চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত), অনার্স ৩য় বর্ষের ১০০% কমন অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) সাজেশন
অনার্স ৩য় বর্ষের অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) (History of the Ottomans upto 1924) সুপার সাজেশন Department of : Islamic History and Culture & Other Department Subject Code: 231603 |
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) সাজেশন,অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত), অনার্স ৩য় বর্ষের অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) সাজেশন,
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025
ক – বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. অটোমান তুর্কিরা কোন গোত্রের লোক ছিলেন?
উত্তর: অটোমান তুর্কিরা মধ্য এশিয়ার ওঘুজ গোত্রের লোক ছিলেন।
২. অটোমান তুর্কিদের পূর্বপুরুষ কারা?
উত্তর: অটোমান তুর্কিদের পূর্বপুরুষ মধ্য এশিয়া ও পারস্যর সেলজুক জাতি।
৩. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান।
৪. গোল্ডেন হোর্ড কী?
উত্তর: গোল্ডেন হোর্ড হলো মোঙ্গলদের সময় প্রতিষ্ঠিত সুবর্ণ রঙের তাবু, যা যুদ্ধের সময় ব্যবহার করা হতো।
৫. অটোমান সুলতান ওরখানের পিতার নাম কী?
উত্তর: অটোমান সুলতান ওরখানের পিতার নাম ওসমান।
৬. একটি নিয়মিত অটোমান সেনাবাহিনীর সংগঠক কে?
উত্তর: একটি নিয়মিত অটোমান সেনাবাহিনীর সংগঠক ওরখান।
৭. জেনিসারি কারা?
উত্তর: জেনিসারি হল সুলতান ওরখান কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র সেনাবাহিনী।
৮. সুলতান প্রথম বায়েজিদ এর উপাধি কী ছিল?
উত্তর: সুলতান প্রথম বাইজিদের উপাধি ছিল ইলদ্রিম।
৯. তিমুরতাস কে ছিলেন?
উত্তর: তিমুরতাস ছিলেন বিখ্যাত অটোমান সেনাপতি।
১০. কিজিলবাস কারা?
উত্তর: অঙ্গোরার যুদ্ধে আটককৃত সাতটি গোত্র কিজিলবাস নামে পরিচিত ছিল।
১১. মধ্যযুগের আলেকজান্ডার কাকে বলা হয়?
উত্তর: তৈমুর লঙকে মধ্যযুগের আলেকজান্ডার বলা হয়।
১২. ভার্নারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: ভার্নারের যুদ্ধ ১৯৪৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
১৩. মারজ ই-দাবিকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: মারজ ই-দাবিকের যুদ্ধ ১৫১৬ সালের ২৪ শে আগস্ট সালে সংঘটিত হয়।
১৪. খাইরুদ্দিন বারবারোসা কে ছিলেন?
উত্তর: খাইরুদ্দিন বারবারোসা ছিলেন সোলায়মানের নৌ সেনাপতি।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
১৫. মহামতি কার উপাধি?
উত্তর: মহামতি অটোমান শাসক সোলায়মান এর উপাধি।
১৬. মাতাল সেলিম কাকে বলা হয়?
উত্তর: মাতাল সেলিম বলা হয় দ্বিতীয় সেলিমকে।
১৭. কুপ্রিলি পরিবার থেকে প্রথম উজির কে ছিলেন?
উত্তর: কুপ্রিলি পরিবার থেকে প্রথম উজির ছিলেন মোহাম্মদ কুপ্রিলি।
১৮. ১৭৭৪ খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির নাম কী?
উত্তর: ১৭৭৪ খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির নাম কুচুক কাইনারজির চুক্তি।
১৯. নিজাম ই-জাদিদ কী?
নিজাম ই-জাদিদ হল সুলতান তৃতীয় সেলিমের সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র সেনাবাহিনী।
২০. জেনিসারি বাহিনীকে ধ্বংস করেন কে?
উত্তর: জেনিসারি বাহিনীকে ধ্বংস করেন সুলতান দ্বিতীয় মাহমুদ।
২১. হাত্তি শরীফ কি
উত্তর: ১৮৩৯ সালের ৩ নভেম্বর সুলতান আব্দুল মজিদ শাইখুল ইসলাম ও মুফতিদের অনুমোদন গ্রহণ করে যে ফরমান জারি করেন তুরস্কের ইতিহাসে তা হাত্তি শরীফ বা পবিত্র রাজাজ্ঞা নামে পরিচিত।
২২. মিল্লাত শব্দের অর্থ কি?
উত্তর: মিল্লাত শব্দের অর্থ ধর্মীয় সম্প্রদায়।
২৩. ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কত সালে?
উত্তর: ১৮৫৩ সালে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় ।
২৪. প্রদীপবাহী মহিলা কাকে বলা হয়?
উত্তর: প্রদীপবাহী মহিলা ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়।
২৫. কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে?
উত্তর: প্যারিস সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে।
২৬. কাকে Sick man of Europe কাকে বলা হয়?
উত্তর:তুরস্ককে Sick man of Europe কাকে বলা হয়।
২৬. আতাতুর্ক শব্দের অর্থ কি?
উত্তর:আতাতুর্ক শব্দের অর্থ জাতির পিতা।
২৭. কত সালে লুজান চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:১৯২৩ সালের ২৪শে জুলাই লুজান চুক্তি স্বাক্ষরিত হয়।
২৮. লুজান চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: সুইজারল্যান্ডের লুজান শহরে লুজান চুক্তি স্বাক্ষরিত হয়।
PDF Download অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025
খ. বিভাগ. সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. এশিয়া মাইনরের পরিচিয় দাও।
২. অটোমানদের উন্থান সম্পর্কে লেখ।
৩. জেনিসারি বাহিনীর ওপর টীকা লেখ।
৪. আঙ্গোরার যুদ্ধের কারণগুলো কী?
৫. আঙ্গোরার যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।
৬. কনস্টান্টিনোপল পতনের কারণ কী?
৭. ক্রিমিয়া যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।
৮. সুলতান প্রথম সেলিমের মিসর বিজয়ের ফলাফল সংক্ষেপে বর্ণনা কর।
৯. মামলুক কারা?
১০. কুপ্রিলি উজিরদের পরিচয় দাও।
১১. কুচুক কাইন্রজির সন্ধি সম্পর্কে সংক্ষেপে লেখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১২. নিজাম ই জাদিদ সম্পর্কে যা জান লেখ।
১৩. গ্রিক স্বাধীনতা সংগ্রামের কারণগুলো সংক্ষেপে লেখ।
১৪. তানজিমাত বলতে কী বুঝায়?
১৫. বার্লিন চুক্তি কী?
১৬. নব্য তুর্কি আন্দোলন বলতে কী বুঝায়?
১৭. ক্যাপিচুলেশন প্রথা সম্পর্কে যা জান লেখ।
১৮. বিশ্ব ইসলামবাদ বলতে কী বুঝায়?
১৯. রি- ইনসিওরেন্স চুক্তি বলতে কী বুঝায়?
২০. ইসমত ইনোনুর পরিচয় দাও।
2025 অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ. বিভাগ. রচনামূলক প্রশ্নাবলি
১. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমানের কৃতিত্ব আলোচনা কর।
২. জেনিসারি বাহিনীর গঠন সম্পর্কে তোমার ধারনা দাও।
৩. ঐতিহাসিক ভার্নার যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা কর।
৪. প্রধানমন্ত্রী সুকোল্লি অনুসৃত পরিকল্পনাগুলো সংক্ষেপে লেখ।
৫. অটোমানদের পতনরোধে কুপ্রিলি উজিরদের ভূমিকা আলোচনা কর।
৬. কুচুক কাইনারজির সন্ধি সম্পর্কে লেখ। ইউরোপের ইতিহাসে এর তাৎপর্য লেখ।
৭. সুলতান তৃতীয় সেলিমের বৈদেশিক নীতি আলোচনা কর।
৮. সুলতান দ্বিতীয় মাহমুদ প্রবর্তিত সংস্কারগুলেঅ বর্ণনা কর।
৯. তানজিমাত বলতে কী বুঝ? এটি ব্যর্থ হয়েছিল কেন?
১০. ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
১১. ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল আলোচনা কর।
১২. নব্য তুর্কি আন্দোলন বলতে কী বুঝ? এটি ব্যর্থ হয়েছিল কেন?
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) সাজেশন
১৩. নব্য তুর্কি সরকারের সাফল্য মূল্যায়ন কর।
১৪. প্যান ইসলামিজমের অবদান মূল্যায়ন কর।
১৫. বলকান যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল বর্ণনা কর।
১৬. সের্ভাস সন্ধি সম্পর্কে আলোচনা কর।
১৭. লুজান চুক্তি কী? এ চুক্তির শর্তাবলি ও ফলাফল আলোচনা কর।
১৮. মুস্তাফা কামাল পাশা প্রবর্তিত সংস্কারসমূহ সম্পর্কে আলোচনা কর।
Honors 3rd year Common Suggestion 2025
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) স্পেশাল সাজেশন 2025,Honors History of the Ottomans upto 1924 Suggestion 2025
PDF Download অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) সাজেশন, অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত) অনার্স ৩য় বর্ষ সাজেশন,