চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন
অনার্স ৩য় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি (Introduction to Peace and Conflict Studies) সুপার সাজেশন Department of : Political science & Other Department Subject Code: 231909 |
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন,শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি, অনার্স ৩য় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন,
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025
ক. বিভাগ অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তর
১. ’Peace’ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ল্যাটিন শব্দ ‘Pax’ থেক ‘Peace’ শব্দটির উৎপত্তি হয়েছে এবং এর অর্থ শান্তি।
২. শালম শব্দের অর্থ কী?
উত্তর: শালম শব্দের অর্থ শান্তি।
৩. কে প্রথম শান্তি সৃষ্টি বা বিনির্মাণ প্রত্যয়টি ব্যবহার করেন?
উত্তর: জোহান গালতুং প্রথম শান্তি সৃষ্টি বা বিনির্মাণ প্রত্যয়টি ব্যবহার করেন।
৪. বিশ্বশান্তি দিবস কোনটি?
উত্তর: বিশ্বশান্তি দিবস ২১ সেপ্টমবর।
৫. “Peace is a process way of solving problems’’.- উক্তিটি কার?
উত্তর: “Peace is a process way of solving problems’’.- উক্তিটি জন. এফ কেনেডির।
৬. ‘Understanding Conflict and War’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Understanding Conflict and War’ গ্রন্থটির লেখক Rummel.
৭. ‘লীগ অব নেশনস’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ‘লীগ অব নেশনস’ ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়।
৮. জাতিসংঘের নিরাপত্তাা পরিষদের স্থায়ী সদস্য কত?
উত্তর: জাতিসংঘের নিরাপত্তাা পরিষদের স্থায়ী সদস্য ৫টি।
৯. ভেটো কী?
উত্তর: প্রস্তাবিত কোনো সিদ্ধান্তের বিষয়ে সহমত না হওয়া বা বিপক্ষে মতামত বা ইচ্ছা প্রদান করাই ভেটো।
১০. মোহনদাস করমচাঁদ গান্ধি কে?
উত্তর: মোহনদাস করমচাঁদ গান্ধি ভারতের জাতির জনক এবং অহিংস নীতির প্রবর্তক।
১১. শান্তি রক্ষায় গান্ধির বিখ্যাত নীতিটি কী?
উত্তর: শান্তি রক্ষায় গান্ধির বিখ্যাত নীতিটি হলো অহিংস নীতি।
১২. জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর:জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত।
১৩. ‘Kingdom of God’ গ্রন্থটি কার লেখা।
উত্তর: ‘Kingdom of God’ গ্রন্থটি John Bright লেখা।
১৪. সংঘর্ষের অর্থ কী?
উত্তর: আভিধানিক দৃষ্টিকোণ থেকে সংঘর্ষের অর্থ হলেঅ দ্বদ্ধবাদ, গোলমাল ইত্যাদি।
১৫. ইংরেজি ‘Conflict’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: ইংরেজি ‘Conflict’ শব্দটি ল্যাটিন শব্দ ‘Configure’ থেকে এসেছে।
১৬. সংঘর্ষ প্রতিরোধক কূটনীতি কী?
উত্তর: দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ নিরোধ করার জন্য যে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয় তাকে সংঘর্ষ প্রতিরোধক কূটনীতি বলে।
১৭. ‘Structural violence ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: ‘Structural violence ধারণাটির প্রবক্তা Johan Galtung.
১৮. ’অপারেশন ডেজার্ট ফক্স’ কী?
উত্তর: ১৯৯৮ সালে ইরাকের বিরুদ্ধে পরিচালিত ইঙ্গ-মার্কিন আক্রমণের সাংকেতিক নাম ’অপারেশন ডেজার্ট ফক্স’।
১৯. পার্ল হারবার কোথায় অবস্থিত?
উত্তর: পার্ল হারবার আমেরিকাতে অবস্থিত।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
২০. ‘Structure of International Conflict’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Structure of International Conflict’ গ্রন্থটির লেখক সি. আর. মিশেলস।
২১. SALT এর পূর্ণরূপ কী?
উত্তর: SALT এর পূর্ণরূপ হলো- Strategic Arms Limitation Talks.
২২. OIC এর পূর্ণরূপ কী?
উত্তর: OIC এর পূর্ণরূপ হলো- ‘Organization of Islamic Co-operation.’
২৩. ECOSOC কী?
উত্তর: ECOSOC হলো জাতিসংঘের একটি প্রতিষ্ঠান যা বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার জন্য আর্থসামাজিক, সাংস্কৃৃতিক ও মানবিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত।
২৪. “সংঘাতের অনুপস্থিতিই হলো শান্তি।’’- উক্তিটি কার?
উত্তর: “সংঘাতের অনুপস্থিতিই হলো শান্তি।’’- উক্তিটি জোহান গালতুং এর।
২৫. CTBTএর পূর্ণরূপ কী?
উত্তর: এর পূর্ণরূপ হলো- Comprehensive Test Ban Treaty.
২৬. ত্রিভুজ সংঘর্ষ কার ধারণা?
উত্তর: ত্রিভুজ সংঘর্ষ জোহান গালতুং এর ধারণা।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২৭. ক্রুসেড শব্দের অর্থ কী?
উত্তর: ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ।
২৮. ‘The clash of civilization’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The clash of civilization’ গ্রন্থটির লেখক S. P. Huntington.
২৯. মধ্যস্থতা কী?
উত্তর: বিবদমান দুটি পক্ষের মদ্যে তৃতীয় পক্ষটি আলাপ-আলোচনা করে সমস্যা সমাধঅনের প্রক্রিয়াকে মধ্যস্থতা বলে।
৩০. NPT এর পূর্ণরূপ কী?
উত্তর: NPTএর পূর্ণরূপ হলো-Non-proliferation Treaty.
PDF Download শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. শান্তির বিকল্প ধারার মূল বিষয়সমূহ আলোচনা কর।
২. শান্তির মাত্রা বলতে কী বুঝ?
৩. ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা কী?
৪. শান্তি বিনির্মাণ বলতে কী বুঝ?
৫. শান্তি আন্দোলন কী?
৬. গান্ধীজির অহিংস নীতি ব্যাখ্যা কর।
৭. সংঘাত নিরসনে গান্ধীর গন্থা কী ছিল?
৮. সংঘর্ষের বিভিন্ন প্রকারভেদ আলোচনা কর।
৯. ধ্বংসাত্মক সংঘাত কী?
১০. সংঘর্ষ সমাধানে নারীদের ভূমিকা বর্ণনা কর।
১১. সহযোগিতামূলক আপস-মীমাংসা কী?
১২. জাতিগত সংঘাতকী?
১৩. সন্ত্রাসবাদ কী?
১৪. আন্তর্জাতিক সংকটের সংজ্ঞা দাও।
১৫. শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন কী?
১৬. ’শান্তির সংস্কৃতি’ বলতে কী বোঝ?
১৭. ’ক্ষুদ্র রাষ্ট্র’ কাকে বলে?
১৮. নিরস্ত্রীকরণ কত প্রকার ও কী কী?
১৯. বিশ্বায়ন বলতে কী বুঝ?
২০. ’Second track diplomacy’ কী?
2025 শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ রচনামূলক প্রশ্নগুলি
১. শান্তি কী? শান্তি আইনগত কাঠামো ব্যাখ্যা কর।
২. জোহান গালতুং এর শান্তি তত্ত্বটি আলোচনা কর।
৩. একবিংশ শতাব্দীর শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জসমূহ আলোচনা কর।
৪. বিশ্বশান্তি রক্ষার উপায়সমূহ আলোচনা কর।
৫. আন্তর্জাতিক শান্তিরক্ষায় জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
৬. জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধর।
৭. সংঘর্ষের প্রকারভেদ বর্ণনা কর।
৮. সংঘর্ষের ত্রিমাত্রিক গঠনের মূল উপাদানগুলো আলোচনা কর।
৯. জাতিগত সংঘর্ষ কী? জাতিসত্তার সংঘর্ষের কারণসমূহ বর্ণনা কর।
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন
১০. আই এস এর সন্ত্রাসবাদী তৎপরতা মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগসমূহ আলোচনা কর।
১১. স্নায়ুযুদ্ধ অবসানের কারণসমূহ বর্ণনা কর।
১২. সংঘর্ষ নিরসনে জাতিসংঘের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন কর।
১৩. মিয়ানমারে জাতিগত সংঘাত সম্পর্কে আলোচনা কর।
১৪. শান্তি ও সংঘাত অধ্যায়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
১৫. নিরস্ত্রীকরণের সফলতার পথে অন্তরায়সমূহ বর্ণনা কর।
১৬. আন্তর্জাতিক রাজনীতিতে সংঘর্ষে প্রকৃতি বর্ণনা কর।
১৭. মানব নিরাপত্তার কী? মানব নিরাপত্তার হুমকিসমূহ আলোচনা কর।
১৮. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কী? বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদী চিত্র তুলে ধর।
১৯. দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষার এর ভূমিকা আলোচনা কর।
২০. নিরস্ত্রীকরণের সমস্যাসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
Honors 3rd year Common Suggestion 2025
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি স্পেশাল সাজেশন 2025,Honors Introduction to Peace and Conflict Studies Suggestion 2025
PDF Download শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি অনার্স ৩য় বর্ষ সাজেশন