অনার্স ২য় বর্ষের সামাজিক সমস্যা বিশ্লেষণ সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সামাজিক সমস্যা বিশ্লেষণ (Social Problems Analysis) সুপার সাজেশন Department of : Social Work & Other Department Subject Code: 222105 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ২য় বর্ষের সামাজিক সমস্যা বিশ্লেষণ সাজেশন,সামাজিক সমস্যা বিশ্লেষণ অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের সামাজিক সমস্যা বিশ্লেষণ, অনার্স ২য় বর্ষের সামাজিক সমস্যা বিশ্লেষণ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন সামাজিক সমস্যা বিশ্লেষণ সাজেশন,
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
সামাজিক সমস্যা বিশ্লেষণ অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. সাংস্কৃতিক শূন্যতা কী?
উত্তর: বস্তুগত সংস্কৃতির দ্রুত পরিবর্তনে অবস্তুগত সংস্কৃতির সাথে যে ব্যবধান দেখা যায় তাকে সাংস্কৃতিক শূন্যতা।
২. সাংস্কৃতিক শূন্যতা শব্দের প্রবক্তা কে?
উত্তর: সাংস্কৃতিক শূন্যতা তত্ত্বের প্রবক্তা হলেন সমাজবিজ্ঞানী W. F. Ogburn।
৩. সামাজিক ব্যাধি কী?
উত্তর: সামাজিক ব্যাধি সমাজের রুগ্ন পরিস্থিতি যা সমাজ ক্রমান্বয়ে ক্ষতির দিকে নেয়ে যায়।
৪. সামাজিক ব্যাধি কোনগুলো?
উত্তর: সামাজিক ব্যাধি হচ্ছে যৌননবিকৃতি, দারিদ্র, বেকারত্ব প্রভৃতি।
৫. সামাজিক সমস্যার ৩টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: সামাজিক সমস্যার ৩টি বৈশিষ্ট্য হল: ১. সামাজিক অগ্রগতির অন্তরায় ও ২. ক্ষতিকর সামাজিক অবস্থা এবং ৩. মূল্যবোধ ও আদর্শের পরিপন্থি।
৬. ‘Contemporary Social Problem’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Contemporary Social Problem’ গ্রন্থটির লেখক সমাজবিজ্ঞানী এইচ. এ. ফেলপস।
৭. সাংস্কৃতিক ব্যবধান কী?
উত্তর: বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতির তুলনায় অধিক গতিশীল হলে যে সাংস্কৃতিক ব্যবধান সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক ব্যবধান বলে।
৮. সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর: সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের উদ্ভাবক W. F. Ogburn.
৯. শ্রেণিদ্বন্দ্ব কী?
উত্তর: শ্রেণিদ্বন্দ্ব বলতে বুঝায় সমাজে বিরাজমান পরস্পরবিরোধী শ্রেণির সাথে প্রতিযোগিতা।
১০. কাম্য জনসংখ্যা কাকে বলে?
উত্তর: কাম্য জনসংখ্যা বলতে বুঝায় কোনো দেশের সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্যতাকে বুঝায়।
১১. বাংলাদেশ সরকার কখন জনসংখ্যা সমস্যাকে এক নম্বর সমস্যা হিসেবে ঘোষণা করেন?
উত্তর: বাংলাদেশ সরকার ১৯৭৬ সালে জনসংখ্যা সমস্যাকে এক নম্বর সমস্যা হিসেবে ঘোষণা করেন।
১২. দারিদ্র্যের দুষ্টচক্র কী?
উত্তর: দারিদ্রোর দুষ্টচক্র বলতে বুঝায় এমন একটি অবস্থা যেখানে উৎপাদন, আয়, ক্রয়ক্ষমতা, চাহিদা, মূলধন গঠন, বিনিয়োগ ও জীবনমান স্বল্প বা কম হয়ে থাকে।
১৩. দারিদ্র্যের দুষ্টচক্র তত্ত্বটি কে প্রদান করেন?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র তত্ত্বটি অর্থনীতিবিদ র্যাগনার নাকস প্রদান করেন।
১৪. বেকার কারা?
উত্তর: যাদের কাজ করার সামর্থ্য ও ইচ্ছা আছে, কিন্তু কাজ পায় না তারাই বেকার ।
১৫. ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?
উত্তর: উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে কাজ করলে তাদের অবস্থাকে ছদ্মবেশী বেকারত্ব বলে।
১৬. অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তর: অপরাধ বিজ্ঞানের জনক লম্ব্রোসো।
১৭. যৌতুক কী?
উত্তর: বিয়ের আগে বা পরে বরপক্ষ বা কনেপক্ষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পরস্পরকে উপঢৌকন প্রদান করে তাকে যৌতুক বলে।
১৮. যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালে প্রণীত হয়।
১৯. পাচার কী?
উত্তর: অনৈতিক উদ্দেশ্য কোনো মানুষ বা দ্রব্যের একস্থান হতে
২০. সামাজিক প্রতিষ্ঠানগুলো কী?
উত্তর: সামাজিক প্রতিষ্ঠানগুলো হল- বিবাহ, পরিবার, ধর্ম, সমষ্টি, রাষ্ট্র, স্থানীয় সরকার, জ্ঞাতিসম্পর্ক প্রভৃতি।
২১. রাষ্ট্রের উপাদান কী কী?
উত্তর: রাষ্ট্রের উপাদান ৪টি। যথা- ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখ-, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।
২২. বাংলাদেশের কয়েকটি সামাজিক নীতির নাম উল্লেখ কর।
উত্তর: বাংলাদেশের কয়েকটি সামাজিক নীতির নাম হল: স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, যুবনীতি, শ্রমনীতি, নারী উন্নয়ণ নীতি, শিশুকল্যাণ নীতি, জনসংখ্যা নীতি প্রভৃতি।
২৩. চারটি সামাজিক আন্দোলনের নাম লেখ।
উত্তর: চারটি সামাজিক আন্দোলনের নাম হলো- সতিদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন, বিধবা বিবাহ আন্দোলন, আলিগড় আন্দেলন ও ফরায়েজি আন্দোলন।
২৪. সমাজকর্ম পদ্ধতি কাকে বলে?
উত্তর: সমাজকর্ম অনুশীলনে যেসব সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল নিয়মকানুন এবং পক্রিয়া অনুসরণ করা হয় সেগুলোই সমাজকর্ম পদ্ধতি।
২৫. HIV এর পূর্ণরূপ কী?
উত্তর: HIV এর পূর্ণরূপ হচ্ছে- Human Immunoeficiency Virus.
২৬. AlDS এর পূর্ণরূপ কী?
উত্তর: AlDS এর পূর্ণরূপ হচ্ছে- Acquired Immune Deficiency Syndrome.
২৭. ‘TIB’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ‘TIB’ এর পূর্ণরূপ হচ্ছে- Transparency International Bangladesh (TIB)।
২৮. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কত প্রকার ও কী কী?
উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি ৩ প্রকার। ১. ব্যক্তি সমাজকর্ম, ২. দল সমাজকর্ম, ৩. সমষ্ট্যি সমাজকর্ম।
২৯. সমাজকর্মের সহায়ক পদ্ধতি কত প্রকার ও কী কী?
উত্তর: সমাজকর্মের সহায়ক পদ্ধতি ৩ প্রকার। ১. সমাজ কল্যাণ প্রশাসন, ২. সমাজকর্ম গবেষণা, ৩. সামাজিক কার্যক্রম।
৩০. সমাজকর্মের উপাদান সম্পর্কিত এইচ, এইচ পার্লম্যানের বক্তব্য কী?
উত্তর: সমাজকর্মের উপাদান সম্পর্কিত এইচ, এইচ পার্লম্যানের বক্তব্যটি হলো- ‘A person with a problem comes to a place where a professional representive helps him by a given process’
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
সামাজিক সমস্যা বিশ্লেষণ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সামাজিক সমস্যা কাকে বলে?
২. সামাজিক সমস্যার ৫টি কারণ আলোচনা কর।
৩. সামাজিক সমস্যা ও সামাজিক ব্যাধীর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৪. সংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝ?
৫. শ্রেণিদ্বন্দ্বের নেতিবাচক প্রভাব উল্লেখ কর।
৬. পারিবারিক বিশৃঙ্খলার প্রভাব উল্লেখ কর।
৭. ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ বলতে কী বোঝ?
৮. দ্রারিদ্র্যের দুষ্টচক্র প্রত্যয়টি বর্ণনা কর।
৯. দারিদ্রের প্রকারভেদ লেখ।
১০. পুষ্টিহীনতা বলতে কী বোঝ?
১১. ভূমিকা ও মর্যাদার আন্তঃসম্পর্ক উল্লেখ কর।
১২. ভূমিকা ও মর্যাদার অসংগতি বলতে কী বোঝ?
১৩. বাংলাদেশে যৌতুকের কারণসমূহ লেখ।
১৪. বাংলাদেশে নারী নির্যাতনের ধরনসমূহ লেখ।
১৫. নারী পাচার বলতে কী বোঝ?
১৬. সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ
১৭. সামাজিক নীতির উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
১৮. সামাজিক কার্যক্রমের উপাদানগুলো লেখ।
১৯. সামাজিক আন্দোলনের পর্যায়গুলো লেখ।
২০. সমাজকর্মের জ্ঞানগত ভিত্তি কী?
২১. সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ দেখাও।
PDF Download সামাজিক সমস্যা বিশ্লেষণ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024
খ – বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
২। সামাজিক সমস্যা বলতে কি বোঝায়?
অথবা, সামাজিক সমস্যার পাঁচটি কারণ লিখ।
৩। সামাজিক সমস্যা ও সামাজিক ব্যাধির মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৪। সমাজকর্মের জ্ঞানগত ভিত্তি কী?
৫। নারী নির্যাতনের প্রকৃতি উল্লেখ কর।
৬। অনৈতিক পাচার বালতে কী বোঝায় ?
৭। ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের ফলে সৃষ্ট সমস্যা লিখ।
অথবা, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ কী?
৮। এইডস এর প্রধান কারণগুলো নির্ণয় কর।
৯। দারিদ্র্যের দুষ্টচক্র কী? দারিদ্র্যের শ্রেণিবিভাগ দেখাও।
১০। ভূমিকা ও মর্যাদার অসঙ্গতি বলতে কি বুঝ?
অথবা, ভূমিকা ও মর্যাদার সম্পর্ক নির্ণয় কর।
অথবা, সুস্পদ এবং সুযোগের অসম বণ্টন বলতে কি বুঝ?
১১। সামাজিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক শূন্যতা বলতে কি বোঝ ?
১২। বাংলাদেশে যৌতুকের কারণসমূহ লিখ।
১৩। শ্রেণি দ্বন্দ্বের ফলে সৃষ্ট সমস্যাবলি কী কী?
১৪। সংস্কার আন্দোলনের ধাপগুলো কী কী?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. সংস্কৃতি কাকে বলে? সাংস্কৃতিক দ্বন্দ্বের প্রভাব আলোচনা কর।
৩. পারিবারিক বিশৃঙ্খলার প্রভাব আলোচনা কর।
৪. বাংলাদেশে দারিদ্রের প্রভাব বিস্তারিত আলোচনা কর।
৫. সম্পদ ও সুযোগেরর অসম বণ্টনের ফলে সৃষ্ট সমস্যা আলোচনা কর।
৬. বাংলাদেশে দারিদ্র্যের কারণ ও তা দূরীকরণের উপায় আলোচনা কর।
৭. বাংলাদেশে দুর্নীতির কারণ ও প্রভাব আলোচনা কর।
৮. দুর্নীতি কী? বাংলাদেশের দুর্নীতি দূরীকরণের উপায়সমূহ তুলে ধর।
৯. বাংলাদেশে নারী নির্যাতনের কারণসমূহ আলোচনা কর।
১০. নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর।
১১. সামাজিক সমস্যা মোকাবিলায় সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা কর।
১২. পরিবারের সংজ্ঞা দাও। সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা বর্ণনা কর।
১৩. সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে সামাজিক নীতির গুরুত্ব আলোচনা কর।
১৪. সামাজিক নীতি কী? সামাজিক নীতির সাথে সামাজিক সমস্যার সম্পর্ক সনাক্ত কর।
১৫. সামাজিক সমস্যা মোকাবিলায় সামাজিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধর।
১৬. সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের কৌশল প্রয়োগ আলোচনা কর।
2024 সামাজিক সমস্যা বিশ্লেষণ অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ – বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সামাজিক সমস্যা কী? সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২। বাংলাদেশে সামাজিক সমস্যা নিরসনে সামাজিক নীতির গুরুত্ব আলোচনা কর।
৩। মাদকাসক্তি কী? বাংলাদেশে মাদকাসক্তির কারণ ও কুফল বর্ণনা কর।
৪। নারী নির্যাতন কী? বাংলাদেশে নারী নির্যাতনের কারণসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
৫। পারিবারিক বিশৃঙ্খলা কীভাবে সামাজিক সমস্যা সৃষ্টি করে তা বর্ণনা কর।
অথবা, পারিবারিক বিশৃঙ্খলা কী? পারিবারিক বিশৃঙ্খলার কারণ আলোচনা কর।
৬। পরিবারের সংজ্ঞা দাও । সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে পরিবারের ও ধর্মের ভূমিকা আলোচনা কর।
৭। সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে সামাজিক কার্যক্রমের ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ কর।
৮। সামাজিক সমস্যা মোকাবেলায় সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা কর।
৯। স্যামজিক সমস্যা সমাধানে সমাজকর্মের কৌশল প্রয়োগ আলোচনা কর।
১০। সম্পদ ও সুযোগের অসম বণ্টনের ফলে সৃষ্ট সমস্যা আলোচনা কর।
১১। বাংলাদেশে দারিদ্র্যের কারণগুলো ব্যাখ্যা কর।
অথবা, দারিদ্র্য কে অন্যান্য সমস্যার জননী বলা হয় কেন?
১২। দূর্নীতি কী? বাংলাদেশের দুর্নীতির কারণ ও প্রভাব নিরূপণ কর।
১৩। এইডস কী? বাংলাদেশে এইডস প্রতিরোধে তুমি কী করতে চাও তা ব্যাখ্যা কর।
১৪। সামাজিক নীতি কি? সামাজিক নীতির সাথে সামাজিক সমস্যার সম্পর্কে সনাক্ত কর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের সামাজিক সমস্যা বিশ্লেষণ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ সামাজিক সমস্যা বিশ্লেষণ সাজেশন,
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Honors Social Problems Analysis Suggestion 2024,সামাজিক সমস্যা বিশ্লেষণ চূড়ান্ত সাজেশন 2024