বিষয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ বাজারজাতকরণ নীতিমালা সাজেশন
অনার্স_প্রথম_বর্ষ
বিভাগ_সকল বিভাগ হিসাব বিজ্ঞান/ ফিন্যান্স / ব্যবস্থাপনা /মাকেটিং
বিষয়_বাজারজাতকরণ_নীতিমালা
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত)
ক) ক্রেতা ভ্যালু কী?
খ) কৌশলগত পরিকল্পনা কী?
গ) ভােক্তাবাদ কী?
ঘ) গণ-বাজারজাতকরণ কী?
ঙ) অযাচিত পণ্য কী?
চ) প্রণালির দ্বন্দ্ব কী?
ছ) Encoding কী?
জ) গ্লোবাল ফার্ম কী?
ঝ) টেকসই বাজারজাতকরণ কী?
ঞ) বাজারজাতকরণ দ্বারা কী কী উপযােগ সৃষ্টি হয়?
ট) swOT বিশ্লেষণ কী?
ঠ) কোটর বা নিশ মার্কেটিং কী?
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
ক) বাজারজাতকরণ কী?
খ) বাজারজাতকরণ ক্রেতাদের জন্য কী সৃষ্টি করে?
গ) ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনটি অধিক পরিবর্তনশীল?
ঘ) বাজারজাতকরণের সামষ্টিক পরিবেশের উপাদানগুলাে কী কী?
ঙ) বাজার বিভক্তিকরণ কী?
চ) উপসংস্কৃতি কী?
ছ) ই-কমার্স কী? জ) নতুন পণ্য কাকে বলে?
ঝ) সুপার স্টোর কাকে বলে?
ঞ) টেলি মার্কেটিং কী?
ট) মূল্য বলতে কী বুঝ?
ঠ) প্রমােশন মিশ্রণ কী?
অনার্স ২০১০,২০১১, ২০১২, ২০১৩,২০১৪,২০১৫, ২০১৬,২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের ক বিভাগের প্রশ্নগুলো পড়তে হবে।।
#খ_বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
১। ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের পার্থক্য দেখাও*।
২। প্রমোশন মিশ্রণের হাতিয়ারগুলো আলোচনা কর*।
৩। নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশলগুলো ব্যাখ্যা কর*।
৪। টেকসই বাজারজাতকরণের নীতিগুলো আলোচনা কর*।
৫। বাজারজাতকরণ পরিবেশের প্রতি কোম্পানি কিভাবে সাড়া দেয়*।
৬। ভোক্তার সর্বজনস্বীকৃত অধিকারগুলো উল্লেখ কর*।
৭। বাজার বিভক্তিকরণের স্তরগুলো আলোচনা কর*।
৮। ভোক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি*।
৯। বাজারজাতকরণ পরিবেশ গুরুত্বপূর্ণ কেন?*
১০। সেবা কি পঁচনশীল? ব্যাখ্যা কর*।
১১। ব্যাখ্যা কর : স্টারস কোয়েশ্চেন মার্কস, ক্যাশ কাউ এবং ডগ্স। আসাদস্যার।
১২। কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তসমূহ ব্যাখ্যা কর।
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
১৩। প্রণালীর সদস্যরা কিভাবে উতপাদক ও ভোক্তাদের জন্য ভ্যালু সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
১৪। নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা কর*।
১৫। ভোগ্যপণ্য ও শিল্পপণ্য বাজারজাতকরণ বিবেচ্য বিষয়গুলো কি কি*?
১৬। বাজার বিভক্তিকরণ কি? বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ কি কি? আসাদস্যার।
** বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য সমূহ কি?
১৭। বাজারে অবস্থান গ্রহণের কৌশলসমূহ আলােচনা কর।
১৮। বাজারজাতকরণ দান কী? বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য দেখাও।
১৯। পণ্যের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে বাজারজাতকরণ কৌশলসমূহ বর্ণনা কর।
২০। বাজারজাতকরণ মিশ্রণের সংজ্ঞা দাও। বাজারজাতকরণ মিশ্রণের উপাদানসমূহ কি কি?
২১। স্টারস, ক্যাশ কাউস, কোয়েশ্চন মার্কস ও উগস -ব্যাখ্যা কর।
২২। সেবা কি পচনশীল? ব্যাখ্যা কর।
২৩। ভােক্তার সর্বজনস্বীকৃত অধিকারগুলাে উল্লেখ কর।
২৪। বাজার অবস্থান গ্রহণ বলতে কি বুঝ? বাজারে অবস্থান গ্রহণের কৌশলসমূহ কি কি?
২৫। নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত প্রক্রিয়া আলােচনা কর।
২৬। নতুন সহস্রাব্দের বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ আলােচনা কর।
২৭। প্রয়ােজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য লিখ।
২৮। বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনসমূহ আলােচনা কর।
২৯। বাজারজাতকরণ পরিবেশ অধ্যায়ন গুরুত্বপূর্ণ কেন?
৩০। ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য লিখ।
৩১। ভােক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলাে কী কী?
৩২। ভােক্তার আচরণের একটি মডেল বর্ণনা কর।
গ_বিভাগ : রচনামূলক প্রশ্ন
১।
ক) ভোক্তা আচরণের মডেল কি? ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদান লিখ।
খ) ক্রয় সিদ্ধান্ত গ্রহণে ক্রেতার ব্যক্তিগত উপাদানসমূহের প্রভাব আলোচনা কর।
২।
ক) নতুন পণ্য উন্নয়ন কি? নতুন পণ্য উন্নয়নের গুরুত্ব আলোচনা কর*।
খ) নতুন পণ্য গুরুত্বপূর্ণ কেন? নতুন পণ্যের ব্যর্থতার কারণগুলো চিহ্নিত কর*।আসাদবিডি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অথবা,
ক) পণ্য জীবনচক্রের প্রতিটি ধাপে অনুসৃত কৌশল বর্ণনা কর।
খ) নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা কর।
৩।
ক) ভোক্তার ক্রয় আচরণের প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর*।
খ) ভোক্তা বাজারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৪।
ক) খুচরা ব্যবসায় কি? খুচরা ব্যবসায়ের শ্রেণিবিভাগ বর্ণনা কর*।
খ) খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ পদ্ধতি আলোচনা কর*।
৫।
ক) বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনগুলো আলোচনা কর*।
খ) বাজারজাতকরণ গুরুত্ব আলোচনা কর।বাজারজাতকরণ কি? আসাদস্যার।
৬।
ক) কৌশলগত ব্যবস্থাপনার স্তরসমূহ আলোচনা কর।*
খ) বাজারজাতকরণ কৌশল কি? কৌশলগত পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
গ) বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ বর্ণনা কর।
৭।
ক) সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগের প্রয়োজনীয়তা আলোচনা কর।
খ) বাজারজাতকরণ প্রসার কি? বাজারজাতকরণ প্রসারের হাতিয়ারসমূহ চিহ্নিত কর।
৮।
ক) বাজারজাতকারী কিভাবে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে পারে?
খ) ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা আলোচনা কর। ক্রেতাদের নিকট হতে ভ্যালু অর্জন কিভাবে করা যায়?
৯।
ক) উত্তম বাজারজাতকরণ যোগাযোগের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
খ) বাজারজাতকরণ যোগাযোগ প্রক্রিয়াটি আলোচনা কর।
১০।
ক) মূল্য কি? মূল্য নির্ধারণে পদ্ধতিসমূহ বা কৌশল সমূহ বর্ণনা কর।
খ) মূল্য নির্ধারণের পদ্ধতি হিসাবে ব্রেক – ইভেন্ট পদ্ধতি বিশ্লেষণ কর*।
১১।
ক) পণ্য ও সেবার সংজ্ঞা দাও। পণ্য ও সেবার স্তরগুলি ব্যাখ্যা কর।
খ) ব্যান্ড ইক্যুইটি কি? শক্তিশালী ব্যান্ড গঠন করার ক্ষেত্রে প্রধান ব্যান্ড কৌশলগত সিদ্ধান্তসমূহ কি তা বর্ণনা কর।
১২।
ক) বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন কি অপচয়?বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা কর।
খ) বিজ্ঞাপন প্রচারের মধ্যে পার্থক্য লিখ। বিজ্ঞাপন কিভাবে চাহিদা সৃষ্টি করে?
১৩। ক) পণ্যের স্তরসমূহ আলােচনা কর।
খ) ভােগ্য পণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য লিখ।
১৪। ক) সেবার বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
খ) নতুন পণ্যের ব্যর্থতার কারণগুলাে বর্ণনা কর।
১৫। ক) নতুন পণ্য উন্নয়নের পদক্ষেগুলাে আলােচনা কর।
খ) বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ আলােচনা করা।
১৬। ক) মূল্য নির্ধারণ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলােচনা কর।
খ) বিজ্ঞাপন কী অপচয়? ব্যাখ্যা কর।
১৭। ক) বিক্রয় প্রসার কর্মসূচি উন্নয়নের পদক্ষেপসমূহ আলােচনা কর ।
খ) প্রমােশন মিশ্রণ নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলােচনা কর।
১৮। ক) মূল্য নির্ধারণের পদ্ধতি হিসেবে ব্রেক ইভেন বিশ্লেষণ আলােচনা কর। | খ) পণ্যের জীবনচক্রে বিভিন্ন স্তরে গৃহীত কৌশলসমূহ আলােচনা কর ।
১৯। ক) বাজার বিভক্তিকরণের হাতিয়ারগুলাে আলােচনা কর । | খ) ভােক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ আলােচনা কর।
২০। ক) বাজার এবং বাজারজাতকরণের মধ্যে পার্থক্য আলােচনা কর।
খ) ক্রেতা এবং ভােক্তার মধ্যে পার্থক্য আলােচনা কর ।
২১। ক) ভােক্তা ক্রয় আচরণের সংজ্ঞা দাও।।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
খ) প্রয়ােজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্যসমূহ কি কি?
২১। ক) বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়নের গুরুত্ব আলােচনা কর।
খ) ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ কিভাবে বাজারজাতকরণে প্রভাব বিস্তার করে তা আলােচনা কর।
২২। ক) ভােগ্য পণ্য ও শিল্পপণ্যের মধ্যে পার্থক্য দেখাও।
খ) শিল্প বাজারজাতকরণের বিবেচ্য বিষয়সমূহ আলােচনা কর।
২৩। ক) বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলাে আলােচনা কর।
খ) নতুন সহস্রাব্দের বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ আলােচনা কর ।
২৪।
ক) ভােক্তার ক্রয় আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদনসমূহ আলােচনা কর ।
খ) ভােক্তার ক্রয় আচরণের একটি সহজ মডেল তৈরি কর।
২৫। ক) মূল্য নির্ধারণের কৌশলগুলাে আলােচনা কর ।
খ) পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলােচনা কর।
২৬। ক) সমন্বিত বাজারজাতকরণ (আইএমসি) বলতে কি বুঝ?
খ) কৌশলগত পরিকল্পপনা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
২৭। ক) বিশ্বব্যাপী বাজারজাতকরণ বলতে কি বুঝ?
খ) বিদেশের বাজার প্রবেশের প্রধান উপায়গুলাে আলােচনা কর।
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল
- BCS Written Exam Preparation Bengali English Mathematics Bangladesh Affairs and International Affairs
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান