অনার্স ৩য় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং সাজেশন

অনার্স ৩য় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
কস্ট অ্যাকাউন্টিং/ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান (Cost Accounting) সুপার সাজেশন
Department of : Accounting & Other Department
Subject Code: 232505
2025 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং সাজেশন,কস্ট অ্যাকাউন্টিং অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং, অনার্স ৩য় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন কস্ট অ্যাকাউন্টিং সাজেশন,

অনার্স ৩য় বর্ষের উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন, অনার্স উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন , চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান, অনার্স ৩য় বর্ষের উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ব্যতিক্রম সাজেশন pdf, ইমরান সাজেশন অনার্স ৩য় বর্ষের উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2025 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2025

কস্ট অ্যাকাউন্টিং অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের প্রধান তিনটি উদ্দেশ্য কি?
উত্তর: উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের প্রধান তিনটি উদ্দেশ্য হলো- ১. উৎপাদন ব্যয় নির্ণয়, ২. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও ৩. উৎপাদন ব্যয় বিশ্লেষণ।

২. প্রত্যেক্ষ ব্যয়কে কী কী ভাগে ভাগ করা হয়?
উত্তর: প্রত্যেক্ষ ব্যয়কে তিন ভাগে ভাগ করা হয়। যেমন- ১. প্রত্যেক্ষ কাঁচামাল, ২. প্রত্যেক্ষ শ্রম ও ৩. প্রত্যেক্ষ খরচ।

৩. ব্যয় বন্টন বলতে কী বুঝায়?
উত্তর: Garrison Noreen and Brewer এর মতে “Cost allocation is the process of distribution of costs among various supporting department”.

৪. মাল অধিযাচন পত্রের সংজ্ঞা দাও।
উত্তর: যে পাত্রের মাধ্যমে বিভিন্ন বিভাগের অধিকর্তাগণ তাদের বিভাগগুলোতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার কাঁচামাল ও অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য ক্রয় বিভাগের অধিকর্তাকে অনুরোধ জানানো হয় এরূপ পত্রকে ক্রয় চাহিদা পত্র বলে।

৫. ব্যয় খরচের মূল পার্থক্য কী?
উত্তর: ব্যয় হলো ত্যাগের অনতিবাহিত অংশ অপরদিকে খরচ হলো ত্যাগের অতিবাহিত অংশ।

৬. খরচ বলতে কী বুঝ?
উত্তর: খরচ হলো সব মেয়াদোত্তীর্ণ ব্যয় যা আয় হতে বাদযোগ্য।

৭. অদৃশ্যমান খরচ কী?
উত্তর: যে সকল খরচ সাধারণতঃ চোখে দেখা যায় না তাকে অদৃশ্যমান খরচ বলে। যেমন- ক্রয় বিভাগের ব্যয়, কারবারি বাট্টা, পরিমাণ বাট্টা, ধারক খরচ ইত্যাদি।

৮. ডুবন্ত বা নিমজ্জিত ব্যয় কী?
উত্তর: নিমজ্জিত বা ডুবন্ত ব্যয় হচ্ছে এমন একটি ব্যয় যা পূর্বেই ব্যয়িত হয়েছে এবং যা বর্তমান অথবা ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারা পরিবর্তন সম্ভব নয়?

৯. সমতুল্য উৎপাদন বিবরণী কী?
উত্তর: যে বিবরণীর মাধ্যমে অসম্পন্ন দ্রব্যের একককে উৎপাদনের ডিগ্রি বা পর্যায় ভিত্তিতে সম্পন্য দ্রব্যের এককে রূপান্তরিত করা হয় তাকে সমতুল্য উৎপাদন বিবরণী বলে।

১০. ব্যাচ ব্যয় হিসাবের সংজ্ঞা দাও।
উত্তর: যে সকল ক্ষেত্রে একই প্রকার বহুসংখ্যা ক্ষুদ্র ক্ষুদ্র দ্রব্য একসাথে উৎপাদন করা হয় সে সকল ক্ষেত্রে যে পদ্ধতিতে উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয় তাকে ব্যাচ ব্যয় হিসাব বলে।

১১. কার্যভিত্তিক পারিশ্রমিক পদ্ধতি কী?
উত্তর: শ্রমিক কর্তৃক উৎপাদিত পণ্য সংখ্যাকে একক প্রতি মজুরি হার দ্বারা গুণ করে যে মজুরি পাওয়া যায় তাকে কার্যভিত্তিক পারিশ্রমিক পদ্ধতি বলে।

১২. প্রকৃত ব্যয় হিসাবরক্ষণ কী?
উত্তর: অতীতে ঘটে গেছে এরকম ব্যয়কে প্রকৃত ব্যয় বলে।

১৩. খরচ কী?
উত্তর: খরচ হলো সব মেয়াদোত্তীর্ণ ব্যয় যা আয় হতে বাদযোগ্য।

১৪. প্রান্তিক ব্যয় কী?
উত্তর: উৎপাদন একক বৃদ্ধি করলে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে।

১৫. উৎপাদন ব্যয় হিসাবচক্রের ধাপগুলো কী কী?
উত্তর: উৎপাদন ব্যয় হিসাবচক্রের ধাপগুলো নি¤œরূপ- ১. ব্যয় লিপিদ্ধকরণ, ২. ব্যয় শ্রেণিবদ্ধকরণ, ৩. মোট ব্যয় নির্ধারণ, ৪. বিক্রয়মূল্য নির্ধারণ, ৫. ব্যয় নির্ধারণ, ৬. বাজেট ও পরিকল্পনা প্রণোয়ন এবং ৭. ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ।

১৬. লিড টাইম কী?
উত্তর: কাঁচামাল ক্রয়ের জন্য অর্ডার বা ফরমায়েশ প্রদানের পর হতে কাঁচামাল গুদামে আনার সময় পর্যন্ত যে সময় লাগে তাকে লিড টাইম বলে।

১৭. জব কার্ড কী?
উত্তর: যে কার্ডে কর্মচারীএকটি কাজে যে পরিমাণ সময়ের জন্য নিযুক্ত থাকে তা সেই কর্মচারী কর্তৃক লিপিবদ্ধ করা হয়, একে কার্য টিকিট বা জব কার্ড বলে।

১৮. ৫টি কারখানা উপরিব্যয়ের নাম লিখ।
উত্তর: ১. কারখানা ভাড়া, ২. কারখানা ব্যবস্থাপকের বেতন, ৩.কারখানা মেরামত ব্যয়, ৪. কারখানা টেলিফোন খরচ, ৫. যন্ত্রপাতি অপচয় ও, ৬. যন্তপাতি মেরামত ইত্যাদি।

১৯. মিশ্র ব্যয় বলতে কী বুঝ?
উত্তর: যে সকল ব্যয় সম্পূর্ণ পরিবর্তনশীল নয় আবার স্থায়ী ও নয় তাকে মিশ্র ব্যয় বলে।

২০. কোন কোন ক্ষেত্রে জব ব্যয় পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: আসবাবপত্র নির্মাতা, কারিগরি কারখানা, মেরামত কারখানা ইত্যাদি।

২১. অস্বাভাবিক লাভ কী?
উত্তর: যদি কোনো প্রক্রিয়ায় স্বাভাবিক ক্ষতির পরিমাণ কম হয় তবে যে বাড়তি উৎপাদন পাওয়া যায় তাকে অস্বাভাবিক মুনাফা বা লাভ বলে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

কস্ট অ্যাকাউন্টিং অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. মুখ্য ব্যয়ের উপাদানগুলো লেখ?
উত্তর : মুখ্য ব্যয়ের উপাদানগুলো হলো- প্রত্যক্ষ কাচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ।

২. ব্যয় ও খরচের মূল পার্থক্য কী?
উত্তর : কোনো দ্রব্য বা সেবা গ্রহণের বিনিময়ে যে অর্থ প্রদান করা হয় তা হলো ব্যয়। অন্যদিকে, ব্যয় যখন আয় হতে বাদযোগ্য হয় তখন তা খরচ হিসেবে বিবেচিত।

৩. মুখ্য ব্যয় কী?
উত্তর : প্রত্যক্ষ উৎপাদন ব্যয়ের সাথে সরাসরি জড়িত সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে মুখ্য ব্যয় বলে। অর্থাৎ সকল প্রত্যক্ষ ব্যয়ের যোগফলই হলো মুখ্য ব্যয়।

৪. একক ব্যয় কী?
উত্তর : পণ্য বা সেবার মোট উৎপাদন ব্যয়কে মোট উৎপাদন একক বা সংখ্যা দ্বারা ভাগ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই একক ব্যয়।

৫. পণ্য ব্যয় কী?
উত্তর : যে ব্যয় পদ্ধতিতে প্রত্যক্ষ উৎপাদন ব্যয় ছাড়াও কারখানার স্থায়ী খরচকে আনুপাতিক হারে উৎপাদন ব্যয়ে ধার্য করা হয় তাকে পণ্য ব্যয় বলে।

৬. কালীন ব্যয় বলতে কী বুঝ?
উত্তর : নির্দিষ্ট সময় কালের সাথে সম্পর্ক যুক্ত ব্যয়কে কালীন ব্যয় বলে। এটি পণ্য ব্যয় বা উৎপাদনের অংশ নয়।

৭. আরোপিত ব্যয় কী?
উত্তর : যে সকল ব্যয় কখনো নগদ বহিঃ প্রবাহ ঘটায় না এবং যে ব্যয়গুলোর জন্য কোনো হিসাবভুক্তিকরণের প্রয়োজন হয় না। বা আর্থিক বিবরণীতে দেখানো হয় না, তবে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করতে হয় এসব ব্যয়কে আরোপিত ব্যয় বলে।

৮. প্রাসঙ্গিক ব্যয় কী?
উত্তর : একাধিক বিকল্পের মধ্যে পার্থক্য নির্দেশ করে এমন ভবিষ্যৎ ব্যয়কে প্রাসঙ্গিক ব্যয় বলে। অর্থাৎ ভবিষ্যতে সঙ্গত কারণে যে বিকল্পটি গ্রহণ করা উচিত তার ব্যয়ই প্রাসঙ্গিক ব্যয়।

৯. ডুবন্ত বা নিমজ্জিত ব্যয় কী?
উত্তর : নিমজ্জিত বা ডুবন্ত ব্যয় হচ্ছে এমন একটি ব্যয় যা পূর্বেই ব্যয়িত হয়েছে এবং যা বর্তমান অথবা ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারা পরিবর্তন সম্ভব নয়। এটি অতীতে ব্যয়িত হয়েছে এবং যা আদায়ে অযোগ্য।

১০. আধা পরিবর্তনশীল ব্যয় কী?
উত্তর : যে সকল খরচ সম্পূর্ণ স্থিরও নয় এবং সম্পূর্ণ পরিবর্তনশীলও নয় এরূপ ব্যয় বা খরচকে আধা পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ যার কিছু অংশ স্থির ও পরিবর্তনশীল তাই আধা পরিবর্তনশীল ব্যয় semi-variable cost বলে।

১১. পরিচালন ব্যয় হিসাব কী?
উত্তর : অফিস ও প্রশাসনিক খরচ এর সাথে বিক্রয় ও বিপণন সংক্রান্ত ব্যয়কে একত্রে পরিচালন ব্যয় হিসাব বলে।

১২. ব্যয় আচরণ কী?
উত্তর : উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে এবং উক্ত স্তর অতিক্রমের পর পরিবর্তিত হয়। আবার কিছু কিছু ব্যয় মোটেও পরিবর্তিত হয় না। ব্যয়ের এরূপ বৈশিষ্ট্য ব্যয় আচরণ।

১৩. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কাকে বলে?
উত্তর : সর্বনিম্ন কি পরিমাণ মাল ক্রয় করাটা অর্থনৈতিক দিক দিয়ে অধিকতর যুক্তিসঙ্গত তাকেই মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বলে। অর্থাৎ মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বলতে এমন একটি পরিমানকে বুঝায় যে পরিমাণ অর্ডার বা ফরমায়েশ দিলে অর্ডার খরচ, রক্ষনাবেক্ষন খরচ ও বহন খরচ সর্বনিম্ন পর্যায়ে থাকে।

১৪. বিন কার্ড কী?
উত্তর : গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে বা স্থানে মালের তালিকাসহ একটি করে কার্ড লাগানো থাকে তাকে বিন কার্ড বলে।

১৫. নিরাপত্তা মজুদ কী?
উত্তর : ন্যূনতম পরিমাণ মাল যা সংরক্ষণ করা হলে মজুদ নিঃশেষজনিত কারণে উৎপাদন বা বিক্রয় বন্ধ থাকে না তাকে নিরাপত্তা মজুদ বলে।

১৬. ফরমায়েশ ব্যয় কী?
উত্তর : সরবরাহকারীর নিকট মাল ক্রয়ের ফরমায়েশ দানের জন্য যে খরচ হয় তাকে ফরমায়েশ ব্যয় বলে। যেমন ফরমায়েশ প্রদানের করনিক ব্যয়, মাল গ্রহণ ও পরীক্ষণ ব্যয়, মূল্য পরিশোধ ব্যয় প্রভৃতি এর অন্তর্ভুক্ত।

১৭. জব কার্ড কাকে বলে?
উত্তর : প্রতিটি কাজে ব্যয়িত সময় লেখার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে কার্য টিকিট বা জব কার্ড বলে।

১৮. উপরিব্যয়/উপরিখরচ কী?
অথবা, উপরিব্যয় কী?
উত্তর : উপরিব্যয় বা উপরিখরচ হলো যে সকল খরচ উৎপাদিত একক বা জবের ওপর প্রত্যক্ষভাবে ধরা যায় না ঐ সকল ব্যয় বা খরচসমূহ।

১৯. মুনাফা কেন্দ্র বলতে কী বুঝায়?
উত্তর : প্রতিষ্ঠানের যে বিভাগ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করে তাকে মুনাফা কেন্দ্র বলে।

২০. আধা পরিবর্তনশীল উপরিব্যয় কাকে বলে?
উত্তর : যে সকল উপরিব্যয়ের মধ্যে আংশিক স্থির ও আংশিক পরিবর্তনশীল খরচ অন্তর্ভুক্ত থাকে তাকে আধা পরিবর্তনশীল। উপরিব্যয় বলে। যেমন— তদারককারীর বেতন, মেরামত ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি।

২১. পরোক্ষ ব্যয়ের ঊনপ্রয়োগ বলতে কী বুঝ?
উত্তর : কোনো নির্দিষ্ট সময়ের জন্য আরোপিত বণ্টনকৃত পরোক্ষ খরচ প্রকৃত খরচ অপেক্ষা কম হলে তাকে পরোক্ষ ব্যয়ের ঊনপ্রয়োগ বা কম প্রয়োগ বলা হয়।

২২. প্রতিকূল প্রভেদ কী?
উত্তর : পূর্ব নির্ধারিত হারের চেয়ে অধিক হারে উপরিখরচের তারতম্যই হলো প্রতিকূল প্রভেদ।

২৩. উপরিব্যয়ের পূর্বনির্ধারিত হার কী?
উত্তর : উৎপাদনের জন্য নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পূর্বে উপরিব্যয়ের প্রকৃত পরিমাণ জানা যায় না। পূর্ব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় উপাত্ত বিশ্লেষণপূর্বক উপরিব্যয় হার প্রাক্কলন বা অনুমান করার প্রক্রিয়াকে উপরিব্যয়ের পূর্বনির্ধারিত হার বলে।

২৪. পরোক্ষ ব্যয়ের ঊনবণ্টন বলতে কী বুঝ?
উত্তর : কোনো প্রতিষ্ঠানে সংঘটিত পরোক্ষ খরচ বা উপরিব্যয়সমূহ চিহ্নিতকরণের মাধ্যমে সুনির্দিষ্ট পদ্ধতিতে সহায়ক বিভাগের মধ্যে ভাগ করে দেওয়াকে পরোক্ষ ব্যয়ের ঊনবণ্টন বলে।

৫. প্রতিকূল প্রভেদ কী?
উত্তর : বাজেটেড ব্যয়ের চেয়ে প্রকৃত ব্যয় বেশি হলে যে ঋনাত্মক পার্থক্য হয় তাই প্রতিকূল প্রভেদ।

২৬. সহায়ক বিভাগ কাকে বলে?
উত্তর : কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগ এর পাশাপাশি উৎপাদন কাজে সহায়তা প্রদানের জন্য অতিরিক্ত যে বিভাগ বা বিভাগসমূহ কাজ করে থাকে তাদেরকে সহায়ক বিভাগ বলে।

২৭. ব্যয় যোগ ঠিকা কী?
উত্তর : ব্যয়যোগ ঠিকাকার্য হলো এমন একটি ঠিকাকার্য যাতে ঠিকাকার্যের প্রকৃত ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে ঠিকামূল্য নির্ধারিত হয়।

২৮. ঠিকাকার্য ব্যয় হিসাব কী?
উত্তর : যে হিসাবের মাধ্যমে কোনো নির্দিষ্ট মেয়াদে চুক্তির সংঘটিত কার্যাবলি যাবতীয় ব্যয় হিসাবভুক্ত করা হয় তাকে ঠিকাকার্য ব্যয় হিসাব বলে।

২৯. অপচয় বা ক্ষয়ক্ষতি কাকে বলে?
উত্তর : উৎপাদন চলাকালে যদি কোনো কাঁচামাল নষ্ট হয়ে যায় এবং অতিরিক্ত মালপত্র বা শ্রম দিয়ে তা পুনরুদ্ধার করা যায় না তাকে অপচয় বা ক্ষয়ক্ষতি বলে।

৩০. ত্রুটিপূর্ণ দ্ৰব্য কী?
উত্তর : যদি কোনো প্রক্রিয়ায় ব্যবহৃত মালের কোনো অংশ একক উপযুক্ত মানে উন্নীত না হয় অথচ অতিরিক্ত মাল বা হ সহযোগে উপযুক্ত মানে উন্নীত করা যেতে পারে তাকে ত্রুটিপূর্ণ পণ্য বা একক বলে।

PDF Download কস্ট অ্যাকাউন্টিং অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্যগুলো কী কী?
২. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান এবং আর্থিক হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৪. উৎপাদন ব্যয় হিসাব চক্রের বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর।
অথবা, উৎপাদন হিসাবচক্রের ধারাগুলো লেখ।

৫. পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয় এদের মধ্যে পার্থক্য লিখ।
৬. ব্যয় এবং খরচের মধ্যে পার্থক্য দেখাও।
৭. “দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল” ব্যাখ্যা কর।
৮. বিন কার্ড এবং মাল খতিয়ান এর পার্থক্য নির্ণয় কর।
৯. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ; (Economic Order Quantity.

১০. উৎসাহপ্রদ মজুরি কী? উৎসাহপ্রদ মজুরি কেন দেওয়া হয়।
১১. “দীর্ঘকালীন সকল ব্যয়ই পরিবর্তনশীল”—ব্যাখ্যা কর।
১২. জব ব্যয় এবং ব্যাচ ব্যয় নির্ণয় পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।
১৩. জব ব্যয় ও প্রক্রিয়া ব্যয়ের মধ্যে পার্থক্য লিখ

  1. Last month Cyber Games retailer had total sales of Tk. 29,00,000. Selling expenses of Tk. 4,20,000/ and administrative expenses of Tk. 3,60,000. The company had beginning merchandise inventory of Tk. 4,80,000, purchased additional merchandise inventory for Tk. 19,00,000 and had ending merchandise inventory of Tk. 3,40,000.

Required: Prepare an income statement for the p company for the month.

  1. Being a Cost Accountant of Sajeeb Ltd., you have collected the following relevant information :-
Direct materialsTK. 2,00,000Office on cost75% of factory on cost
Direct labour80% of MaterialSelling on cost50% of office on cost
Factory on cost50% of direct labourProfit20% of sales

Required: a. Prime Cost; b. Cost of Sales

  1. From the following particulars prepare a statment of cost showing (a) The cost of materials used; (b) The cost of production; (c) Total cost; (d) The percentage of works cost to productive wages; and (e) The percentage of general cost on cost of production.
Inventory of finished goods (31-12-2016)Inventory of materials (31-12-2016)
Purchase of raw materials
Productive wages
Sale of finished goods
Inventory of finished goods (31-12-2017)
Inventory of raw materials (31-12-2017)
Works overhead charges
Office and general expenses
Tk. 56,000Tk. 25,600Tk. 5,84,000Tk.3,97,000Tk.11,84,000Tk. 60,000Tk. 27,200Tk. 87,472Tk. 71,048 

The company is about to send a tender for a large plant. The costing department estimates that the materials required would cost Tk. 40,000 and wages of workmen for making the plant would cost tk. 24,000. The tender is to made at a net profit 25% on the selling price. Show what the amount of the tender would be if based of the above percentages.

  1. The manufacture overhead of AB Ltd. for two levels of activities are as follows:
Account TitlesAt 50% capacityAt 100% capacity
Budgeted production (Units)Indirect Wages
Materials
Maintenance
Depreciation
Insurance
50024,000
20,000
22,000
1,00,000
20,000
1,00048,000
40,000
30,000
1,00,000
20,000

Indicate which of the items are fixed variable and mixed cost.

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

#গ_বিভাগ (রচনামুলক প্রশ্ন)

১।

ক) উৎপাদন ব্যয় হিসাবচক্রের বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর।

খ) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও উতপাদন ব্যয় নির্ধারণের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

গ) “আর্থিক হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতার জন্য উতপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্ভব হয়েছে ” ব্যাখ্যা কর।

২।

ক) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

খ) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের পেশাগত নৈতিকতা উল্লেখ কর।

৩।

ক) উৎপাদন ব্যয় হিসাব চক্র কি? ” উৎপাদন ব্যয় হিসাব ব্যবস্থাপনার অত্যাবশ্যকীয় হাতিয়ার স্বরূপ ” ব্যাখা কর।

খ) উপরিব্যয়কে স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়ে বিভক্ত করার প্রয়োজনীয়তা আলোচনা কর।

৪।

ক) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের কৌশলসমূহ বর্ণনা কর।

খ) “উতপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো উউপাদন ব্যয় নির্ধারণ এবং উতপাদন ব্যয় নিয়ন্ত্রণ” মন্তব্য কর।

৫।

ক) উৎপাদন ব্যয় হিসাবের গুরুত্ব বর্ণনা কর।

খ) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

৬।

ক) স্বাভাবিক ও অস্বাভাবিক বেকার সময়ের মধ্যে পার্থক্য কি?

খ) “বিনষ্টজনিত দ্রব্যের ব্যয় প্রয়োগের ক্ষেত্রে পরীক্ষা বিন্দুই মূল বিবেচ্য ” ব্যাখ্যা কর।

৭। টীকা লিখ : (যেকোনো চারটি) :

ক) সনাতন ব্যয় পদ্ধতি, খ) ক্রয় চাহিদা পত্র, গ) ব্যয়ের উপাদানসমূহ, ঘ) আই, সি, এম, এ, বি ও, ঙ) হেলসি পরিকল্পনা, চ)

Part – B

১। ডিগ্রী ২০১৬ সালের ৬,৭,৮,৯ নাম্বার।।

#অনার্স_তৃতীয়_বর্ষেরঃ

১। অনার্স ২০১৩ সালের ৬,৭,৮,৯ নাম্বার।

২। অনার্স ২০১৫ সালের ৬,৭,৯ নাম্বার।

৩। অনার্স ২০১৪ সালের ৫,৬,৮,৯ নাম্বার।

৪। অনার্স ২০১৬ সালের ৬,৭,৮,৯ নাম্বার।

৫। অনার্স ২০১২ সালের ৫,৬,৭ নাম্বার।

Part – C

১। ডিগ্রী ২০১৬ সালের ১১,১২,১৩,১৪,১৫,১৬ নাম্বার।।

#অনার্স_তৃতীয়_বর্ষের:

১। অনার্স ২০১৩ সালের ১১,১২,১৪,১৫,১৬ নাম্বার।

২। অনার্স ২০১৫ সালের ১০,১১,১২,১৩,১৫,১৭ নাম্বার।

৩। অনার্স ২০১৪ সালের ১১,১২,১৪,১৫ নাম্বার।

৪। অনার্স ২০১৬ সালের ১১,১২,১৩,১৪,১৫,১৫,১৭ নাম্বার।

৫। অনার্স ২০১২ সালের ১১,১৩,১৩,১৬ নাম্বার।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

14 2
14 3
14 4
14 5
14 6
14 7
14 8
14 9
2025 উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
  1. The Production units and its cost for last six months of Airf and Company are given below.
MonthsUnits (cost TK.)
January2752900
February2502600
March2262400
April2352500
May2302450
June2452550

Find out the fixed and variable cost per unit with the help of least square method.

  1. Mita company produces food items and accumulated the following cost data concerning mixed cost units produced as the activity level.
MonthsUnits producedTotal cost (Taka)
JanuaryFebruary
March
April
MayJune
32,00036,000
30,000
31,000
28,000
25,000
2,44,0002,60,000
2,36,000
2,40,000
2,28,000
2,26,000

Required: i. Using high-low method compute the variable and fixed cost and show the cost formula. ii. If the company wants to produce 60,000 units in July. What will be the total cost?

  1. A manufacturing company requires 2,700 units of raw materials per annum. The cost relating to the placing of order and receiving of material is Tk. 150 per order. The cost of carrying one unit of the raw material for one year is Tk. 10.

Required: Compute EOQ using Tabular Method.

  1. Two components. A and B are used as follows:
Normal usageMinimum usage
Maximum usage
Re-order quantity
Re-order perioed
200 per week each.100 per week each.
300 per week each.
A-1, 200 units, B-2,000 units.
A 4-6 weeks, B: 2-4 Weeks.

Calculate for each components: 1. Re-order level, 2. Minimum level & 3. Maximum level.

  1. A factory consumes 52,000 units of raw materials per year. The ordering and receiving cost are Tk. 4, while the trucking cost Tk. 12-00 per order. Further details are as follows:-

Interest cost Tk. 0-05 per unit per year. Deterioration and obsulance cost Tk. 0-004, storage cost Tk. 2,000 per year for 50,000 units. Calculate the Economic Order Quantity.

  1. A company follows FIFO system in ascertaining the cost of raw materials issued. The following particulars and available in respect of raw materials during the month of May.

May 1, balance 800 kg@ Tk. 6.50
Purchases during the month :
May 7, 600 kg@ Tk. 6.80
May 18, 500 kg@ Tk. 7.20
May 26, 600 kg@ Tk. 6.90
The same quantity of raw materials was issued at the end of each week. The first issue during the month was made on the May 2. The stock on hand at the end of the month was 500 kg. There was no loss of stock.
Prepare the store Ledger Account.

  1. The following are the particulars of the receipt and issue of materials in a factory during July, 2014 :-
July-13
7
12
4
8
2024
Opening balancePurchased
Purchased
Purchased
Issued to Department-A
Issued to Department-B
Issued to Department-A
Issued to Department-A
500 units @ Tk. 10.00700 units @ Tk. 10.50
605 units @ Tk. 11.00
605 units @ Tk. 12.00
400 units
500 units
500 units
500 units

Draw up store ledger card under a. FIFO and b. LIFO method

  1. A company uses 40,000 units of material- ‘A’ during a year. The cost per unit is Tk. 20 and the ordering cost per order is Tk. 8,000. The carrying cost is 20% of average inventory cost. The company obtains purchase discounts at the following rates:
Lot of purchaseDiscount
40,000 units
20,000 units or more
10,000 units or more
5,000 units or more
5%4%
2%
1%

Calculate the economic order quantity in tabular form after taking discount into consideration.

  1. From the following information compute the machine hour rate and cost for the month of March, 2017:
Cost of machine
Estimated scrap value
Effective working life
Hours worked in the month
Estimated repairs cost for whole life
Tk. 1,50,000
Tk. 6,000
12,000 hours
120 hours
Tk. 12,000

Standing charges allocated to the machine for the month are Tk. 480. Power used by the machine is 20 units per hour at a cost of 20 paisa per unit. Additional charge at 5 paisa per unit is payable on the total power units consumed, if the consumptions exceed basic consumption of 2,000 units per month.

  1. In a factory workers are allowed wages at a guaranteed rate of Tk. 4.00 per hour, in a 60 hour week a worker produces 180 units of a product. Time allowed for each unit of the product is 45 minutes calculate the wages of the worker for the week under the following method:
  2. Rwan premium plan.
  3. Rowan premiun plan.
  4. In a manufacturing company the daily wages rate guaranteed for a worker is Tk. 2 and standard output fixed for the month is 1000 articles representing 100% efficiency. The daily wages is paid without bonus to those workers who show up 66×2/3% of the efficiency standard. Beyond this there is a bonus payable in a graded rate in a fixed ratio to the increased output as under:
EfficiencyBonus payable
90%
100%
10%
20%

Further increase of 1% is given for every 1% further rise in efficiency. Findout total earnings of Abul, Badal, Chandan and. Dipu who have worked for 26 days in a month and their output, are Abul 500 articles, Badal 900 articles, Chandan 1000 articles and Dipu 1100 articles.

  1. The particulars of a completed job are as follows:
Direct materialsDirect labor
Fixed overhead hour
Variable overhead
Selling price of the job
1,200 kgs,. @ Tk. 15.750 hours @ Tk. 4.
Tk. 2.40 per direct labor
80% of direct labor cost.
Tk : 32,760.

It is necessary to quote the price of a new job which requires 20% more materials and 30% more labor 0 hours to complete. The price of materials and the labor hour rate have increased by 10% and 15% S respectively.

What price should be quoted for the new job for earning the same percentage of profit on cost.

  1. A machine costs Tk. 2,50,000 and its residual value at the end of 10 years life is expected to be Tk. 10,000. The machine normally operates 2,200 hours per year including 100 hours required for minor repairs and maintenance. Cost relating to the operations of the machine are given below:
Repair and maintenances cost per month
Rent and rates per annum
Supervision cost per week
Lighting charge per month
Plant insurance for a year
Other standing charges per annum
Power consumption 5 units per hour@ Tk.
6005,200
200
150
1,500
3,450
3.25

Compute the machine hour rates from the above porticulars.

  1. The Departmental distribution summary shows the following factory overheads of the two production departments and two service departments of a manufacturing company for a period:

Production deptts. : A Tk. 35,700 and B Tk. 47,500

Service deptts. : M Tk. 14,250 and N Tk. 11,400

The overheads of service departments are distributed as follows:

ABMN
M50%30%—-20%
N35%40%25%—-

Show the allocation of overhead of the service department using simultaneous equation method.

  1. Abid company Ltd. has four production departments and two service departments. For the month of October 2012 the direct departmental overheads were as follows:

Production Dept: A- Tk. 16,800, B- Tk. 14,400, C-Tk. 7,200, D- Tk. 20,800

Service dept: X-Tk, 7,200, Y-Tk. 5,400

The expenses of the service departments are allocated on a percentage basis as follows:

ABCDXY
X30%20%25%15%—-10%
Y20%30%10%25%15%—-

During the period total labour cost for the production departments were as follows:

Wages :

  • 80,000
  • 70,000
  • 35,000
  • 1,00,000

The overhead expenses were allocated to production on the basis of percentage on wage costs. For a product which passes through all the four production departments having raw-material cost of Tk. 15,000 and Tk. 9,000 for wages. Find our the production cost of the product and the sales price showing 20% profit on sales.

  1. A transport company owns a fleet of 20 trucks each costing Tk. 6,00,000. The company has employed one manager to whom it pays Tk. 9,000 per month and an accountant who gets tk 5,000 per month. The company has got its truck insured @ 2% per annum on cost of the truck. The annual total tax is Tk. 12,000 per truck. The other expenses are as follow:-

Driver’s salary Tk. 2,000 per month per truck.
Cleaner’s salary Tk. 800 per month per turck.
Machanic’s salary Tk. 6,000 per month.
Repairs and maintenance is Tk. 12,000 per year per truck.
Diesel consumption : 3 Km. per liter at Tk. 9 per liter.
The estimated life of the truck is 5 years each.
Other informations :
Distance travelled by each truck per day 200 Km. Normal loading capacity 10 tons. Percentage of truck laid up for repairs 5%, wastage in loading capacity 10%. Effective days in a month 25.

Calculate :

  1. Cost per ton km;
  2. Cost per running Km. a truck;

iii. If the hire cahrge per ton km. is Tk. 1.50, find out the profit in year of operation.

2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান সাজেশন

AVvXsEjZcKh17xf85CApgrCNc CLwuHqEb884131exD2m55AD5QlGbvnksZdBOvTMb1F1Pp4SQvoGOfWA6QRrT7QCGlChNELwNVe sW 2qc4lOPL 2AJ20qPXHojxGkB5K6GX
AVvXsEhwjqvDYk1A8vtIomhOzxfeKrcZxyAQxydKdfO RjZ6ASucv6IJU9CSotKZtTNhyyOkGEaQ6BcL7QJJkeKfY r3jDG75WLLUoIRmEJ2h MmnLejuAUIQiBzDHQKyw6aekfJ0srlqwKzBDGJyZvoOyVzAsuYFdO1POO4LfJHOn5jdHgeJBzUHsZd8CC7Wg

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

১. সমতুলা উৎপাদন ঋী? এটি কীভাবে নির্ণয় করা হয় ।

২. পণ্য ব্যথা ও কালীন ব্যয়ের পা লিখ।

৩. যত্নঘন্টা হার কী? এটি নির্ণয়ের পদ্ধতি বের কর।

৪, এৰ বাৰা ও প্রক্রিয়া বায়োর পার্থক্য লিখ।

৫. সুযোগ ব্যয় কাকে বলে? এর গুরুত্ব আলােচনা কৰ ও, স্থায়ী বস্তু ও পরিবর্তশীল বারাের পার্থক্য লিখ।

৭. পরিবর্তনশীল ব্যয় এক প্রতি স্থায়ী, স্থায়ী স্থায় এক প্রত্রি পরিবর্তনশীল ব্যাখ্যা কর।

৮, জৰ বা হিসাবের সংঙ্গা দাও। জব ব্যয় হিসাবের ক্ষেশ্য আলােচনা কর ।

৯. জৰ ৰয় ও ব্যাচ ৰান্ত হিসাবের পার্থক্য লিখ।

১০. পেশা হিসাঝে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান” খ্যাখ্যা কর।

১১, সময় কাঞ্চ ও জর কার্ডেও পার্থক্য লিখ।

১২. বায় কেন্দ্র ও মুনাফা কেন্দ্রের পার্থক্য লিখ।

১৩, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উমেশাগুলাে কি কি?

১৪, পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্যগগুলাে কি কি?

১৫. প্রক্রিয়া ব্যয় হিৰনর বৈশিষ্ট্যগুলাে কি কি?

১৬, শ্রম ব্যয় নিয়গণের উদ্দেশ্য কি?

১৭, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতা আলােচনা না।

১৮, পরিবারকে স্থায়ী ও পরিবর্তনশীল হয়ে বিভক্ত করার য়ােজনীয় আলােচনা কর।

১৯, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

২০. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের পেশাগত নৈতিকতা উল্লেখ কর।

২১, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও উৎপাদন ব্যয় নির্ধারণের মধ্যে পার্থক্য লিখ।

২২. কি কি কারণে একটি কোম্পানি নিশের সীক পুঞ্চয় করতে পারে

২৩. কিঞ্জি-বিক্রয় পদ্ধতি ও ব্যয় পুনরুদ্ধার পদ্ধতির মধ্যে ব্যাখ্যা কর।

২৪, পরিচালন অংশ কি? পরচলন অশের যে সব তথ্য প্রকাশ করতে হবে সেগুলাে কি কি?

Honors 3rd year Common Suggestion 2025

আজকের সাজেশান্স: Honors Cost Accounting Suggestion 2025,উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান চূড়ান্ত সাজেশন 2025

Leave a Comment