অনার্স ২য় বর্ষের ব্যবসায় পরিচিতি সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ব্যবসায় পরিচিতি (Introduction to Business) সুপার সাজেশন Department of : Economics & Other Department Subject Code: 222205 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ২য় বর্ষের ব্যবসায় পরিচিতি সাজেশন,ব্যবসায় পরিচিতি অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের ব্যবসায় পরিচিতি, অনার্স ২য় বর্ষের ব্যবসায় পরিচিতি ব্যতিক্রম সাজেশন pdf
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
ব্যবসায় পরিচিতি অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ব্যবসায়ের সংজ্ঞা দাও।
অথবা, ব্যবসায় কাকে বলে?
উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রীর ক্রয়-বিক্রয় সংক্রান্ত কার্যাবলিকে ব্যবসায় বলে।
২. ইংরেজি Business শব্দের আভিধানিক অর্থ কি?
উত্তর : ইংরেজি Business শব্দের আভিধানিক অর্থ হলো ব্যবসায়।
৩. ব্যবসায়ের ২টি উদ্দেশ্য লিখ।
উত্তর : ব্যবসায়ের ২টি উদ্দেশ্য হলো- (ক) মুনাফা অর্জন ও (খ) মূলধন ব্যবহার।
৪. ব্যবসায়ের শাখা কয়টি?
উত্তর : ব্যবসায়ের শাখা তিনটি। যথা- (ক) শিল্প, (খ) বাণিজ্য ও (গ) সেবা।
৫. ব্যবসায়ের চারটি গুরুত্ব লিখ।
উত্তর : ব্যবসায়ের চারটি গুরুত্ব হলো- ১. মূলধন; ২. সংগঠন; ৩. মানবসম্পদ ও ৪. অন্যান্য সম্পদ।
৬. ব্যবসায়ের দুটি মৌলিক উপাদান লিখ।
উত্তর : ব্যবসায়ের দুটি মৌলিক উপাদান হলো- ১. উদ্যোক্তা ও ২. প্রাতিষ্ঠানিক কাঠামো।
৭. ব্যবসায়ের অবস্থান কি?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে অবস্থিত বা যে বিশেষ স্থানে গড়ে উঠেছে তাকে ব্যবসায় অবস্থান বলে।
৮. ব্যবসায়ের মূল্যেবোধ কি?
উত্তর : মূল্যবোধ হচ্ছে এক ধরনের বিশ্বাস, যা ভালো-মন্দের মানদণ্ড বিচার করে অর্থাৎ ব্যবসায়ের মূল্যবোধ হলো ব্যবসায়ীকে সৎ, বিশ্বাসী, ন্যায়নিষ্ঠা ও নীতিবান করে তোলা।
৯. বাণিজ্য কি?
উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবা বণ্টন ও বণ্টন সহায়ক কার্যাবলিকে বাণিজ্য বা Commerce বলে।
১০. বাণিজ্যের অংশ কি কি?
উত্তর : বাণিজ্যের অংশ হলো- (ক) বিনিময় ও (খ) বিনিময় সহায়ক কার্যাবলি।
১১. বৃহদায়তন ব্যবসায় কী?
উত্তর : যে ব্যবসায়ে বৃহৎ পরিসরে মূলধন ও শ্রমিক নিয়োগ করা হয় তাকে বৃহদায়তন ব্যবসায় বলে।
১২. ব্যবসায়ের একটি মৌলিক উপাদান লিখ।
উত্তর : ব্যবসায়ের মৌলিক উপাদান হলো সাংগঠনিক কাঠামো।
১৩. ব্যবসায় পরিবেশের ২টি উপাদান লিখ।
উত্তর : ১. পরিচালক পর্ষদ (অভ্যন্তরীণ পরিবেশ) ও ২. সরবরাহকারী (বাহ্যিক পরিবেশ)।
১৪. ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে?
উত্তর : ব্যবসায়ের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ বলে।
১৫. কার্য পরিবেশ বলতে কি বুঝ?
উত্তর : ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট বাইরের যে সকল পক্ষ ব্যবসায়ের কাজের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। তাদের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকেই কার্য পরিবেশ বলে।
১৬. ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশের উপাদান লিখ। উত্তর : (ক) নদ-নদী ও সমুদ্র, (খ) আবহাওয়া ও জলবায়ু, (গ) বনজ সম্পদ, (ঘ) মানব সম্পদ ও (ঙ) জীবজন্তু ।
১৭. আন্তর্জাতিক পরিবেশ কি?
উত্তর : স্বদেশ এবং বিদেশে যেখানে ব্যবসায় প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে সেখানকার পারিপার্শ্বিক উপাদানগুলোর অবশ্যম্ভাবী ক্রিয়া প্রতিক্রিয়াই হলো আন্তর্জাতিক পরিবেশ।
১৮. SWOT বিশ্লেষণ কি?
উত্তর : SWOT বিশ্লেষণ এমন একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি যার মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের উপাদানসমূহের দুর্বলতা, সবলতা, সুযোগ, হুমকি চিহ্নিত করে এবং বাহ্যিক পরিবেশের উপাদানসমূহকে সুযোগ ও ভীতিসমূহ বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায়।
১৯. SWOT-এর পূর্ণরূপ কি?
উত্তর : SWOT-এর পূর্ণরূপ হলো- Strength Weakness Opportunity Threat.
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
অনার্স ২য় বর্ষের ব্যবসায় পরিচিতি স্পেশাল সাজেশন 2024
২০. SWOT-এর কোন দুটি উপাদান অভ্যন্তরীণ পরিবেশের সাথে যুক্ত?
উত্তর : SWOT-এর দুটি অভ্যন্তরীণ উপাদান হলো- ১. শক্তি (Strength) ও ২. দুর্বলতা (Weakness)
২১. SWOT এর কোন দুটি উপাদান বাহ্যিক পরিবেশের সাথে যুক্ত?
উত্তর : ১. সুযোগ (Opportunity) ও ২. হুমকি (Threat)।
২২. আইনগত পরিবেশ কি?
উত্তর : একটি দেশের সার্বিক আইনগত পরিবেশ দ্বারা ব্যবসায় কার্যকলাপ বিভিন্নভাবে প্রভাবিত হয়। দেশের আইনগত কাঠামো আইনের যথাযথ প্রয়োগ, আইনশৃঙ্খলা পরস্থিতি ও আইনের প্রতি শ্রদ্ধাশীলতা ইত্যাদি উন্নতি হলে সুষ্ঠু ব্যবসায় পরিবেশ বিরাজ করে।
২৩. অর্থনৈতিক পরিবেশের উপাদানসমূহ কি?
উত্তর : অর্থনৈতিক পরিবেশের উপাদানসমূহ হলো- বিনিয়োগ, মূলধন, প্রতিযোগিতা, অর্থনৈতিক কাঠামো, ব্যয় ও ভোগ ইত্যাদি অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত।
২৪. নাবালক অংশীদার কে?
উত্তর : সাধারণত নাবালক অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে না। তবে অন্যান্য অংশীদারগণের সম্মতিতে মৃত অংশীদারের নাবালক পুত্র অংশীদারি ব্যবসায়ের মুনাফা ভোগ করতে পারে। এ ধরনের অংশীদারকে নাবালক অংশীদার বলে।
২৫. ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের উপাদান লিখ।
উত্তর : ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো- (ক) সঞ্চয় ও বিনিয়োগ, (খ) মূলধন, (গ) অর্থবাজার ও ঋণদান পদ্ধতি, (ঘ) আর্থিক প্রতিষ্ঠান ও (ঙ) মানব সম্পদ।
২৬. সামাজিক পরিবেশ কি?
উত্তর : সমাজে বসবাসকারী মানবগোষ্ঠীর চিন্তাধারা, ধ্যান-ধারণা, আচরণ, শিক্ষা-দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, রীতি-নীতি, নিয়ম-কানুন ও সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি নিয়েই সামাজিক পরিবেশ গঠিত হয়।
২৭. অংশীদারি ব্যবসায় কাকে বলে?
উত্তর : একের অধিক ব্যক্তি বা সদস্য সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ২০ জন সকলের স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তি ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে।
২৮. অংশীদারি চুক্তিপত্র কি?
অথবা, অংশীদারি চুক্তিপত্র কাকে বলে?
উত্তর : সর্বনিম্ন ২ ব্যক্তি সদস্য থেকে সর্বোচ্চ ২০ জন সকলের স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি আইনানুগ মৌখিক বা লিখিত যে চুক্তির ভিত্তিতে ব্যবসায় গঠন ও পরিচালিত হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে।
২৯. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি?
উত্তর : অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তিপত্র।
৩০. অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা গঠিত ও পরিচালিত হয়?
উত্তর : অংশীদারি ব্যবসায় ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪ ধারায় গঠিত ও পরিচালিত হয়।
৩১. অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান কিসের ভিত্তিতে বণ্টন করা হয়?
উত্তর : অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান চুক্তিপত্র অনুযায়ী বণ্টন করা হয়।
৩২. প্রতিবন্ধ অংশীদার কি?
উত্তর : প্রতিবন্ধ অংশীদার বলতে ঐ অংশীদারকে বুঝায় যিনি অংশীদারি ব্যবসায়ের অংশীদার নন। কিন্তু তার কথা-বার্তা, আচার-আচরণ দেখে লোকজন তাকে ব্যবসায়ের অংশীদার মনে করে।
৩৩. সুপ্ত অংশীদার কি?
উত্তর : যে অংশীদারি ব্যবসায় মূলধনের সাথে জড়িত কিন্তু কোনো ব্যবসায় কার্যক্রমের সাথে জড়িত নয় তাকে সুপ্ত অংশীদার বলে।
৩৪. কোম্পানি আইন কত সালের?
উত্তর : কোম্পানি আইন ১৯৯৪ সালের আইন।
৩৫. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা কি?
উত্তর : কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা এমন একটি আইনগত সত্তা যার বলে কোনো প্রতিষ্ঠানে মালিক বা তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। তাছাড়া অন্য পক্ষ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
৩৬. প্রবর্তন কি?
উত্তর : কোনো ব্যক্তি, ব্যক্তিবর্গ বা ফার্ম যখন যৌথ মূলধনী কারবার গঠনের দায়িত্ব গ্রহণ করে তখন তাকে প্রবর্তন বলে।
৩৭. পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে?
উত্তর : যে ব্যবসায় বা কোম্পানির অধিকাংশ কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও নিবন্ধিত হয়ে কার্যক্রম পরিচালনা করে তাকে পাবলিক লিমিটেড বা সরকারি কোম্পানি বলে।
৩৮. পাবলিক লিমিটেড কোম্পানি গঠিত কত জন সদস্য দ্বারা?
উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ যেকোনো সংখ্যক সদস্য।
৩৯. পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত?
উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা ৭ জন।
৪০. প্রাইভেট লিমিটেড কোম্পানি কি?
উত্তর : সীমিত দায়ের ভিত্তিতে সর্বনিম্ন ২ জন এবং সর্বাধিক ৫০ জন সদস্য নিয়ে শেয়ার অবাধে হস্তান্তর না করার শর্তে কোম্পানি আইনের আওতায় যে কোম্পানি গঠন করা হয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
ব্যবসায় পরিচিতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
১. ব্যবসায়ের বৈশিষ্ট্য আলোচনা কর।
২. ব্যবসায়ের মৌলিক উপাদান বর্ণনা কর।
৩. ব্যবসায়ের অবস্থান বলতে কি বুঝ?
অথবা, ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান বলতে কি বুঝায়?
৪. ব্যবসায়ের অবস্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ কর।
অথবা, ব্যবসায়ের অবস্থান নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ বা উপাদানসমূহ আলোচনা কর।
অথবা, ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
৫. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?
৬. ব্যবসায়ের সামাজিক গুরুত্ব লিখ।
৭. ব্যবসায়ের আয়তন বলতে কি বুঝ?
৮. ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্যসমূহ লিখ।
অথবা, ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
৯. কারবারের সামাজিক উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
১০. ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কী বোঝায়?
অথবা, ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কি বুঝ?
অথবা, ব্যবসায়ের কাম্য আয়তনের ধারণা দাও।
১১. ব্যবসায় পরিবেশের শ্রেণিবিভাগ কর।
১২. ব্যবসায় পরিবেশ কত প্রকার ও কি কি?
১৩. আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশ বলতে কি বুঝ?
১৪. আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ লিখ।
অথবা, আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর।
১৫. SWOT বিশ্লেষণ কী?
১৬. SWOT বিশ্লেষণ এর কাঠামো আলোচনা কর।
১৭. ব্যবসায় সংগঠন কত প্রকার ও কি কি?
১৮. ব্যবসায় সংগঠনের প্রকারভেদ আলোচনা কর।
১৯. ব্যবসায় ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক কি?
২০. বিক্রয়কারী সংঘের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
২১. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদানগুলো কী?
২২. একমালিকানা ব্যবসায়ের সংজ্ঞা দাও।
অথবা, একমালিকানা ব্যবসায় কি?
২৩. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য আলোচনা কর।
২৪. একমালিকানা কারবারের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর।
২৫. একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণসমূহ লিখ।
২৬. “চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি”-ব্যাখ্যা কর।
অথবা, চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি, মর্যাদা নয়- ব্যাখ্যা কর।
২৭. ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা বলতে কী বুঝ?
অথবা, ব্যবসায় সংগঠনের দক্ষতা বলতে কী বুঝায়?
২৮. ব্যবসায় সংগঠনের দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর।
অথবা, ব্যবসায় সংগঠনের দক্ষতা নির্ধারণকারী উপাদানগুলো আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২৯. অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝ?
৩০. অংশীদারি চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকা আবশ্যক?
৩১. কিভাবে একটি অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটানো যায়?
অথবা, অংশীদারি ব্যবসায়ের বিলোপ পদ্ধতি ব্যাখ্যা কর।
৩২. অংশীদারি ব্যবসায়ের গঠন পদ্ধতি আলোচনা কর।
৩৩. বিধিবদ্ধ সংস্থা কি?
৩৪. বিধিবদ্ধ সংস্থা এর বৈশিষ্ট্যসমূহ লিখ।
৩৫. সমবায় সমিতির উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
৩৬. সমবায় সমিতির নীতিমালা বা অদর্শসমূহ লিখ।
অথবা, সমবায় সমিতির নীতিগুলো আলোচনা কর।
৩৭. উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির মধ্যে অমিলসমূহ লিখ।
৩৮. সমবায় সমিতির গুরুত্ব আলোচনা কর।
অথবা, সমবায় সমিতির প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩৯. ভোক্তা সমবায় সমিতির সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।
৪০. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যসংখ্যা কত?
PDF Download ব্যবসায় পরিচিতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024
গ বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. ব্যবসায় সংগঠন কি?
২. ব্যবসায় সংগঠনের ধরন নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
৩. তুমি কিভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করবে?
৪. ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
৫. ব্যবসায়ের শহরে অবস্থানের সুবিধাসহ আলোচনা কর।
অথবা, শিল্প কারখানার শহরে অবস্থানের সুবিধা বর্ণনা কর।
৬. SWOT-এর উপাদানসমূহ আলোচনা কর।
৭. ব্যবসায় কার্য পরিবেশ বলতে কী বোঝায়?
অথবা, ব্যবসায় পরিবেশ বলতে কি বুঝ?
অথবা, ব্যবসায় পরিবেশ কি?
৮. ব্যবসায় পরিবেশের বাহ্যিক উপাদানসমূহ বর্ণনা কর।
অথবা, ব্যবসায় পরিবেশের বাহ্যিক উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ব্যবসায় পরিবেশের বাহ্যিক উপাদানসমূহ কি?
৯. ব্যবসায়ের সংজ্ঞা দাও।
১০. কারবার বলতে কি বুঝ?
১১. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের ভূমিকা আলোচনা কর।
১২. ব্যবসায়ের আওতা বর্ণনা কর।
১৩. ব্যবসায়ের পরিধি আলোচনা কর।
১৪. ব্যবসায়ের কার্যাবলি আলোচনা কর।
১৫. ব্যবসায়, শিল্প, বাণিজ্য ও পণ্য বিনিময়ের সম্পর্ক আলোচনা কর।
১৬. বাংলাদেশে ব্যবসায় প্রতিষ্ঠানের সমস্যাসমূহ দূর করার উপায় বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে ব্যবসায় প্রতিষ্ঠানের অসুবিধাসমূহ দূর করার উপায়গুলো কি কি?
১৭. ব্যবসায়ের কাম্য আয়তন নির্ধারণকারী উপাদানসমূহ বর্ণনা কর।
অথবা, ব্যবসায়ের আয়তন নির্ধারণকারী উপাদানসমূহ আলোচনা কর।
১৮. ব্যবসায় ও পেশার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৯. একজন সফল ব্যবসায়ীর গুণাবলি বর্ণনা কর।
অথবা, একজন সফল ব্যবসায়ীর কি কি গুণাবলি থাকা উচিত?
অথবা, একজন সফল ব্যবসায়ীর কি কি বৈশিষ্ট্যগুলো থাকা উচিত?
২০. কোম্পানির অবসায়ন বলতে কি বুঝ?
২১. যৌথ মূলধনী ব্যবসায় কাকে বলে?
২২. ব্যবস্থাপনা প্রতিনিধির কার্যাবলি বর্ণনা কর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 ব্যবসায় পরিচিতি অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
২৩. পাবলিক লিমিটেড কোম্পানি ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৪. প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে কিভাবে রূপান্তর করা যায়?
২৫. উৎপাদক সংঘ ও বিক্রেতা সংঘের মধ্যে পার্থক্য কী?
২৬. টি.সি.বি কি? টি.সি.বি-এর কার্যাবলিসমূহ কি?
২৭. টি.সি.বি বলতে কি বুঝ? TCB (টি.সি.বি) এর কর্মপন্থাসমূহ আলোচনা কর।
২৮. পাবলিক কর্পোরেশন ও সেক্টর কর্পোরেশনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
অথবা, পাবলিক কর্পোরেশন ও সেক্টর কর্পোরেশনের মধ্যে পার্থক্য দেখাও।
২৯. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর উদ্দেশ্যসমূহ লিখ।
অথবা, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর উদ্দেশ্য কি?
৩০. যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ লিখ।
৩১. যৌথ মূলধনী কোম্পানির সুবিধাসমূহ আলোচনা কর।
৩২. সীমাবদ্ধ দায় বলতে কি বুঝ?
৩৩. ন্যূনতম চাঁদা বা মূলধন কি?
৩৪. Credit Letter কী?
৩৫. শেয়ার বাজার কি?
৩৬. বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলি আলোচনা কর।
৩৭. বিশ্বায়ন ও বাংলাদেশের চ্যালেঞ্জ কি?
৩৮. আই.এম.এফ -এর তহবিল উৎস কি?
৩৯. বিশ্বায়নের ফলে যুক্তিসমূহ উল্লেখ কর।
৪০. বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব বর্ণবা কর।
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: 2024 অনার্স ২য় বর্ষের ব্যবসায় পরিচিতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবসায় পরিচিতি সাজেশন,