অনার্স ৩য় বর্ষের মার্কেটিং এর আইনি দিক সাজেশন

অনার্স ৩য় বর্ষের মার্কেটিং এর আইনি দিক সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাজারজাতকরণের আইনগত দিক/ মার্কেটিং এর আইনি দিক (Legal Aspects of Marketing) সুপার সাজেশন
Department of : Marketing & Other Department
Subject Code: 232311
2025 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৩য় বর্ষের মার্কেটিং এর আইনি দিক সাজেশন, মার্কেটিং এর আইনি দিক অনার্স ৩য় বর্ষ সাজেশন, অনার্স মার্কেটিং এর আইনি দিক সাজেশন , চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের মার্কেটিং এর আইনি দিক, অনার্স ৩য় বর্ষের মার্কেটিং এর আইনি দিক ব্যতিক্রম সাজেশন pdf, ইমরান সাজেশন অনার্স ৩য় বর্ষের মার্কেটিং এর আইনি দিক সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2025 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2025

মার্কেটিং এর আইনি দিক অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025

বাজারজাতকরণের আইনগত দিক সাজেশন
বিষয় কোড : ২৩২৩১১

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. আইন বলতে কী বুঝ?
উত্তর: একটি দেশের সুশৃঙ্খলতা ও সাম্যতা বজায় রাখার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে বিভিন্ন সময় সবার নিকট গ্রহণযোগ্য যে নিয়মকানুন প্রচলন ও প্রয়োগ করা হয় তাকে আইন বলে।

২. চুক্তি সম্পাদন যোগ্যতা বলতে কী বুঝ?
উত্তর : চুক্তি আইনের ১১ ধারা অনুযায়ী চুক্তিভুক্ত সকল পক্ষকে চুক্তি সম্পাদনের যোগ্য হতে হবে এবং যে ব্যক্তি নাবালক (অর্থাৎ ১৮ বছরের নিচে) সে চুক্তি সম্পাদনে অযোগ্য হবে।

৩. প্রতিদান কী?
উত্তর : কোনো চুক্তির সঠিক ও বৈধ প্রতিশ্রুতি দেয়াকে প্রতিদান বলে।

৪. স্বীকৃতি বলতে কী বুঝায়?
উত্তর : যার উদ্দেশ্যে প্রস্তাব করা হয় সেই ব্যক্তি প্রস্তাব সম্মতি প্রদান করলে তার স্বীকৃতি বলে।

৫. অ-বলবৎ চুক্তি কাকে বলে?
উত্তর : যে সকল চুক্তি চুক্তিভুক্ত পক্ষের সম্মতি, উদ্দেশ্য বৈধ হওয়া সত্ত্বেও আইনগত ত্রুটির কারণে করা যায় না তাকে অ-বলবৎযোগ্য চুক্তি বলে।

৬. চুক্তি আইনে স্বেচ্ছাসায় বলতে কী বুঝায়?
উত্তর : চুক্তি আইনে মিথ্যে বর্ণনা, বলপ্রয়োগ, অনুচিত প্রভাব, প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে, সায় প্রদত্ত হলে তাকে স্বেচ্ছাসায় বলে।

৭. ক্রেতা সাবধান নীতি বলতে কী বুঝ?
অথবা, ক্রেতা সাবধান নীতি কী?
উত্তর : ক্রেতা সাবধান নীতিটির মূল কথা হলো কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে।

৮. বলপ্রয়োগ কী?
উত্তর : প্রভাব খাটিয়ে কোনো ব্যক্তিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে কোনো কাজ উদ্ধার করা বা কাজ হতে বিরত রাখাকে বলপ্রয়োগ বলে।

৯. স্বাধীন সায় বলতে কী বুঝায়?
উত্তর : চুক্তির বিষয়ে পক্ষসমূহের নির্ভর ও স্বাধীনভাবে মত প্রকাশ করাকে স্বাধীন সায় বলে।

১০. চুক্তি ভঙ্গ কী?
উত্তর : প্রতিশ্রুতি দাতা প্রতিশ্রুতি যথাযথভাবে পালন না করলে এবং প্রতিশ্রুতি গ্রহীতা চুক্তি পালন সম্পর্কে উদাসীনতা বা অক্ষমতা প্রকাশ করলে তখন তাকে চুক্তি ভঙ্গ বলে।

১১. নিষেধাজ্ঞা কী?
উত্তর : চুক্তি ভঙ্গের ক্ষেত্রে আদালত চুক্তি ভঙ্গকারীকে চুক্তি ভঙ্গমূলক কোনো কাজ বা আচরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতে পারে একেই নিষেধাজ্ঞা বলে।

১২. ক্ষতিপূরণ বা খেসারত কী?
উত্তর : একপক্ষ নিজ আচরণ বা তৃতীয় কোনো পক্ষের আচরণজনিত ক্ষতি হতে রক্ষার প্রতিশ্রুতিকে ক্ষতিপূরণ বা খেসারত বলে।

১৩. গচ্ছিত প্রদান চুক্তি কী?
অথবা, গচ্ছিত প্রদান চুক্তি বলতে কী বুঝ?
উত্তর : যদি কোনো বৈধ উদ্দেশ্য সাধনের জন্য এক পক্ষ অপর পক্ষের কাছে কোনো পণ্য জামানত হিসেবে রাখে তবে তাকে গচ্ছিত প্রদান চুক্তি বলে।

১৪. প্রতিনিধি কে?
উত্তর : অন্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ সম্পাদন করে তাকে প্রতিনিধি বলে এবং কাজ করাকে প্রতিনিধিত্ব বলে।

১৫. উপপ্রতিনিধি বলতে কী বুঝ?
উত্তর : যে ব্যক্তি প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় এবং তার নিয়ন্ত্রণাধীনে কাজ করে তাকে উপপ্রতিনিধি বলে।

১৬. কিস্তিবন্দি ক্রয় কী?
উত্তর : যদি এমন হয় যে কিস্তিতে ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করবে এবং পণ্যের দখল পেলে সেই সাথে তার মালিকানাস্বত্ব লাভ করবে এ মর্মে ক্রয় চুক্তি সম্পাদিত হলে, তাকে কিস্তিবন্দি ক্রয় বলে।

১৭. বায়না কী?
অথবা, বায়না অর্থ কী?
উত্তর : বায়না হচ্ছে কোনো নির্দিষ্ট চুক্তির বিপক্ষে নির্ধারিত মূল্যের একটি অংশ ক্রেতা কর্তৃক বিক্রেতাকে অগ্রিম হিসেবে প্রদান করা।

১৮. কার্টেল কী?
উত্তর : কার্টেল অর্থ কোনো ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর প্রকাশ্য বা প্রচ্ছন্ন চুক্তির মাধ্যমে কোনো পণ্য বা সেবার বাজারে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার জন্য পণ্যের উৎপাদন, পরিবেশন, বিক্রয় মূল্য বা লেনদেন অথবা কোনো প্রকার সেবা সীমিতকরণ, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা।

১৯. ক্রেতা সাবধান নীতি কী?
উত্তর : ক্রেতা নিজে দেখে শুনে পণ্য ক্রয় করার পরে পণ্যের কোনো সমস্যা দেখা দিলে তার জন্য বিক্রেতাকে দায়ী করা যাবে না। এজন্যে ক্রেতা নিজের স্বার্থে পণ্যের মান ও উপযোগিতা সম্পর্কে নিঃসন্দেহ হয়ে পণ্য ক্রয় করা উচিত। একে ক্রেতা সাবধান নীতি বলে।

২০. পণ্য অর্পণ কী?
উত্তর : এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে স্বেচ্ছায় পণ্যের দখল হস্তান্তরকে পণ্য অর্পণ বলা হয়।

২১. ক্রেতা সাবধান নীতি কী?
উত্তর : ক্রেতা সাবধান নীতির মূল কথা হলো কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে এবং দ্রব্যটির গুণাগুণ, বৈশিষ্ট্য এবং দোষত্রুটি ভালো করে পরীক্ষা করে নিবে।

২২. কৃষি পণ্য কী?
উত্তর : কৃষিখাত থেকে উৎপাদিত পণ্য সামগ্রী যেমন— গৃহস্থালি, কৃষি খামার ও প্রকৃতি হতে পণ্য সমষ্টিকে কৃষিপণ্য বলে।

২৩. বাজার মাশুল কী?
উত্তর : বাজার মাশুল হলো কোনো কৃষিপণ্যের ক্রয়বিক্রয় বা ক্রয়বিক্রয়ে মধ্যস্ততা অথবা এইরূপ ক্রয়বিক্রয়ের সহিত আনুষঙ্গিক তথ্য, মজুত, ওজন, পরিমাপ, বাছাই ও নমুনাসংগ্রহ সেবা প্রদানের বিনিময়ে বাজারজাতকারী কর্তৃক আদায়কৃত কমিশন বা ফি বুঝায়।

২৪. অঙ্গীকারপত্র বলতে কী বুঝায়?
উত্তর : অঙ্গীকারপত্র হলো কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত দলিল যা দ্বারা উক্ত ব্যক্তি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিবামাত্র নির্দিষ্ট সময় পরিশোধের শর্তহীন প্রতিশ্রুতি দেয়া।

২৫. কপিরাইট কী?
উত্তর : বইপুস্তক সাহিত্যকর্ম বা অন্য কোনো লিখিত বিষয় মুদ্রণ ও পুনর্মুদ্রণের অধিকারকে গ্রন্থস্বত্ব বা কপিরাইট বলে।

২৬. প্যাটেন্ট কী?
উত্তর : কোনো পণ্য, উৎপাদন প্রণালি বা উন্নয়নের ক্ষেত্রে আবিষ্কারকের একচ্ছত্র অধিকারই হচ্ছে প্যাটেন্ট।

২৭. শিল্প বিরোধ কাকে বলে?
উত্তর : নিয়োগকর্তা ও শ্রমিকগণের মধ্যে অথবা শ্রমিকগণের নিজেদের মধ্যে যেকোনো ব্যক্তির চাকরির নিয়োগ বা অনিয়োগ সম্পর্কিত অথবা নিয়োগের শর্তাবলি সম্পর্কিত অথবা শ্রম সম্পর্কিত যেকোনো বিরোধ বা মতপার্থক্যকে শিল্প বিরোধ বলে।

২৮. তালা বন্ধকরণ কাকে বলে?
উত্তর : মালিক কর্তৃক শ্রমিকদেরকে কারখানা বা কাজের স্থানে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করাকে শিল্প অধ্যাদেশ অনুযায়ী তালাবদ্ধ বলে।

২৯. হস্তান্তরযোগ্য দলিলের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : হস্তান্তরযোগ্য দলিলের দুটি বৈশিষ্ট্য হলো- ১. এটি লিখিত ও স্বাক্ষরিত হয়ে থাকে এবং ২. দেনা পরিশোধের জন্য নগদ অর্থের মতো ব্যবহার করা যায়।

৩০. বৈদেশিক বিনিময় বিল কী?
উত্তর : প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত যে লিখিত দলিলে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি শর্তহীন আদেশ প্রদান করা হয় তাকে বিনিময় বিল বলে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২১

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. “বিনা প্রতিদানে চুক্তি হয় না”-এ নিয়মের ব্যতিক্রমসমূহ আলোচনা কর।
২. বাতিলযোগ্য ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
৩. নাবালকের চুক্তি সংক্রান্ত বিধানগুলো আলোচনা কর।
৪. বাজি ধরার চুক্তি ও ঘটনাসাপেক্ষ চুক্তি বা নির্ভরশীল চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
৫. চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতির সংজ্ঞা দাও।

৬. চুক্তি ভঙ্গের প্রতিকারগুলো কী?
৭. সাধারণ পূর্বস্বত্ব ও বিশেষ পূর্বস্বত্বের মধ্যে পার্থক্য দেখাও।
৮. বিক্রয় এবং বিক্রয়ের সম্মতির মধ্যে পার্থক্য কী?
৯. কখন মুখ্য শর্ত গৌণ শর্তে রূপান্তরিত হয়?
১০. পণ্যের স্বত্ব হস্তান্তরের সময় নির্ধারণ গুরুত্বপূর্ণ কেন?
১১. পণ্য বিক্রয় আইন অনুসারে ক্রেতা ও বিক্রেতার কর্তব্য বর্ণনা কর।

মার্কেটিং এর আইনি দিক অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

১২. ক্রেতার অধিকারগুলো আলোচনা কর।
১৩. হাটবাজার স্থাপনের জন্য লাইসেন্স গ্রহণ সংক্রান্ত আইনের বিধানগুলো আলোচনা কর ।
১৪. নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৮ ধারায় উল্লিখিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান সদস্য পদের মেয়াদ সংক্রান্ত বিধান কী?
১৫. নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ২০ ধারায় উল্লিখিত কর্তৃপক্ষের তহবিল সংক্রান্ত বিধানগুলো কী কী?

১৬. অনিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা যাবে না?
১৭. নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক ট্রেডমার্কের স্বত্বনিয়োগ বা হস্তান্তর বলতে কী বুঝ?
১৮. প্যাটেন্ট ও ডিজাইন আইন ১৯১১-এর ১১ ধারায় প্যাটেন্টের তারিখ সংক্রান্ত বিধান কী?
১৯. স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ অধ্যাদেশ-এর কতিপয় সংজ্ঞা দাও।
২০. জাতীয় ঔষধ নীতি ২০০৫ এর প্রয়োজনীয়তা কী?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১. আইনগত পরিবেশের অর্থ কী?
২. “সকল চুক্তিই সম্মতি কিন্তু সকল সম্মতিই চুক্তি নয়।” —উক্তিটি ব্যাখ্যা কর।
৩. চুক্তির বৈশিষ্ট্য বা অপরিহার্য উপাদানগুলো আলোচনা কর।
৪. ক. অতীত প্রতিদান কী বৈধ?
খ. প্রতিদানের প্রকারভেদ আলোচনা কর।

৫. বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নাবালকের চুক্তি সম্পর্কিত আইনের বিধানসমূহ আলোচনা কর।
৬. ক. বলপ্রয়োগের সংজ্ঞা দাও।
খ. বলপ্রয়োগ সংক্রান্ত কতিপয় ক্ষেত্র আলোচনা কর।
৭. যৌথ অধিকার ও দায় বর্তানো সম্পর্কে আইনের বিধান আলোচনা কর।
৮. ক. চুক্তি ভঙ্গের প্রকারভেদ আলোচনা কর।

খ. খেসারত হিসেবে কীভাবে সুদ দাবি করা যায়?
৯. বিক্রয় ও গচ্ছিত প্রদানের মধ্যে পার্থক্য দেখাও।
১০. ক. প্রতিনিধি সৃষ্টির পদ্ধতি বা উপায়গুলো আলোচনা কর।
খ. মুখ্য ব্যক্তির বা প্রধানের প্রতি প্রতিনিধির কর্তব্যগুলো আলোচনা কর।

১১. মুখ্য ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১২. ক. ‘ক্রেতা সাবধান নীতি’ বলতে কী বুঝ?
খ. পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা সাবধান নীতি’র ব্যতিক্রমগুলো আলোচনা কর।
১৩. ক. ট্রেড ভাতা বলতে কী বুঝ?
খ. ১৯৬৪ সালের কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রণ আইন ১৪ ধারায় ব্যবসায় বিরোধের কারণগুলো কী কী?
১৪. হাটবাজার ইজারা ও ব্যবস্থাপনা নীতিমালা ২০০২ সংক্রান্ত আইনের বিধান কী?

PDF Download মার্কেটিং এর আইনি দিক অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025

১৫. ট্রেডমার্ক নিবন্ধন পদ্ধতি ও মেয়াদ সম্পর্কে আলোচনা কর।
১৬. ওজন ও পরিমাপের মান প্রতিষ্ঠা সংক্রান্ত আইনের বিধানসমূহ বর্ণনা কর।
১৭. ক. ঔষধ বিতরণ, বিক্রয় গুদামজাতকরণ সংক্রান্ত আইনের বিধান বর্ণনা কর।
খ. ঔষধ ও ফার্মসিউটিক্যাল দ্রব্যাদির মান নিশ্চিতকরণ সংক্রান্ত আইনের বিধানসমূহ আলোচনা কর।
১৮. মজুরি পরিশোধ আইন মজুরি প্রদান সংক্রান্ত নিয়মাবলি বর্ণনা কর।

১৯. ক. শ্রমিক সংঘের কর্মকর্তা নির্ধারিত হওয়ার অযোগ্যতা বর্ণনা কর।
খ. নিবন্ধিত শ্রমিক সংঘের অধিকার ও সুযোগ সুবিধাসমূহ বর্ণনা কর।
২০. ক. ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ভেজাল পণ্যের সরাসরি আটক ও নিষ্পত্তি সংক্রান্ত আইনের বিধানসমূহ বর্ণনা কর।
খ. ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ অপরাধ ও দণ্ড সম্পর্কে লেখ।

2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের মার্কেটিং এর আইনি দিক পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ মার্কেটিং এর আইনি দিক সাজেশন

Honors 3rd year Common Suggestion 2025

আজকের সাজেশস: Honors Legal Aspects of Marketing Suggestion 2025,মার্কেটিং এর আইনি দিক চূড়ান্ত সাজেশন 2025

Leave a Comment