অনার্স ২য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ১ সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলা সাহিত্যের ইতিহাস ১ (History of Bengali Literature -1) সুপার সাজেশন Department of : Bangla & Other Department Subject Code: 221001 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
বাংলা সাহিত্যের ইতিহাস ১ অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ১, অনার্স ২য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ১ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন বাংলা সাহিত্যের ইতিহাস ১ সাজেশন
অনার্স ২য় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন, honors 2nd year history of bengali literature special short suggestions , অনার্স ২য় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ১০০% কমন সাজেশন
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
বাংলা সাহিত্যের ইতিহাস ১ অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. চর্যা শব্দের অর্থ কী?
উত্তর: চর্যা শব্দের অর্থ আচরণীয় বা পালনীয়।
২. চর্যাপদের সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতার নাম কী?
উত্তর: চর্যাপদের সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতার নাম কাহ্নপা।
৩. কাহ্নপার কয়টি পদ চর্যাপদে গৃহীত হয়েছিল।
উত্তর: কাহ্নপার ১৩টি পদ চর্যাপদে গৃহীত হয়েছিল।
৪. চর্যাপদে ডোম্বীর বাস কোথায়?
উত্তর: চর্যাপদে ডোম্বী নগরের বাইরে বাসা করেন।
৫. বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা নির্দেশ কর।
উত্তর: বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা ১৩৪২-১৫৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
৬. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকের নাম লেখ।
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকের নাম বসন্তরঞ্জন রায় বিদ্বল্লভ।
৭. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী কোথা থেকে সংগৃহীত হয়?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী শ্রীমাদ্ভাগবত থেকে সংগৃহীত হয়।
৮. মধ্যযুগের কোন কবি ‘মৈথিল কোকিল’ নামে খ্যাত?
উত্তর: মিথিলার রাজসভার কবি বিদ্যাপতি ‘মৈথিল কোকিল’ নামে খ্যাত।
৯. রামায়ণের আদি রচয়িতা কে?
উত্তর: রামায়ণের আদি রচয়িতা বাল্মীকি।
১০. কবি মালাধর বসু কার কাছ থেকে ‘গুণরাজ খান’ উপাধি লাভ করেন?
উত্তর: কবি মালাধর বসু গৌড়েশ্বরের কাছ থেকে ‘গুণরাজ খান’ উপাধি লাভ করেন।
১১. চন্দ্রাবতী কে?
উত্তর: চন্দ্রাবতী প্রথম বাঙালী নারী কবি। তিনি মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের কন্যা।
১২. বারমাস্যা কী?
উত্তর: মঙ্গলকাব্যে নায়ক-নায়িকার বার মাসের দুঃখের বিবরণকে বারমাস্যা বলে।
১৩. চৌতিশা কী?
উত্তর: চৌতিশায় একাধিক চরণে প্রথম শব্দটি একই বর্ণ দ্বারা গঠিত হয়। বাংলা বর্ণমালার মধ্যে চৌতিশ বর্ণমালা বা অক্ষর ব্যবহার করে রচিত খ- কবিতাকে চৌতিশ বলা হয়।
১৪. ‘মনসামঙ্গল’ কাব্যের প্রথম রচয়িতা কে?
উত্তর: কানা হরিদত্ত ‘মনসামঙ্গল’ কাব্যের প্রথম রচয়িতা।
১৫. ‘চণ্ডীমণ্ডল’ কাব্য কয় খণ্ডে রচিত?
উত্তর: ‘চণ্ডীমণ্ডল’ কাব্য ৩ খণ্ডে রচিত।
১৬. মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর: মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী।
১৭. করচা কী জাতীয় রচনা?
উত্তর: সুকুমার সেনের মতে করচা শব্দটি এসেছে প্রাকৃত কটকচ্চ বা সংস্কৃত কৃতকৃত্য হতে। করচা শব্দের আধুনিক অর্থ দিনলিপি।
১৮. ‘সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই।’ উক্তিটি কার?
উত্তর: ‘সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই।’ উক্তিটি চণ্ডীদাসের।
১৯. মাগন ঠাকুর কে ছিলেন?
উত্তর: মাগন ঠাকুর রেসাঙ্গ রাজসভার বাঙালী কবি ছিলেন। তিনি চন্দ্রাবতী কাব্যের রচয়িতা।
২০. ‘নবীবংশ’ কে রচনা করেন?
উত্তর: সৈয়দ সুলতান ‘নবীবংশ’ রচনা করেন?
২১. ‘রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে?
উত্তর: ‘রসুল বিজয়’ কাব্য একাধিক কবির রচনা। জৈনুদ্দিন, শাহ বারিদ খান, চাঁদ কাজী, সৈয়দ সুলতান, শেখ চান্দ প্রমুখ কবি একই বিষয় নিয়ে কাব্য রচনা করেন। তবে জৈনুদ্দিন ১৫ শতকে প্রথম ‘রসুল বিজয়’ কাব্য রচনা করেন।
২২. ‘মর্সিয়া’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘মর্সিয়া’ শব্দটির অর্থ শোক বা বিলাপ।
২৩. ‘গুলে বকাওলী’ কাব্যটি কে রচনা করেন?
উত্তর: ‘গুলে বকাওলী’ কাব্যটি নওয়াজিস খান রচনা করেন?
২৪. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর রাজা কৃষচন্দ্র রায়ের সভাকবি ছিলেন?
২৫. মৈমনসিংহ গীতিকাগুলো কে সংগ্রহ করেন?
উত্তর: মৈমনসিংহ গীতিকাগুলো চন্দ্রকুমার দে সংগ্রহ করেন।
২৬. অন্নদামঙ্গল মধ্যযুগের কোন পর্যায়ে রচিত?
উত্তর: অন্নদামঙ্গল মধ্যযুগের শেষ পর্যায়ে অর্থাৎ ১৮ শতকে রচিত?
২৭. কবিগানের আদিগুরু কে?
উত্তর: কবিগানের আদিগুরু ছিলেন গোজলা গুঁই।
২৮. দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে?
উত্তর: দেওয়ানা মদিনা পালার রচয়িতা মনসুর বয়াতি।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বাংলা সাহিত্যের ইতিহাস ১ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্যভাষা’ বলা হয় কেন?
২. চর্যাপদে বর্ণিত সমাজের পরিচয় দাও।
৩. চর্যার ধর্মমত সম্পর্কে আলোচনা কর।
৪. চর্যাপদের নামকরণের বিষয়টি সংক্ষেপে লেখ।
৫. নিরঞ্জনের রুম্মা কী?
৬. বৈষ্ণব সাহিত্য কী? সংক্ষেপে এ ধারার দুইজন কবির পরিচয় দাও।
৭. বৈষ্ণব পদাবলির পাঁচজন পদকর্তার নাম লেখ।
৮. চৈতন্যযুগের বৈশিষ্ট্যসমূহ লেখ।
Honors 2nd Year History of Bengali Literature -1 Suggestion 2024
৯. চৌতিশা কী?
১০. মঙ্গলকাব্যের জনপ্রিয়তার কারণ কী?
১১. মুকুন্দুরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন?
১২. ভাঁড়ুদত্ত কোন কাব্যের চরিত্র? সংক্ষেপে তার পরিচয় দাও।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৩. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।’ ব্যাখ্যা কর।
১৪. মঙ্গলকাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৫. শাহ মুহম্মদ সগীরের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৬. মধ্যযুগের মার্সিয়া সাহিত্যের পরিচয় দাও।
১৭. ডাক ও খনার বচন বলতে কী বোঝ?
১৮. রূপকথা ও উপকথার মধ্যে পার্থক্য লেখ।
History of Bengali Literature -1 Honors 2nd Year Suggestion PDF 2024
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শনগুলোর পরিচয় দাও।
২. চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় কর।
৩. চর্যাপদের ভাষঅ বাংলা, বঙ্গকামরূপী না তিব্বতী? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
৪. বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ সম্পর্কে পণ্ডিতদের অভিমতসহ তোমার বক্তব্য লেখ।
৫. মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর প্রধান কবিদের অবদান সম্পর্কে আলোচনা কর।
৬. সুলতানি আমলে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় কীভাবে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটেছিল তা আলোচনা কর।
৭. মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশে অনুবাদ সাহিত্যের ভূমিকা আলোচনা কর।
৮. মঙ্গলকাব্য কী? ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের বিভিন্ন কবিদের পরিচয় দাও।
৯. মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলিম কবিদের অবদান আলোচনা কর।
১০. মধ্যযুগের বাংলা প্রণয়োপাখ্যানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
১১. শাহ মুহাম্মদ সগীরের জীবন ও কবির্কীর্তির পরিচয় তুলে ধর।
১২. লোকসাহিত্য কী? মধ্যযুগের বাংলা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও।
১৩. দোভাষী পুথি রচিত হওয়ার ব্যাখ্যা কর। দুজন প্রধান দোভাষী পুথি রচনাকারী কবি সম্পর্কে আলোচনা কর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ১ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ১ সাজেশন
আরো কিছু খ ও গ প্রশ্ন:
১. চর্যাপদে বর্ণিত সেকালের সমাজ চিত্রের পরিচয় দাও।
২. প্রাচীন যুগের বাংলা সাহিত্য নিদর্শন সম্পর্কে আলোচনা কর।
৩. ‘চর্যার ভাষা বাংলা, বঙ্গকামরূপী না তিব্বতি’- যুক্তিসহ বিশ্লেষণ কর।
৪. চর্যাপদের ধর্মমত সম্বন্ধে লিখ।
৫. চর্যাপদের রচনাকাল নির্ণয় কর।
৬. অন্ধকার যুগ সম্বন্ধে পন্ডিতদের মতামত আলোচনা কর।
৭. মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব আলােচনা কর।
৮. মঙ্গলকাব্য কী ?চন্ডীমঙ্গল কাব্যের কবিদের পরিচয় দাও।
৯. মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর প্রধান কবিদের অবদান সম্পর্কে আলোচনা কর।
১০. বৈষ্ণব পদাবলীর মানবিক আবেদন ব্যাখ্যা কর।
১১.চণ্ডীদাস সমস্যা কী? তার যথাযথ ব্যাখ্যা উপস্থাপন কর।
১২.মধ্যযুগের অনুবাদ সাহিত্যের পরিচয় দাও।
১৩. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলিম কবিদের অবদান আলোচনা কর।
১৪. মধ্যযুগের বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয়োপাখ্যান এর পরিচয় দাও।
১৫. শাহ মুহাম্মদ সগীর এর জীবন ও কবি কীর্তির পরিচয় তুলে ধরো।
১৬. আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও।
১৭. সুলতানি আমলে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতা কিভাবে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটেছে তা আলোচনা কর।
১৮.আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা সম্পর্কে একটি নিবন্ধ রচনা কর।
১৯. মৈয়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্যসমূহ নির্দেশ কর।
২০. কবিগানের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে লিখ ।
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Honors History of Bengali Literature -1 Suggestion 2024,বাংলা সাহিত্যের ইতিহাস ১ চূড়ান্ত সাজেশন 2024