্ধতি বা কৌশল হলো ৭২ বিধি।

১৮. কার্যকরী সুদের হার কী?
উত্তর : যে সুদ প্রকৃত মূল্যে পরিশোধ বা গৃহীত হয় তাই কার্যকরী সুদের হার।

১৯. সময় রেখা কী?
উত্তর : যে রেখার মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সংঘটিত হওয়ার সময় দেখানো হয় তাই সময়রেখা বা Time line।

২০. দীর্ঘমেয়াদি অর্থায়নের সংজ্ঞা দাও।
উত্তর : স্থায়ী সম্পত্তিতে অর্থ বিনিয়োগের জন্য সাত থেকে দশ বছরের অধিক সময়ের জন্য যে ঋণ বা অর্থসংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলা হয়।

২১. বন্ড কী?
উত্তর : সাধারণত বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তথা যৌথমূলধনি প্রতিষ্ঠান যখন দীর্ঘমেয়াদি ঋণ বা মূলধন সংগ্রহের জন্য জনসাধারণের নিকট প্রতিজ্ঞাপত্র বিলি করে তখন এ প্রতিজ্ঞাপত্রকে বন্ড বলা হয়।

২২. যৌথ বন্ড কী?
উত্তর : যে বন্ড যৌথভাবে দুটি কোম্পানি দ্বারা ইস্যু করা হয় এবং শর্তানুযায়ী বন্ডের মেয়াদ পূর্তিতে তার মূল্য পরিশোধ করা হয়। তাকে যৌথ বন্ড বলে।

২৩. জিরো কুপন বন্ড কী?
উত্তর : যে বন্ডের গায়ে কোনো সুদের হার উল্লেখ থাকে না তাই জিরো কুপন বন্ড বলে।

২৪. YTM বলতে কী বুঝ?
উত্তর : বর্তমান বাজার মূল্যে ক্রয়কৃত বন্ড যেগুলো মেয়াদ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ধরে রাখা হবে সেগুলো থেকে প্রত্যাশিত প্রতিদানের হারকে YTM বা মেয়াদান্তে প্রত্যাশিত প্রদেয় হার বলা হয়।

২৫. সুযােগ ব্যয় কী?
উত্তর : বিকল্প বিনিয়োগ বা বাতিলকৃত বিনিয়োগ থেকে সম্ভাব্য আয়ই হচ্ছে গৃহীত বিনিয়োগের জন্য সুযোগ ব্যয়।

২৬. ভেনচার ক্যাপিটাল কী?
উত্তর : ভেনচার ক্যাপিটাল হলো এক ধরনের ব্যক্তিগত ফার্ম কর্তৃক বিনিয়োজিত মূলধন।

২৭. আর্থিক ঝুঁকি কাকে বলে?
উত্তর : কারবার পরিচালনায় কোনো বিনিয়োগ থেকে ঋণের সুদ বা সুদসহ ঋণের অর্থ পরিশোধ বা মুনাফার ব্যবস্থা করার মতো পর্যাপ্ত নগদ প্রবাহ সৃষ্টি না হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে।

২৮. ঝুঁকিমুক্ত আয় কী?
উত্তর : কোনো বিনিয়োগ থেকে ঝুঁকি গ্রহণ ছাড়াই আয়ের বিষয়টি নিশ্চিত এমন আয়ই ঝুঁকিমুক্ত আয়।

২৯. ঝুঁকি প্রিমিয়াম কী?
উত্তর : ঝুঁকিপূর্ণ সম্পত্তি বা শেয়ারে বিনিয়োগের জন্য বিনিয়োগকারী ঝুঁকিমুক্ত আয়ের হারের (Rf) থেকে অতিরিক্ত যে আয় প্রত্যাশা করেন সেটাই ঝুঁকি প্রিমিয়াম।

৩০. মূলধন বাজেটিং কী?
উত্তর : এক বছরের অধিক সময়ের জন্য সম্ভাব্য সুবিধা পাওয়ার প্রত্যাশায় কোনো বিনিয়োগ প্রকল্প শনাক্তকরণ, বিশ্লেষণ এবং নির্বাচন করার প্রক্রিয়াই হচ্ছে মূলধন বাজেটায়ন বা মূলধন বাজেটিং।

৩১. টারমিনাল নগদ প্রবাহ কী?
অথবা, প্রান্তিক নগদ প্রবাহ কী?
উত্তর : কোনো প্রকল্পের আয়ুষ্কাল শেষে উক্ত প্রকল্প থেকে স্বাভাবিক নগদ আন্তঃপ্রবাহ ছাড়া অন্যান্য যে নগদ আন্তঃপ্রবাহ ঘটে তাকেই প্রান্তীয় বা টারমিনাল নগদ প্রবাহ বলে।

৩২. অবচয় কী?
উত্তর : কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে এবং সময় অতিবাহিত হওয়ার ফলে সেই সম্পত্তির মূল্যের যে হ্রাস ঘটে তাই অবচয়।

৩৩. CAPM এর পূর্ণরূপ লেখ।
উত্তর : CAPM এর পূর্ণরূপ হচ্ছে Capital Asset Pricing Model

৩৪. গড় মনাফা হার কী?
উত্তর : বিনিয়োগ প্রকল্পের কর ও অবচয় পরবর্তী নগদ প্রবাহকে শতকরা হারে প্রকাশ করাকে বিনিয়োগের ওপর উপার্জন হার পদ্ধতি বা গড় মুনাফার হার বলে। গড় উপার্জন হারকে হিসাববিজ্ঞানের হারও বলা হয়।

৩৫. কাম্য মূলধন কাঠামো কী?
উত্তর : যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সবচেয়ে কম এবং যেটি ব্যবহারের দ্বারা শেয়ারের বাজার মূল্য সর্বাধিক হয় তাকেই কাম্য মূলধন কাঠামো বলে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. অর্থায়নের সংজ্ঞা দাও।
২. সরকারি অর্থায়নের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা কর।
৩. ব্যবসায়ের ঋণের ধারণা ব্যাখ্যা কর।
৪. বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৫. স্বল্পমেয়াদি জামানতযুক্ত ঋণ এবং জামানতবিহীন ঋণের মধ্যে চারটি পার্থক্য দেখাও।
৬. মধ্যমেয়াদি অর্থায়নের উৎসসমূহ আলোচনা কর।

৭. অর্থের সময় মূল্য কী?
৮. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?
৯. বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পাঁচটি পার্থক্য উল্লেখ কর।
১০. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পাঁচটি পার্থক্য লেখ।
১১. CAPM এর চারটি অনুমিত শর্তাবলি উল্লেখ কর।
১২. পরিমিত ব্যবধানের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

১৩ প্রাসঙ্গিক নগদ প্রবাহ বিবরণী বলতে কী বুঝ?
১৪. মূলধন বাজেটিং এর সংজ্ঞা দাও।
১৫. মূলধন বাজেটিং এর সনাতন পদ্ধতি ও বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতির মধ্যে পাঁচটি পার্থক্য উল্লেখ কর।
১৬. NPV এবং IRR এর মধ্যে কোনটি উৎকৃষ্ট? ব্যাখ্যা কর।
অথবা, প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে নিট বর্তমান মূল্য এবং অভ্যন্তরীণ উপার্জন হারের মধ্যে কোনটি সর্বোৎকৃষ্ট পদ্ধতি?

১৭. কাম্য মূলধন কাঠামো বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।
18. On January 1, 2001, Mr. Arman bought 100 shares of stock at Tk. 120 per share. On December 31, 2005, he sold the stock for Tk. 150 per share.
What is the annual rate of return?
19. Purba Ltd. purchased some goods costing Tk. 50,000 with the terms of 3/15 net 30 EOM on January 12, How much will the firm pay if it takes the cash discount? Also, find out the cost of trade credit if the firm fails to take a cash discount.

20. Calculate the EIR from the following situations:-
a. Credit purchase Tk. 1,00,000 terms 2/12, Net 30 EOM. b. Credit purchase February 15, 2017, Tk. 50,000 terms 2/10, Net EOM.
21. Comilla Transport Ltd. Leased a bus from Uttara Motors Ltd. on January 1, 2013, under the lease agreement. The cash price of the bus was Tk. 7,45,000, Tk. 2,00,000 was paid on delivery and the balance in three yearly installments, of the installments of Tk. 2,00,000 each. Interest was charged @ 5% on the outstanding balance.
Prepare a lease payment schedule.

22. You have a plan to buy a motorcycle 6 years from now. The price of the motorcycle will be Tk. 6,00,000. You want to accumulate this money in a bank account by monthly installment, which gives you 12% interest. What is your monthly installment?
23. Sanita Bank Ltd. pays 8% interest per year on deposit which is compounded half-yearly. What is an effective IT interest rate?

24. You are planning to borrow Tk. 1,00,000 at 12% interest per annum from Pubali Bank Ltd. to buy a luxurious car for your company. You have to repay the loan in each installment quarterly over the next 4 years. How much should be paid in each installment?
25. Determine the number of years to be required for the initial deposit of Tk. 12,000 to grow at Tk. 30,000 at an annual rate of 15%.

26. The Pennington Corporations bonds have 12 years to remain to maturity. Interest is paid annually. The two bonds have a Tk. 1,000 par value and the coupon interest rate is 10 percent. The bond sells at a price of Tk. 850. What is their approximate Yield To Maturity?
27. Nuha Textiles equity share sells for Tk. 23 per share. The company’s finance manager anticipates a constant growth rate of 10.50 percent and end of year dividend is Tk. 2.50. If the investor requires a 17% return, should the company purchase the stock?
28. An investor recently purchased a bond with Tk. 20,000 face value, 12.50% coupon rate, and 8.50 years remaining to maturity. The bond makes an annual interest payment. The investor paid Tk. 20.500 for the bond. If the bond can be called two years from now at a price of Tk. 21,160, What is its YTC?

10 4

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. অর্থায়নের নীতিসমূহ আলোচনা কর।
২. ব্যবসায় অর্থসংস্থান কী? ব্যবসায় অর্থসংস্থানের নীতিমালাসমূহ আলোচনা কর।
৩. “একটি ফার্মের মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ, মুনাফা সর্বাধিকরণ নয়।”—ব্যাখ্যা কর।
অথবা, মুনাফা সর্বাধিকরণ কেন একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য নয়? ব্যাখ্যা কর।
৪. মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য আলোচনা কর।
অথবা, সম্পদ সর্বোচ্চকরণ ও মুনাফা সর্বোচ্চকরণের মধ্যকার চারটি পার্থক্য উল্লেখ কর।

৫. মুদ্রা বাজার এবং মূলধন বাজারের মধ্যে পার্থক্য কর।
৬. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎসসমূহ আলোচনা কর।
অথবা, স্বল্পমেয়াদি অর্থায়নের জামানতযুক্ত ও জামানতবিহীন উৎসসমূহ লেখ।
৭. মধ্যমেয়াদি অর্থায়নের গুরুত্ব আলোচনা কর।
৮. সাধারণ শেয়ার মালিকদের অধিকার বর্ণনা কর।
অথবা, সাধারণ শেয়ার মালিকদের অধিকারগুলো কী কী?

৯. অগ্রাধিকারযুক্ত শেয়ারের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
১০. আর্থিক ঝুঁকি ও ব্যবসায়িক ঝুঁকির মধ্যে তুলনা কর।
অথবা, ব্যবসায়িক বা কারবারি ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য লেখ।

১১. মূলধন বাজেটিং প্রক্রিয়া আলোচনা কর।
১২. অভ্যন্তরীণ উপার্জন হার ও নিট বর্তমান মূল্য পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।
১৩. কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্যসমূহ লেখ।

10 5
10 6
10 7
10 8

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর অর্থায়ন নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অর্থায়ন নীতিমালা সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ অর্থায়ন নীতিমালা সাজেশন

Honors 1st year Common Suggestion 2025

Leave a Comment