PDF Download মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
অনার্স ৩য় বর্ষের মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম (Human Rights Social Justice and Social Work) সুপার সাজেশন Department of : Social Work & Other Department Subject Code: 232113 |
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম সাজেশন,মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম, অনার্স ৩য় বর্ষের মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম সাজেশন,
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025
ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. মানবাধিকার প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: মানবাধিকার প্রত্যয়টি সর্বপ্রথম Thomas Paine ১৭৮৯ সালে ব্যবহার করেন।
২. মানবাধিকারের রক্ষাকবচ কী?
উত্তর: মানবাধিকারের রক্ষাকবচ সংবিধান।
৩. মানবাধিকারের জনক কে?
উত্তর: মানবাধিকারের জনক Prof. Henkin.
৪. সামাজিক ন্যায়বিচার কী?
উত্তর: সামাজিক ন্যায় বিচার হলো সামাজিক সমতা, ন্যায় পরায়ণতা ও নিরপেক্ষতার মূর্ত প্রকাশ।
৫. মানবাধিকারের দুটি উৎস লেখ।
উত্তর: মানবাধিকারের দুটি উৎস হল ১; আইন ও ২; মানুষের ন্যায়বোধ ।
৬. কত তারিখে ‘ আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ পালিত হয়?
উত্তর: ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ পালিত হয়।
৭. ম্যাগনাকার্টা কী?
উত্তর: ইংল্যান্ডে মানবাধিকার প্রতিষ্ঠার দলিলকে ম্যাগনাকার্টা বলে।
৮. ধর্ম কী?
উত্তর: মানুষ ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্তরে ধারণ করে অবিশ্বাস করে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে তাই ধর্ম।
৯. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিকর্ট।
১০. CAB-এর পূর্ণরূপ কী?
উত্তর: CAB-এর পূর্ণরূপ হল Consumer Association of Bangladesh.
১১. পিটিশন অব রাইটস কী?
উত্তর: ব্রিটিশ জনগণের মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে ১৬২৮ সালে পার্লামেন্ট কর্তৃক গৃহীত সর্বপ্রথম সাংবিধানিক দলিল হচ্ছে পিটিশন অব রাইটস।
১২. সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয় কখন?
উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়।
১৩. শিশু পাচার বলতে কী বোঝ?
উত্তর: শিশুদের উদ্দেশ্য জোরপূর্বক একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করাকে শিশু পাচার বলা হয়।
১৪. সর্বজনীন মানবাধিকার ঘোষণার কয়টি ধাপ রয়েছে?
উত্তর: সর্বজনীন মানবাধিকার ঘোষণা ৬৫ টি ধাপ রয়েছে
১৫. সর্বজনীন মানবাধিকার ঘোষণার ধারা কয়টি?
উত্তর: সার্বজনীন মানবাধিকার ঘোষণা ধারা ৩০ টি
১৬. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিন?
উত্তর: ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
১৭. CEDAW (সিডিও) এর পূর্ণরূপ কী?
উত্তর: CEDAW (সিডিও) এর পূর্ণরূপ হলো- Convention on the Elimination of all from of Discrimination Against Women.
১৮. শিশু সনদ অনুযায়ী শিশু কারা?
উত্তর: ১৮ বছরের নিচে সকল মানব সন্তান শিশু।
১৯. জাতিসংঘ শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়?
উত্তর: শিশু অধিকার সম্পর্কিত কনভেনশন ১৯৮৯ সালে গৃহীত হয়।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
২০. আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে?
উত্তর: আন্তর্জাতিক প্রবীণ দিবস ১অক্টোবর।
২১. জাতিসংঘ কবে গঠিত হয়?
উত্তর: ১৯৪৪ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়।
২২. Ecosoc এর পূর্ণরূপ কী?
উত্তর: Ecosoc এর পূর্ণরূপ হলো- Economic and Social Council.
২৩. ‘UNHCR’ এর পূর্ণরূপ কী?
উত্তর: ‘UNHCR’ এর পূর্ণরূপ হলো- United Nations High Commissioner for Refugees.
২৪. মৌলিক অধিকার কী?
উত্তর: মৌলিক অধিকার বলতে সেসব প্রাকৃতিক ঔষধ অধিকারকে বুঝায়, যেগুলো ব্যক্তি তার দেশের নাগরিক অধিকার হিসেবে ভোগ করে এবং এগুলো পূরণ ব্যতীত মানব জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব।
২৫. বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়
উত্তর: ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়।
২৬. বাংলাদেশের সংবিধান কখন কার্যকর হয়?
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
২৭. রিট কী?
উত্তর: রিট বলতে মৌলিক অধিকারের এমন এক রক্ষাকবচকে বুঝায়, যার ফলে নাগরিকের ওপর জোরপূর্বক অবৈধ হস্তক্ষেপ এর প্রতিকার হিসেবে উচ্চ আদালতে আবেদন (রিট) করা হয়।
২৮. TIB কী?
উত্তর: TIB হলো- Transparency International Bangladesh.
২৯. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা হলেন ব্রিটিশ আইনজীবী পিটার সেন।
৩০. ‘Appeal for Amnesty’ কী?
উত্তর: ১৯৬১ সালে দুজন পর্তুগিজ কলেজ ছাত্র এক পানশালায় স্বাধীনতার প্রত্যাশায় পানপাত্র উৎসর্গ করার প্রতিবাধে ২০ বছরের সাজাপ্রাপ্ত হয়। এর ফলশ্রুতিতে আইনবিদ সেন যে আপিল করেন তার নাম ‘Appeal for Amnesty’-১৯৬১;
PDF Download মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025
খ. বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. মানবাধিকারের উৎস কয়টি ও কী কী?
২. মানবাধিকারের প্রকারভেদ লেখ।
৩. ম্যাগনাকার্টা কী?
৪. মানবাধিকার বিকাশে ম্যাগনাকার্টা ভূমিকা লেখ।
৫. শিশু অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের উদ্যোগ সমূহ লেখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৬. শিশুশ্রম কাকে বলে?
৭. বাংলাদেশের শিশু একাডেমীর পটভূমি লেখ।
৮. প্রবীনদের প্রধান সমস্যা গুলোকী?
৯. শ্রমিক অধিকার কী?
১০. ভাড়াটিয়া অধিকার কী?
১১. বাংলাদেশ শিশু অধিকার লঙ্ঘনের কারণ কী?
১২. সর্বজনীন মানবাধিকার ঘোষণায় বর্ণিত একটি অনুচ্ছেদ বা ধারা লেখ।
১৩. নারীর প্রতি সহিংসতা কী?
১৪. শিশু অধিকার কি শিশুদের কল্যাণে জাতীয় শিশুনীতি লক্ষ্য-উদ্দেশ্য কর।
১৫. মৌলিক অধিকার বলতে কী বুঝ?
১৬. মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে সম্পর্ক লেখ।
১৭. বাংলাদেশের মৌলিক অধিকার সংরক্ষণের সংবিধানে উল্লেখ কর।
১৮. ঘএঙ’র শ্রেণীবিভাগ লিখ।
১৯. বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কার্যাবলী লেখ।
২০. আইন ও সালিশ কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য গুলি লেখ।
2025 মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি
১. মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের সম্পর্ক আলোচনা কর।
২. আন্তর্জাতিক মানবাধিকার পর্যায় গুলো আলোচনা কর।
৩. মানবাধিকার সংরক্ষণের ইসলাম ধর্মের অবদান ব্যাখ্যা কর।
৪. জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল ধারা গুলি চিহ্নিত কর।
৫. শিশু অধিকার রক্ষায় প্রধান প্রধান সামাজিক আইন গুলোর বিবরণ দাও।
৬. বাংলাদেশ এ ভোক্তা অধিকার ক্ষুন্ন হওয়ার কারন সমূহ কী কী? বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণের উপায় আলোচনা কর।
৭. নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ( সিডো) এর প্রধান প্রধান ধারা গুলো উল্লেখ কর।
৮. মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য লেখ।
৯. প্রবীনদের জন্য জাতিসংঘ প্রণীত নীতিমালা ব্যাখ্যা কর।
১০. বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সমূহ আলোচনা কর।
১১. বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের সমূহের বর্ণনা কর।
১২. এনজিওর নীতিমালা উল্লেখ কর বাংলাদেশ মানবাধিকার উন্নয়নে এনজিওর ভূমিকা আলোচনা কর।
১৩. বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কার্যাবলী আলোচনা
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম সাজেশন
Honors 3rd year Common Suggestion 2025
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম স্পেশাল সাজেশন 2025,Honors Human Rights Social Justice and Social Work Suggestion 2025
অনার্স ৩য় বর্ষের পরীক্ষা মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম,ব্যতিক্রম মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম সাজেশন অনার্স ৩য় বর্ষ, অনার্স ৩য় বর্ষের মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম বই pdf,অনার্স ৩য় বর্ষের মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম বই,রকেট মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম সাজেশন অনার্স ৩য় বর্ষ,