জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষের [Basic Mathematics] সাজেশন অনার্স ১ম বর্ষের Department of : অর্থনীতি ও অন্য সকল বিভাগের Subject Code: 212205 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
PDF Download মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত সাজেশন
মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন বিষয়: মৌলিক গণিত। বিষয় কোড: ২১২২০৫।
মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মৌলিক বা প্রাইম সংখ্যা কি?
উত্তর: যেসব পূর্ণসংখ্যা এবং সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেসব পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা বলে।
২. প্রকৃত বাস্তব সংখ্যা কি?
উত্তর: মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে একত্রে প্রকৃত বা বাস্তব সংখ্যা বলে।
৩. বাহ্যিক চলক কি?
উত্তর: অর্থনৈতিক পদ্ধতিতে ব্যবহৃত চলকগুলোর মান যদি মডেলর পদ্ধতি দ্বারা নির্ণয় করা না যায় এবং উক্ত পদ্ধতি বহির্ভূত অন্যকোনো পদ্ধতিতে নির্ণীত হয় তবে ঐ সব চলককে বাহ্যিক চলক বলে। যেমন একজন ভোক্তার ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে দাম P বাহ্যিক চলক।
৪. পরামিতি কি?
উত্তর: পরামিতি প্যারোমিটার এক ধরনের অজ্ঞাত রাশি। পরামিতিযখন কোনো মান গ্রহণ করে তখন তা ধ্রুবক হয়ে যায়। সাধারণত a, b, a, b, ইত্যাদি দ্বারা নির্দেশিত হয়।
৫. এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
৬. অভেদ কাকে বলে?
উত্তর: দুটি বীজগাণিতিক রাশি সমতা চিহ্ন দ্বারা (=) যুক্ত হয়েছে গাণিতিক সম্পর্ক সৃষ্টি করে তা যদি চলরাশির যে কোন মানের জন্য সত্য হয় তাহলে তাকে অভেদ বলে। যেমন– Y=C+ I +G একটি কেইনসীয় অভেদ।
৭. এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
৮.প্রকৃত উপসেট কাকে বলে?
উত্তর: যদি A এবং B দুটি সেট হয় এবং B সেটের প্রতিটি উপাদান A সেটেও উপাদান হয়, কিন্তু A সেটের অন্তত একটি উপাদান না হয় তখন B সেটকে A সেটের প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেট বুঝানোর জন্য —চিহ্নটি ব্যবহার করা হয়।
৯. দেওয়া আছে, A= {1,2}, প্রদত্ত A সেটে কয়টি সাব সেট আছে লেখ।
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
১০. সেটের আইডেন্টিটি লেখ।
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
১১. A= {2, 4, 6, 8}, A আমার এখানে সেটের কতটি উপসেট আছে?
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
১২. C= 10 + 0.6y হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতার MPS বের কর।
উত্তর: MPS= 0.4
১৩. ব্যয়যোগ্য আয় কি?
উত্তর: ব্যক্তিগত আয় থেকে কর ও অন্যান্য ব্যয়সমূহ বাদ দিয়ে অবশিষ্টাংশ শুধুমাত্র ভোগের জন্য ব্যয়িত হয় তাকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় বলে।
১৪. চার সেক্টরভিত্তিক জাতীয় মডেলটি লেখ।
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
১৫. উদ্দেশ্যমূলক অপেক্ষক কি?
উত্তর: একমাত্রিক কার্যক্ররম যে অপেক্ষকের কাম্য মান নির্ণয় করা হয় তাকে উদ্দেশ্যমূলক অপেক্ষক বলে।
১৬. বিপরীত অপেক্ষক কি?
উত্তর: যদি কোন অপেক্ষক থেকে অপর একটি অপেক্ষক বের করা যায় তবে দ্বিতীয় অপেক্ষকটিকে প্রথম অপেক্ষকের বিপরীত অপেক্ষক বলে।
১৭. Y= mx + C সমীকরণে C কী নির্দেশ করে?
উত্তর: Y= mx + C সমীকরণে, C একটি ধ্রুবক ঐ সমীকরণে ছেদক মান নির্দেশ করে। অর্থাৎ ওই অপেক্ষক থেকে প্রাপ্ত রেখাটি Y অক্ষের কোন অংশ থেকে উৎপত্তি কোন অংশে ছেদ করে তার নির্দেশ করে।
১৮. ডোমেইন কি?
উত্তর: কোন অপেক্ষক Y= f (x) এক্ষেত্রে স্বাধীন চলক যে নির্দিষ্ট পরিসরের পরিমাণগুলো গ্রহন করতে পারে তাই হলো ঐ অপেক্ষকের ডোমেইন। মনে করি, অপেক্ষকে x শূণ্য এর বেশি এবং 5 এর কম পরিসরের মান গ্রহণ করতে পারে তাহলে এক্ষেত্রে ডোমেইন হবে 0 < x < 5.
২০.স্থির অপেক্ষক কাকে বলে?
উত্তর: স্বাধীন চলক এর বিভিন্ন মানের ভিত্তিতে যদি অধীন চলকের একটিমাত্র মান পাওয়া যায়, তখন তা কিস্তির আপেক্ষক বলে।
২২. ভুজ ও কোটি কাকে বলে?
উত্তর: লেখচিত্রের ভূমি অক্ষকে বলা হয় ভুজ আর লম্ব অক্ষকে বলা হয় কোটি।
২৪. অনমনীয় বিন্দু শর্ত গুলো কি?
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
২৫. আংশিক অন্তরক সহগ কাকে বলে?
উত্তর: কোন অপেক্ষকের দুই বা ততোধিক স্বাধীন চলক থাকলে অন্যান্য স্বাধীন চলক গুলোকে অপরিবর্তনশীল বিবেচনা করে যখন একটিমাত্র স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরকসহগ নির্ণয় করা হয় তখন তাকে আংশিক অন্তরকসহগ বলে। আংশিক অন্তরকসহগের ক্ষেত্রে (ডেল) চিহ্ন ব্যবহৃত হয়।
২৭. ল্যাগরেঞ্জ অপেক্ষক বলে?
উত্তর: শর্তসাপেক্ষ কাম্য মান নির্ণয়ের ক্ষেত্রে শর্তটিকে একটি স্থির মান ধারা গুণ করে এটিকে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সাথে যোগ করে যে নতুন অপেক্ষক পাওয়া যায় তাই ল্যাগরেঞ্জ অপেক্ষক।
২৮. চরম মান কাকে বলে?
উত্তর: অপেক্ষকের স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের এক বা একাধিক সর্বোচ্চ বা সর্বনিম্ন মান রয়েছে। স্বাধীন চলকের মানের বিপরীতে অধীনচলকের এ সর্বোচ্চ বা সর্বনিম্ন মানগুলোকে গণিতের ভাষায় চরম মান (Extreme value) বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য লেখ।
২. ছেদক ও ঢালের মধ্যে পার্থক্য দেখাও।
৩..সমিম সেট অসীম সেটের পার্থক্য দেখাও।
৪. আংশিক বাজার ভারসাম্য কাকে বলে? বাজার ভারসাম্য প্রক্রিয়া ব্যাখ্যা কর।
৫. ভারসাম্য জাতীয় আয় কি? ভারসাম্য জাতীয় আযয়ের উপর পরামিতি সমূহের প্রভাব ব্যাখ্যা কর।
৬. আংশিক বাজার ভারসাম্য কাকে বলে?
৭. কত প্রকার কি কি? উহাদের বিস্তারিত বর্ণনা দাও।
৮. অপেক্ষকের অবিচ্ছিন্নতা বলতে কি বুঝ?
৯. অবিচ্ছিন্নতার শর্ত কি কি?
১০. অর্থনীতিতে সমীকরণের ব্যবহার তুলে ধর।
১১. একঘাত ও দ্বিঘাত সমীকরণের মধ্যে পার্থক্য লেখ।
১২. দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় কর।
১৩. ছেদকের ভিত্তিতে সরলরেখার সমীকরণ নির্ণয় কর।
১৪. dy/dx এবং এর মধ্যে পার্থক্য দেখাও।
১৫. নিরঙ্কুশ ও আপেক্ষিক সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কি?
১৬. অন্তরকলনের ধারণা দাও।
১৭. আংশিক অন্তরক সহগ কাকে বলে?
১৮. শর্ত আরোপিত সর্বোচ্চকরণ ও সর্বনিম্ন করনের সংজ্ঞা দাও।
১৯. অয়লারের উপপাদ্য কি? অয়লারের তত্ত্বের/ উপপাদ্যের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান কর।
২০.অপেক্ষকের সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্তাবলী লেখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. অর্থনীতিতে আংশিক অন্তরক সহগের ব্যবহার লেখ।
২.সাধারণ অন্তরকলন ও আংশিক অন্তরকলনের মধ্যে পার্থক্য দেখাও।
৩. অপেক্ষকের অন্তরকলন বলতে কি বুঝ?
৪. লেগারিদমিক অপেক্ষকের অন্তরকলন কি? এর বিভিন্ন নিয়মাবলী বর্ণনা কর।
৫.অপেক্ষকের উচ্চতা এবং অবতলতার শর্তসমূহ লেখ।
৬. অনমনীয় বিন্দু বলতে কি বুঝ?
৭. অপেক্ষকের ঢাল ও ছেদকের সংজ্ঞা দাও।
৮. অর্থনীতিতে সমজাতীয় অপেক্ষকের ব্যবহার লেখ।
৯. ভারসাম্য জাতীয় আয় কি? ভারসাম্য জাতীয় আয়ের উপর পড়ানীতি সমূহের প্রভাব ব্যাখ্যা কর।
১০. বাজার ভারসাম্যের উপর কর ও ভর্তুকির প্রভাব বিস্তারিত আলোচনা কর।
১১. আংশিক বাজার ভারসাম্য কাকে বলে? এ বাজার ভারসাম্য প্রক্রিয়া ব্যাখ্যা কর।
১২ স্যাডেল বিন্দুও অনমনীয় বিন্দুর মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৩. একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক কি? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৪. শর্ত আরোপিত সর্বোচ্চকরণ ও সর্বনিম্ন করনের সংজ্ঞা দাও।
১৫. ল্যাগরেঞ্জ গুণকের অর্থনৈতিক গুরুত্ব/প্রয়োজনীয়তা লেখ।
১৬. উৎপাদিত দ্রব্যের সংখ্যা ৪০০০ হতে ৬০০০ বৃদ্ধি করলে মোট উৎপাদন খরচ ২২০০০ টাকা হতে ৩০০০০ টাকায় বৃদ্ধি পায়। উৎপাদন ব্যয় (Y) ও দ্রব্যের পরিমাণ (X) এর মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠা কর।
১৭. নিম্নোক্ত অপেক্ষাকৃত চলমান বের কর এবং সর্বোচ্চ, সর্বনিম্ন অথবা অনমনীয় বিন্দু কিনা তা নির্ণয় কর।
১৮. এক ব্যক্তি তার ১২০ টাকা আয় x ও y দ্রব্যের উপর ব্যয় করে, যার বাজার মূল্য যথাক্রমে ৩ টাকা এবং 5 টাকা। বাজেট সমীকরণ নির্ণয় কর এবং চিত্রে বিভিন্ন সমন্বয় প্রদর্শন কর।
১৯. বাধাঁযুক্ত সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্তগুলি ব্যাখ্যা কর।
২০. অসমতা বলতে কি বুঝ অসমতার নিয়মাবলী আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত সাজেশন
Honors 1st year Common Suggestion 2024
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন 2024 | Basic Mathematics: Economics Department Suggestions
ক বিভাগ
- চলক মান কাকে বলা হয়?
- লেগরেঞ্জ অপেক্ষক কাকে বলে?
- আংশিক অন্তরক সহগ বলতে কি বুঝায়?
- অনমনীয় বিন্দু শর্ত গুলো কি কি?
- ভুজ এবং কোটি কাকে বলে?
- স্থির অপেক্ষক কাকে বলা হয়?
- ডোমেইন বলতে কি বুঝেন?
- বিপরীত অপেক্ষক কাকে বলে?
- উদ্দেশ্য মূলক অপেক্ষক কাকে বলে?
- চার সেক্টর ভিত্তিক জাতীয় মডেল বলতে কি বুঝেন?
- ব্যয় যজ্ঞ আয় কাকে বলা হয়?
- C = 10 + 0.6y হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা MPS বের করুন।
- A = { 2, 4,6,8 }, A এখানে সেটের কতটি উপ সেট রয়েছে?
- সেটের আইডেন্টি লিখুন।
- দেওয়া রয়েছে, A = { 1, 2 }, প্রদত্ত এ সেটের কয়টি সাবজেক্ট রয়েছে?
- প্রকৃত উপসেট কাকে বলা হয়?
- অভেদ কাকে বলা হয়ে থাকে?
- পরামিতি বলতে কি বুঝেন?
- প্রকৃত বাস্তব সংখ্যা কি?
- মৌলিক অথবা প্রাইম সংখ্যা কাকে বলা হয়?
মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন পাচ্ছেন শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে। এই ধরনের সাজেশন দিতে কোন ধরনের অর্থ বা লেনদেন করি না। বাজারে থেকে এই ধরনের সাজেশন কিনতে চান তাহলে অবশ্যই ২০০ টাকা থেকে ৫০০ টাকার মত খরচ হয়ে থাকে। শিক্ষার্থীদের অর্থের কথা বিবেচনা করে আমরা সবসময় সকল সাজেশন গুলো ফ্রিতে দিয়ে থাকি।
খ বিভাগ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন 2024
- অপেক্ষকের সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্তগুলি লিখুন।
- অয়লারের উপপাদ্য কি এবং অয়লারের তত্ত্বের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করুন।
- শর্ত আরোপিত সর্বোচ্চ করন এবং সর্বনিম্ন করনের সংজ্ঞা দিন।
- আংশিক অন্তরকসহ কাকে বলা হয়?
- অন্তরকলনের ধারণা প্রদান করুন।
- নিরঙ্কুশ এবং আপেক্ষিক সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কি?
- ছেদকের ভিত্তিতে সরলরেখা সমীকরণ নির্ণয় করুন।
- দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় করুন।
- একঘাত এবং দ্বিঘাত সমীকরণের মধ্যে পার্থক্য লিখুন।
- অর্থনীতিতে সমীকরণের ব্যবহার তুলে ধরুন।
- অবিচ্ছন্নতার শর্ত কি কি থাকে?
- অপেক্ষকের অবিচ্ছন্নতা বলতে কি বুঝেন?
- আংশিক বাজার ভারসাম্য কাকে বলা হয়?
- আংশিক বাজারের ধরন কত প্রকার এবং কি কি?
- ভারসাম্য জাতীয় ফি কাকে বলা হয়?
- আংশিক বাধা ভারসাম্য বলতে কি বুঝেন এবং বাজারের ভারসাম্য প্রক্রিয়া ব্যাখ্যা করুন।
- সসীম সেট এবং অসীম সেটের মধ্যে পার্থক্য লিখুন।
- চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য দেখান।
গ বিভাগ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন 2024
- অসমতা বলতে কি বুঝেন এবং অসমতার নিয়মাবলী আলোচনা করুন।
- বাধা যুক্ত সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্তগুলো ব্যাখ্যা করুন।
- এক ব্যক্তি ১২০ টাকা আয় করে X, Y দ্রব্যের উপর সে ব্যয় করে থাকে। যার বাজার মূল্য যথাক্রমে ৩ টাকা এবং ৫ টাকা। তাহলে এর বাজেট সমীকরণ নির্ণয় করুন এবং চিত্রসহ বিভিন্ন সমন্বয় প্রদর্শন।
- নিম্নোক্ত অপেক্ষাকৃত চলমান বের করুন এবং সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু কিনা তা নির্ণয় করুন।
- উৎপাদন দ্রব্যের সংখ্যা ৪০০০ থেকে ৬০০০ বৃদ্ধি করলে মোট খরচ হয়ে থাকে ২২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। যদি উৎপাদন ব্যয় ( Y ) এবং দ্রব্যের ব্যয় ( X ) হয়ে থাকে তাহলে এর মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠা করুন।
- ল্যাগরেঞ্জ গুণক এর অর্থনৈতিক গুরুত্ব লিখুন।
- শর্ত আরোপিত সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের সংজ্ঞা দিন।
- স্যাডেল বিন্দু এবং নমনীয় বিন্দুর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
- আংশিক বাজার ভারসাম্য কাকে বলা হয়?
- বাজার ভারসাম্যের উপর কর এবং ভর্তুকি প্রভাব বিস্তারিত আলোচনা করুন।
- অপেক্ষকের উচ্চতা এবং অবলতার শর্ত শ্যামল লিখুন।
- সাধারণ অন্তরকলন এবং আংশিক অন্তরকলনের মধ্যে পার্থক্য দেখান।
- অর্থনীতির আংশিক অন্তরক সহগের ব্যবহার লিখুন।
- অর্থনীতিতে সম জাতীয় অপক্ষকের ব্যবহার লিখুন।
- অপেক্ষকের ঢাল এবং ছেদকের সংজ্ঞা দিন।
- অনমনীয় বিন্দু বলতে কী বোঝেন?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক গণিত অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত সাজেশন
Honors 1st year Common Suggestion 2024
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
বিষয়: মৌলিক গণিত সাজেশন অনার্স ১ম বর্ষ
ক বিভাগ
প্রকৃত/ বাস্তব সংখ্যা কী?
বাহ্যিক চলক কী?
কাল্পনিক সংখ্যা কী?
অর্থনৈতিক মডেল কাকে বলে?
মৌলীক বা প্রাইম সংখ্যা কী?
পূরক সেট কী?
দ্বিঘাত সমীকরন কী?
প্রকৃত উপসেট কাকে বলে?
অসমতা কাকে বলে?
সূচক অপেক্ষক বলতে কী বুঝায় শক্তি সেট কী?
মুলবিন্দুগামী সরল রেখার সমীকপন লেখ?
ভেনচিএ কী?
চার সেক্টর ভিওিক জাতীয় মডেল টি লেখ?
বিপরীত অপেক্ষক কী?
ঢাল নির্ণয়ের সূএটি কী?
অনমনীয় বিন্দুর ক্ষেএে f (x) >0 অপেক্ষক সম্পর্কে কী নির্দেশ করে?
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
লগারিদম কী?
ছেদক কী?
ডোমেইন কী?
Y অক্ষের সমান্তরল রেখার সমীকরণ লেখ?
d2y_dx>0 অপেক্ষকটি উওল না অবতল
অনমনীয় বিন্দু কাকে বলে?
অনমনীয় বিন্দুর শর্তাগুলো কী?
logam× logma=1
(b2-4ac)=0হলে মূলদ্বয়ের প্রকৃতি কীরুপ হবে
চরম মান কাকে বলে?
CES উৎপাদন অপেক্ষকটি লেখ?
z=f(x.y) হলে স্যাডল বিন্দুর ক্ষেএে fxxও fyyএর চিহৃের প্রকৃতি উল্লেখ কর
খ ও গ বিভাগ
গাণিতিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর
আংশিক বাজার কি?
ধ্রবক এবং পরামিতির মধ্যে পার্থক্য কী?
ছেদক ও ঢালের মধ্যে পার্থক্য দেখাও?
আংশিক বাজার ভারসাম্য কী? আংশিক বাজার ভারসাম্য কীভাবে নির্ধারিত হয়
অপেক্ষকের শ্রেণিবিভাগ কর/ প্রকারভেদ এবং উহাদের চিএভিওিক ব্যাখ্যা বিস্তারিত আলোচনা কর
সুচক ও লগ অপেক্ষকের মধ্যে পার্থক্য দেখাও
একঘাত ও দ্বিঘাত সমীকরণের পার্থক্য লেখ?
সমীকরন ও অভেদের মধ্যে পার্থক্য লেখ?
অপেক্ষকের উওলতা এবং অবলতার শর্তসমূহ লেখ?
অন্তর কলনের ধারনা দাও?
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
আংশিক অন্তরক সহগ কাকে বলে?
অর্থনীতিতে আংশিক অন্তরক সহগের ব্যবহার লেখ?
সাধারন অন্তরকলন ও আংশিক অন্তরকলনের মধ্যে পার্থক্য দেখাও?
আপেক্ষিক সর্বোচ্চ মান ও নিরঙ্কুশ সর্বোচ্চ মানের মধ্যে পার্থক্য দেখাও?
অপেক্ষকের চরম মান এবং কাম্যমান বলতে কী বুঝ?
অপেক্ষকের সর্বনিম্ন মানেপ শর্তাবলি লেখ?
কব ডগলাস উৎপাদন অপেক্ষকের সমজাতীয়তা ব্যাখ্যা কর?
শর্ত আরোপিত সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণের সংজ্ঞা দাও?
অয়লারের উপপাদ্য কী? আয়লারের তও্বের / উপপাদ্য অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান কর?
স্যাডেল বিন্দু ও অনমনীয় বিন্দুর মধ্যে পার্থক্য নির্দেশ কর
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গাণিতিক সমস্যা ও সমাধান
সেট তত্ব সম্পর্কিত কতি পয় প্রমাণ
সেটের মিলন/ সংযোগ বিধিটি পরীক্ষা কর 2 ডি মরগানের সুএটি প্রমাণ কর 3 সেটের বিনিময় বিধিটি প্রমাণ কর
সেটের বন্টন বিধিটি পরীক্ষা কর সেটের অভেদ নিযমটি প্রমাণ কর
দেওয়া আসে Qd=10 -pএবং Qs=2p-5
ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর
একক প্রতি 2 টাকা বিক্রয় কর আরোপ করা হলে ক্রেতা ও বিক্রেতা করের কত টাকা প্রদান করবে?
নিম্নের অপেক্ষটির একটি লেখচিএ অঙ্কন কর y=2+x-2×2+x3
দ্বিঘাত সমীকরণ ax2+bx +c=0 হলে প্রমাণ করx=__-b+- √b2-4ac 2a
নিম্নের সগ সমীকরণ গুলে সমাধান কর
x+y+xy =27 1-x + 1-y = 1/2
Aও B বিন্দুর স্হানাঙ্ক যথাক্রমে (3:4)& (6;8) হলে A ও b বিন্দুর মধ্যবর্তী দুরত্ব নির্ণয় কর উৎপাদিত দ্রব্যের y ও
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল
- BCS Written Exam Preparation Bengali English Mathematics Bangladesh Affairs and International Affairs
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান