অনার্স ৩য় বর্ষের শিল্পোদ্যোগ সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] শিল্পোদ্যোগ (Entrepreneurship) সুপার সাজেশন Department of : Accounting & Other Department Subject Code: 232511 |
2025 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
শিল্পোদ্যোগ অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের শিল্পোদ্যোগ, অনার্স ৩য় বর্ষের শিল্পোদ্যোগ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন শিল্পোদ্যোগ সাজেশন
অনার্স ৩য় বর্ষ শিল্পোদ্যোগ সাজেশন, honors 3rd year entrepreneurship special short suggestions, অনার্স ৩য় বর্ষ শিল্পোদ্যোগ ১০০% কমন সাজেশন, Honors 3rd year suggestions
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2025 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2025
শিল্পোদ্যোগ অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025
ক বিভাগ
- শিল্পোদ্যেক কে
- শিল্পোদ্যোগ কী
- সুযোগ সন্ধানী উদ্যেক্তা কে
- উদ্ভাবনী উদ্যোক্তা কে
- ট্রাস্ট কী
- PEST এর সংজ্ঞা দাও
- ব্যবসায় পরিবেশ কী
- প্রযুক্তিগত পরিবেশ কী?
- SWOT এর পূর্ণরুপ লিখ
- ক্ষুদ্র ব্যবসায় কী
- ক্ষুদ্রশিল্প কী
- BSCIC এর পূর্ণরুপ লেখ
- ব্যবসায় পরিকল্পনা কাকে বলে
- প্রকল্প কী
- চলতি মূলধন কী
- ঘূর্ণায়মান ঋণ কী
- জমাতিরিক্তি ঋণ কী
- ইক্যুইটি মূলধন কী
- চলতি মূলধন চক্র কী
- নগত ঋণ কী
- সবিরাম উৎপাদন পদ্ধতি বলতে কী বুঝ
- সৃজনশীলতা কী
- PERT এর পূর্ণরুপ কী
- সিডিউলিং কাকে বলে
- রাউটিং কী
- শিল্প নীতি কী
- মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কী
- কেস স্টাডি কী
- WTO কী
- কপিরাইট কাকে বলে
- GNP কী
- GSP এর সুবিধা কী
- TIN কী
- ট্রেড লাইসেন্স বলতে কী বুঝায়
- TIN এর পূর্ণ রুপ লেখ
- ট্রেডমার্ক কী
- সম্পূরক কর কী
- ট্রেড সিক্রেট কী
- প্রত্যয়নপএ কী
খ বিভাগ
- হার্জবার্গের দ্বি-উৎপাদন তত্বটি বর্ণনা কর
- ডেভিড সি ম্যাকলিল্যান্ড এর কৃতিত্বার্জনের চাহিদা তত্বটি আলোচনা কর
- পেশা হিসেবে শিল্পোদ্যোগের মূল্যায়ন কর
- শিল্পোদ্যেগ উন্নয়নে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর
- কৃতিত্বার্জন প্রেষণা বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর
- SWOT বিশ্লেষণ কী
- ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ বর্ণনা কর
- SWOT বিশ্লেয়ণের উদ্দেশ্য লিখ
- শিল্পোদ্যেদ পরিবেশের আন্চর্জাতিক উপাদানসূহ উল্লেখ কর
- ক্ষুদ্র ব্যবসায় ও বৃহদায়তন ব্যবসায়ের মধ্যে পার্থক্য দেখাও
- ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের পার্থক্য বিশ্লেষণ কর
- ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা কর
- উওম ব্যবসায় পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লেখ
- প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
- ব্যবসায় পরিকল্পনার সীমাবদ্ধতা সমূহ আলোচনা কর
- ব্যাংক ঋণগ্রহণের বিবেচ্য বিষয় গুলো আলোচনা কর
- ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন পরিকল্পনার গুরুত্ব প্রয়োজনীয়তা কর
- উক্যুইটি মূলধনের সুবিধাগুলো আলোচনা কর
- উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা কর
- অবিরাম ও সবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা কর
- নতুন ধারণার উৎসসমূহ বর্ণনা কর
- উৎপাদন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর
- বাংলাদেশে নারী উদ্যেক্তা দের জন্য প্রদও সুযোগ সুবিধাসমূহ বর্ণনা কর
- শিল্পোদ্যেক্তাদের নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব সমূহ ব্যাখ্যা কর
- মূল্য সংযোজন কর বলতে কী বুঝ
- বৃদ্ধিবৃওিক সম্পওির উপাদানসমূহ আলোচনা কর
- TIN সনদ সংগ্রহ পদ্ধতি লিখ
গ বিভাগ
- শিল্পোদ্যেক্তার শ্রেণিবিভাগ আলোচনা কর
- ম্যাকগ্রেগরের X তত্ব এবং Y তত্ব আলোচনা কর
- ডেভিড সি ম্যাকক্লেলিন্ড এর কৃতিত্বার্জন চাহিদা তত্বের বৈশিষ্ট্যবলি আলোচনা কর
- শিল্পোদ্যোগ ও শিল্পোদ্যেক্তার মধ্যে পার্থক্য দেখাও
- কৃতিত্বর্জন প্রেষণার সাথে সম্পর্কিত বিষয়সমূহ উল্লেখ কর
- ব্যবসায় উদ্যেগের পরিবেশ বিশ্লেষণের উপায় আলোচনা কর
- ক) শিল্পোদ্যোগ পরিবেশ বলতে কী বুঝ খ) শিল্পোদ্যোগ পরিবেশের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর
- ক্ষুদ্র ব্যবসায়ের ব্যার্থতার কারণসমূহ বর্ণনা কর
- ক) ক্ষুদ্র ব্যবসায়ের ব্যার্থতার কারণসমূহ আলোচনা কর খ )ক্ষুদ্র ব্যবসায়ের সমস্যা দূরীকরণের উপায়সমূহ বর্ণনা কর
- ফ্রাঞ্চইজিং ব্যবসায়ে সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর
- বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ের ব্যর্থতা দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর
- নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া আলোচনা কর
- আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর
- ক্ষুদ্র ব্যবসায়ের অর্থায়নের উদ্দেশ্য আলোচনা কর
- ঋণ মূলধনের সুবিধাগুলো কী
- ঋণমূলধন ও ইক্যুইটি মূলধনের পার্থক্য দেখাও
- ক উৎপাদন নিয়ন্ত্রণের ধারণা দাও
- উৎপাদন পণ্য উন্নয়নের চ্যালেজ্ঞসমূহ বর্ণনা কর
- উৎপাদন পরিকল্পনা বলতে কী বুঝায়
- একটি আদর্শ উৎপাদন পরিকল্পনা প্রণয়নে কী কী বিষয়ে কী কী বিবেচনা করা হয়
- উদ্যেক্তা উন্নয়ন প্রশিক্ষণ কী? শিল্পোদ্যেক প্রশিক্ষণ কার্যকর করাপ উপায়সূহ বর্ণনা কর
- বাংলাদেশে শিল্পোদ্যেগ ও ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়নে বিসিক এর ভূমিকা আলোচনা কর
- বাংলাদেশ শিল্পোদ্যোগ প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা কর
- ক )নারী উদ্যেক্তা কে খ) বাংলাদেশে নারী শিল্পোদ্যেগ উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে লিখ
- বাংলাদেশে শিল্পোদ্যোগ উন্নয়নে সমস্যাবলি চিহৃিত কর
- বাংলাদেশে নারী শিল্পোদ্যোক্তাদের জন্য প্রদও সুযোগ সুবিধাসমূহ বর্ণনা কর
- ক ) প্যাটেন্ট কী , খ ) TIN সার্টিফিকেট এর গুরুত্ব আলোচনা কর
- কপিরাইটের মালিক কে? উওম ট্রেডমার্কের গুণাবলি বর্ণনা কর
- মূল্য সংযোজন করের সুবিধা আলোচনা কর
- ট্রেড লাইসেন্স সংগ্রহ পদ্ধতি বর্ণনা কর
- বিদেশে পন্য রপ্তানি প্রক্রিয়া আলোচনা কর
- ব্যবসায় পরিকল্পনা লিখনের উপাদানসমূহ আলোচনা কর
অনার্স ৩য় বর্ষের শিল্পোদ্যোগ স্পেশাল সাজেশন 2025
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. শিল্পোদ্যোগ কাকে বলে?
উত্তর : মুনাফা অর্জনের লক্ষ্যে ঝুঁকি নিয়ে কোনো ব্যবসায় বা শিল্প স্থাপনের প্রক্রিয়াকে শিল্পোদ্যোগ বলে।
২. নারী উদ্যোক্তা কে?
উত্তর : যে সকল মহিলা বা নারী তাদের পুঁজি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন ও ঝুঁকি নিয়ে তা পরিচালনা করেন তাদেরকে নারী উদ্যোক্তা বলে ।
৩. সৃজনশীলতা কী?
উত্তর : প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কোনোকিছু উদ্ভাবন করাকে সৃজনশীলতা বলে।
৪. শিল্পোদ্যোক্তা কে?
উত্তর : ঝুঁকি গ্রহণ করে যে বা যারা কোনো শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান : স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা বলে।
৫. SWOT বিশ্লেষণ কি?
উত্তর : যেকোনো সংগঠনের অভ্যন্তরীণ শক্তি (Strength), দুর্বলতা (Weakness), বাহ্যিক সুযোগ (opportunities) এবং হুমকিসমূহের (Threats) সামগ্রিক মূল্যায়নকে SWOT বিশ্লেষণ বলে।
৬. PEST এর সংজ্ঞা দাও।
উত্তর : কোনো সমষ্টিক পরিবেশগত বিষয়সমূহের প্রভাবের ১০ জটিল আন্তঃক্রিয়ার উপর ধারণা গ্রহণ করার একটি গুরুত্বপূর্ণ উপায় হল PEST বিশ্লেষণ, যা রাজনৈতিক (Political), অর্থনৈতিক (Economic), সমাজতাত্ত্বিক (Sociological), এবং প্রযুক্তিগত (Technological), বাহ্যিক পরিবেশের উপাদানসমূহের বিশ্লেষণের সমন্বয়ে সৃষ্টি।
৭. PEST এর পূর্ণরূপ কী?
উত্তর : PEST এর পূর্ণরূপ হলো : Political, Economic, Sociological, Technological.
৮. SWOT এর পূর্ণরূপ কী?
উত্তর : SWOT এর পূর্ণরূপ হলো : Strength, Weakness, Opportunity, Threat.
৯. ব্যবসায় পরিবেশ কাকে বলে?
উত্তর : বিদ্যমান যে সকল পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ীক কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত হয় তাদের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে।
১০. PERT এর পূর্ণরূপ কী?
উত্তর : PERT এর পূর্ণরূপ হলো Programe Eraluation and Review Technique.
১১. ক্ষুদ্র ব্যবসায় কী?
উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বল্প পরিসরে অল্প মূলধন নিয়ে গঠিত ও পরিচালিত ব্যবসায়কে ক্ষুদ্র ব্যবসায় বলে।
১২. ক্রেতা ভ্যালু কী?
উত্তর : কোনো পণ্য বা সেবা ভোগ বা ব্যবহারের মাধ্যমে ক্রেতা যে সুবিধা পায় তাকে ক্রেতা ভ্যালু বলে।
১৩. ব্রেক ইভেন মূল্য নির্ধারণ কী?
উত্তর : মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় যেখানে পণ্যের মোট ব্যয় ও বিক্রয় মূল্য সমান সেই বিন্দুটিকে ব্রেক ইভেন মূল্য নির্ধারণ বলে।
১৪. প্রকল্প মূল্যায়ন কী?
উত্তর : বিনিয়োজিত প্রকল্পের লাভজনক বিশ্লেষণ করাকে প্রকল্প মূল্যায়ন বলে।
১৫. ব্যবসায় পরিকল্পনা কী?
অথবা, ব্যবসায় পরিকল্পনা কাকে বলে?
উত্তর : ব্যবসায় পরিকল্পনা হলো ব্যবসায় পরিচালনা সংক্রান্ত অগ্রিম কর্মসূচি যা একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সাহায্য করে।
১৬. সবিরাম উৎপাদন প্রক্রিয়া কী?
উত্তর : যখন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদিত হয়ে পরবর্তীতে উৎপাদনে সিডিউল অন্তর্ভুক্ত হয় না তখন তাকে সবিরাম উৎপাদন পদ্ধতি বলে।
১৭. রুটিন বা গতিপথ কী?
উত্তর : একটি দ্রব্য বা দ্রব্যাংশ উৎপাদন করতে কী কী কার্য কী নিয়মে সম্পাদন করতে হবে এবং উক্ত ধারাবাহিক কার্যবলি সম্পাদনের জন্য কোন কোন কর্মী কী কী যন্ত্রপাতি ব্যবহার করবে তা নির্ধারণ করাই হলো রুটিন বা গতিপথ।
১৮. ট্রাস্ট কী?
উত্তর : ট্রাস্ট হলো অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে কতিপয় যৌথমূলধনী কোম্পানির পরিচালনা ও তত্ত্বাবধান করার জন্য নিজেদের শেয়ারের অধিকাংশ কিংবা সম্পূর্ণ অংশ অন্য কোনো বৃহৎ প্রতিষ্ঠানের নিকট হস্তান্তরের দ্বারা গঠিত ব্যবসায় সংগঠন।
১৯. ন্যূনতম মূলধন কী?
উত্তর : সুষ্ঠুভাবে ব্যবসায়িক কার্য পরিচালনার জন্য যে সর্বনিম্ন মূলধনের প্রয়োজন পড়ে তাকে নূন্যতম মূলধন বলে।
২০. SME কী?
উত্তর : SME এর পূর্ণরূপ হলো Small and Medium Enterprise. ব্যবসায় জগতে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠানকে SME বলে।
২১. X-টাইপ প্রকল্প কী?
উত্তর : লাভজনক এবং রাজস্ব অর্জনকারী প্রকল্পকে এক্স-টাইপ প্রকল্প বলে।
২২. WTO এর পূর্ণরূপ কী?
উত্তর : WTO এর পূর্ণরূপ হলো World Trade Organization.
২৩. শিল্প নীতি কী?
উত্তর : সম্ভাব্য উদ্যোক্তাদেরকে বিনিয়োগে উৎসাহিত করে সঠিক ও কার্যকরী দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে দেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে একটি দেশের সরকার যে নিয়মনীতি ঘোষণা করে তাকে শিল্প নীতি বলে।
২৪. শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র কী?
উত্তর : শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র হলো দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোগের বিকাশ ও প্রবৃদ্ধির লক্ষ্যে শিল্প স্থাপনের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে চূড়ান্ত পর্যায় পর্যন্ত সম্ভাব্য উদ্যোক্তাকে অনুপ্রাণিত করা এবং তাদের উদ্যোগকে সফল করে তোলার জন্য সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সাহায্য ও সহায়তার সমন্বিত রূপ।
২৫. উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কী?
উত্তর : উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ বলে।
২৬. মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কী?
উত্তর : বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পে বিভিন্ন NGO ও সরকারী প্রতিষ্ঠানসমূহ যে ঋণদান কর্মসূচী পরিচালনা করে তাকে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বলে।
২৭. প্রত্যয়পত্র কী?
উত্তর : যে পত্র বা দলিলের সাহায্যে আমদানীকারীর পক্ষে কোনো ব্যাংক রপ্তানিকারককে পণ্যের মূল্য পরিশোধ করার নিশ্চয়তা প্রদান করা হয় তাকে প্রত্যয়পত্র বলে।
২৮. কপিরাইট কাকে বলে?
অথবা, কপিরাইট কী?
উত্তর : গ্রন্থস্বত্ব বলতে কোন লেখক কর্তৃক তাঁর প্রণীত গ্রন্থের উপর তার অধিকারকে বুঝায়। যা কোনো ব্যক্তিকে তা নকল করা হতে বিরত থাকতে বাধ্য করে।
২৯. GNP কী?
উত্তর : কোনো নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক দ্বারা মোট জনগণের উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রির মোট মূল্যকে GNP বলে।
৩০. TIN কি?
উত্তর : করদাতার পরিচিতি নম্বরকে সংক্ষেপে TIN বলে। দেশের প্রচলিত কর আইনের আওতায় একজন ব্যক্তিকে এই বিশেষ পরিচিতিকরণ নম্বর প্রদান করা হয়।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
শিল্পোদ্যোগ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. শিল্পোদ্যোক্তার সংজ্ঞা দাও।
২. মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা কর।
৩. হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বটি বর্ণনা কর।
৪. শিল্পোদ্যোক্তার শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা, শিল্পোদ্যোক্তার শ্রেণিবিভাগ দেখাও।
৫. শিল্পোদ্যোগ পরিবেশ কাকে বলে?
৬. ব্যবসায় উদ্যোগ পরিবেশ বিশ্লেষণের উপায় আলোচনা কর।
৭. ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের পার্থক্য আলোচনা কর।
৮. নতুন পণ্য কী? নতুন পণ্য উন্নয়নের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
৯. প্রকল্প ধারণার উৎসসমূহ আলোচনা কর।
১০. ফ্র্যানচাইজ চুক্তিপত্রের অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর।
১১. ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের সুবিধাসমূহ আলোচনা কর।
১২. চলতি মূলধন নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।
১৩. ব্যাংক ঋণের প্রকারভেদ আলোচনা কর।
১৪. ব্যাংক ঋণ গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
১৫. শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র বলতে কী বুঝ?
১৬. শিল্পোদ্যোক্তাদের নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব কী? ব্যাখ্যা কর।
১৭. এনজিও নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা কর।
১৮. প্যাটেন্ট আইনের উদ্দেশ্য বর্ণনা কর।
১৯. ট্রেড লাইসেন্স কী?
২০. ব্যবসায় পরিকল্পনা লিখন কী?
PDF Download শিল্পোদ্যোগ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোক্তা বা উদ্যোক্তার ভূমিকা আলোচনা কর।
২. শিল্পোদ্যোগ তত্ত্ব কী? “X” তত্ত্ব ও “Y” তত্ত্ব বর্ণনা কর।
৩. ম্যাকগ্রেগরের X এবং Y তত্ত্ব আলোচনা কর।
৪. বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ের গুরুত্ব আলোচনা কর।
৫. বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ের ব্যর্থতার কারণসমূহ আলোচনা কর।
৬. ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
অথবা, ক্ষুদ্রায়তন ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ লিখ।
৭. ব্যবসায় পরিকল্পনা উন্নয়নের পদক্ষেপগুলো আলোচনা কর।
অথবা, একটি উত্তম ব্যবসায়ের পরিকল্পনা উন্নয়নের ক্ষেত্রে কী কী পদক্ষেসমূহ আবশ্যকীয় বলে তুমি মনে কর।
৮. পণ্য উন্নয়ন কাকে বলে? নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া আলোচনা কর।
৯. ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
১০. ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
১১. ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের উৎসসমূহ আলোচনা কর।
অথবা, ক্ষুদ্রায়তন ব্যবসায়ে অর্থায়নের উৎসমূহ বর্ণনা কর।
১২. মূল্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
১৩. নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণের মধ্যে পার্থক্য দেখাও।
১৪. বাংলাদেশে শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়নে বিসিক এর ভূমিকা আলোচনা কর।
১৫. বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ ও বর্ণনা কর।
১৬. বাংলাদেশে শিল্পোদ্যোগ উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে লিখ।
১৭. নারী শিল্পোদ্যোক্তা কে?
১৮. মূল্য সংযোজন কর কী?
১৯. মূল্য সংযোজন করের প্রকারভেদ বর্ণনা কর।
২০. প্যাটেন্ট কী? প্যাটেন্ট এর উদ্দেশ্যবলী আলোচনা কর ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
2025 শিল্পোদ্যোগ অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের শিল্পোদ্যোগ পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ শিল্পোদ্যোগ সাজেশন
Honors 3rd year Common Suggestion 2025
আজকের সাজেশান্স: Entrepreneurship Honors 3rd Year Suggestion PDF 2025 Honors Entrepreneurship Suggestion 2025,শিল্পোদ্যোগ চূড়ান্ত সাজেশন 2025