অনার্স ৩য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলা সাহিত্যের ইতিহাস ২ (History of Bangla Literature-2) সুপার সাজেশন Department of : Bangla & Other Department Subject Code: 231001 |
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন,বাংলা সাহিত্যের ইতিহাস ২ অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ২, অনার্স ৩য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ২ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন,
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
বাংলা সাহিত্যের ইতিহাস ২ অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাত্তোর
১. শ্রীরািমপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: শ্রীরািমপুর মিশন ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।
২. শ্রীরািমপুর মিশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শ্রীরািমপুর মিশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি ও জোশুয়া মার্শম্যান।
৩. কার নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়?
উত্তর: হেনরি লুই ভিবিয়ান ডিরোজিওর নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়।
৪. ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘ফুলমনি ও করুণার বিবরণ’ রচয়িতা হ্যানা ক্যাথরিন ম্যালেন্স।
৫. রামমোহন রায় রচিত ব্যাকররণ গ্রন্থটির নাম কী?
উত্তর: রামমোহন রায় রচিত ব্যাকররণ গ্রন্থটির নাম ‘ব্যাকরণ কৌমুদী’।
৬. ব্রাক্ষধর্মের প্রবর্তক কে?
উত্তর: ব্রাক্ষধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায়।
৭. ‘আলালের ঘরের দুলাল’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘আলালের ঘরের দুলাল’ ১৮৫৭ সালে প্রকাশিত হয়।
৮. ’হুতোম প্যাঁচার নকশা’ কে রচনা করেন?
উত্তর: ’হুতোম প্যাঁচার নকশা’ কালীপ্রসন্ন সিংহ রচনা করেন।
৯. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী?
উত্তর: কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতোম।
১০. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
উত্তর: বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র ’দিগদর্শন’।
১১. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘The Captive ladie’(১৯৪৯)।
১২. বীরাঙ্গনা কাব্য কোন শ্রেণির রচনা?
উত্তর: বীরাঙ্গনা কাব্য পত্র কাব্য শ্রেণির রচনা।
১৩. মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যটির নাম লেখ।
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যটির নাম বীরাঙ্গনা কাব্য।
১৪. ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি নাম কী?
উত্তর: ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি নাম Song Offerings.
১৫. মৃণালিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের অন্তগর্ত।
উত্তর: মৃণালিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ন্ত্রীর পত্র’ ছোটগল্পের অন্তগর্ত।
১৬. ‘সবুজপত্র’ সাময়িকপত্রটি কখন প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ সাময়িকপত্রটি ১৯১৪ সালে প্রথম প্রকাশিত হয়।
১৭. প্রমথ চেীধুরীর ছদ্মনাম কী?
উত্তর: প্রমথ চেীধুরীর ছদ্মনাম বীরবল।
১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসটি ব্রিটিশ শাসন আমলে বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ’পথের দাবি’ উপন্যাসটি ব্রিটিশ শাসন আমলে বাজেয়াপ্ত হয়েছিল।
১৯. শরৎচন্দ্রের আন্তজৈবনিক উপন্যাস কোনটি?
উত্তর: শরৎচন্দ্রের আন্তজৈবনিক উপন্যাস ‘শ্রীকান্ত’।
২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ কোনটি?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ ‘অতসী মামী’।
২১. ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
২২. ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তর: ‘বনফুল’ বালাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম
২৩. ‘কবর’ কবিতা প্রথম কোন পত্রিকায় ছাপা হয়?
উত্তর: ‘কবর’ কবিতা প্রথম কল্লোর পত্রিকায় ছাপা হয়।
২৪. “জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়।”- উক্তিটি কার?
উত্তর: “জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়।”- উক্তিটি রবীন্দ্রন্থ ঠাকুরের।
২৫. ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত প্রথম পত্রিকার নাম কী?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত প্রথম পত্রিকার নাম সংবাদ প্রভাকর।
২৬. যুগসন্ধিক্ষণের কবি কে?
উত্তর: যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
২৭. কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ‘মহাশ্মশান’ কাব্যটি রচিত?
উত্তর: পানিপথের তৃতীয় যুদ্ধে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ‘মহাশ্মশান’ কাব্যটি রচিত।
২৮. ‘নীলদর্পণ’ নাটক কোথা থেকে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘নীলদর্পণ’ নাটক ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
২৯. ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধগ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধগ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরি রচনা করেন।
৩০. ‘বেঙ্গল থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ‘বেঙ্গল থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা হেরোসিম লেবেডেফ।
৩১. ’কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা কে?
উত্তর: ’কীর্তিবিলাস’ নাটকের রচয়িতা যোগেন্দ্র চন্দ্র গুপ্ত।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বাংলা সাহিত্যের ইতিহাস ২ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. বাংলা সাহিত্যের আধুনিকতার বৈশিষ্ট্যগুলো কি?
২. ডিরোজিওর পরিচয় দাও।
৩. ইয়ং বেঙ্গল কারা? তাদের পরিচয় দাও।
৪. উইলিয়াম কেরির পরিচয় দাও।
অথবা বাংলা গদ্য বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করো।
৫. অনুবাদ সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো।
৬. বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশে সাময়িক পত্রের অবদান আলোচনা করো।
৭. আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ‘কল্লোল’ পত্রিকার অবদান সংক্ষেপে লেখ।
৮. বাংলা গদ্য সাহিত্যের ‘সবুজপত্র’ পত্রিকার অবদান সম্পর্কে লেখ।
৯. শরৎচন্দ্রের ‘গৃহদাহ’ উপন্যাস অবলম্বনে মৃণাল চরিত্রের পরিচয় দাও।
১০. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনাসমূহের পরিচয় দাও।
১১. প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
১২. ‘মেঘ্নাদবদকাব্য’ কোন ধরনের রচনা? সংক্ষেপে আলোচনা করো।
১৩. প্রহসন ও নাটকের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
১৪. গীতিনাট্য বলতে কী বোঝো?
১৫. বাংলা নাটকের ইতিহাসে ‘নীলদর্পণ’ এর গুরুত্ব বিচার করো।
১৬. শিখা গোষ্ঠী সম্পর্কে যা জানো লেখ।
১৭. প্রবন্ধকার আবুল ফজলের পরিচয় দাও।
১৮. প্রবন্ধকার মোতাহের হোসেন চৌধুরীর পরিচয় দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
২. বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো।
৩. বাংলার নবজাগরণ উনিশ শতকের সাহিত্যে কিভাবে প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করো।
৪. বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করো।
৫. বুদ্ধির মুক্তির আন্দোলনে কাজী আবদুল ওদুদের ভূমিকা লেখ।
৬. পূর্ব বাংলার মুসলমানদের নবজাগরণে বুদ্ধির মুক্তি আন্দোলন এর ভূমিকা আলোচনা করো।
৭. শিল্পী হিসেবে মীর মশাররফ হোসেন এর অবদান আলোচনা করো।
৮. বাংলা উপন্যাস সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো।
৯. ঊনিশ শতকের বাংলা নাটকের উদ্ভব ও বিকাশের রামনারায়ণ তর্করত্ন ও মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা তুলে ধরো।
১০. বাংলা নাট্য সাহিত্যের ধারায় দীনবন্ধু মিত্রের স্থান নির্ণয় করো।
১১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও।
১২. বাংলা মহাকাব্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো।
১৩. আধুনিক বাংলা গীতিকবিতায় বিহারীলাল এর অবদান আলোচনা করো।
১৪. পঞ্চপান্ডব কারা? এদের মধ্যে যে কোন দুজন ব্যক্তির পরিচয় দাও।
১৫. আধুনিক বাংলা কবিতা জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো।
১৬. আধুনিক বাংলা কবিতার ধারায় জসীমউদ্দীনের অবদান মূল্যায়ন করো।
১৭. বাংলা ছোটগল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান নিরূপণ করো।
১৮. প্রবন্ধ রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কৃতিত্ব বিচার করো।
১৯. বাংলা গদ্য সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান মূল্যায়ন করো
PDF Download বাংলা সাহিত্যের ইতিহাস ২ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024
ক বিভাগ
- কোন প্রাসাদে ঘসেটি বেগম বাস করতেন?
- কার হাত ধরে মীরজাফর বাংলার মসনদে বসেছিল?
- বৃিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এ কথাটি কে বলেছিলেন?
- মীর জাফরের গুপ্তচর কে ছিলেন?
- কার হাত ধরে মীরজাফর সিংহাসনে বসেছিল?
- কত বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিল?
- দেবী প্রতিমাকে রঘুপতি কোথায় বিসর্জন দিয়েছিল?
- বিসর্জন নাটকে কোনটির জয় হয়?
- মন্দিরে গুণবতী কিসের কামনায় প্রার্থনা করে?
- কত সালে বিসর্জন নাটকটি প্রকাশিত হয়?
- পন্ডিত মহাশয় নরকের দ্বার পাল বলে টাকে আখ্যায়িত করেন?
- কে গোপীনাথকে পেশকর হতে দেওয়ান বানিয়েছিলেন?
- নীলদর্পণ নাটকটিতে কত জনের মৃত্যুর কথা বলা হয়েছে?
- ক্ষেত্রমনি কে ছিলেন?
- যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলেই দেন। এ কথাটি কে বলেছেন?
- জয়পুরের রাজা কে ছিল?
- মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটকটি কাকে উৎসর্গ করেন?
- মদনিকা পুরুষবেশে কোন নামটি ধারণ করে?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খ বিভাগ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন 2024
- সিরাজ আমার কেউ নয়। ঘসেটি বেগমের এহেন ক্ষোভের কারণটি উল্লেখ করুন?
- মানবের বুদ্ধি দীপসম,যত আলো করে ততো রেখে দেয় সংশয়ের ছায়া। এ কথাটি কে বলেছেন?
- বিসর্জন নাটকে কে, কি বিসর্জন দেয়, তা আলোচনা করুন?
- গোবিন্দমানিক্যের সংক্ষেপে পরিচয় লিখুন?
- ধর্ম কি বেচার জিনিস? এই কথাটি কে, কাকে এবং কোন প্রসঙ্গে বলেছে?
- দেড়খানা লাঙ্গলে নয় বিঘা জমিতে নীল দিতে হয়, হাঁড়ি শিকেই উঠবে। এ কথাটি কে বলেছেন?
- এ জন্মে কাকেও মেয়ে মানুষ বলে অবহেলা করো না। একথাটি কে, কাকে এবং কেন বলেছে?
- কৃষ্ণকুমারী নাটকের বিয়োগান্ত পরিণীতির জন্য মন্দিকা দায়ী কেন? উল্লেখ করুন?
- জয়সিংহের অন্তদ্বন্দ্বের কারণ উল্লেখ করুন?
- আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। এ কথাটি কে বলেছেন এবং এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে?
- বাংলা গদ্য বিকাশে উইলিয়াম কেরিয়ার অবদান মূল্যায়ন করুন।
- উইলিয়াম কেরির পরিচয় দিন।
- ইয়ং বেঙ্গল কাদের বলা হয়।
- বাংলা সাহিত্যের আধুনিকতার বৈশিষ্ট্য লিখুন।
2024 বাংলা সাহিত্যের ইতিহাস ২ অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ বিভাগ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন 2024।
- বাংলা গদ্য সাহিত্যের প্রমথ চৌধুরীর অবদান মূল্যায়ন করুন।
- প্রবন্ধ রচনায় বক্ষিম চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করুন।
- ছোটগল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করুন।
- আধুনিক বাংলা কবিতার ধারা জসীমউদ্দীনের অবদান মূল্যায়ন করুন।
- আধুনিক বাংলা কবিতায় জীবনানন্দ দাশের অবদান আলোচনা করুন।
- পঞ্চপান্ডব কাদের বলা হয়। পঞ্চপান্ডবের দুইজন ব্যক্তির পরিচয় দিন।
- আধুনিক বাংলা গীতি কবিতা বিহারীলালের অবদান আলোচনা করুন।
- বাংলার মহাকাব্যের ক্রমবিকাশ এবং উদ্ভব আলোচনা করুন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সাংকেতিক নাটকের পরিচয় দিন।
- বাংলা নাট্য সাহিত্যের ধারা দীন বন্ধু মিত্রের স্থান নির্ণয় করুন।
- উনিশ শতকের বাংলা নাটকের বিকাশ এবং উদ্ভব আলোচনা করুন।
- শিল্পী হিসাবে মীর মোশাররফ হোসেনের অবদান আলোচনা করুন।
- পূর্ব বাংলার মুসলমানদের নবজাগরণের বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা আলোচনা করুন।
- বুদ্ধির মুক্তির আন্দোলনে কাজী আব্দুল ওয়াদুদ এর ভূমিকা লিখুন।
- বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করুন।
- বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্য আলোচনা করুন।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ২ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন
Honors 3rd year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ২ স্পেশাল সাজেশন 2024,Honors History of Bangla Literature-2 Suggestion 2024