অনার্স ২য় বর্ষ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন, honors 2nd year political economy of bangladesh special short suggestions

অনার্স ২য় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি (Political Economy of Bangladesh) সুপার সাজেশন
Department of : Political Science & Other Department
Subject Code: 221903
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি, অনার্স ২য় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন,

অনার্স ২য় বর্ষ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন, honors 2nd year political economy of bangladesh special short suggestions

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. রাজনৈতিক অর্থনীতির জনক কে?
উত্তর: রাজনৈতিক অর্থনীতির জনক এডাম স্মিথ।

২.‘পলিটিক্যাল ইকোনামি’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর: ফরাসি অর্থনীতিবিদ Antonie de Montehrestein ‘পলিটিক্যাল ইকোনামি’ (রাজনৈতিক অর্থনীতির) কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন

৩. “রাষ্ট্র শোষণের হাতিয়ার”। উক্তিটি কার?
উত্তর: “রাষ্ট্র শোষণের হাতিয়ার”। উক্তিটি কার্ল মার্কসের।

৪. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।

৫. ‘মধ্যবর্তী শাসনব্যবস্থা’ ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: ‘মধ্যবর্তী শাসনব্যবস্থা’ ধারণাটির প্রবক্তা মাইকেল কালেস্কি।

৬. অর্থনৈতিক উন্নয়ণের ৩টি পূর্বশর্ত লেখ।
উত্তর: অর্থনৈতিক উন্নয়ণের ৩টি পূর্বশর্ত হল- ১. দক্ষ জনশক্তি, ২. উন্নত অর্ধনৈতিক অবকাঠামো, ৩. প্রাকৃতিক সম্পদ।

৭. বাংলাদেশের কৃষিঋণের উৎস কয়টি?
উত্তর: বাংলাদেশের কৃষিঋণের উৎস ২টি।

৮. কখন কৃষি উন্নয়ণ ব্যাংক প্রথম প্রতিষ্টিত হয়?
উত্তর: ১৯৫৭ সালে কৃষি উন্নয়ণ ব্যাংক প্রথম প্রতিষ্টিত হয়

৯. ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
উত্তর: যেসব বিধিবিধান ও রীতিনীত দ্বারা ভূমি নিয়ন্ত্রণ, অধিকার, ভূমিতে জনসাধারণ ও রাষ্ট্রের মালিকানা, ভোগদখল সংক্রান্ত বিভিন্ন স্বত্ব নির্ধারিত হয়, সেগুলোর সমষ্টিকে ভূমিস্বত্ব ব্যবস্থা বলে।

১০. বাংলাদেশে কত ‘বিঘা’ পর্যন্ত জমি খাজনা মাফ?
উত্তর: বাংলাদেশে ২৫ ‘বিঘা’ পর্যন্ত জমি খাজনা মাফ।

১১. বেসরকারিকরণ বোর্ড কখণ গঠিত হয়?
উত্তর: বেসরকারিকরণ বোর্ড ১৯৯৩ সালে গঠিত হয়

১২. বাংলাদেশের দ্বিতীয় পঞ্চবার্ষিকি পরিকল্পনা শুরুর সন কোনটি?
উত্তর: বাংলাদেশের দ্বিতীয় পঞ্চবার্ষিকি পরিকল্পনা শুরুর সন ১৯৮০।

১৩. বাজেট কী?
উত্তর: বার্ষিক আর্থিক বিবরণীই বাজেট নামে পরিচিত।

১৪. BADC – এর পূর্ণরূপ কী?
উত্তর: BADC – এর পূর্ণরূপ হল: Bangladesh Agricultural Development Corporation.

১৫. EPZ – এর পূর্ণরূপ কী?
উত্তর: EPZ – এর পূর্ণরূপ হল : : Export Processing Zone. এর অর্থ হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।

১৬. BCIC – এর পূর্ণরূপ কী?
উত্তর: BCIC – এর পূর্ণরূপ হল: Bangladesh Chemical Industries Corporation.

১৭. কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।

১৮. সামাজিক নিরাপত্তা কী?
উত্তর: সংকটাপন্ন মানুষের নূন্যতম আর্থিক নিশ্চয়তা।

১৯. দারিদ্র কয় প্রকার?
উত্তর: দারিদ্র ২ প্রকার। যথা- ১. অনপেক্ষ দারিদ, ২. আপেক্ষিক দারিদ।

২০. সরকারি আয়ের প্রধান উৎস কী?
উত্তর: সরকারি আয়ের প্রধান উৎসকর রাজস্ব।

২১. বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর:১৭৫২ মার্কিন ডলার (অর্থনৈতিক সমীক্ষা- ২০১৮)।

২২. কর কী?
উত্তর: কোনো রূপ প্রত্যক্ষ প্রতিদানের আশা না করে জণগণ বাধামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।

২৩. ভ্যাট কোন ধরনের কর?
উত্তর: ভ্যাট পরোক্ষ কর।

২৪. NGO- এর ইংরেজি রূপ কী?
উত্তর: NGO- এর ইংরেজি রূপ হল: Non-Governmental Organization.

২৫. VGF – এর পূর্ণরূপ কী?
উত্তর: VGF – এর পূর্ণরূপ হল: Vulnerable Group Feeding.

২৬. মূসক কী?
উত্তর: কাঁটামালের মূল্য এবং উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন বা মূসক বলে।

২৭. WTO কী?
উত্তর: WTO বা World Trade Organization হলো বিশ্বের দেশগুলোর মধ্যে দ্রব্য ও সেবার লেনদেন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।

২৮. IMF এর সদর দপ্তর কোথায়?
উত্তর: IMF এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

২৯. GDP এর পূর্ণরূপ কী?
উত্তর: GDP এর পূর্ণরূপ হল: Gross Domestic Product.

৩০. Social Security গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: Social Security গ্রন্থটির রচয়িতা W. A. Robson.

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. অর্থনৈতিক ক্ষমতা কী?

২. রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও।

৩. পুঁজিবাদ কী?

৪. মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও।

৫. উন্নয়নশীল দেশ কাকে বলে?

৬. কৃষির আধুনিকীকরণ কাকে বলে?

৭. ভূমিস্বত্ব ব্যবস্থা কী?

৮. ‘কাম্য জনসংখ্যা’ বলতে কী বোঝায়?

৯. বেকারত্ব কী?

১০. জনসংখ্যা কী?

১১. শিল্প শ্রমিক বলতে কী বোঝ?

১২. বাংলাদেশের পল্লী উন্নয়নের ক্ষেত্রে বাধাসমূহ উল্লেখ কর।

১৩. সামাজিক নিরাপত্তা কী?

১৪. দারিদ্র্য বলতে কী বোঝায়?

১৫. সরকারী অর্থ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।

১৬. অর্থবিল কী?

১৭. একটি উত্তম কর কাঠামোর বৈশিষ্ট্য বর্ণনা কর।

১৮. বৈদেশিক সাহায্য কী?

১৯. বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কীভাবে হ্রাস করা যায়?

২০. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের গঠন ও ব্যবস্থাপনা আলোচনা কর।

PDF Download বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. রাজনৈতিক অর্থনীতি বলতে কী বোঝ? রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর।

২. মিশ্র অর্থনীতি কী? মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা কর।

৩. রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক আলোচনা কর।

৪. বাংলাদেশের কৃষি আধুনিকীকরণের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর।

৫. ভূমি সংস্কার কী? বাংলাদেশে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর।

৬. ‘জনসংখ্যা একটি দেশের সম্পদ এবং সমস্যা উভয়ই’ – আলোচনা কর।

৭. বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে সরকারি ও বেসরকারি পদক্ষেপসমূহ আলোচনা কর।

৮. বাংলাদেশের শিল্পান্নয়নের সমস্যাসমূহ আলোচনা কর।

৯. বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।

১০. বাংলাদেশের গ্রামীণ দারিদ্র বিমোচনে কুটির শিল্পের ভূমিকা ব্যাখ্যা কর।

১১. বাংলাদেশের দারিদ্র দূরীকরণে এনজিওগুলোর ভূমিকা আলোচনা কর।

১২. বাংলাদেশে সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারী কর্মসূচিসমূহ আলোচনা কর।

১৩. বাংলাদেশের দারিদ্র বিমোচনে সরকারী কর্মসূচিসমূহ আলোচনা কর।

১৪. বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসসমূহ আলোচনা কর।

১৫. সরকারী ও বেসরকারী অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা কর।

১৬. বাংলাদেশের কর কাঠামোর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সংক্ষিপ্ত প্রশ্নঃ-

  • রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক কী?
  • মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও।
  • সমাজতন্ত্রের বৈশিষ্ট্য লিখ?
  • অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?
  • অর্থনৈতিক উন্নয়নর পূর্বশর্তসমূহ কী কী?
  • বাংলাদেশের কৃষি- ঋণের উৎসসমূহ ব্যাখ্যা কর।
  • বাংলাদেশের জনসংখ্যা সম্পদ না দায়?
  • শিল্প জাতীয়করণ কী?
  • অর্থনৈতিক পরিকল্পনা কী?
  • বাংলাদেশের পল্লী উন্নয়ন কর্মসূচির লক্ষসমূহ উল্লেখ কর।
  • দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বুঝায়?
  • বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কিভাবে হ্রাস করা যায়?
  • বৈদেশিক সাহায্য কি?
  • উত্তম করের বৈশিষ্ট্য লিখ?
  • সবুজ বিপ্লব কি
  • রাজনৈতিক অর্থনীতির জনক কে 
  • পলিটিক্যাল ইকোনিমি কথাটি সর্বপ্রথমকে ব্যবহার করেন 
  • রাষ্ট্র শোষনের হাতিয়ার উক্তিটি কার 
  • বৈজ্ঞানিক সমাজ তন্ত্রের জনক কে 
  • মধ্যবর্তী শাসন ব্যবস্হায় ধারণাটিরপ্রবক্তা কে
  • অর্থনৈতিক উন্নয়নের তিনটি  পূর্বশর্ত উল্লেখ কর
  • BADC এর পূর্ণরুপ কী 
  • কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়
  • ভূমিস্বত্ব ব্যবস্হা কী 
  • বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ 
  • EPZ এর অর্থ কী 
  • BCIC এর পূর্ণ রুপ  কী 
  • বেসরকারি বোর্ড কখন প্রতিষ্ঠিত হয়
  • বাংলাদেশের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন কোনটি 
  • বাজেট কী 
  • NGO এর পূর্ণরুপ কী 
  • কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 
  • সামাজিক নিরাপওা কী 
  • দারিদ্র কয় প্রকার 
  • VGF এর পূর্ণ রুপ কী 
  • Social Security গ্রন্হটির রচয়িতা কে 
  • সরকারি আয়ের প্রধান উৎস কী 
  • বাংলাদেশে মাথাপিছু আয় কত 
  • কর কী 
  • ভ্যাট কোন ধরনের কর
  • VAt কী 
  • WTO কী 
  • IMF এর সদর দপ্তর কোথায় 
  • GDP এর পূর্ণরুপ কী 


খ বিভাগ

2024 বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
  • মুক্তবাজার অর্থনীতি কি?
  • পুজিবাদ কি?
  • কাম্যজনসংখ্যা কি?
  • একটি উত্তম কর কাঠামোর বৈশিষ্ট্য লিখ?
  • বিশ্বায়ন কি?
  • কৃষির আধুনিকীকরন কাকে বলে?
  • রাজনৈতিক অর্থনীতি কি?
  • সমাজতন্ত্র কি?
  • মিশ্রঅর্থনীতি কি?
  • উন্নয়নশীল দেশ কাকে বলে?
  • অর্থনৈতিক ক্ষমতা কি?
  • সরকারি অর্থ ব্যবস্হাপনা কি?
  • ভূমি স্বত্ব ব্যবস্হা কি?
  • অর্থবিল কি?
  • অর্থনৈতিক ক্ষমতা কী 
  • রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও
  • পুঁজিবাদ কী 
  • মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও
  • উন্নয়ন শীল দেশ কাকে বলে  
  • কৃষির আধুনিকীকরণ কাকে বলে 
  • ভূমিস্বত্ব ব্যবস্হা  কী 
  • বেকারত্ব কী
  • জনসংস্হা কী 
  • শিল্প শ্রমিক বলতে কী বুঝ 
  • বাংলাদেশে পল্লি উন্নয়নের ক্ষেএে বাঁধাসমূহ উল্লেখ কর
  • সামাজিক নিরাপওা কী 
  • দারিদ্র বলতে কী বুঝায় 
  • সরকারি অর্থব্যবস্হাপনার সংজ্ঞা দাও
  • অর্থবীল কী 
  • একটি উওম কর কাঠামো বৈশিষ্ট্য বর্ণনা কর
  • বৈদেশিক সাহায্য কী 

গ বিভাগ


১ঃএকটি দেশের রাজনীতি ও অর্থনীতি পরস্পর নির্ভরশীল ও একে অপরের পরিপূরক -বাংলাদেশ প্রসঙ্গে ব্যাখ্যা কর?
২ঃমিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা কর?
৩ঃবাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস সমুহ আলোচনা কর?
৪ঃবাংলাদেশের শিল্প জাতীয়করণ এর সুবিধা অসুবিধা আলোচনা কর?
৫ঃবাংলাদেশের বেকারত্ব দূরীকরণ এর সরকারি ও বেসরকারি পদক্ষেপ সমূহ আলোচনা কর?
৬ঃবাংলাদেশের গ্রামীন দারিদ্র্য বিমোচনে কুটির শিল্পের ভুমিকা ব্যাখ্যা কর?
৭ঃবাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এ বিশ্ব ব্যাংক এর ভুমিকা আলোচনা কর?
৮ঃ বৈদেশিক সাহায্যের নেতিবাচক প্রভাব আলোচনা কর?
৯ঃ বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক কর্মকান্ডের পরিপেক্ষিতে রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর?
১০ঃবাংলাদেশের কৃষি আধুনিকীকরণের সমস্যা সম্ভাবণা সম্পর্কে আলোচনা কর?
১১ঃবাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগ এর গুরুত্ব আলোচনা কর?
১২ঃ বাংলাদেশ শিল্প ক্ষেত্রের সমস্যা সমূহ আলোচনা কর?
১৩ঃ দারিদ্র্য কি?দারিদ্র্য বিমোচনে সরকারের কর্মসূচি আলোচনা কর?
১৪ঃজনসংখ্যা একটা দেশের সম্পদ এবং সমস্যা উভয়ই -আলোচনা কর?
১৫ঃ সরকারি ও বেসরকারি অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?
১৬ঃরাজনীতি ও অর্থনীতি মধ্যে পার্থক্য আলোচনা কর?
১৭ঃবাংলাদেশের অর্থনৈতিক সমস্যা সমূহ লিখ?
১৮ঃ বাংলাদেশের সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারি কর্মসূচি আলোচনা কর?
১৯ঃবাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য বিমোচনে NGO এর ভুমিকা আলোচনা কর?
২০ঃবাংলাদেশের ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর?
২১ঃবাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এ তৈরি পোশাক শিল্পের ভুমিকা আলোচনা কর?

১। রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২। পুঁজিবাদের সংজ্ঞা দাও? পুঁজিবাদের পক্ষে বিপক্ষে যুক্তিদাও।
৩। বাংলাদেশের অর্থনীতি কি মিশ্র প্রকৃতির? আলোচনাকর।
৪। বাংলাদেশে গ্রামীণ উন্নয়নের সম্ভাবনা আলোচনা কর।
৫। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা কর।
৬। বাংলাদেশের প্রেক্ষিতে বেকারত্বের কারণ ওপ্রতিকার আলোচনা কর।
৭। বাংলাদেশে শিল্পোন্নয়নের সমস্যাগুলো আলোচনাকর।
৮। বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহআলোচনা কর।
৯। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
১০। বাংলাদেশের প্রেক্ষিতে বেকারত্বের কারণ ওপ্রতিকার আলোচনা কর।
১১। বাংলাদেশে শিল্পোন্নয়নের সমস্যাগুলো আলোচনাকর।
১২। বাংলাদেশে পরিবার পরিকল্পনা বাস্তবায়নেরপ্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
১৩। সামাজিক নিরাপত্তার উপায়গুলো বর্ণনা কর।
১৪। বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচিসমূহআলোচনা কর।
১৫। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসসমূহ আলোচনাকর।
১৬। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের – বিশ্বব্যাংকের ভূমিকাআলোচনা কর।

  • রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও ।
  • রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর।-১৭
  • রাজনৈতিক ও অর্থনীতি মধ্যে সম্পর্ক আলোচনা কর।-১৮
  • ’রাজনীতি উন্নয়নশীল দেশের অর্থনীতি নিয়ন্ত্রন করে’- ব্যাখ্যা দাও।
  • ’অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রন কর ’ – বাংলাদেশ প্রসঙ্গে বিষয়টি ব্যাখ্যা কর।
  • ”একটি দেশের রাজনীতি ওঅর্থনীতি পরস্পর নির্ভরশীল ও একে অপরের পরিপূরক” -বাংলাদেশ প্রসঙ্গে বিষয়টি ব্যাখ্যা কর।
  • পুজিবাদ, সমাজতন্ত্র ও মিশ্রঅর্থনীতির সংজ্ঞা দাও।
  • পুজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও।
  • পুজিবাদ , সমাজতন্ত্র ও মুক্তবাজার  অর্থনীতির বৈশিষ্ট্যসমুহ আলোচনা কর।
  • বাংলাদেশে কৃষি আধুনিকীকরনের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর।-১৭
  • ভূমি সংস্কার কি ? বাংলাদেশের অর্থনীতিতে ভূমি সংস্কার গুরুত্ব আলোচনা কর।-১৮
  • ভূমিস্বত্ব ব্যবস্থা কি? বাংলাদেশে ভূমিস্বত্ব ব্যবস্থার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা কর।
  • সবুজ বিপ্লব কাকে বলে? বাংলাদেশে সবুজ বিপ্লব এর গুরুত্ব ও ফলাফল আলোচনা কর। সবুজ বিপ্লব এর অন্তরায়গুলো আলোচনাকর।
  • বেকারত্ব বলতে কি বুঝায়? বাংলাদেশের বেকারত্ব দূরীকরনে জন্য সরকারী ও বেসরকারী পদক্ষেপসমূহ আলোচনা কর।
  • অর্থনীতির উন্নয়নের সংজ্ঞা দাও। বাংলাদেশের অর্থনীতিক উন্নয়নের সমস্যা ও সমাধান আলোচনা কর।-১৮
  • ’জনসংখ্যা একটি দেশের সম্পদ এবং সমস্যা উভয়ই’ -আলোচনা কর।-১৭
  •  বাংলাদেশের গ্রামীন দারিদ্র বিমোচনে কুটির শিল্পের ভূমিকা আলোচনা কর।
  • দারিদ্র বলতে কি বুঝায়? বাংলাদেশের গ্রামীন দারিদ্র বিমোচনের জন্য সরকারী কর্মসূচীসমুহ আলোচনা কর।-১৭
  • সামাজিক নিরাত্তার সংজ্ঞা দাও? বাংলাদেশের সামাজিক নিরাপত্তার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ সমুহ আলোচনা কর।-১৮
  • অর্থনৈতিক পরিকল্পনা কি। বাংলাদেশের অর্থনীতিক পরিকল্পনার সমস্যা ও সমাধান আলোচনা কর।
  • জনসংস্থা কি? জনসংস্থার বৈশিষ্ট্যসমুহ আলোচনা কর।
  • বাংলাদেশ সরকারের আয়ের প্রধান প্রধান উৎসসমূহ আলোচনা কর-১৮
  • বাংলাদেশে শিল্প জাতীয়করনের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
  • সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা দাও। বাংলাদেশে কর কাঠামোর বৈশিষ্ট্যসমুহ আলোচনা কর।
  • বাংলাদেশে শিল্পক্ষেত্রে বিরাজমান সাম্প্রতিক সমস্যা ও সমাধান আলোচনা কর।-১৭
  • উৎপাদন, বন্টন ও বিনিয়োগের উপর সরকারি ব্যয়ের ফলাফল আলোচনা কর।
  • বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা কর।-১৭
  • বৈদেশিক সাহায্য কি? বৈদেশিক সাহায্যের প্রয়োজনিয়তাসহ ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা কর।
  • বাংলাদেশের অর্থনীতিক উন্নয়নের বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা কর ।  
  • রাজনৈতিক অর্থনীতি বলতে কী বুঝ? রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর
  • মিশ্র অর্থনীতি কী? মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা কর 
  • রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক আলোচনা কর 
  • বাংলাদেশে কৃষি আধুনীকীকরণের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর
  • ভূমিসংস্কার কী? বাংলাদেশে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর
  • জনসংখ্যা একটি দেশের সম্পদ এবং সমস্যা উভয়ই আলোচনা কর
  • বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের সরকারি ও বেসরকারি পদক্ষেপসমূহ আলোচনা কর
  • বাংলাদেশে শিল্পোন্নয়নের সমস্যাসমূহ আলোচনা কর
  • বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর
  • বাংলাদেশের গ্রামীণ দারিদ্র বিমোচনে কুটিরশিল্পের ভূমিকা ব্যাখ্যা কর
  • বাংলাদেশের দারিদ্র দূরীকরণের এনজিওগুলোর ভূমিকা আলোচনা কর
  • বাংলাদেশের সামাজিক নিরাপওার জন্য গৃহীত সরকারি  কর্মসূচিসমুহ আলোচনা কর
  • বাংলাদেশে দারিদ্র বিমোচনে সরকারি কর্মসূচি আলোচনা কর
  • বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস  আলোচনা  কর
  • সরকারি ও বেসরকারি অর্থ ব্যবস্হার মধ্যে তুলনামূলক আলোচনা কর
  • বাংলাদেশে কর কাঠামোর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন,

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Political Economy of Bangladesh Suggestion 2024,বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি চূড়ান্ত সাজেশন 2024

Leave a Comment