অনার্স ৩য় বর্ষের ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন

PDF Download ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

অনার্স ৩য় বর্ষের ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব (Classical Sociological Theory) সুপার সাজেশন
Department of : Sociology & Other Department
Subject Code: 232001
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন,ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব, অনার্স ৩য় বর্ষের ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ‘ধ্রুপদী’ শব্দের অর্থ কী?
উত্তর: ধ্রুপদী শব্দের অর্থ হলো প্রাথমিক বা আদি।

২. সমাজতাত্ত্বিক মতবাদ কী?
উত্তর: সমাজতাত্ত্বিক মতবাদ হলো সমাজ বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তিত, পরীক্ষিত মতামত বা মতবাদ।

৩. শিল্পবিপ্লবের সময়কাল কত?
উত্তর: শিল্পবিপ্লবের সময়কাল ১৭৬২-১৮৪০ সাল পর্যন্ত।

৪. কে সর্বপ্রথম সমাজবিজ্ঞানের বিজ্ঞানতাত্ত্বিক গবেষণার সূত্রপাত করেন?
উত্তর: অগাস্ট কোঁৎ সর্বপ্রথম সমাজবিজ্ঞানের বিজ্ঞানতাত্ত্বিক গবেষণার সূত্রপাত করেন।

৫. দৃষ্টবাদের প্রবক্তা কে?
উত্তর: দৃষ্টবাদের প্রবক্তা হলেন অগাস্ট কোঁৎ ।

৬. অগাস্ট কোঁৎ বিমূর্ত বিজ্ঞানকে কয়টি শাখায় ভাগ করেন?
উত্তর: অগাস্ট কোঁৎ বিমূর্ত বিজ্ঞানকে তিনটি শাখায় ভাগ করেন।

৭. অজৈব বিবর্তন কী?
উত্তর: জড় জগতের বিবর্তন প্রক্রিয়া বা প্রণালিই হচ্ছে অজৈব বিবর্তন।

৮. ‘The Origin of Species’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘he Origin of Species’ গ্রন্থের লেখক চার্লস ডারউইন।

৯. জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা হলেন হার্বার্ট স্পেনসার।

১০. কার্ল মার্কস কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কার্ল মার্কস ১৮১৮ সালের ৫ মে জার্মানিতে জন্মগ্রহণ করেন।

১১. উপরিকাঠামো কী?
উত্তর: উপরিকাঠামো হলো রাষ্ট্র, আইন, ধর্ম, শিল্পকলা ও দর্শনসংক্রান্ত মতাদর্শ এবং রাষ্টীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যারা ঐ মতাদর্শকে পরিপোষণ করে।

১২. শ্রেণি কী?
উত্তর: শ্রেণি এমন এক জনগোষ্ঠীর নাম যারা উৎপাদন সংগঠনে একই ধরনের ভূমিকা পালন করে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

১৩. ‘The Division of Labour in Society’ গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: ‘The Division of Labour in Society’ গ্রন্থটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম রচিত।

১৪. জৈবিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে?
উত্তর: জৈবিক সংহতি শিল্পভিত্তিক সমাজের প্রতিনিধিত্ব করে।

১৫. এমিল ডুর্খেইম এর মতে আত্মহত্যার রূপ কয়টি ও কী কী?
উত্তর: এমিল ডুর্খেইম এর মতে আত্মহত্যার রূপ তিনটি। যথা: ১. আত্মকেন্দ্রিক আত্মহত্যা, ২. পরার্থবাদী আত্মহত্যা ও ৩. নৈরাজ্যমূলক আত্মহত্যা।

১৬. ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া কত প্রকার?
উত্তর: ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া চার প্রকার।

১৭. ‘Power and Society’ গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: ‘Power and Society’ গ্রন্থটির রচায়িতা হ্যারল্ড ল্যাসওয়েল ও আব্রাহাম কাপলান।

১৮. লালফিতার দৌরাত্ম্য কী?
উত্তর: লালফিতার দৌরাত্ম্য হলো ফাইল আটকে রেখে টাকা আদায় করা।

১৯. যুক্তিহীন ক্রিয়া কী?
উত্তর: সমাজতান্ত্রিক প্যারেটোর মতে যুক্তিহীন ক্রিয়া হলো সেসব ক্রিয়া যেসব ক্রিয়ায় কর্তার মনোজগৎ এবং বস্তুজগতের মধ্যে কোনো সংগতি থাকে না।

২০. ডেরিভেশন কী?
উত্তর: অযৌক্তিক ক্রিয়াগুলোকে মানুষ ন্যায়সংগত, যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করলে তাকে ডেরিভেশন বলে।

২১. শাসনকারী এলিট কী?
উত্তর: বিশিষ্ট সমাজতাত্ত্বিক প্যারেটো বর্ণিত এলিট চক্রাকার তত্ত্বানুযায়ী এলিটদের যে অংশটি শাসন ক্ষতমার অধিষ্ঠিত তারাই শাসনকারী এলিট।

PDF Download ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025

খ. বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. রেনেসাঁ বলতে কি বুঝায়?
২. শিল্পবিপ্লব কি?
৩. দৃষ্টিপাত কি?
৪. কোঁতের মতে সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতা কি?

৫. যুদ্ধভিত্তিক সমাজের পার্থক্য লেখ।
৬. সরল সমাজের রূপান্তর প্রক্রিয়া কি?
৭. বিচ্ছিন্নতাবোধ কি
৮. এশীয় উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৯. সামাজিক ঘটনা কী?
১০. সংক্ষেপে যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির পার্থক্য উল্লেখ কর।
১১. প্রোটেস্ট্যান্ট নীতিবোধ কী?
১২. ক্যালভিনিজম কী?

১৩. রেসিডিউসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।
১৪. এলিট চক্র বলতে কী বোঝ?

2025 ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
২. সমাজবিজ্ঞান বিকাশে শিল্পবিপ্লবের ভূমিকা আলোচনা কর।
৩. আগস্ট কোঁতের ক্রয়স্তরের সূত্রটি পর্যালোচনা কর।
৪. সমাজবিজ্ঞান বিকাশে আগস্ট কোঁতের অবদান মূল্যায়ন কর।

৫. সামাজিক কাঠামো সংক্রান্ত হার্বাট স্পেন্সার এর ধারণাটি ব্যাখ্যা কর।
৬. সামাজিক বিবর্তন ব্যাখ্যায় হার্বাট স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্বটি পর্যালোচনা কর।
৭. মার্কসবাদের মূলনীতিসমূহ বর্ণনা কর।
৮. মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলোচনা কর।

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন

৯. ডুর্খেইমের মতে যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় কর। উদাহরণ দাও।
১০. এমিল ডুর্খেইমের আত্মহত্যা তত্ত্বটি আলোচনা কর।
১১. কর্তিত্ব সম্পর্কেই ওয়েবারের ধারণা ব্যাখ্যা কর।
১২. ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সমালোচনা কর।

১৩. সামাজিক পরিবর্তন কী? প্যারেটোর সামাজিক পরিবর্তন তত্ত্বটি পর্যালোচনা কর।
১৪. ‘ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র।’- প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বের আলোকে উক্তিটির ব্যাখ্যা কর।

Honors 3rd year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব স্পেশাল সাজেশন 2025,Honors Classical Sociological Theory Suggestion 2025

চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন

Leave a Comment