চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বাংলার ইতিহাস, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বাংলার ইতিহাস সাজেশন
অনার্স ৩য় বর্ষের বাংলার ইতিহাস সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলার ইতিহাস (History of Bengal (1765-1905)) সুপার সাজেশন Department of : History & Other Department Subject Code: 231501 |
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের বাংলার ইতিহাস সাজেশন,বাংলার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বাংলার ইতিহাস, অনার্স ৩য় বর্ষের বাংলার ইতিহাস ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বাংলার ইতিহাস সাজেশন,
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
বাংলার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত।
২. কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী প্রদান করেছিল?
উত্তর: মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি প্রদান করেছিল।
৩. দেওয়ানী শব্দের অর্থ কি?
উত্তর: দেওয়ানী শব্দের অর্থ হল রাজস্ব আদায়।
৪. বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
উত্তর: বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ।
৫. বাংলা কত সালে ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়?
উত্তর বাংলা ১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়।
৬. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন কাটিয়ার।
৭. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।
৮. ওয়ারেন হেস্টিংস কে ছিলেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং দ্বৈত শাসন বিলুপ্তকারী।
৯. রাজস্ব বোর্ডের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: রাজস্ব বোর্ডের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়ারেন হেস্টিংস।
১০. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন।
১১. ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেন।
১২. বাংলার কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল?
উত্তর: বাংলার পশ্চিমাঞ্চলের সাঁওতাল বিদ্রোহ হয়েছিল।
১৩. বাংলার কোন অঞ্চলে পাগলপন্থী আন্দোলন শুরু হয়?
উত্তর: বাংলার শেরপুর-জামালপুর অঞ্চলে পাগলপন্থী আন্দোলন শুরু হয়।
১৪. তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
উত্তর: তিতুমিরের বাঁশের কেল্লা কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় অবস্থিত ছিল।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বাংলার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
১৫. কত সালে নীল কমিশন গঠিত হয়?
উত্তর: ১৮৬০ সালের ৩১ মার্চ নীল কমিশন গঠিত হয়।
১৬. পাশ্চাত্য শিক্ষা বলতে কি বুঝ?
উত্তর: পাশ্চাত্য শিক্ষা বলতে লর্ড বেন্টিঙ্ক প্রবর্তিত ইংরেজি ভাষার শিক্ষাব্যবস্থাকে বুঝায়।
১৭. পাশ্চাত্য শিক্ষা কে প্রবর্তন করেন?
উত্তর পাশ্চাত্য শিক্ষা লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক প্রবর্তন করেন।
১৮. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে?
উত্তর: ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
১৯. কত সালে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৮ সালের ২০ আগস্ট ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয়।
২০. কখন সতীদাহ প্রথা বাতিল করা হয়?
উত্তর: সতীদাহ প্রথা ১৮২৯ সালের বাতিল করা হয়।
২১. ডিরোজিও কে ছিলেন?
উত্তর: ডিরোজিও ছিলেন উনিশ শতকের অ্যাংলো-ইন্ডিয়ান কবি, না শিক্ষাব্রতী ও সাংবাদিক।
২২. ‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: ‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের নেতা ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও।
২৩ বেঙ্গল স্পেকটেটর কী ছিল?
উত্তর: বেঙ্গল স্পেকটেটর ছিল একটি সাপ্তাহিক পত্রিকা।
২৪. মোহামেডান লিটারারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘Mohammedan literary society’ প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ।
২৫. ‘দ্য স্পিরিট অফ ইসলাম’ এর রচয়িতা কে?
উত্তর: ‘দ্যা স্পিরিট অফ ইসলাম’ এর রচয়িতা স্যার সৈয়দ আমীর আলী।
২৬. ‘A short history of of Saracens’ গ্রন্থের রচয়িতা কে? উত্তর: ‘A short history of of Saracens’ গ্রন্থের রচয়িতা হলেন সৈয়দ আমীর আলী।
২৭. মোহামেডান লিটারেরি সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর মোহামেডান লিটারেরি সোসাইটি ১৮৬৩ সালে প্রতিষ্ঠা করা হয়।
২৮. চিরস্থায়ী বন্দোবস্ত আইন কবে প্রবর্তিত হয়?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত আইন ২৭৯৩ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়।
২৯. বঙ্গভঙ্গের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রবর্তক ছিলেন।
৩০. বঙ্গভঙ্গ কবে রদ হয়?
উত্তর: বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালের ১২ ডিসেম্বর।
৩১. কে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন?
উত্তর: ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন।
৩২. মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
উত্তর: মুসলিম লীগ ১৯০৬ সালে গঠিত হয়।
PDF Download বাংলার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. দ্বৈত শাসন ব্যাখ্যা কর।
২. পাঁচশালা বন্দোবস্ত ব্যাখ্যা কর।
৩. সূর্যাস্ত আইন সম্পর্কে যা জান লেখ।
৪. অধীনতামূলক মিত্রতা নীতি ব্যাখ্যা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৫. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কী?
৬. সাঁওতাল বিদ্রোহ কী?
৭. তিতুমীর কে ছিলেন? তিতুমীরের পরিচয় দাও।
৮. ওয়াহাবি আন্দোলনের পটভূমি আলোচনা কর।
৯. ১৮৫৪ সালে শিক্ষা পরিকল্পনা কি ছিল?
১০. রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কার সংক্ষেপে আলোচনা কর।
১১. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সামাজিক সংস্কারসমূহ লেখ।
১২. বাংলার মুসলমানদের পুনর্জাগরণে নবাব আব্দুল লতিফের ভূমিকা কি ছিল?
১৩. শিক্ষা প্রসারে সৈয়দ আমীর আলী এর অবদান মূল্যায়ন কর।
১৪. নবাব আব্দুল লতিফ বিখ্যাত কেন?
১৫. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কী?
১৬. বঙ্গভঙ্গের কারণ আলোচনা কর।
১৭. সৈয়দ আমীর আলীর পরিচয় দাও।
2025 বাংলার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর। এর গুরুত্ব কী ছিল?
২. চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর দোষ-গুণ আলোচনা কর।
৩. 1772 হতে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি পর্যালোচনা কর।
৪. নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
৫. ফরায়েজী আন্দোলনের হাজী শরীয়তুল্লাহর অবদান মূল্যায়ন কর।
৬. বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের খ্রিস্টান মিশনারীদের ভূমিকার বিবরণ দাও।
৭. সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন কর।
৮. ইয়ং বেঙ্গল আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা কর।
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের বাংলার ইতিহাস পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ বাংলার ইতিহাস সাজেশন
৯. মুসলিম সমাজের উন্নয়নের সৈয়দ আমীর আলী অবদান মূল্যায়ন কর
১০. ‘হিন্দু বিধবাবিবাহ’ আইনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা কর।
১১. বঙ্গভঙ্গ কিভাবে বাঙালির জাতীয়তাবাদীদের বিভক্ত করে?
১২. বঙ্গভঙ্গের কারণ আলোচনা কর। এর ফলে হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি হয়েছিল?
Honors 3rd year Common Suggestion 2025
অধ্যায় ১
ক বিভাগ
- কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল
- দেওয়ানি শব্দের অর্থ কি
- নিজামত কি
- কার্টিয়ার কে ছিলেন
- ওয়ারেন হেস্টিংস কে ছিলেন
- রাজস্ব বোর্ডের প্রতিষ্ঠাতা কে ছিলেন
- ১৮৬৫ সাল বাংলা ইতিহাসে কেন বিখ্যাত
- দ্বৈত শাসন ব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়
- রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয়
খ বিভাগ
- পাঁচ সালা বন্দোবস্ত ব্যাখ্যা কর
- সুর্যাস্ত আইন সম্পর্কে যা জানো লেখ
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের প্রেক্ষাপট লেখ
- ১৭৬৯ ৭০ সালে দুর্ভিক্ষ সম্পর্কে কি জান
- কর্ন ওয়ালিস কোড সম্পর্কে লেখ
গ বিভাগ
- যে পরিস্থিতিতে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানি হস্তান্তর করা হয় তা আলোচনা কর
- চিরস্থায়ী বন্দোবস্ত কি এর দোষ গুণ আলোচনা কর
- দ্বৈত শাসন কি বাংলার আর্থসামাজিক জীবনের প্রভাব আলোচনা কর
- ওয়ারেন হেস্টিংস এর সংস্কার সমালোচনা কর
অধ্যায় ২
ক বিভাগ
- ফকির সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন
- বাংলার কোন অঞ্চলে পাগলপন্থী আন্দোলন শুরু হয়
- কত সালের নীল কমিশন গঠিত হয়
- ফকির সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম লেখ
- বলাকি শাহ কে ছিলেন
- তিতুমীরের প্রকৃত নাম কি
খ বিভাগ
- ফকির সন্ন্যাসী বিদ্রোহ কি
- সাঁওতাল বিদ্রোহ কি
গ বিভাগ
- নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর
- ইংরেজ শক্তির বিরুদ্ধে তিতুমীরের সংগ্রামের একটি বিবরণ দাও
অধ্যায় ৩
খ বিভাগ
- ওহাবী আন্দোলনের পটভূমি আলোচনা কর
- ফরায়েজী আন্দোলনের পটভূমি আলোচনা কর
- ফরায়েজী আন্দোলনের দুদুমিয়ার অবদান উল্লেখ কর
অধ্যায় ৪
ক বিভাগ
- পশ্চাত্য শিক্ষা বলতে কি বুঝ
- তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে
- এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কি প্রতিষ্ঠা করেন
- আমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন
খ বিভাগ
- বাংলা শিক্ষা বিস্তারে মিশ্র নারীদের ভূমিকা সংক্ষেপে লেখ
গ বিভাগ
- বাঙালি জাতীয়তাবাদ বিকাশে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব আলোচনা কর
অধ্যায় ৫
ক বিভাগ
- জমিদার সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়
গ বিভাগ
- ১৯ বিংশ শতাব্দীর বাংলায় যেসব রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল সেগুলো বিবরণ দাও
অধ্যায় ৬
ক বিভাগ
- বেঙ্গল স্পোক টেটার কি ছিল
- ব্রাক্ষ সমাজের প্রতিষ্ঠাতা কে
- কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়
খ বিভাগ
- লড উইলিয়াম বেন্টিক এর সামাজিক সংস্থার সমুহ লেখ
- ইয়ং বেঙ্গল আন্দোলন কি
গ বিভাগ
- হিন্দু বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপট গুরুত্ব আলোচনা কর
- বাংলার ইতিহাসের লর্ড উইলিয়াম বেন্টিকের অবদান সংক্ষেপে লেখ
- সমাজ সংস্কার আন্দোলনে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা পর্যালোচনা কর
অধ্যায় ৭
খ বিভাগ
- বাংলার মুসলমানদের পূর্ণ জাগরণের নবাব আব্দুল লতিফ এর ভূমিকা কি ছিল
গ বিভাগ
- মুসলিম সমাজের উন্নয়নের সৈয়দ আমীর আলীর অবদান মূল্যায়ন কর
- বাংলার মুসলিমদের পূর্ণ জাগরণে নবাব আব্দুল লতিফের অবদান মূল্যায়ন কর
অধ্যায় ৮
খ বিভাগ
- বঙ্গীয় প্রজা স্বত্ব আইন কি
গ বিভাগ
- ৮৫ সালের বঙ্গীয় প্রজা স্বত্ব আইন সম্পর্কে আলোচনা কর
অধ্যায় ৯
ক বিভাগ
- বঙ্গভঙ্গের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন
খ বিভাগ
- বঙ্গভঙ্গের কারণ আলোচনা কর
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে হিন্দু মুসলিম প্রতিক্রিয়া সম্পর্কে লেখ
গ বিভাগ
- বঙ্গভঙ্গ কিভাবে বাঙালি জাতীয়তাবাদীদের বিভক্ত করে
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের বাংলার ইতিহাস স্পেশাল সাজেশন 2025,Honors History of Bengal (1765-1905) Suggestion 2025
PDF Download বাংলার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, বাংলার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলার ইতিহাস সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ বাংলার ইতিহাস সাজেশন, বাংলার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন,