অনার্স ২য় বর্ষের গবেষণা পদ্ধতি সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] গবেষণা পদ্ধতি (Research Methodology) সুপার সাজেশন Department of : Sociology & Other Department Subject Code: 222007 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
গবেষণা পদ্ধতি অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের গবেষণা পদ্ধতি, অনার্স ২য় বর্ষের গবেষণা পদ্ধতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন গবেষণা পদ্ধতি সাজেশন
অনার্স ২য় বর্ষের গবেষণা পদ্ধতি সাজেশন, honors 2nd year research method special short suggestions, অনার্স ২য় বর্ষের গবেষণা পদ্ধতি ১০০% কমন সাজেশন
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
গবেষণা পদ্ধতি অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?
উত্তর : সামাজিক গবেষণার প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিতকরণ।
২. বিমূর্ত প্রত্যয় কী?
উত্তর : গুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে যেসব প্রত্যয় বুঝা যায়, তাকে বিমূর্ত প্রত্যয় বলে।
৩. গ্যাটম্যান স্কেল কত সালে উদ্ভাবন করা হয়?
উত্তর : গ্যাটম্যান স্কেল ১৯৪৪ সালে উদ্ভাবন করা হয়।
৪. শূন্য সম্পর্ক কী?
উত্তর : যদি দুটি চলকের মধ্যে একটি পরিবর্তিত হলে অন্যটি অপরিবর্তিত তাকে তাকে শূন্য সম্পর্ক বলে।
৫. উৎস অনুযায়ী উপাত্ত কত ধরনের ও কি কি?
উত্তর : উৎস অনুযায়ী উপাত্ত দুই ধরনের। যথা : ১. প্রাথমিক উপাত্ত ২. মাধ্যমিক উপাত্ত।
৬. নমুনা ভ্রান্তি কী?
উত্তর : সমগ্রক থেকে নমুনার ব্যবধানের মাত্রাকে নমুনা ভ্রান্তি বলে।
৭. প্রত্যয় কী?
উত্তর : বস্তু ও ঘটনার উপর অনুসন্ধান ও পর্যবেক্ষণের সংক্ষিপ্তকরণই হলো প্রত্যয়।
৮. সংকেতায়ন কী?
উত্তর : গুণবাচক প্রত্যেক উপাত্তের সংখ্যার বণ্টন প্রক্রিয়াকে সংকেতায়ন বলা হয়।
৯. মধ্যবর্তী চলক কী?
উত্তর : যেসব চলক স্বাধীন ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ কে স্থাপন করে সেসব চলককে মধ্যবর্তী চলক বলে ।
১০. বৈজ্ঞানিক পদ্ধতির দু’টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতির দুটি বৈশিষ্ট্য হলো : ১. এটি বস্তুনিষ্ঠ, ২. এটি নিয়মতান্ত্রিক।
১১. ‘Survey Research Method’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Survey Research Method’ গ্রন্থটির রচয়িতা William Lawrence Neuman.
১২. সারণি কত প্রকার ও কি কি?
উত্তর : সারণি দুই প্রকার। যথা : ১. সরল সারণি, ২. জটিল সারণি।
১৩. একটি গবেষণা প্রতিবেদনের মূল অংশ কয়টি?
উত্তর : একটি গবেষণা প্রতিবেদনের মূল অংশ তিনটি।
১৪. তত্ত্ব কী?
উত্তর : তত্ত্ব হলো প্রস্তাবনার সমষ্টি।
১৫. সাক্ষাৎকার কী?
উত্তর : কোনো বিষয়ে উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির মুখোমুখি অবস্থায় কথোপকথনকে সাক্ষাৎকার বলে ।
১৬. প্রশ্নমালা কী?
উত্তর : কোনো বিষয় সংশ্লিষ্ট এবং বিষয় সম্পর্কিত কতিপয় লিখিত প্রশ্নের সুবিন্যস্ত সমাহারই হলো প্রশ্নমালা।
১৭. নমুনায়ন কী?
উত্তর : নমুনায়ন হচ্ছে একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি যার সাহায্যে সমগ্রক থেকে প্রতিনিধিত্বশীল নমুনাচয়ন নির্বাচন করা।
১৮. Case Study কী?
উত্তর : যে পদ্ধতিতে এক বা একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্রে নিয়ে আসা হয় তাকে Case Study বলে।
১৯. ‘Survey Methods in Social Investigation’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Survey Methods in Social Investigation’ গ্রন্থটির লেখক মোজার এবং কালটন।
২০. মাধ্যমিক উপাত্ত কী?
উত্তর : পূর্বে সংগৃহীত, প্রকাশিত বা অপ্রকাশিত উপাত্ত থেকে যে উপাত্ত সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক উপাত্ত বলে।
২১. নির্ভরযোগ্যতা কী?
উত্তর : সাধারণভাবে পরিমাপের স্থিরতা বা সামঞ্জস্যতাকে নির্ভরযোগ্যতা বলে।
২২. ফঙ্গিত গবেষণা কী?
উত্তর : যে গবেষণা বাস্তব কোনো সমস্যার সমাধান বা কোনো কর্মসূচি প্রণয়ন বা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলে।
২৩. তথ্য বিশ্লেষণ কী?
উত্তর : উপাত্তকে শ্রেণিকরণ, সুবিন্যস্তকরণ, সঙ্গতিসাধন এবং সংক্ষিপ্তকরণই হচ্ছে উপাত্ত বিশ্লেষণ।
২৪. গবেষণার প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : গবেষণার প্রধান উদ্দেশ্য হলো সমাজস্থ মানুষের আচার আচরণ এবং সমাজে বিদ্যমান নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ করা।
২৫. RRA কী?
উত্তর : RRA হলো ‘Rapid Rural Appraisal’ বা দ্রুত গ্রামীণ মূল্যায়ন।
২৬. SPSS কী?
উত্তর : SPSS হলো ‘Statistical Package for Social Science’ .
২৭. সহ-সম্পৰ্ক বলতে কী বোঝায়?
উত্তর : দুই বা ততোধিক চলকের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে সহ-সম্পর্ক বলে।
২৮. সম্পাদনা কী?
উত্তর : পূরণকৃত প্রশ্নমালা বা অনুসূচির ত্রুটি-বিচ্যুতির পরিমাণ হ্রাস, প্রয়োজনীয় কিছু তথ্য অন্তর্ভুক্ত করা কিংবা অপ্রয়োজনীয় কিছু তথ্য বাদ দেওয়া এবং প্রদত্ত উত্তরের সঙ্গতি বা সামঞ্জস্যতা বজায় রাখার জন্য প্রশ্নমালা বা অনুসূচিকে সতর্কতার সাথে পরীক্ষা করাকে সম্পাদনা বলে ।
২৯. দৈব চয়ন বলতে কী বোঝায়?
উত্তর : যে নমুনায়নে সমগ্রক বা তথ্যবিশ্বের প্রতিটি এককের নমুনায়ন অন্তর্ভুক্ত হওয়ার সমান সুযোগ ও সম্ভাবনা থাকে তাকে দৈবচয়ন বলে।
৩০. মূল্যবোধ নিরপেক্ষতা কী?
উত্তর : কোনো কাজের বা বস্তুর নৈতিক মূল্য নিরূপণ করাই হলো মূল্যবোধ নিরপেক্ষতা।
৩১. কোডিং কী?
উত্তর : গুণবাচক প্রত্যেক উপাত্তের জন্য সংখ্যার বণ্টন প্রক্রিয়াই হলো কোডিং ।
৩২. চলক কী?
উত্তর : পরিবর্তনশীল রাশিই হলো চলক। যেমন- ওজন, আয় ইত্যাদি।
৩৩. সম্ভাবনা নমুনায়ন কত প্রকার?
উত্তর : সম্ভাবনা নমুনায়ন পাঁচ প্রকার।
৩৪. Hypothesis কী?
উত্তর : বিজ্ঞানভিত্তিক গবেষণায় অবতীর্ণ হওয়ার পূর্বে জ্ঞাত ও পর্যবেক্ষণকৃত পূর্বতন জ্ঞানের ভিত্তিতে গবেষক তার গবেষণাধীন বিষয় সম্পর্কে যে সামরিক সিদ্ধান্তে উপনীত হন তাকে পূর্বানুমান বলে।
৩৫. Bibliography শব্দের অর্থ কী?
উত্তর: Bibliography শব্দের অর্থ হলো গ্রন্থপঞ্জি ।
৩৬. গবেষণা নকশা বলতে কী বোঝায়?
উত্তর : গবেষণার যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক পরিকল্পনা নির্দেশনাই হলো গবেষণা নকশা।
৩৭. প্রত্যয় বলতে কী বুঝ?
উত্তর : বস্তু ও ঘটনার উপর অনুসন্ধান ও পর্যবেক্ষণের সংক্ষিপ্তকরণই হলো প্রত্যয়।
৩৮. “PRA” এর পূর্ণরূপ কী?
উত্তর : “PRA” এর পূর্ণরূপ হলো- Participatory Rural Appraisal.
৩৯. চলক কাকে বলে?
উত্তর : পরিবর্তনশীল রাশিই হলো চলক। যেমন- ওজন, আয় ইত্যাদি।
৪০. গাটম্যান স্কেল কত সালে উদ্ভাবন করা হয়?
উত্তর : গাটম্যান ১৯৪৪ সালে উদ্ভাবন করা হয়।
৪১. প্রাথমিক উপাত্ত কী?
উত্তর : যে উপাত্ত মূল উৎস হতে অর্থাৎ সরাসরি অনুসন্ধান ক্ষেত্র বা কার্যক্ষেত্র হতে সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে।
৪২. “Hypothesis is a Testable Generaliziation” উক্তিটি কার?
উত্তর : উক্তিটি জর্জ এ. ল্যুন্ডবার্গ (George A. Lundberg)-এর।
৪৩. উন্মুক্ত প্রশ্নমালা বলতে কী বুঝ?
উত্তর : প্রশ্নমালায় ব্যবহৃত প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরসমূহ যে প্রশ্নমালায় দেওয়া থাকে তাকে উন্মুক্ত প্রশ্নমালা বলে।
৪৪. T-যাচাই এর প্রবক্তা কে?
উত্তর : T-যাচাই এর প্রবক্তা ‘W.S. Gossett’ .
৪৫. নমুনায়ন ত্রুটি কাকে বলে?
উত্তর : সমগ্রক থেকে নমুনার ব্যবধানের মাত্রাকে নমুনায়ন ত্রুটি বলে ।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
গবেষণা পদ্ধতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ। (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)
১. সামাজিক গবেষণা বলতে বী বুঝ?।
২. উপাত্তের সংজ্ঞা দাও। উপাত্ত প্রক্রিয়াজাতকরণ কাকে বলে?
৩. বিজ্ঞানের যুক্তি বলতে কী বুঝায়?
৪. প্রত্যয়ের সংজ্ঞা দাও।
৫. কার্যকারণ সম্পর্ক বলতে কী বুঝায়?
৬. প্যারাডাইম বলতে কী বুঝ?
৭. চলকের সংজ্ঞা দাও । বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য লিখ
৮. কার্যকরি সংজ্ঞা বলতে কী বুঝায়?
৯. পরিমাপ বলতে কী বুঝ?
১০.পরিমাপের নির্ভরযােগ্যতা বলতে কী বুঝ?
১১.Guttaman স্কেল কি?
১২.প্রশ্নমালা বলতে কী বুঝ?
১৩.ডাকযােগে প্রেরিত প্রশ্নমালার অসুবিধাসমূহ লিখ।
১৪.প্রশ্নমালা ও সাক্ষাৎকার অনুসুচির মধ্যে পার্থক্য লিখ ।
১৫.গুচ্ছ নমুনায়ন কী?
১৬.সমগ্রক কি?
১৭.সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কর।
১৮.ফোকাস দল বলতে কী বুঝ?
১৯.FGD এর বৈশিষ্ট্য লিখ ।
২০.সামাজিক জরিপ কাকে বলে? সামাজিক জরিপ ও সামাজিক গবেষণার মধ্যে পার্থক্য লিখ ।
২১.ভেদাঙ্ক কী? zযাচাই ও t-যাচাইয়ের মধ্যে পার্থক্য আলােচনা কর
২২.উপাত্ত বিশ্লেষণ কী?
২৩.পূর্বনুমান বলতে কী বুঝ?
২৪.গবেষণা প্রতিবেদন কাকে বলে?
২৫.সাহিত্য পর্যালােচনা বলতে কী বুঝ?
২৬.গবেষণা প্রস্তাবনা বলতে কী বুঝ?
PDF Download গবেষণা পদ্ধতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024
গ-বিভাগ (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)
১. সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব বর্ণনা কর।
২. তত্ত্ব ও তথ্যের পারস্পারিক সম্পর্ক আলােচনা কর।
৩. বাংলাদেশের সমাজ গবেষণায় কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযােগী? ব্যাখ্যা কর।
৪. ধারণা কাকে বলে? প্রত্যয়ের কার্যাবলি সংক্ষেপে আলােচনা কর ।
৫. ধারণা বা প্রত্যয় কাকে বলে? সামাজিক গবেষণায় প্রত্যয়ের গুরুত্ব আলােচনা কর ।
৬. উদাহরণসহ চলকের বিভিন্ন ধরণ আলােচনা কর।
৭. এক চলকবিশিষ্ট বিশ্লেষণের পরিসংখ্যানগত কৌশলসমূহ আলােচনা কর।
৮. মনােভাব পরিমাপের গাটম্যান ও লিকার্ট স্কেলের বর্ণনা দাও।
৯. উদাহরণসহ নামসূচক ও ক্রমসূচক পরিমাপের পার্থক্য আলােচনা কর।
১০.সামাজিক গবেষণায় সাক্ষাত্তারের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা নিরূপণ কর।
১১. একটি সফল সাক্ষাৎকারের শর্তাবলি আলােচনা কর ।
১২. সম্ভাবনা নমুনায়ন ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্যগুলাে কী?
১৩.সামাজিক গবেষণায় নমুনায়নের উপযােগিতা ব্যাখ্যা কর।
১৪.পর্যবেক্ষণ কাকে বলে? পর্যবেক্ষণের বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা কর
১৫.সামাজিক জরিপ পদ্ধতির ধাপসমূহ বিশদভাবে আলােচনা কর।
১৬. সামাজিক গবেষণায় উপাত্ত বিশ্লেষণ প্রক্রিয়া আলােচনা কর।
১৭.পূর্বানুমানের গুরুত্ব সংক্ষেপে আলােচনা কর ।
১৮.গবেষণা প্রতিবেদনের ধাপসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের পার্থক্য লিখ।
২. কার্যকরণ সম্পর্ক বলতে কি বুঝায়?
৩. অনুপাত সূচক পরিমাপের ৪টি বৈশিষ্ট্য লিখ।
৪. পূর্বানুমান কী?
৫. গবেষণা প্রতিবেদন বলতে কি বুঝ?
৬. আবদ্ধ ও উন্মুক্ত প্রশ্নমালার পার্থক্য লিখ।
৭. ফোকাস দল কী? ব্যাখ্যা কর।
৮. উপাত্ত শ্রেণিকরণ কী?
৯. উপাত্ত প্রক্রিয়াজাতকরণ কাকে বলে?
১০. একজন সফল সাক্ষাৎকারের প্রয়োজনীয় শর্তাবলি আলোচনা কর।
১১. সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য লিখ।
১২. সারণিবদ্ধকরণের বিভিন্ন অংশগুলো উল্লেখ কর।
১৩. গবেষণা প্রস্তাবনার বাজেট প্রস্তুতকরণ কী?
১৪. ভালো প্রত্যয়ের বৈশিষ্ট্য লিখ।
১৫. ব্যক্তিনিষ্ঠতা ও বস্তুনিষ্ঠতা কী?
১৬. গবেষণা ফলাফল উপস্থাপন বলতে কী বুঝ?
১৭. নমুনায়ন কী?
১৮. ‘Snow Ball Samping’ কী?
১৯. ‘Non-probability sampling’ বলতে কী বোঝায়?
২০. সংখ্যাত্মক ও গুনাত্মক পদ্ধতি বলতে কী বোঝায়?
২১. গবেষণা প্রস্তাবনার সংজ্ঞা লিখ।
২২. সামাজিক গবেষণার ধাপসমূহ লিখ।
২৩. Literature Review বলতে কী বোঝায়?
২৪. FGD কী?
২৫. কার্যকরণ সম্পর্ক কী?
২৬. সাধারণীকরণ বলতে কী বুঝ?
২৭. মনোভাব স্কেল বলতে কী বুঝ?
২৮. বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা দাও।
২৯. তত্ত্বের সংজ্ঞা দাও।
৩০. নমুনা ও সমগ্রকের পার্থক্য লিখ।
চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের গবেষণা পদ্ধতি 2024
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. তত্ত্ব কী? তত্ত্ব গঠনের অপরিহার্য উপাদানগুলো আলোচনা কর।
২. প্রত্যয় কী? প্রত্যয়ের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৩. একটি উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৪. মনোভাব পরিমাপে থার্সটন স্কেলের বর্ণনা দাও।
৫. স্তরায়িত ও গুচ্ছ নমুনায়নের পার্থক্য নির্দেশ কর।
৬. সাক্ষাৎকার কী? সামাজিক গবেষণায় সাক্ষাৎকার গ্রহণের গুরুত্ব ব্যাখ্যা কর।
৭. পরিমাপের যথার্থতা বলতে কী বুঝ? পরিমাপের যথার্থতা নিরূপণ কী কী বিষয়ের উপর নির্ভর করে? আলোচনা কর।
৮. একটি গবেষণা প্রতিবেদনের কাঠামো আলোচনা কর
৯. বিভিন্ন প্রকার চলক সম্পর্কে আলোচনা কর।
১০. সামাজিক জরিপের বিভিন্ন ধাপ আলোচনা কর।
১১. তথ্য পরিমাপের বিভিন্ন ধাপ আলোচনা কর।
১২. একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩. তত্ত্ব ও তথ্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
১৪. ‘দৈবচয়ন সকল নমুনায়নের ভিত্তি’-ব্যাখ্যা কর।
১৫. ‘যে কোন অনুসন্ধানের পূর্বে একটি নির্দিষ্ট পূর্বানুমান গঠন করা উচিত’ (গুড এবং হাট)। উক্তিটির আলোকে পূর্বানুমানের গুরুত্ব ব্যখ্যা কর।
১৬. একটি ভালো গবেষণা প্রতিবেদনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৭. সামাজিক গবেষণার গুরুত্ব বর্ণনা কর।
১৮. উপাত্ত প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন স্তর আলোচনা কর।
১৯. সামাজিক গবেষণায় ব্যবহৃত লিকার্ট এবং থার্সটোনের মনোভাব মানক ব্যাখ্যা কর।
২০. সমাজতাত্ত্বিক গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন কৌশল আলোচনা কর।
২১. গবেষণা ফলাফল উপস্থাপনের আদর্শ কৌশল বর্ণনা কর।
২২. গবেষণা প্রস্তাবনা লেখার কৌশল আলোচনা কর।
২৩. একটি আদর্শ গবেষণা রিপোর্টের বৈশিষ্ট্য আলোচনা কর।
২৪. ‘Bibliography’ লেখার সাধারণ নিয়মাবলি আলোচনা কর।
২৬. সামাজিক গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর।
২৬. সামাজিক গবেষণার বস্তুনিষ্ঠতা সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা কর।
২৭. সমাজবিজ্ঞানে পরিমাপের বিভিন্ন স্তরের গুরুত্ব আলোচনা কর।
২৮. প্রশ্নমালার প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
২৯. সম্ভাবনা ও নিঃ সম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩০. সামাজিক জরিপ পদ্ধতির ধাপসমূহ বিশদভাবে আলোচনা কর।
৩১. প্রত্যক্ষ অংশগ্রহণ পদ্ধতির সুবিধা-অসুবিধা আলোচনা কর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের গবেষণা পদ্ধতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ গবেষণা পদ্ধতি সাজেশন
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Honors Research Methodology Suggestion 2024,গবেষণা পদ্ধতি চূড়ান্ত সাজেশন 2024