চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন
অনার্স ৩য় বর্ষের আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস (Far East and South-East Asia in Modern Times) সুপার সাজেশন Department of : History & Other Department Subject Code: 231515 |
২০২৪ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন,আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, অনার্স ৩য় বর্ষের আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন,
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024
ক. বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. পূর্ব এশিয়ার কোন দেশকেEmerging Tiger বলা হয়?
উত্তর পূর্ব এশিয়ার চীনকে Emerging Tiger বলা হয়।
২. প্রাক আধুনিক চীনের ম্যান্দারিন কাদের বলা হত?
উত্তর: প্রাক আধুনিক চীনের ম্যান্দারিন সরকারি কর্মচারীদের বলা হত।
৩. প্রাক আধুনিক যুগের প্রধান পেশা কী ছিল?
উত্তর: প্রাক আধুনিক যুগের প্রধান পেশা কৃষি।
৪. চীনের প্রধান উৎস কী ছিল?
উত্তর: চীনের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব।
৫. নজরানা প্রথম কোন দেশে চালু ছিল?
উত্তর: নজরানা প্রথা চীন দেশে চালু ছিল।
৬. ক্যান্টন বন্দর চীনের কোন প্রদেশে অবস্থিত?
উত্তর: ক্যান্টন বন্দর চীনের কোয়াংশি প্রদেশে অবস্থিত।
৭. প্রথম ইঙ্গ- চীন যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর: প্রথম ইঙ্গ- চীন যুদ্ধ 1840 সালে সংঘটিত হয়।
৮. প্রথম আফিম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উত্তর: প্রথম আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1840 থেকে 1842 সাল পর্যন্ত।
৯. বোগের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: বোগের সন্ধি চীন ও ব্রিটিশদের মধ্যে স্বাক্ষরিত হয়।
১০. তাইপিং শব্দের অর্থ কী?
উত্তর: তাইপিং শব্দের অর্থ মহতী শান্তি।
১১. চীনের কোন সম্রাট ‘শত দিবসের সংস্কার’ কর্মসূচি ঘোষণা করেছিলেন?
উত্তর: চীনের সম্রাট কুয়াংশু ‘শত দিবসের সংস্কার’ কর্মসূচি ঘোষণা করেছিলেন।
১২. চীনে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংকের নাম কী?
উত্তর: প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংকের নাম ব্যাংক অব মানসী।
১৩. সামুরাই কারা?
উত্তর: সামুরাই হলো প্রাক-আধুনিক জাপানের পেশাদার যোদ্ধাশ্রেণী।
১৪. কানাগাওয়া চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: কানাগাওয়া চুক্তি 1854 সালে 31 মার্চ স্বাক্ষরিত হয়।
১৫. প্রথম চীন জাপান যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর: প্রথম চীন জাপান যুদ্ধ 1894 থেকে 95 সালে হয়েছিল।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
১৬. রুশ- জাপান যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: রুশ- জাপান যুদ্ধ 1904 -1905 সালে সংঘটিত হয়।
১৭. দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ মুক্তভূমি নামে পরিচিত ছিল?
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড মুক্তভূমি নামে পরিচিত ছিল।
১৮. বার্মা কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: বার্মা ইংল্যান্ডের উপনিবেশ ছিল।
১৯. আসিয়ান কত সালে গঠিত হয়?
উত্তর: আশিয়ান 1967 সালের 8 আগস্ট গঠিত হয়।
২০. দক্ষিণ-পূর্ব এশিয়ার কতটি দেশ আছে?
উত্তর: দক্ষিণ পূর্ব এশিয়ায় 11 টি দেশ আছে।
২১. ইন্দোনেশিয়ায় স্বাধীনতা ঘোষণা করেন কে?
উত্তর: ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন আহাম্মদ সুকর্র্ন।
২২. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: মালয়েশিয়া বৃটেনের উপনিবেশ ছিল।
২৩. মালাক্কা প্রণালী কোন দেশে অবস্থিত।
উত্তর: মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় অবস্থিত।
২৩. মালয়েশিয়া কবে স্বাধীনতা লাভ করে?
উত্তর: মালয়েশিয়ার স্বাধীনতা অর্জন করে 1957 সালে।
২৪. ASEAN এর পূর্ণরূপ কী?
উত্তর: ASEAN এর পূর্ণরূপ হল Association of South East Asian Nation.
২৫.`May Fourth Incident‘ কী?
উত্তর: 1919 সালের 4 মে প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভার্সায় সন্ধিতে শাটুং প্রদেশের অধিকার জাপানের স্বীকৃত হলে চীনের ছাত্র সমাজ আন্দোলন শুরু করে তা`May Fourth Incident‘ নামে পরিচিত।
২৬. KMT এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Kuominitang movement .
২৭. জাপানের কোন যুগকে`Age of Isolation বলা হয়
উত্তর: জাপানের 1648 থেকে 1853 সাল পর্যন্ত সময়কে`Age of Isolation বলা হয়।
PDF Download আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024
খ. বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. শিহুয়াংতি কে ছিলেন?
২. ‘ক্যান্টন বাণিজ্য প্রথা’ ব্যাখ্যা কর।
৩. নানকিং সন্ধি শর্তসমূহ লেখ।
৪. তাইপিং বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৫. বক্সার বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল?
৬. চীনের প্রজাতান্ত্রিক বিপ্লব বলতে কি বুঝ?
৭. চিয়াং কাইশেকের সম্পর্কে যা জান লেখ।
৮. কমোডর পেরির অভিযান সম্পর্কে লেখ।
৯. সন্ধি চুক্তির 1854 শর্তগুলো কী?
১০. প্রথম চীন জাপান যুদ্ধের গুরুত্ব লেখ।
১১. রুশ- জাপান যুদ্ধের ফলাফল কী হয়েছিল?
১২. ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট আলোচনা কর।
১৩. দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাশ্চাত্য শক্তির অনুপ্রবেশ আলোচনা কর।
১৪. কালচার সিস্টেম বলতে কী বুঝ?
১৫. মাহাথির মোহাম্মদের পরিচয় দাও?
১৬. টেংকু আব্দুর রহমান কে ছিলেন?
2024 আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ. রচনামূলক প্রশ্ন বলি
১. আফিম যুদ্ধ কী? এ যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
২. তাইপিং বিদ্রোহের কারণসমূহ ব্যাখ্যা কর। এ বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন?
৩. চীনের বক্সার বিদ্রোহের বিবরণ দাও।
৪. চীনের 100 দিনের সংস্কার কর্মসূচি সম্পর্কে একটি নিবন্ধ লেখ।
৫. 1911 সালের চিনা বিপ্লবে সান ইয়াৎ সেন এর কৃতিত্ব মূল্যায়ন কর।
৬. 1911 সালের চীনের বিপ্লবের ফলাফল পর্যালোচনা কর।
৭. চীনের কমিউনিস্ট পার্টির উত্থান সম্পর্কে একটি নিবন্ধ লেখ।
৮. জাপানের উন্মুক্তকরণ বলতে কী বুঝ? এ উম্মক্তকরনের পশ্চাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বার্থ নিহিত ছিল?
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন
৯. জাপানের মেইজি পূণঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর।
১০. 1894- 95 সালে চীন জাপান যুদ্ধের পটভূমি আলোচনা কর।
১১. চীনের প্রক্রিয়া ব্যাখ্যা কর ওয়াশিংটন সম্মেলন (1921 -22 )কী? এর উদ্দেশ্যে উক্তিসমূহ পর্যালোচনা কর।
১২. জাপান মাঞ্চুরিয়া বিবরণ দাও।
১৩. ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১৪. মালয়ে ব্রিটিশ প্রতিষ্ঠা রেসিডেন্ট ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
Honors 3rd year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস স্পেশাল সাজেশন 2024,Honors Far East and South-East Asia in Modern Times Suggestion 2024
PDF Download আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সাজেশন, আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন,