অনার্স ২য় বর্ষের বাংলা কবিতা-২ সাজেশন, honors 2nd year bengali poetry-2 special short suggestions, অনার্স ২য় বর্ষের বাংলা কবিতা-২ ১০০% কমন সাজেশন

অনার্স ২য় বর্ষের বাংলা কবিতা- ২ সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলা কবিতা- ২ (Bengali Poetry -2) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 221005
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

বাংলা কবিতা- ২ অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের বাংলা কবিতা- ২, অনার্স ২য় বর্ষের বাংলা কবিতা- ২ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন বাংলা কবিতা- ২ সাজেশন

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

বাংলা কবিতা- ২ অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. মেঘনাদবধ কাব্যের ৫ম সর্গের নাম কী?
উত্তর: মেঘনাদবধ কাব্যের ৫ম সর্গের নাম ‘উদ্যোগ’।

২. মেঘনাদবধ কাব্যে ‘বীর-চূড়ামণি’ বলতে কাকে বুঝানো হয়েছে?
উত্তর: মেঘনাদবধ কাব্যে ‘বীর-চূড়ামণি’ বলতে বীরবাহুকে বুঝানো হয়েছে।

৩.‘শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি’- উক্তিটি কার?
উত্তর: ‘শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি’- উক্তিটি রাবণের।

৪. মেঘনাদবধ কাব্যের ৮ম সর্গের নাম কী?
উত্তর: মেঘনাদবধ কাব্যের ৮ম সর্গের নাম প্রেতপুরী।

৫. প্রমীলার শখীর নাম কী?
উত্তর: প্রমীলার শখীর নাম বাসন্তি।

৬. বীরবাহুর মায়ের নাম কী?
উত্তর: বীরবাহুর মায়ের নাম চিত্রাঙ্গনা।

৭. বিভীষণ কে?
উত্তর: বিভীষণ রাবণের ভাই।

৮. মৈথিলী কে?
উত্তর: সীতার অন্য নাম মৈথিলী।

৯. ‘এ কাল সমরে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার।’- উক্তিটি কার?
উত্তর: ‘এ কাল সমরে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার।’- উক্তিটি স্বর্ণ লঙ্কাপতি মেঘনাদের পিতা রাবণের।

১০. ‘রাহুগ্রাসে হেরি সূর্য্যে কার নাম বিদরে হৃদয়?’- কোন প্রসঙ্গে বলা হয়েছে?
উত্তর: ‘রাহুগ্রাসে হেরি সূর্য্যে কার নাম বিদরে হৃদয়?’- উক্তিটি শোকতপ্ত রাবণকে সমবেদনা জানানো প্রসঙ্গে করা হয়েছে।

১১. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

১২. ‘সোনার তরী’ কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে?
উত্তর: ‘সোনার তরী’ কাব্যটি কবি ভ্রাতা শ্রীদেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করা হয়েছে।

১৩. ‘সোনার তরী’ কবিতায় ‘ধান’ কীসের প্রতীক?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় ‘ধান’ মানুষের কর্ম ও কাজের প্রতীক।

১৪. ‘বর্ষাযাপন’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বর্ষাযাপন’ কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত?

১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় ছোটগল্পের সংজ্ঞার্থ পাওয়া যায়?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যের ‘বর্ষাযাপন’ কবিতায় ছোটগল্পের সংজ্ঞার্থ পাওয়া যায়।

১৬. ‘যেতে নাহি দিব’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যেগ্রন্থের কবিতা?
উত্তর: ‘যেতে নাহি দিব’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যেগ্রন্থের কবিতা।

১৭. ‘কী আছে হোথায়- চলেছি কিসের অন্বেষণে?’-পংক্তিটি কোন কবিতার?
উত্তর: পংক্তিটি নিরুদ্দেশ যাত্রা কবিতার।

১৮. কল্পনা কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর: কল্পনা কাব্যের প্রথম কবিতা দুঃসময়।

১৯. ‘ভ্রষ্ট লগ্ন’ কবিতায় প্রিয়া কোন সময় সোনার টিপ পরছিল?
উত্তর: ‘ভ্রষ্ট লগ্ন’ কবিতায় প্রিয়া গোধূলিবেলায় সোনার টিপ পরছিল।

২০. চৌরপঞ্চাশিকা কী?
উত্তর: বিদ্যাসুন্দর উপাখ্যানে বর্ণিত স্তুতিমূলক পঞ্চাশটি শ্লোক।

২১. উজ্জয়িনীপুরে কবি কাকে খুঁজতে গিয়েছেন?
উত্তর: উজ্জয়িনীপুরে কবি তার পূর্বজনমের প্রতমা প্যিয়াকে খুঁজতে গিয়েছেন।

২২. প্রেমের দেবতা মদন কার রোষাগ্নিতে ভস্মীভূত হয়?
উত্তর: প্রেমের দেবতা মদন শিবের রোষাগ্নিতে ভস্মীভূত হয়।

২৩. ক্ষণিকা কোব্যে কান ঋতু প্রাধান্য পেয়েছে?
উত্তর: ক্ষণিকা কোব্যে শরৎ ঋতু প্রাধান্য পেয়েছে।

২৪. ‘সেকাল’ কবিতায় কবি কী হতে চান?
উত্তর: ‘সেকাল’ কবিতায় কবি বিক্রমাদিত্যের সভায় নবরতেœর মালিকায় দশম রত্ন হতে চান।

২৫. ‘মনেরে তাই কহ যে, ভালোমন্দ যাহাই আসুক সত্যের লও সহজে।’- কোন কবিতায় উল্লেখিত?
উত্তর: কবিতায় উল্লেখিত বোঝাপাড়া।

২৬. ‘এক গাঁয়ে’ কবিতায় উল্লেখিত নদীর নাম কী?
উত্তর: ‘এক গাঁয়ে’ কবিতায় উল্লেখিত নদীর নাম অঞ্জনা।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

বাংলা কবিতা- ২ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রমীলা’র পরিচয় দাও।
২. সীতার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩. লঙ্কাপুরির সৌন্দর্য বর্ণনা কর।
৪. ‘কী সুন্দর মালা আজ পড়িয়াছ গলে।’ কে, কার সম্পর্কে, কেন এ উক্তিটি করেছিল।

৫. লক্ষ্মণ কীভাবে মেঘনাদকে হত্যা করেছিল?
৬. সোনার তরী কাব্যের বর্ষাযাপন কবিতায় ছোটগল্পের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে বা বর্ণনা কর।
৭. ‘যাহা ছিল নিয়ে গেল সোনার তরী’ – বলতে কী বোঝানো হয়েছে?
৮. ‘দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা’ – কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।

৯. ‘দুই পাখি’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ।
১০. ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতাটির মূল বিষয় সংক্ষেপে তুলে ধর।
১১. দুঃসময় কবিতায় কবি বিহঙ্গকে কী করতে নিষেধ করছেন? আলোচনা কর।
১২. ‘মদনভস্মের পূর্বে’ কবিতার মূলভাব লেখ।

১৩. ‘স্পর্ধা’ কবিতায় বর্ণিত প্রেমিক-প্রেমিকার প্রেমের স্বরূপ ব্যাখ্যা কর।
১৪. ‘উদ্বোধন’ কবিতায় কবির ভাবনা সম্পর্কে আলোচনা কর।
১৫. কবিতা তার বয়স সম্পর্কে কী অভিমত ব্যক্ত করেছেন? আলোচনা কর।
১৬. ‘আবির্ভাব’ কবিতায় দেবীর কাছে কবির প্রার্থনা কী?

PDF Download বাংলা কবিতা- ২ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ট্রাজেডি হিসেবে ‘মেঘনাদবদ’ কাব্যের সার্থকতা আলোচনা কর।
২. ‘মেঘনাদবদ’ কাব্যের প্রধান অবলম্বন কোন রস-বিররস না করুণ রস? পর্যালোচনা কর।
৩. ‘চতুর্থ স্বর্গে কবি তার লিরিক ক্ষমতার অপূর্ব প্রদর্শন করেছেন।’ মন্তব্যটি বিচার কর।
৪. ‘মেঘনাদবদ’ কাব্য অবলম্বনে প্রমীলা চরিত্র বিশ্লেষণ কর।

৫. ‘সোনার তরী’ কাব্যে কবির কালচেতনা ও মর্ত্যপ্রীতির পরিচয় দাও।
৬. ‘সোনার তরী’ কাব্যে ‘সোনার তরী’ অথবা ‘যেতে নাহি দিব’ কবিতার মূলভাব ব্যাখ্যা কর।
৭. ‘সোনার তরী’ কাব্যের ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতার কাব্য সৌন্দর্য্য বিচার কর।
৮. ‘স্বপ্ন’ কবিতার সার্থকতা বিচার কর।

৯. ‘‘‘কল্পনা’ কাব্যে প্রধানভাবে কবির প্রকৃতি ভাবনা ও ঐতিহ্য চেতনার প্রতিফলন ঘটেছে।’’ মন্তব্যটি বিশ্লেষণ কর।
১০. ‘কল্পনা’ কাব্যগ্রন্থের শিল্পমূল্য আলোচনা কর।
১১. ‘ক্ষণিকা’ কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা বিচার কর।
১২. ‘ক্ষণিকা’ কাব্যের ভাব-সৌন্দর্য্য বিশ্লেষণ কর।
১৩. ‘‘‘ক্ষণিকা’ কাব্যে কবি ভোগের জীবন থেকে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছেন।’’ – উক্তিটি বিশ্লেষণ কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সংক্ষিপ্ত প্রশ্ন :


১. রাবণ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২. মেঘনাদ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩. বিভীষণ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪. লক্ষণ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫. সীতা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৬. লঙ্কাপুরীর বর্ণনা দাও।
৭. রাবণ শ্বশুর মম,মেঘনাদ স্বামী,আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে- ব্যাখ্যা কর।
৮. লক্ষণ কীভাবে মেঘনাদকে হত্যা করার অস্ত্র লাভ করেছিল?
৯. প্রমীলার সহমরণ যাত্রার বর্ণনা দাও।
১০. একপুত্র শােকে তুমি আকুল,ললনে,শত পুত্রশােকে বুক আমার ফাটিয়াছে দিবানিশি ।-ব্যাখ্যা কর।
১১. গতি যার নিচ সহ,নীচ তার দুর্মতি- ব্যাখ্যা কর।
১২. রাবণ কেন সীতাকে হরণ করে?
১৩. গুণবান যদি পরজন,গুণহীন ম্বজন তথাপি, নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পর পর সদা।- ব্যাখ্যা কর।
১৪. একাকিনী শােকাকুলা ,অশােক কাননে, কাঁদেন রাঘব বাঞ্ছা আধার কুটিরে- ব্যাখ্যা কর।
১৫. বর্ষাযাপন কবিতার মূলভাব লিখ।
১৬. সোনার তরী কবিতার রূপক অর্থ আলোচনা কর।
১৭. ঠাঁই নাই, ঠাঁই নাই ছােট সে তরী আমারি সােনার ধানে গিয়েছে ভরি। – ব্যাখ্যা কর।
১৮. শূন্য নদী তীরে রহিনু পড়ি।যাহা ছিল নিয়ে গেল সােনার তরী- ব্যাখ্যা কর।
১৯. ‘দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা’- আলোচনা কর।
২০. দুই পাখি কবিতার মূলভাব লেখ।
২১. পরশ পাথর কবিতার মূলভাব লেখ।
২২. কল্পনা কাব্যের ‘মদন ভষ্মের পূর্বে’’ কবিতার মূলভাব লিখ।
২৩. ‘বৈশাখ’ কবিতার মূলভাব লেখ।
২৪. জুতা- আবিষ্কার কবিতার মূলভাব লেখ।
২৫. কল্পনা কাব্য কবি জীবনের পালাবদলের যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২৬. কল্পনা কাব্যে ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে- সংক্ষেপে আলোচনা কর।
২৭. ‘বর্ষামঙ্গল’ কবিতার মূলভাব লিখ।
২৮. ক্ষণিকা কাব্যের মূলসুর কী?
২৯. জন্মান্তর কবিতায় কবির পরজন্মে কী প্রত্যাশা ব্যক্ত করেছেন?
৩০. উদ্বোধন কবিতায় কবির কোন প্রত্যাশা ব্যক্ত হয়েছে?
৩১. অতিথি কবিতায় কবি কাকে অতিথি বলেছেন? আলােচনা কর।
৩২. আর্বিভাব কবিতার মূলভাব লেখ।
৩৩. কবি তার বয়স সম্পর্কে কি বলেছেন?
৩৪. ক্ষণিকা কাব্যে কবি অতিতের চেয়ে বর্তমানকে কিভাবে প্রাধান্য দিয়েছেন?

Honors 2nd Year Bengali Poetry -2 Suggestion 2024

রচনামূলক প্রশ্ন :


১. মেঘনাদবধ কাব্য অবলম্বনে মধুসূদনের কবি মানস আলােচনা কর।
২. মেঘনাদবধ কাব্যের নায়ক কে?- বিশ্লেষণ কর।
৩. মেঘনাদ বধ কাব্যের রস বিচার কর।
৪. মেঘনাদ বধ কাব্যের প্রাচ্য প্রভাব আলোচনা কর।
৫. ট্রাজেডি হিসেবে মেঘনাদবধ কাব্যের সার্থকতা বিচার কর।
৬. মেঘনাদবধ কাব্য অবলম্বনে প্রমীলা চরিত্র বিশ্লেষণ কর।
৭.‘সােনার তরী” কাব্য অবলম্বনে কবির মর্তপ্রীতির পরিচয় দাও।
৮. ‘সােনার তরী’ কাব্যের শিল্পরূপ আলােচনা কর।
৯. যেত নাহি দিব’ কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১০.’সােনার তরী’ কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১১. নিরুদ্দেশ যাত্রা কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১২.‘কল্পনা কাব্যে কবি জীবনের পালাবদলের যে পরিচয় পাওয়া যায় তা আলােচনা কর।
১৩. কল্পনা’ কাব্য মূলত অতীতের সাথে বর্তমানের মিলবন্ধন- ব্যাখ্যা কর।
১৪. কল্পনা কাব্যের বিশিষ্ট দিক প্রাচীন কাব্যের স্মৃতি ও অনুষঙ্গ- ব্যাখ্যা কর।
১৫. স্বপ্ন কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১৬. ভ্রষ্টলগ্ন কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১৭.‘রবীন্দ্রনাথের ক্ষণিকা কাব্য আধ্যাত্মিক সত্তার স্বরূপ’ ব্যাখ্যা কর।
১৮. ক্ষণিকা কাব্যের নামকরণের সার্থকতা আলােচনা কর।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর Honors Bengali Poetry -2 Suggestion 2024,বাংলা কবিতা- ২ চূড়ান্ত সাজেশন 2024

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Bengali Poetry -2 Honors 2nd Year Suggestion PDF 2024

Leave a Comment