অনার্স ২য় বর্ষের উচ্চতর অপুষ্পক সাজেশন 2024
খ-বিভাগ (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)
১. ব্রায়ােফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন?
২. ব্রায়ােফাইটার সাথ টেরিডােফাইটার পার্থক্য লিখ ।
৩. Hepaticopsida শ্রেণির বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর।
৪. Musci শ্রেণির বৈশিষ্ট্যসমূহ লিখ।
৫. Air-gun Mechanism?
৬. Sphaerocarpales বর্গের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৭. Riccia ও Anthoceros এর জননাঙ্গের অবস্থান চিত্রের মাধ্যমে দেখাও
৮. Riccia এর থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র দাও
৯. Riccia ও Marchantia এর অ্যান্থেরেডিয়ামের অবস্থান সাহায্যে দেখাও।
১০. Jungermanniales বর্গের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
১১. Marchantia ও Pellia এর Sporophyte এর পার্থক্য উল্লেখ কর।
১২. Anthoceros এর থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।
১৩. Anthoceros এর উন্নত বৈশিষ্ট্যসমূহ লিখ ।
১৪. Sphagnum এর অর্থনৈতিক গুরুত্ব লিখ ।
১৫. হর্ন ওয়াট এবং মসের মধ্যে পার্থক্যসমূহ লিখ ।
১৬. ব্রায়ােফাইটার ৫টি জীবাশ্মের নাম লিখ
১৭. টেরিডােফাইটার মুখ বৈশিষ্ট্যসমূহ লিখ ।
১৮. যেসব সাদৃশ্যের উপর ভিত্তি করে শৈবাল থেকে টেরিডােফাইটের উৎপত্তি ঘটে তা উল্লেখ কর।
১৯. প্রােটোস্টিলি ও সাইফনােস্টিলি এর পার্থক্য লিখ ।
২০. বীজ স্বভাব কী? Selaginella এর আলােকে ব্যাখ্যা কর।
২১. একটি হােমােস্পােরাস টেরিডােফাইটের জীবনচক্র চিত্রের সাহায্যে দেখাও।
২২. চিত্রসহ Marsilea এর স্পােরােকার্প সম্পর্কে লিখ।
২৩. ইউস্পােরােনাজিয়েট এবং লেপ্টেম্পােরানজিয়েট ফার্নের মধ্যে পার্থক্য লিখ।
২৪. Psilotum এর সিনাঞ্জিয়াম ও প্রােথ্যালাস সম্পর্কে লিখ।
২৫.Lycopodium এর স্ট্রোবিলাস সম্পর্কে লিখ।
২৬. একটি হােমােস্পােরাস টেরিডােফাইটার জীবনচক্র চিত্রের সাহায্যে দেখাও।
২৭. Equisetum এর স্ট্রোবিলাস এর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও ।
২৮.Ophioglossum এর স্বভাব ও বসতি লেখ
২৯. Osmunda এর শ্রেণিবিন্যাসগত অবস্থান লিখ ।
৩০. Marsilea এর রাইজোমের অন্তগঠন লিখ।
৩১. Equisetum এর রেণু বিসরণ কৌশল সম্পর্কে লিখ।
উচ্চতর অপুষ্পক অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
গ-বিভাগ (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)
১. জনুঃক্রম কি? Riccia এর জনুঃক্রম চিত্রসহ বর্ণনা কর।
২. ব্রায়ােফাইটার তিনটি শ্রেণির নাম লিখ। এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর ।
৩, ব্রায়ােফাইটার রেণু বিসরণ কৌশল বর্ণনা কর।
৪. Sphaerocarpus এর স্পােরােফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর ।
৫. Riccia এর স্পােরােফাইটের গঠন বর্ণনা কর।
৬. Marchantia এর স্পােরােফাইটের গঠন বর্ণনা কর।
৭, গিমা কাপ কী? চিত্রসহ গিমা কাপের বর্ণনা কর।
৮. টীকা লিখ। গিমা কাপ, Riccia গ্যামােটোফাইট, Riccia এর স্পােরােফাইট ।
৯, Pellia এর স্পােরােফাইটিক উদ্ভিদের গঠন ও বিকাশ আলােচনা কর।
১০.Porella এর যৌন জনন ব্যাখ্যা কর।
১১. Acrogynae এবং Anacrogynae বলতে কী বুঝ? Pellia এর জীবনচক্র রেখাচিত্রের সাহায্যে
বর্ণনা কর ।(৯৯%) ১২. চিত্রসহ Anthoceros sporophyte এর গঠন ও বিকাশ বর্ণনা কর।
১৩. Anthoceros এর জীবনচক্র চিত্রসহ বর্ণনা কর।
১৪. Sphagnum এর স্পােরােফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
১৫.টীকা লিখ : প্রােটেনিয়া, রেটট সেল, কলুমেলা, গ্রানাইট মসের বৈশিষ্ট্যসমূহ।
১৬.Hepaticopsida এর জীবাশ্ম সম্পর্কে আলােচনা কর ।
১৭.ব্রায়ােফাইটার স্পােরােফাইটের বিবর্তন চিত্রসহ বর্ণনা কর ।
১৮.ব্রায়ােফাইটার উৎপত্তি ও বির্বতন সম্পর্কে বিস্তারিত লিখ।
১৯. উদাহরণসহ টেরিডােফাইটা এর শ্রেণিবিভাগ বিন্যাস কর।এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।
২০.টেরিডােফাইটার স্পােরফিলের বিবর্তন সম্পর্কে আলােচনা কর।
২১.স্টিলি কি? টেরিডােফাইটের স্টিলির বিবর্তন দেখাও।
২২.হেটোরােস্পােরী কি? Selaginela এর বীজ স্বভাব আলােচনা কর ।
২৩,একটি লেপ্টেম্পােরানজিয়েট ধরনের ফার্নের স্পােরানজিয়াম এর গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা
কর (৯৯%) ২৪.টীকা লিখ : হেটারােস্পারী বা বীজ স্বভাব, জলজ ফার্ন, এক্সোস্পােরি ও এন্ডােস্পারি।
২৫.Psilotum এর গ্যামােটোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ লিখ। ২৬.Psilotum কে জীবিত টেরিডােফাইটা এর মধ্যে আদি বিবেচনা করা হয় কেন?
২৭.উপযুক্ত চিত্রসহ Lycopodium এর বিভিন্ন প্রকার গ্যামােটোফাইটের বর্ণনা দাও।
২৮,একটি হেটারােসােরাস টেরিডােফাইট বা Selaginella এর জীবনচক্র চিত্রসহ বর্ণনা দাও।
২৯.Equisetum এর গ্যামােটোফাইটের উৎপত্তি ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
৩০.Ophioglossum এর গ্যামেটোফাইটের উৎপত্তি ও বিকাশ বর্ণনা কর।
৩১.Osmunda এর স্পােরােফাইটের বাহ্যিক গঠন লিখ ।
৩২.Azolla এর পাতার অন্তগঠন বর্ণনা কর। এবং এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।
৩৩.টেরিডােফাইটার রেণু বিসরণ কৌশলের যেকোনাে দুটি পদ্ধতি সম্পর্কে লিখ ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- Hon‘s 2nd: Business Communication & Report Writing
- অনার্স ১ম বর্ষ বাংলা উপন্যাস-১ ১০০% কমন সাজেশন, Nu Super Suggestion Honors 1st Year বাংলা উপন্যাস-১ স্পেশাল শর্ট সাজেশন্স
- অনার্স ১ম বর্ষের পরীক্ষা সামাজিক সমস্যা,ব্যতিক্রম সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষ