বিষয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন 2024
PDF Download সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন অনার্স ১ম বর্ষের [History of The Muslim Rule in Syria] Suggestion Honors 1st year Department of: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও অন্য সকল বিভাগের Subject Code: 211607 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
PDF Download সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন 2024
ক-বিভাগ:অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মাগরিবের অর্থ কি?
অথবা, মাগরিব শব্দের অর্থ কি?
উত্তর: মাগরিব অর্থ পশ্চিম।
২. আগলাবির শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আগলাবি বংশের প্রতিষ্ঠাতার নাম ইব্রাহিম বিন আগলাব
৩. উত্তর আফ্রিকায় ফাতেমি খেলাফত কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহদী।
৪. শিয়াদের প্রথম ইমাম কে?
উত্তর: শিয়াদের প্রথম ইমাম হযরত আলী (রাঃ)।
৫. শিয়াদের দ্বাদশ ইমাম কাকে বলা হয়?
উত্তর: শিয়াদের দ্বাদশ ইমামের নাম মুহম্মদ আল মুন্তাজার।
৬. আল মুইজের রাজত্বকালে মিশর বিজয় সেনাপতি কে ছিলেন?
উত্তর: আল মুইজের রাজত্বকালে মিশর বিজয় সেনাপতি জাওহার আর সিকিলি।
৭. সিরিয়া কোন মহাদেশ অবস্থিত?
উত্তর: সিরিয়া এশিয়া মহাদেশে অবস্থিত।
৮. কোন মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা জয় করেন?
উত্তর: মুসলিম সেনাপতি জাওহার আল সিকিলি উত্তর আফ্রিকা জয় করেন।
৯. কায়রো নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: খলিফা আল মুইজের সেনাপতি জাওহার আল সিকিলি কায়রো নগরীর প্রতিষ্ঠা করেন।
১০. আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা খলিফা আল মরিচের প্রধান সেনাপতি জাওহার আল সিকিলি।
১১. ফাতেমি কোন শাসকের উপাধি ছিল আমিরুল মোমেনীন?
উত্তর: ফাতেমি খলিফা আল হাকিমের উপাধি ছিল আমিরুল মোমেনীন।
১২. দারুল হিকমা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: দারুল হিকমা ১০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
১৩. খলিফা আল হাকিম কোন পাহাড়ে মৃত্যুবরণ করেন?
উত্তর: খলিফা আল হাকিম মুকাত্তাম পাহাড়ে মৃত্যুবরণ করেন।
১৪. বদরআল জামালি কে ছিলেন?
উত্তর: বদরআল জামালি ছিলেন ফাতেমি খিলাফতে আর্মেনীয় উজির পরিবারের প্রতিষ্ঠাতা ও ফাতেমি উজির।
১৫. ফাতেমি খিলাফতের সর্বশেষ খলিফার নাম কি?
অথবা সর্বশেষ ফাতেমি খলিফার নাম কি?
উত্তর: ফাতেমি খিলাফাতে সর্বশেষ খলিফার নাম আল আদিদ।
১৬. কত খ্রিস্টাব্দে ফাতেমীদের পতন ঘটে?
উত্তর: ১১৭১ খ্রিস্টাব্দে ফাতেমিদের পতন ঘটে।
১৭. নওরোজ কি?
উত্তর: মিশরীদের বসন্তকালীন মহাউৎসবকে নওরোজ বলা হতো।
১৮. ‘কাছিদাতুল বুরদাহ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘কাছিদাতুল বুরদাহ’ গ্রন্থটির রচয়িতা ইমাম আল বুসরি।
১৯. আতাবেগ কার উপাধি?
উত্তর: আতবেক সেলজুক সুলতান মালিক শাহের প্রধান উজির নিজামুল মূলকের উপাধি।
2024 চূড়ান্ত সাজেশন অনার্স ১ম বর্ষের সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস
২০. ক্রুসেড কি?
উত্তর: প্রাচ্যের মুসলমান ও ইউরোপের খ্রিস্টানদের মাঝে ১০৯৫- ১২৯১ খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত যুদ্ধকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলা হয়।
২১. জেরিকো কোথায় অবস্থিত?
উত্তর: জেরিকো প্যালেস্টাইনে অবস্থিত।
২২. ক্রুসেড কয়টি পর্যায় সংঘটিত হয়?
উত্তর: ক্রুসেড তিনটি পর্যায়ে সংঘটিত।
২৩. আইয়ুবী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: আইয়ুবী বংশের শেষ শাসকের নাম তুরান শাহ।
২৪. মিশরে কয় শ্রেণীর মামলুক ছিল?
উত্তর: মামলুকদের দুটি ভাগে ভাগ করা হয়। যথা- ১. বাহরী মামলুক ও, ২. বুরুজি মামলুক।
অনার্স ১ম বর্ষের ১০০% কমন সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন 2024
২৫. মামলুক বংশের প্রথম শাসক কে?
অথবা, প্রথম মামলুক শাসক কে?
উত্তর: মামলুক বংশের প্রথম শাসক সাজার উদ দার।
২৬. মাহফিল কি?
উত্তর: মিশরের মামলুক বংশের প্রতিষ্ঠাতা সাজার উদ দার হজযাত্রায় ব্যবহৃত হাওদাকে বলা হতো মাহমিল।
২৭. বাহরী মামলুক করা কোন দ্বীপে বাস করত?
উত্তর: বাহরী মামলুকরা রাওদাহ দ্বীপে বাস করত।
২৮. বাহর বারিক অর্থ কি?
উত্তর: বাহর বারিক অর্থ নদীবাসি।
২৯. মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান রুকনুদ্দিন বাইর্বাস।
৩০. কোন যুদ্ধে প্রথম ছেলে মামলুকের পরাজিত করেন?
উত্তর: মারজ ই দাবিকের যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করে।
History of The Muslim Rule in Syria Honors 1st Year Exam Suggestion PDF 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ফাতেমি বংশ প্রতিষ্ঠায় দাঈ এর ভূমিকা লেখ।
২. ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় আবু আব্দুল্লাহর ভূমিকা কী ছিল?
৩. শিয়াদের পরিচয় দাও।
৪. আল মুইজকে পাশ্চাত্যের মামুন বলা হয় কেন?
অথবা, আল মুইজকে কেন পাশ্চাত্যের মামুন বলা হয়?
৫. দারুল হিকমার কার্যাবলী আলোচনা কর।
অথবা, দারুল হিকমার কার্যাবলী সংক্ষিপ্ত আলোচনা কর।
৬. দারুল হিকমায় কোন কোন বিষয় পাঠদান করা হতো?
৭. আল হাকিমকে খামখেয়ালি শাসক বলা হয় কেন?
৮. দারাজি মতবাদ কি?
অথবা, দারাজি মতবাদে পরিচয় দাও।
৯. আর্মেনীয় উজির বদর আল জামালী সম্পর্কে কি জান?
১০. সেলজুকদের সম্পর্কে যা জান লেখ।
১১. ক্রুসেডের কারণসমূহ সংক্ষেপে বিবৃত কর।
১২. ক্রুসেডের পর্যায়সমূহ উল্লেখ কর।
১৩. জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন?
১৪. সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে এত বিখ্যাত কেন?
১৫. আইয়ুবী বংশের পতনের কারণ ব্যাখ্যা কর।
১৬. মিশরে মামলুকদের উৎপত্তি আলোচনা কর।
১৭. সাজার উদ দার কে ছিলেন?
অথবা, সাজার উদ দার পরিচয় দাও।
অথবা, সাজার উদ দার সম্পর্কে একটি টিকা লেখ।
Honors History of The Muslim Rule in Syria Suggestion PDF Download 2024
১৮. আইন ই জালুতের যুদ্ধকে ভাগ্য নির্ধারণকারি যুদ্ধ বলা হয় কেন?
১৯. রুকনুদ্দিন বাইবার্সের পরিচয় দাও।
২০. মামলুকদের পতনের চারটি কারণ উল্লেখ কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. উত্তর আফ্রিকার ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর।
২. উত্তর আফ্রিকার হাতে নিয়ে খিলাফত প্রতিষ্ঠান আবু আব্দুল্লাহ আল শিয়িরর অবদান মূল্যায়ন কর।
অথবা, উত্তর আফ্রিকার ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার আবু আব্দুল্লাহ আল শিয়িরর ভূমিকা আলোচনা কর।
৩. ফাতেমী খিলাফাতের দ্বিতীয় প্রচেষ্টা হিসেবে জাহারের অবদান আলোচনা কর।
৪ ফাতেমি খলিফা আল আজিজের কৃতিত্ব আলোচনা কর।
৫. ফাতেমি শাসনামলে জ্ঞানবিজ্ঞানের উন্নতিকল্পে খলিফা আল আজিজের অবদান মূল্যায়ন কর।
৬. ফাতেমি খিলাফতে আর্মেনি উজিরদের অবদান মূল্যায়ন কর।
৭. ফাতেমি খিলাফতের পতনের কারণসমূহ আলোচনা কর।
৮. জ্ঞান বিজ্ঞানের ফাতেমিদের অবদান লেখ।
৯. সমসাময়িক ইউরোপের ইতিহাসে সালাউদ্দিন আইয়ুবী এত বিখ্যাত কেন?
১০. ক্রুসেডারদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবের কার্যাবলীর বিবরণ দাও।
অথবা, ক্রুসেডারদের আক্রমণ থেকে মুসলিম সাম্রাজ্য রক্ষায় সালাউদ্দিন আইয়ুবীর কার্যাবলী আলোচনা কর।
PDF Download History of The Muslim Rule in Syria Honors 1st Year suggestion 2024
১১ আইয়ুবী বংশ প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আইয়ুবির চরিত্র ও কৃতিত্ব পর্যালোচনা কর।
১২. মানুষ ও বিজেতা হিসেবে সালাউদ্দিন আইয়ুবীর মূল্যায়ন কর।
১৩. মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর।
১৪. সুলতান কালাউনের বৈদেশিক সম্পর্ক ও তার জনহিতকার কার্যাবলী পর্যালোচনা কর।
১৫. সুলতান কালাউনের জনহিতকরণ কার্যাবলী আলোচনা কর।
১৬. মামলোক সুলতান আল- নাসিরের রাজত্বকাল আলোচনা কর।
১৭. মারজ-ই দাবিকের যুদ্ধের কারণসমূহ চিহ্নিত কর। এটি কিভাবে মামলুক ও ইসলামের পরবর্তী ইতিহাসকে প্রভাবিত করেছিল?
১৮. মিশরের মামলুক ও মঙ্গল সম্পর্কের ওপর আলোকপাত কর।।
১৯. মামলোক শাসনামলে মিশরের সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।
২০. সুলতান কালাউনের বৈদেশিক নীতির উল্লেখসহ তার শাসনকাল আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর অনার্স ১ম বর্ষের সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস পরীক্ষার সাজেশন, অনার্স প্রথম বর্ষ সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন
Honors 1st year Common Suggestion 2024
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
অনার্স ১ম বর্ষের সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন 2024
ক বিভাগ
শিয়া শব্দের অর্থ কী ?
ফাতেমিদের প্রধান দাঈ কে ছিলেন
কারামাতিয়াদের প্রতিষ্টাতা কে?
ইফ্রিকিয়া কী?
জিয়াদাতুল্লাহ কে?
শিয়াদের দ্বাদশ ইমামের নাম কি?
সিরিয়া কোন মহাদেশে অবস্হিত
আল মাহদিয়া শহর কে প্রতিষ্ঠা করেন
আল মনসুরিয়া কী
ফুসতাত কোথায় অবস্হিত
কার নামনুসারে আইয়ুবি বংশের নামকরণ করা হয়
হিট্রিনের যুদ্ধ কত খ্রিস্টব্দে সংঘটিত হয়
আল আলসা মসজিদ কোথায় অবস্হিত
ফ্রাঙ্ক কারা
ফাতেমি কোন শাসকের উপাধি ছিল আমিরুল মোমেনিন
প্রথম আর্মেনীয় উজিরের নাম কী
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বদর আল জামালি কে ছিলেন?
কত খ্রিস্টব্দে ফাতেমিদের পতন ঘটে
নওরোজ কী
গাজি কার উপাধি?
জেরিকো কোথায় অবস্হিত
ক্রুসেড কয়টি পর্যায়ে সংঘটিত হয়
আইয়ুবি বংশের শেষ সুলতান কে ছিলেন?
প্রথম মামলুক শাসক কে?
সুলতান কালাউনের নির্মিত হাসপাতালটির নাম কি?
কোন যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করেন
কখন মামলুক শাসনের অবসান হয়
মিসরে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে?
আইন ই জালুতের যুদ্ধ কত খ্রিস্টব্দে সংঘটিত হয়
খ বিভাগ
ফাতেমি বংশ প্রতিষ্ঠায় দাঈ এর ভূমিকা লেখ?
সাবিয়া বলতে কি বুঝ?
অনার্স ১ম বর্ষের সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস 2024
ফাতেমিদের পরিচয় দাও?
ফাতেমিদের ইতিহাস আলোচনাপ উৎস সম্পর্কে ধারণা দাও
ঈসমাঈলীয় কারা?
খলিফা আল আজিজের অমুসলমানদের প্রতি উদারতা ও সহিষ্ঞুতার নীতি আলোচনা কর
দারুল হিকমার কার্যাবলি আলোচনা কর
দারুল হিকমায় কোন কোন বিষয়ে পাঠদান করা হতো
ক্রুসেডের পর্যায়সমূহ উল্লেখ কর
সেলজুক বংশের অভ্যুদয় সম্পর্কে লেখ
গুপ্তঘাতক সম্প্রায়ের ওপর টিকা লেখ
সালাহ উদ্দিন আইয়ুবি ইতিহাসে এত বিখ্যাত কেন
মামলুক কারা
সাজার উদ দারের পরিচয় দাও?
আইয়ুবি বংশের পতনের কারণ ব্যাখ্যা কর
মোঙ্গল আক্রমণ প্রতিহতকরণের সুলতান আল নাসিরের ভূমিকা মূল্যায়ন কর
গ বিভাগ
উওর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় প্রেক্ষাপট আলোচনা কর
ওবায়দুল্লাহ আল মাহদী কীভাবে উওর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্টা করেন
উওর আফ্রিকা ও মিসরে ফাতেমি শাসন সূদৃঢ়ীকরণে মুইজের কৃতিত্ব মূল্যায়ন কর
জ্ঞান বিজ্ঞানের প্রসারে খলিফা আল হাকিমের অবদান মূল্যায়ন কর
ফাতেমি খিলাফতে আর্মেনীয় উজিরদের অবদান মূল্যায়ন কর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস পরিক্ষার প্রশ্ন ও সমাধান 2024
ফাতেমি খিলাফতের পতনের কারণসমুহ আলোচনা কর
ক্রসেড কী? ক্রুসেডের কারণ ও ফলাফল বর্ণনা কর
ফাতেমি শাসনামলে জ্ঞান বিজ্ঞানের উন্নতি কল্পে খলিফা আল আজিজের অবদান মূল্যায়ন কর
সেলজুলদের উস্হান ও পতন আলোচনা কর
আইয়ুবি বংশ প্রতিষ্ঠায় সালাহ উদ্দিন আইয়ুবির চরিএ ও কৃতিত্ব পর্যালোচনা কর
মিসরে মামলুক বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ও প্রকৃত প্রতিষ্ঠাতৈ হিসেবে প্রথম বাইবার্সের কৃতিত্ব মূল্যায়ম কর
সুলতান কালাউনের বৈদেশিক নীতির উল্লেখসহ তার শাসনকাল আলোচনা কর
মিসরে মামলুক সুলতান রুকনদ্দিন বাইবার্সের কৃতিত্ব মূল্যায়ন কর
শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে মিসরের ইতিহাসের মামলুক দের অবদান বিবরণ দাও
মিসরের ইতিহাসে মামলুকদের অবদান লেখ
মিসরের মামলুক ও মোঙ্গৱ সম্পর্কেপ ওপর আলোকপাত কর
অনার্স সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর অনার্স ১ম বর্ষের সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস পরীক্ষার সাজেশন, অনার্স প্রথম বর্ষ সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন
Honors 1st year Common Suggestion 2024
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল
- BCS Written Exam Preparation Bengali English Mathematics Bangladesh Affairs and International Affairs
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান