অনার্স ২য় বর্ষের রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] রাজনীতি ও উন্নয়নে নারী (Women in Politics and Development) সুপার সাজেশন Department of : Political Science & Other Department Subject Code: 221905 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
রাজনীতি ও উন্নয়নে নারী অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের রাজনীতি ও উন্নয়নে নারী, অনার্স ২য় বর্ষের রাজনীতি ও উন্নয়নে নারী ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন,
অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন, honors 2nd year women in politics and development special short suggestions, অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী ১০০% কমন সাজেশন
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
রাজনীতি ও উন্নয়নে নারী অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১. Epistemology শব্দের অর্থ কী?
উত্তর: Epistemology শব্দের অর্থ জ্ঞানতত্ত্ব।
২. বিধবাবিবাহ কে প্রচলন করেন?
উত্তর: বিধবাবিবাহ প্রচলন করেন ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর।
৩. Feminism শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: Feminism শব্দটি এসেছে ফরাসি শব্দ দঋবসসব’ থেকে।
৪. নারীবাদ কী?
উত্তর: যে মতবাদ বা আন্দোলন নারী-পুরুষ বৈষম্য দূর করে সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে চায় তাকে নারীবাদ বলে।
৫. The Subjection of Women গ্রন্থটির লেখক কে?
উত্তর: The Subjection of Women গ্রন্থটির লেখক জন স্টুয়ার্ট মিল।
৬. A Vindication of the Rights of Women বইটির লেখক কে?
উত্তর: A Vindication of the Rights of Women বইটির লেখক ইংরেজ লেখিকা মেরি ওলস্টোনক্রাফট।
৭. ‘‘কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারি হিসেবে তৈরি হয়।’’ উক্তিটি কার?
উত্তর: ‘‘কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারি হিসেবে তৈরি হয়।’’ উক্তিটি সিমোন দ্য বোভোয়ারের।
৮. মোহরানা কী?
উত্তর: বিবাহের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত অর্থ বা সম্পত্তি হলো মোহরানা।
৯. নারী অপহরণের সর্বোচ্ছ শাস্তি কী?
উত্তর: নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
১০. বাংলাদেশ কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?
উত্তর: বাংলাদেশ ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন পাস হয়
১১. ফতোয়া কী?
উত্তর: ফতোয়া হচ্ছে ইসলামি শরিয়তের রায় বা সিন্ধান্ত। অর্থাৎধর্মীয় বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত বিধিবিধানকে ফতোয়া বলে।
১২. সেক্স কী?
উত্তর: সেক্স হলো নারী-পুরুষের বৈশিষ্ট্যসূচক ভিন্নতা যা প্রাকৃতিক বা জৈবিক কারণে সৃষ্ট।
১৩. নারী ও শিশু নির্যাতন দমন আইন কত সালে পাস হয়?
উত্তর: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালে পাস হয় (সংশোধন, ২০০৩ সালে)।
১৪. সহিংসতা কী?
উত্তর: সহিংসতা হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি বা বলপ্রয়োগের মাধ্যমে ইচ্ছানুসারে কাজ করানো।
১৫. নারীর ক্ষমতায়নে কাজ করে এমন কয়েকটি এনজিওর নাম লেখ।
উত্তর: নারীর ক্ষমতায়নে কাজ করে এমন কয়েকটি এনজিওর নাম হলো- ব্রাক, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, কারিতাস প্রভৃতি।
১৬. WID কী?
উত্তর: উন্নয়নে নারী বা WID মূলত একটি নারীবান্ধব উন্নয়ন মতবাদ।
১৭. WID এর পূর্ণরূপ কী?
উত্তর: WID এর পূর্ণরূপ হলো- Women in Development.
১৮. কোন বছর কে আর্ন্তজাতিক নারী বর্ষ বলা হয়?
উত্তর: ১৯৭৫ সালকে আর্ন্তজাতিক নারী বর্ষ বলা হয়।
১৯. প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রথম বিশ্ব নারী সম্মেলন ম্যাক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়।
২০. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: চতুর্থ বিশ্ব নারী সম্মেলন চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত হয়।
২১. বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?
উত্তর: বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
২২. ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন কত?
উত্তর: ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন ৩টি।
২৩. মুসলিম বিয়ের কয়টি শর্ত রয়েছে ও কী কী?
উত্তর: মুসলিম বিয়ের ৪টি শর্ত রয়েছে। এগুলো হলো পাত্র-পাত্রীর বয়স, পাত্র-পাত্রীর সম্মতি, সাক্ষী, দেনমোহর ও রেজিস্ট্রেশন।
২৪. নারীর সহিংসতা বলতে কী বুঝায়?
উত্তর: অবৈধভাবে নারীর প্রতি শারীরিক নির্যতন হলো নারীর প্রতি সহিংসতা।
২৫. MDG এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG এর পূর্ণরূপ Millennium Development Goals.
২৬. PFA কী?
উত্তর: চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে নারীর অধস্তন অবস্থানের কারণগুলো চিহ্নিত করে যে খসড়া দলিল তৈরি করা হয় তাকে প্লাটফর্ম ফর অ্যাকশন (PFA) বলা হয়।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
অনার্স ২য় বর্ষের রাজনীতি ও উন্নয়নে নারী স্পেশাল সাজেশন 2024,
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. নারী ও রাজনীতি বলতে কী বোঝ?
২. নারীবাদ কী?
৩. উদারপন্থী নারীবাদ কী?
৪. মার্কসীয় নারীবাদ বলতে কী বোঝ?
৫. সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য দেখাও।
৬. পুরুষতান্ত্রিক মতাদর্শ কী?
৭. নারীর অধস্তনতার সামাজিক কারণসমূহ উল্লেখ কর।
৮. নারীর দ্বৈত ভূমিকা বলতে কী বোঝ?
৯. লিঙ্গভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও।
১০. কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কী?
১১. নারী নির্যাতন বলতে কী বোঝ?
১২. নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত উদ্যোগগুলো কী কী?
১৩. নারী নির্যাতন প্রতিরোধে তোমার সুপারিশগুলো কী কী?
১৪. জেন্ডার শ্রমবিভাজন কী?
১৫. নারী উন্নয়ন কী?
১৬. নারী উন্নয়নের অ্যাপ্রোচগুলো কী?
১৭. নারীর ক্ষমতায়নের সংজ্ঞা দাও।
১৮. সালিশ কী?
১৯. শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান উল্লেখ কর।
২০. জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
রাজনীতি ও উন্নয়নে নারী অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বাংলাদেশের নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. বাংলাদেশের সমাজে নারীর নিরাপত্তা হুমকি কী কী? আলোচনা কর।
৩. ইসলামে নারীর অধিকার ও মর্যাদা আলোচনা কর।
৪. বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা কর।
৫. যৌতুক কী? বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো কী কী?
৬. নারীর প্রতি সন্ত্রাস দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।
৭. নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
৮. PFA এর লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশলসমূহ আলোচনা কর।
৯. বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা কর।
১০. গণমাধ্যম কী? নারী উন্নয়নে নারী গণমাধ্যমের প্রভাব আলোচনা কর।
১১. শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান মূল্যায়ন কর।
১২. বাংলাদেশে নারী আন্দোলনের প্রকৃতি ও বিকাশ আলোচনা কর।
১৩. নারী ক্ষমতায়নের সংজ্ঞা দাও। নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
১৪. বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা আলোচনা কর।
১৫. বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খ বিভাগ
১ঃনারী ও রাজনীতি বলতে কি বুঝ? v
২ঃউদার নৈতিক নারীবাদ কি? v
৩ঃ পুঁজিবাদে নারীর অবস্থান বর্ণনা কর? v
৪ঃ পুরুষতন্ত্র বলতে কি বুঝ?
৫ঃ লিঙ্গভিত্তিক শ্রমবিভাজন বলতেকি বুঝ?v
৬ঃ নারীর দ্বৈত ভুমিকা বলতে কি বুঝ? v
৭ঃ নারীর অধনস্ততার সামাজিক কারনসমুহ আলোচনা কর?
৮ঃ নারী নির্যাতন কি?
৯ঃ নারী নির্যাতন রোধে বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপ সমুহ আলোচনা কর? v
১০ঃ কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কি?v
১১ঃ নারী ক্ষমতায়ন কি?v
১২ঃ নারী দশকের লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা কর?
১৩ঃ প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অবস্হান আলোচনা কর?
PDF Download রাজনীতি ও উন্নয়নে নারী অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024
গ বিভাগ
১ঃ নারী ও রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর?
২ঃ জেন্ডার বলতে কি বুঝ? জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য লিখ?
৩ঃ বাংলাদেশের নারী আন্দোলন নের মূল প্রত্যয় গুলো আলোচনা কর?
৪ঃ বিশ্বায়ন বলতে কি বুঝ? নারীর উপরে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর?
৫ঃ শিক্ষা ক্ষেত্রে নারীর অবস্হান বর্ননা কর?
৬ঃ নারীর ক্ষমতায়নের পথে বাধাসমূহ বা প্রতিবন্ধকতা আলোচনা কর?
৭ঃ বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা কর?
৮ঃ নারী উন্নয়ন জাতিসংঘের ভুমিকা ও পদক্ষেপ আলোচনা কর?
৯ঃ বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান মূল্যায়ন কর?
১০ঃ যৌতুক প্রথা কি?
আমাদের সমাজে যৌতুকের কারন আলোচনা কর?
১১ঃ নারীর প্রতি সন্ত্রাস দুরিকরনের উপায় সমুহ আলোচনা কর?
১২ঃ৷ FPAএর লক্ষ উদ্দেশ্য কৌশলসমুহ বর্ণনা কর?
১৩ঃ বাংলাদেশের সমাজে নারীর নিরাপত্তা হুমকি কি কি আলোচনা কর?
১৪ঃ নারী উন্নয়নে গণমাধ্যম এর ভুমিকা আলোচনা কর?
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের রাজনীতি ও উন্নয়নে নারী পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন,
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: 2024 রাজনীতি ও উন্নয়নে নারী অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড