চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ (Working Capital Management And Financial Statement Analysis ) সুপার সাজেশন Department of : Accounting & Other Department Subject Code: 242511 |
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ সাজেশন,কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ, অনার্স ৪র্থ বর্ষের কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মোট কার্যকরী মূলধনের সূত্রটি লিখ।
উত্তর : Gross working capital = Total current Assets.
২. হিসাব তথ্য কি?
উত্তর : হিসাব তথ্য বলতে লেনদেন, আর্থিক বিবরণীতে আর্থিক প্রতিবেদনকে বুঝায় যা সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহারকারীর নিকট সরবরাহ করা হয়। এই তথ্যসমূহকে আর্থিক তথ্য বলে।
৩. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বলতে কি বুঝ?
উত্তর : যে পরিমাণ মাল একবার ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান করলে কাঁচামাল বাবদ বার্ষিক ব্যয় সর্বনিম্ন হবে তাকে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বা EOQ বলে।
৪. ব্যবসায় ঋণ কি?
উত্তর : ধারে ক্রয়-বিক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হয় তাকে ব্যবসায় ঋণ বলে।
৫. সমান্তরাল বিশ্লেষণ কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ের এক সিরিজ আর্থিক বিবরণী তথ্যসমূহের যে বৃদ্ধি বা হ্রাস ঘটেছে তা সমান্তরালভাবে মূল্যায়ন করার একটি কৌশল যেটা শতকরা বা টাকার পরিমাপে প্রকাশ করা হয়।
৬. রক্ষণশীলতার নীতি কি?
উত্তর : যে নীতি অনুযায়ী সকল ক্ষতিকে আগে থেকে পূর্বানুমান করে হিসাবভুক্ত করতে হয়, লাভকে নয় তাকে রক্ষণশীলতা নীতি বলে।
৭. নিরাপত্তা মজুত কি?
উত্তর : পণ্য প্রাপ্তির অনিশ্চয়তার কারণে মজুতের বাড়তি চাহিদা পূরণের জন্য যে অতিরিক্ত মজুত রাখা হয় তাকে নিরাপত্তা মজুত বা Safety stock বলে। অর্থাৎ যে পরিমাণ মজুত থাকলে পণ্যের ঘাটতি ব্যয় এবং বহন ব্যয় সবচেয়ে কম হয় সেই পরিমাণ মজুদকে নিরাপত্তা মজুত বলে।
৮. সমচ্ছেদ বিন্দু কি?
উত্তর : যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয় রেভিনিউ ও মোট উৎপাদন ব্যয় সমান হয় এবং প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কিছুই হয় না তাকে সমচ্ছেদ বিন্দু বলে।
৯. নগদ প্রবাহ বিশ্লেষণ কি?
উত্তর : নগদ প্রবাহ বিবরণীর বিভিন্ন তথ্য গাণিতিক অনুপাত আকারে অথবা কয়েক বছরের তথ্যের সাথে তুলনামূলক বিশ্লেষণকে নগদ প্রবাহ বিশ্লেষণ বলে।
১০. অনুপাত বিশ্লেষণ কি?
উত্তর : ফার্মের কর্মকা-ের অগ্রগতি পর্যালোচনার জন্য আর্থিক অনুপাত নির্ণয়, ব্যাখ্যা ও বিশ্লেষণকে অনুপাত বিশ্লেষণ বলে।
১১. পরিচালন চক্র কি?
উত্তর : মজুত পণ্যের জন্য ফরমায়েশ প্রদান এবং প্রাপ্য হিসাব হতে নগদ অর্থে রূপান্তরের সময়ের পার্থক্যকে পরিচালন চক্র বলে।
১২. প্রাপ্য হিসাব ব্যবস্থাপনা কি?
উত্তর : প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাব যথাসময়ে আদায় করা ও আদায়কৃত অর্থের স্বল্পমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা এবং আদায় খরচ হ্রাস করাসহ প্রাপ্য হিসাব সংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে প্রাপ্য হিসাব ব্যবস্থাপনা বলে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
১৩. মৌসুমি চলতি মূলধন কি?
উত্তর : মৌসুম পরিবর্তন জনিত কারণে যে অতিরিক্ত চলতি মূলধনের প্রয়োজন পড়ে তাকে মৌসুমী চলতি মূলধন বলে।
১৪. কাম্য নগদ কি?
উত্তর : নগদ সংরক্ষণের সর্বনি¤œ পরিমাণ যা প্রতিষ্ঠানের সার্বিক নগদ প্রয়োজন মেটায় এবং বিনিয়োগ সুযোগও গ্রহণ করা যায় তাকে কাম্য নগদ বলে।
১৫. দেনাদারদের অবহেলাজনিত ব্যয় কি?
উত্তর : খেলাপী দেনাদারদের সাথে যোগাযোগ করা, তাগাদা দেওয়া, আদায়কারী প্রতিনিধি ভাড়া করা, প্রয়োজনবোধে আইনের আশ্রয় গ্রহণ করা ইত্যাদি বাবদ যে ব্যয় হয় তাকে দেনাদারদের অবহেলাজনিত ব্যয় বলে।
১৬. CCC এর পূর্ণরূপ কি?
উত্তর : CCC এর পূর্ণরূপ Cash Conversion Cycle.
১৭. আদায় খরচ কি?
উত্তর : প্রাপ্য বিলের অর্থ আদায় করার জন্য যে প্রশাসনিক খরচ হয় তাকে আদায় খরচ বলে।
১৮. তারল্য অনুপাত কি?
উত্তর : যে অনুপাত প্রতিষ্ঠানের আর্থিক তারল্য এবং স্বল্পমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা সম্পর্কে অবহিত করে তাকে তারল্য অনুপাত বলা হয়।
১৯. সমন্বিত আয় কি?
উত্তর : মালিক কর্তৃক বিনিয়োগ এবং উত্তোলন ব্যতীত মালিকানা স্বত্বের সকল পরিবর্তনকে সমন্বিত আয় বলে।
২০. বাহ্যিক বিশ্লেষণ কি?
উত্তর : সাধারণত পাওনাদার, বিনিয়োগকারী, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ একটি কারবারের আর্থিক বিশ্লেষণ করে থাকে তখন তাকে বাহ্যিক বিশ্লেষণ বলে।
২১. আর্থিক বিবরণী কি?
উত্তর : একটি কারবারি প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কর্মকা-ের সামগ্রিক ফলাফল বছর শেষে যে বিবরণীসমূহের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আর্থিক বিবরণী বলে।
২২. প্রতিজ্ঞাপত্র কি?
উত্তর : চাহিবামাত্র নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায়ের অঙ্গিকারনামাকে প্রতিজ্ঞাপত্র বলে।
২৩. আর্থিক ঝুঁকি কি?
উত্তর : লগ্নিপত্র হতে প্রত্যাশিত আয়ের অনিশ্চয়তার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে।
২৪. JIT বলতে কি বুঝ?
উত্তর : JIT এর পূর্ণরূপ হলো- Just In Time.
PDF Download কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ঘাটতি ও বাড়তি কার্যকরী মূলধনের প্রভাব কীরূপ? ব্যাখ্যা কর।
২. আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশলগুলো বর্ণনা কর।
৩. নগদ প্রবাহ বিবরণী ও আয় বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও।
৪. স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসসমূহ লিখ।
5. Harris & Company has an inventory turnover of 12 times each year, an average collection period of 45 days and an average payment period of 40 days. The firm spends Tk. 1 million on operating cycle investments each year. Assuming 360 day a year –
(a) Calculate the firm’s operating cycle.
(b) Calculate the firm’s cash conversion cycle.
(c) Calculate the amount of negotiated financing required to support the firm’s cash conversion cycle.
6. A company predicts that 3,000 units of certain material will be needed next year. Each unit cost Tk. 6. Past experience indicates that the storage cost are approximately equal to 10% of the inventory investment. The cost to place an order amount Tk. 9.
(a) Determine the economic order quantity so as to enable the company to balance its ordering and stores costs.
(b) How many order will the company place in a year based from EOQ?
7. The Zareef Chemical Company has sales of Tk. 1,20,000 and a margin of safety 40% and P/V 30%. An increase of fixed expenses and increase of sales have changes margin of safety to 35% and P/V to 40%.
Required: (a) The break-even-point; (b) The present profit; (c) The break-even-point; (d) The new net profit.
8. Total current assets Tk. 5,00,000.
Total current liabilities Tk. 2,00,000.
Quick ratio 1.5
Required: (a) Total working capital: (b) Net working capital. (c) Inventory.
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৯. মোট চলতি মূলধন ও নিট চলতি মূলধনের মধ্যে পার্থক্য লিখ।
১০. প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থসংস্থান ও মজুত পণ্যের মাধ্যমে অর্থসংস্থানের পার্থক্য বর্ণনা কর।
১১. মজুত পণ্য ব্যবস্থাপনা সর্বদাই দুটি বিপদসীমা এড়িয়ে চলে – ব্যাখ্যা কর।
১৩. আর্থিক বিশ্লেষণের গুরুত্ব বর্ণনা কর।
14. ABC Ltd. provides the following information:
(i) The standard deviation in daily cash balance is Tk. 10.000.
(ii) The minimum cash balance is to maintain Tk. 1,25,000.
(iii) The interest rate is 6% p.a.
(iv) The transaction cost for each time is Tk. 50.
Requirements:
(1) Return Point (z);
(2) Target Balance;
(3) Upper limit;
(4) Average Balance.
15. A firm sells goods worth Tk. 50,00,000 on credit. If credit terms are 3/15, net 45 and 40% of the customers accept cash discount, then how much of profit will the business have to avoid before tax? What would happen if credit terms were 2/10. net 30 and 60% of the customers accept cash discount?
16. PQR Ltd. annual credit sales is Tk. 10,00,000 and average collection period is 90 days. You are required to calculate: (i) Average accounts receivable; (ii) ARTO.
17. Operating data for Soma Corporation are presented below:
2025 কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. (ক) কার্যকরী মূলধন ব্যবস্থাপনার নীতিসমূহ আলোচনা কর।
(খ) স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লিখ।
২. (ক) গুণগত তথ্যের বৈশিষ্ট্য লিখ।
(খ) অনুপাত বিশ্লেষণের গুরুত্ব বর্ণনা কর।
3. Z and Z Co. Ltd. has been operating at 24,000 units of production per year with the following cost structure during 2015:
Raw materials Tk. 60 P.U
Direct labour (40% fixed) Tk. 50 P.U
Factory O. H (80% fixed) Tk. 40 P.U
Tk. 40 P.U Selling O. H Tk. 10 P.U
Total : 160 P.U
Add : profit 40 P.U
Selling price 200 P.U
As on 31st December 2015, the company had the following balances:
Inventory of raw materials Tk. 3,60,000
Inventory of WIP Tk. 2,20,000
Inventory of finished goods Tk. 7,20,000
It is estimated that the demand of its products will increase and the company planning to increase production 50% in the next year. It is expected that because of increased volume of purchase, the supplier of raw materials will reduce direct materials cost by 10%. Credit period allowed to debtors 90 days and creditors allowed 2 months. Lag in payment of wages is 15 days and other expenses is one month.
You are required to estimate the working capital requirement for the 2016 assuming minimum cash balance requirement of Tk. 3 lakh.
4. Your company has an average daily cash balance of Tk. 4,000. Total cash needed for the year is Tk. 4,80,000. The interest rate is 6%. Processing cost of Tk. 100 each transaction.
Calculate: (a) Opportunity cost; Trading cost; (c) Total cost; (d) Comment on your company’s cash trategy.
6. Beximco Ltd. needs working capital of Tk. 5,00,000. There are three alternative methods of financing:-
(i) To forgo cash discount granted on the basis 3/10 Net-30.
(ii) The Co. has a revolving credit of Tk. 5,00,000 at an interest of 13% with Sonali Bank. Its average borrowing was Tk. 3,00,000 for the year. A commitment fee of 2% is 10 be paid. Compute effective annual rate.
(iii) The Co. issue a 120 days commercial paper of face value of Tk. 5,00,000 and its sales value Tk. 4,50,000. The credit rating expenses are 0.5% of the size of issue, stamp duty 0.25%. What is the cost of commercial paper? Which alternative should the company chose? And why?
12. Annual credit sales of Samit Ltd. is Tk. 16,00,000 and its average collection period is 90 days. Past experience that bad debt loss was 2.5% and collection and administration cost is Tk. 12,00,000. The factor charges 3% commission and advances upto 90% at 15% interest. How much the company will get as advance and what is the amount of total cost and EIR of factoring the A/R?
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ সাজেশ
13. Your factory buys and uses a component for production at Tk. 20 per piece. Annual 10 requirement is 4,000 pieces. Carrying costs of inventory is 10% per annum and ordering cost is Tk. 50 per order. The purchase manager proposes that as the ordering cost is very high, it is advantageous to place a single order for the entire annual requirement instead of EEOQ. He also says that, if we order 4,000 pieces at a time, we can get at 3% discount from the supplier. Evaluate this proposal and make your recommendation.
১৫. ক্ষুদ্রতম বর্গ পদ্ধতি কি? এর সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনা কর।
১৬. (ক) নগদ ধারণ করার কারণ কি?
(খ) ঋণ রেখা ও ঘূর্ণায়মান ঋণ এর মধ্যে পার্থক্য দেখাও।
Honors 4thyear Common Suggestion 2025
ক বিভাগ
- চলতি মূলধন ব্যবস্হাপনার সংজ্ঞা দাও
- সাহসী নীতি কী?
- ঋণাত্মক চলতি মূলধন কাকে বলে?
- তারল্য ঝুঁকি কি?
- নদত ব্যবস্হাপনা কাকে বলে?
- ব্যাংক ফ্লোট কী?
- তালাবাক্র পদ্ধতি কী?
- ক্ষতিপূরণের উদ্ধও কী?
- আদায় খরচ কী?
- ক্রেডিট গ্রান্টিং কী?
- 5G কী কী?
- মজুত পণ্য কাকে বলে?
- গতিশীল মজুত কাকে বলে?
- কাঁচামাল ব্যয় নিয়ন্ত্রণ কী?
- কাঁচামাল ব্যবস্হাপনার Five R কী কী?
- সল্পমেয়াদি অর্থায়ন কাকে বলে?
- স্তঃস্ফুত অর্থায়ন কী?
- Net20/ Eomবলতে কী বুঝ?
- ননব্যাংক স্বল্পমেয়াদি ঋণ কী?
- কাম্য নগত কী?
- স্হিতিশীল মজুত অবস্হা কী?
- প্রতিশ্রুতি নেট কী?
- মৌসুমি ডেটিংস কী?
- ডাক ফ্লোট কী?
- প্রাপ্য হিসাবের শতকরা হার কী?
- 2/10 net 30 বলতে কী বুঝ?
- ফ্যাক্টরিং এর সংজ্ঞা দাও
- নিয়েন কী?
- মালিকানা স্বত্ত্ব কী?
- সংরক্ষিত আয় বিবরণী কী?
- সম্পদ কী?
- আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কী বুঝ?
- আনুভূমিক বিশ্লেষণ কী?
- প্রাসঙ্গিক ব্যয় কী?
- ডুপান্ট বিশ্লেষণ পদ্ধতি কী?
- সমন্বিত আয় কী?
- অনুপাত কী?
- মজুত আবর্তন কী?
- মজুত পণ্যের আদর্শ হার কত
- তারল্য অনুপাত কী?
খ বিভাগ
- চলতি মূলধন ব্যবস্হাপনা প্রথমত তারল্য ও লাভ অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয়সাধন করে ব্যাখ্যা কর
- ঘাটতি ও বাড়তি কার্যকরি মূলধনের প্রভাব কিরুপ ব্যাখ্যা কর
- বিক্রয় যোগ্য সিকিউরিটি কী?
- প্রাপ্য হিসাব আদায় পদ্ধতিগুলো বর্ণনা কর
- মজুত ব্যবস্হাপনার নিশ্চয়তা ও অনিশ্চয়তা পদ্ধতির পার্থক্য লেখ?
- মজুত পণ্য ব্যবস্হাপনা সর্বদাই দুটি বিপদ সীমা এড়িয়ে চলে ব্যাখ্যা কর ৷
- অর্থ ব্যবস্হার উৎস হিসেবে স্বল্পমেয়াদি অর্থ সংস্হান এত জনপ্রিয় কেন
- আয় পরিমাণ মুনাফা সম্পর্ক বিশ্লেষণের পূর্বশর্ত কী কী?
- আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশলগুলো বর্ণনা কর
- সমচ্ছেদ বিশ্লেষণের সুবিধাসমূহ লেখ
- ব্যবস্হাপনার দক্ষতা যাচাইয়ের জন্য অনুপাতসমূহ আলোচনা কর
- Harris Company has an inventory turnover of 12 times each year, an average collection period of 45 days and an average payment period of 40.days .
- the firm spends tk 1 million on operating cycle investments each year.assuming 360 day year nu 16
- A firm sells goods worth tk 50.00.000 on credit if credit terms are 3/5 net 45.and 40%of the customers accepted discount
- Then how much of profit will the business have to avoid before tax?what would happen if credit terms were 2/10net 30 & 60% of the customers accept cash discount nu 17
- a company predicts that than3.00 units of certain material will be needed next year. Each unit cost tk 6. Past experience indicates that storage costs are approximately equal to 10% of the inventory investment. the cost to place an order amount tk 9 nu 16
- pqr ltd annual credit sales is tk 10.00.000 and average collection period is 90 days nu 17
- white house corporation has an average daily balance tk 350. total cash needed tk 35.000 the interest rate is 5% and replacing the cash cost of tk 6 each time.
- What are the opportunity cash of the holding cost and the trading cost of the cost of the total cost nu 15
- total current assets tk 5.00.000
- total current liabilities tk 20.00.00 nu 13
- the comparative condensed income statement of sun corporation shown below nu 18
- the operating results of a company for the last two years were as follows nu 18
গ বিভাগ
- কার্য করি মূলধনের বৈশিষ্ট্য আলোচনা কর ?
- কার্য করি মূলধনের বিবেচ্য বিষয় সমূহ আলোচনা কর?
- কার্যকরি মূলধন ব্যবস্হাপনার গুরুত্ব আলোচনা কর?
- ফ্লোট কী? বিভিন্ন প্রকার ফ্লোটগুলোর বর্ণনা দাও
- বাণিজ্যিক কাগজ কাকে বলে? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
- ক্রেডিট গ্রান্টিং এর বিবেচ্য বিষয় গুলো আলোচনা কর
- ঋণমান কী? ঋণমান নির্ণয়ের ক্ষেএে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর
- মজুত নিয়ন্ত্রণ কাকে বলে?মজুত নিয়ন্ত্রণের কৌশল বর্ণনা কর
- মজুত পণ্য ব্যবস্হাপনা কাকে বলে? মজুত পণ্য ব্যবস্হাপনার গুরুত্ব আলোচনা কর
- ব্যবসায় ঋণের শর্তাবলি নির্ধারনে প্রভাব বিস্তারকারী উপাদান বর্ণনা কর
- ব্যবসায় ঋণের ব্যয় কী? ব্যবসায় ঋণের ব্যয় কে বহন করে?
- নগত প্রবাহ বিবরণী কাকে বলে?নগত প্রবাহ বিবরণীর উপাদান বর্ণনা কর
- সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা কী? এর বৈশিষ্ট্য আলোচনা কর
- আর্থিক বিবরণী বিশ্লেষণের সুবিধা ও অসুবিধা আলোচনা কর
- সমচ্ছেদ বিন্দু কাকে বলে?সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ পদ্ধতি আলোচনা কর
- অনুপাত বিশ্লেষণের সুবিধা পদক্ষেপসমূহ আলোচনা কর
- Form the following information of abc ltd.preoare a statement of working capital requirement for the company for 2015 nu 13
- A company needs tk 10.00.000 to meet working capital requirements. they have the following alternatuves nu14
- Nothera ltd estimated their annual cash requirments is tk 30.00.000 annual internest rate of marketable securoties is 12% and transaction cost tk 100 of each time of transfer nu 14
- the following financial statements were drawn form rini ltd nu 17
- Bm company is currentlu selling goods of tk —–nu 13
- Form the following information calculatw nu 14
- Your factory buys and uses a comenet for ——-++ nu 17
- Following is the summarized balance sheet of FTac ltd nu 14
- beximco ltd needs working capital of tk 5.00.000. there are three alternative methods of financing nu 16
- fit a tred line vy the method of least squares of the following data nu 16
- The following is the balance sheet of a conpany as on 31 march 2015 nu 16
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ স্পেশাল সাজেশন 2025,Honors Working Capital Management And Financial Statement Analysis Suggestion 2025
PDF Download কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ সাজেশন, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,