চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ (Population Issues Policy Planning and Services) সুপার সাজেশন Department of : Social Work & Other Department Subject Code: 232111 |
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ সাজেশন,জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ, অনার্স ৩য় বর্ষের জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
PDF Download জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. জনবিজ্ঞানের প্রবক্তা কে?
উত্তর: জনবিজ্ঞানের প্রবক্তা জন গ্রান্ড (John Grand)।
২. স্থুল জন্মহার বলতে কী বুঝায়?
উত্তর: কোনো নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট বছরে নিবন্ধীকৃত মোট জনসংখ্যাকে বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা ধারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে ১০০০ গুণ করলে তাকে স্থুল জন্মহার বলে
৩. স্থানান্তর কী?
উত্তর স্থানান্তর বলতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভৌগলিক এলাকা থেকে অন্য ভৌগলিক এলাকায় গমন করাকে বুঝায়
৪. বয়সন্ধিকাল বলতে কী বুঝায়?
উত্তর সাধারণত বয়স পরিক্রমায় ১৩- ১৪ থেকে ১৮ বছর সময়কে বয়সন্ধিকাল বলে।
শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে জন্ম ও মৃত্যুহারের মধ্যে সমতা আসাই শূন্য জনসংখ্যা বৃদ্ধি।
৫. আদমশুমারি কী?
উত্তর: আদমশুমারি হল কোনো নির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট সময় বা কোনো সময় পূর্তিতে সকল জনগণের জনসংখ্যাভিত্তিক, স্থানান্তর, জীবনমান, আয়-ব্যয়, অর্থনৈতিক ও সামাজিক তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন বিশ্লেষণ, শ্রেণীবদ্ধকরণ ও প্রকাশের বিজ্ঞানসম্মত প্রক্রিয়া।
৬. জনসংখ্যা নিবন্ধন কী?
উত্তর জনসংখ্যা নিবন্ধন হলো দেশের জনগণকে নিবন্ধন কার্ড বা বই প্রদান করা এবং এতে জন্ম-মৃত্যু-বিবাহ স্থানান্তর প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকা।
৭. বাংলাদেশে কখন সর্বশেষ আদমশুমারি কোন সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২০১১ সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়।
৮. কাল মার্কস কে লিখেছেন?
উত্তর: একজন প্রখ্যাত দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন।
৯. সর্বশেষ আদমশুমারি অনুযায়ী নারী পুরুষের অনুপাত কত?
উত্তর: সর্বশেষ আদমশুমারি অনুযায়ী নারী পুরুষের অনুপাত ১০০ : ১০০. ২ ।
১০. ম্যালথাস- এর মতে কত বছর জনসংখ্যা দ্বিগুণ হয়?
উত্তর: ম্যালথাস-এর মতে ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়।
১১. ম্যালথাস তত্ত্বের মূল বক্তব্য কী?
উত্তর: প্রকৃতভাবে মানুষের খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে।
১২. কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা John Stuart Mill.
১৩. MR এর পরিপূর্ণ রূপ লেখ।
উত্তর: MR এর পূর্ণরূপ হল Menstrual Regulation.
১৪. জনসংখ্যার বয়স কাঠামো কী?
উত্তর: একটি অঞ্চল জনসংখ্যার বয়স লিঙ্গভিত্তিক বৃন্দাবন করে দেখার রীতি বয়স কাঠামো।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
2025 জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
১৫. ‘পার্থফাইন্ডার ইন্টারন্যাশনাল’ এর প্রতিষ্ঠা কে?
উত্তর: আমেরিকার দ্যা পার্থফাইন্ডারের প্রতিষ্ঠাতা ডঃ ক্লারেন্স জেমস গ্যাম্বল।
১৬. বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়?
উত্তর: ১৯৫৩ সালের ২ মার্চ বাংলাদেশ পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়।
১৭. জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি গুলো কী কী?
উত্তর: জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ ইনজেকশন, কনডম, ভ্যাসেকটিম, টিউবেকটমি, কপারটি।
১৮. নরপ্ল্যান্ট কী?
উত্তর: জন্মনিয়ন্ত্রণের একটি ক্লিনিক্যাল পদ্ধতি হচ্ছে নরপ্ল্যান্ট।
১৯. জনসংখ্যা ব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর: জনসংখ্যা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মী নিয়োগ জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ, তত্ত্বাবধান, ও কর্মীদের কাজের মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থাপনা তাকে জনসংখ্যা ব্যবস্থাপনা বলে।
২০. মানব সম্পদ কী?
উত্তর: মানব সম্পদ হলো সমাজে শিক্ষিত, যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ মানবগোষ্ঠী।
২১. ‘Demography’ শব্দটি কোন শব্দ থেকে এশেছে?
উত্তর: ‘Demography’ শব্দটি গ্রিক শব্দ ‘Demos’ ও ‘Graphia’ থেকে উৎপত্তি লাভ।
২২. ‘The Population Bomb’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘The Population Bomb’ গ্রন্থের রচয়িতা Professor Paul R. Ehrlich and his Wife Anne Ehrlich.
২৩. স্থানান্তর কী?
উত্তর: স্থানান্তরের বলতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক এলাকা থেকে অন্য ভৌগলিক এলাকায় গমন করাকে বুঝায়।
২৪. MDG এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG এর পূর্ণরূপ হল: Millennium Development Goals.
২৫. NIPORT এর পূর্ণরূপ কী?
উত্তর: NIPORT এর পূর্ণরূপ হল: National Institute of Population Research and Training.
২৬. IUD কী?
উত্তর: IUD হলো- Intra Uterine Device.
২৭. IEM এর পূর্ণরূপ কী?
উত্তর: IEM এর পূর্ণরূপ হল: Information of Education and Management.
চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ 2025
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. জনবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো লেখ।
২. জনবিজ্ঞান ও সমাজকর্মী পার্থক্য দেখাও।
৩. জনবিজ্ঞান পাঠের সীমাবদ্ধতা উল্লেখ কর।
৪. প্রজনন স্বাস্থ্য বলতে কী? বুঝ?
৫. বাংলাদেশের শিশু মৃত্যুর প্রভাব আলোচনা কর।
৬. গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণগুলি লেখ।
৭. স্থানান্তরের কারণ উল্লেখ কর।
৮. মরনশীলতার প্রকারভেদ উল্লেখ কর।
৯. প্রজনন ও প্রজনন ক্ষমতার পার্থক্য লেখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১০. আদমশুমারি কী?
১১. জনমিতিক উপাত্তের উৎসগুলো কী কী?
১২. কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কী? বুঝায়?
১৩. জনসংখ্যা কাঠামো কী?
১৪. বাংলাদেশে জনসংখ্যা প্রকৃতি কী?
১৫. জনসংখ্যা নীতি বলতে কী বোঝ?
১৬. বাংলাদেশে পরিবার পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য কী?
১৭. বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি সংস্থার ভূমিকা আলোচনা কর।
১৮. জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও।
১৯. জন্ম নিয়ন্ত্রণ কাকে বলে?
২০. জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির নাম লেখ।
অনার্স ৩য় বর্ষের ১০০% কমন জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ সাজেশন 2025
গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলি
১. জনবিজ্ঞান কী? জনবিজ্ঞান এর বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর।
২. প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৩. বাংলাদেশের প্রজনন হারের গতিপ্রকৃতি আলোচনা কর।
৪. মরণশীলতা কী? বাংলাদেশের উচ্চ শিশু মরণশীলতার কারণ বর্ণনা কর।
৫. ’’ জনসংখ্যা বিষয় অনুধ্যানে জন্ম, মৃত্যু ও স্থানান্তর একসাথে বিবেচনা করা উচিৎ’’ উক্তিটি বিশ্লেষণ কর।
৬. স্থানান্তরের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ ব্যাখ্যা কর।
৭. জনমিতিক তথ্য সংগ্রহের পদ্ধতিসমূহ আলোচনা কর।
৮. আদমশুমারির সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
৯. নমুনা জরিপ কী? এর ধাপসমূহ আলোচনা কর।
১০. কাম্য জনসংখ্যা তত্ত্ব কী? কাম্য জনসংখ্যা তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা কর।
১১. জনবিজ্ঞানের পরিবর্তন সূচক তত্ত্ব কী? ম্যালথাসিয় জনসংখ্যা তত্ত্বের সাথে পরিবর্তনশীল তুলনামূলক আলোচনা কর।
১২. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ গুলো আলোচনা কর।
১৩. বাংলাদেশের জনসংখ্যা সমস্যা মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা লেখ।
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ সাজেশন
১৪. জনসংখ্যা নীতি কী? জনসংখ্যা নীতি উল্লেখযোগ্য দিকসমূহ আলোচনা কর।
১৫. বাংলাদেশের জনসংখ্যা নীতির গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর।
১৬. বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি সংস্থার ভূমিকা আলোচনা কর।
১৭. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা পর্যালোচনা কর।
১৮. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গুলোর বর্ণনা দাও।
১৯. বাংলাদেশ পরিবার পরিকল্পনার ইতিহাস বর্ণনা কর।
২০. জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) কী? পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে নিপোর্ট এর ভূমিকা আলোচনা কর।
Honors 3rd year Common Suggestion 2025
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ স্পেশাল সাজেশন 2025,Honors Population Issues Policy Planning and Services Suggestion 2025
PDF Download জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ সাজেশন, জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ অনার্স ৩য় বর্ষ সাজেশন