চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের অপরাধ ও সমাজ, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন অপরাধ ও সমাজ সাজেশন
অনার্স ৩য় বর্ষের অপরাধ ও সমাজ সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] অপরাধ ও সমাজ (Crime and Society) সুপার সাজেশন Department of : Social Work & Other Department Subject Code: 232115 |
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের অপরাধ ও সমাজ সাজেশন,অপরাধ ও সমাজ অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের অপরাধ ও সমাজ, অনার্স ৩য় বর্ষের অপরাধ ও সমাজ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন অপরাধ ও সমাজ সাজেশন
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
অপরাধ ও সমাজ অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘Crime and Delinquency’ গ্র্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Crime and Delinquency’ গ্র্রন্থের রচয়িতা পল ই. ট্রেসি।
২. ‘Criminology’ গ্র্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Criminology’ গ্র্রন্থের রচয়িতা কল্ডওয়েল (Caldwell)
৩. বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তর: Lambroso হলো বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনক।
৪. “আইন লঙ্ঘনই আপরাধ”- উাক্তটি ব্যাখ্যা কর?
উত্তর: “আইন লঙ্ঘনই আপরাধ”- উাক্তটি করেছেন সাদারল্যান্ড।
৫. ভদ্রবেশী অপরাধ কী?
উত্তর: সমাজের উচ্চপদস্থ, প্রতিষ্ঠিত ও মর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তি পেশাগত দায়িত্ব পালনের সময় যদি দন্ডবিধি আইনের পরিপন্থি কাজ করেন তবে তাই হচ্ছে ভদ্রবেশী অপরাধ।
৬. অধ্যাপক Morris অপরাধকে কী বলেছেন?
উত্তর: ভদ্রবেশী অপরাধকে ‘Upper World Crime’
৭. সামাজিক ব্যাধি কী?
উত্তর: সামাজিক ব্যাধি হচ্ছে এমন এক অস্বাভাবিক অবস্থা ও ক্ষতিকর আচরণ, যা সমাজের সুস্থতা স্বাভাবিকতা ও উন্নয়নকে সামাজিক ব্যাধি বলে।
৮. মানব পাচারের সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর: মানব পাচারের সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন অন্যূন ৫ বছর কারাদন্ড এরং ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হওয়া।
৯. অপরাধ বিষয়ক প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: অপরাধ বিষয়ক প্রথম সম্মেলন লন্ডনে ১৮৭২ সালে অনুষ্ঠিত হয়।
১০. ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্তয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্তয়টি সর্বপ্রথম সাদারল্যান্ড ব্যবহার করেন।
১১. মাদক পাচার কী?
উত্তর: মাদক পাচার বলতে বপুল পরিমাণ মাদকের ব্যবসায়িক লেনদেনকে বুঝায়।
১২. BFI এর পূর্ণরূপ কী?
উত্তর: BFI এর পূর্ণরূপ হলো; Federal Bureau of Investigation.
১৩. সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন?
উত্তর: সিগমন্ড ফ্রয়েড ছিলেন একজন মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসক। তার আবিষ্কৃত তত্ত্বের নাম ‘মনোবিশ্লেষণ তত্ত্ব।
১৪. আদিম সত্তা কী?
উত্তর: মানুষের জেবিক সত্তা ও সমস্ত কামনার আধার হলো আদিম সত্তা। আদিম সত্তা যা অবিবেচক মানব শিশু যা স্বেচ্ছাচারেরই নামান্তর।
১৫. সামাজিক প্রতিষ্ঠান কী?
উত্তর: সামাজিক প্রতিষ্ঠান হলো কতগুলো রীতিনীতি, আচার-আচরণ ও কার্যপ্রণালির সমষ্টি যা সংগঠিতভাবে পরিচালিত হয়।
১৬. Criminal Sociology গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Criminal Sociology গ্রন্থের রচয়িতা Enrico Ferri.
১৭. Lombroso কে ছিলেন?
উত্তর: Lombroso একজন আইনবিদ ও অপরাধ গবেষক ছিলেন।
১৮. প্যারোল কী?
উত্তর: প্যারোল হলো অপরাধীর কিছুদিন শাস্তি ভোগ করার পর সংশোধনের জন্য কতিপয় শর্তসাপেক্ষে কর্মকর্তার নিকট মুক্তি প্রদান।
১৯. কত সালে মুসলিম পারিবারিক আইন গৃহীত হয়?
উত্তর: ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন গৃহীত হয়।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
অপরাধ ও সমাজ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
২০. জননিরাপত্তা কী?
উত্তর: জননিরাপত্তা হলো জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান।
২১. Neil আধুনিকায়নের কয়টি বৈশিষ্ঠ্যের কথা বলেছেন?
উত্তর: Neil আধুনিকায়নের ৪টি বৈশিষ্ঠ্যের কথা বলেছেন।
২২. লিঙ্গ বৈষম্যের উপাদানগুলো কী?
উত্তর: লিঙ্গ বৈষম্যের উপাদানগুলো হলো শারীরিক ও আবেগ গঠন, বুদ্ধি, ব্যক্তিত্ব, আদর্শ, বিশ্বাস, মূল্যবোধ, ক্ষমতা, সহজাত আচরণ প্রভৃতি।
২৩. কারা সবচেয়ে অপরাধপ্রবণ হয়?
উত্তর: পাহাড়ী এলাকার জনগোষ্ঠীই সবচেয়ে অপরাধপ্রবণ হয়।
২৪. TIB এর পূর্ণরূপ কী?
উত্তর: TIB এর পূর্ণরূপ হলো- Transparency International Bangladesh.
২৫. কিশোর সংশোধনমূলক অধ্যাদেশ কত সালে জারি করা হয়?
উত্তর: কিশোর সংশোধনমূলক অধ্যাদেশ ১৯৬০ সালে জারি করা হয়।
২৬. এসিড নিপেক্ষকারীর সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর: এসিড নিপেক্ষকারীর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদন্ড।
২৭. Hunger Strike অর্থ কী?
উত্তর: Hunger Strike অর্থ অনশন করা।
২৮. কালো টাকা কী?
উত্তর: কালো টাকা বলতে ব্যক্তির অপ্রদর্শিত অর্থোপোর্জনকে বুঝায়।
২৯. অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে একটি পার্থক্য লেখ।
উত্তর: অপরাধ প্রাপ্তবয়স্ক লোকদের দ্বারা ইচ্ছাকৃতভাবে সংঘটিত। অন্যদিকে, কিশোর অপরাধ অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত।
PDF Download অপরাধ ও সমাজ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. অপরাধের বৈশিষ্ট্য লেখ।
২. অপরাধ ও পাপের মধ্যে পার্থক্য দেখাও।
৩. বিচ্যুতির সংজ্ঞা দাও।
৪. অপরাধ ও নীতিহীনতার মধ্যে পার্থক্য লেখ।
৫. ভদ্রবেশী অপরাধের প্রকারভেদ লেখ।
৬. মানব পাচারের প্রকৃতি আলোচনা কর।
৭. সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বুঝায়?
৮. অপরাধের দৈহিক কারণগুলো উল্লেখ কর।
৯. বিশৃঙ্খল পরিবার অপরাধের সহায়কÑ আলোচনা কর।
১০. অপরাধ আইন বলতে কী বুঝায়?
১১. রিপোর্টেড ও প্রকৃত অপরাধ কী?
১২. অপরাধসূচক বলতে কী বুঝায়?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৩. বিশ্বায়ন বৈশিষ্ট্য কী?
১৪. লিঙ্গ অসমতার সংজ্ঞা দাও।
১৫. নারীর বিরুদ্ধে সহিংসতার প্রকৃতি কী?
১৬. সাইবার অপরাধ কী?
১৭. শিশু অপব্যবহারের ধরনগুলো কী?
১৮. আফটার কেয়ার সার্ভিস কী?
১৯. অপরাধ প্রতিরোধ ধর্মের ভূমিকা কী?
২০. অপরাধ প্রতিরোধে সমাজকর্মীর ভূমিকা লেখ।
2025 অপরাধ ও সমাজ অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবালি
১. অপরাধের সমাজতাত্ত্বিক সংজ্ঞা দাও। অপরাধের কারনসমূহ বিশ্লেষণ কর।
২. বিচ্যুত আচরণের শেণিবিভাগ উল্লেখ কর। বিচ্যুত আচরণের প্রভাব আলোচনা কর।
৩. হাওয়ার্ড বেকারের বিচ্যুতি চিহ্নিতকরণ তত্ত্ব বর্ণনা কর।
৪. মানব পাচার কী? মানব পাচারের প্রকৃতি আলোচনা কর।
৫. মানব পাচার বলতে কী বুঝায়? বাংলাদেশে মানব পাচারের কারণ বর্ণনা কর।
৬. সংঘবদ্ধ অপরাধের বৈশিষ্ট্য আলোচনা কর। গ্রামীনণ ও শহুরে অপরাধের পার্থক্য দেখাও।
৭. পেশাদার অপরাধী বলতে কাদের বুঝায়? সাধারণ অপরাধী ও পেশাদার অপরাধীর মধ্যে পার্থক্য দেখাও।
৮. রাজনৈতিক অপরাধ কী? বাংলাদেশের রাজনৈতিক অপরাধের কারণ ব্যাখ্যা কর।
৯. ফ্রয়েডের মনঃসমীক্ষণতত্ত্ব আলোচনা কর।
১০. অপরাধ সূচক কী? বাংলাদেশের বর্তমান অপরাধ সূচক আলোচনা কর।
১১. পরিবেশ কী? অপরাধের ওপর পরিবেশের প্রভাব আলোচনা কর।
১২. ১৯৭৪ সালের শিশু আইন সম্পর্কে আলোচনা কর।
১৩. বিশ্বায়নের কারণসমূহ আলোচনা কর।
১৪. ১৯৭৪ সালের শিশু আইনের গুরুত্ব ব্যাখ্যা কর।
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের অপরাধ ও সমাজ পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ অপরাধ ও সমাজ সাজেশন
১৫. বিশ্বায়ন কী? বিশ্বায়ন কীভাবে অপরাধ সৃষ্টি করে?
১৬. শিল্পায়ন ও শহরায়নজনিত সমস্যা মোকাবিলায় আধুনিক সমাজ কর্মের ভূমিকা লেখ।
১৭. অপরাধের ওপর লিঙ্গ বৈষম্যের প্রভাব বর্ণনা কর। লিঙ্গ বৈষম্যে দূরীকরণের উপায় নির্দেশ কর।
১৮. বেকারত্ব কী? বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ বর্ণনা কর।
১৯. সংশোধনমূলক কার্যক্রম কী? অপরাধ নিয়ন্ত্রণে সংশোধনমূলক কার্যক্রমের গুরুত্ব আলোচনা কর।
২০. প্রবেশন কী? সংশোধনমূলক পদ্ধাত হিসেবে প্রবেশনের গুরুত্ব আলোচনা কর।
Honors 3rd year Common Suggestion 2025
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের অপরাধ ও সমাজ স্পেশাল সাজেশন 2025,Honors Crime and Society Suggestion 2025
PDF Download অপরাধ ও সমাজ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, অপরাধ ও সমাজ অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অপরাধ ও সমাজ সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ অপরাধ ও সমাজ সাজেশন, অপরাধ ও সমাজ অনার্স ৩য় বর্ষ সাজেশন,