অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম সাজেশন, honors 4th year public health and social work special short suggestions, অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম ১০০% কমন সাজেশন, honors 4th year suggestions

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন জনস্বাস্থ্য ও সমাজকর্ম সাজেশন, অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম সাজেশন, honors 4th year public health and social work special short suggestions, অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম ১০০% কমন সাজেশন, honors 4th year suggestions

অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম সাজেশন ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
জনস্বাস্থ্য ও সমাজকর্ম (Public Health and Social Work) সুপার সাজেশন ২০২৫
Department of : Social Work & Other Department
Subject Code: 242113
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম সাজেশন,জনস্বাস্থ্য ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম, অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন জনস্বাস্থ্য ও সমাজকর্ম সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

জনস্বাস্থ্য ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৫

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. স্বাস্থ্য কী?
উত্তর : স্বাস্থ্য বলতে প্রাণী বা জীবদেহের দৈহিক, বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলোর কাজ সঠিক ও সাবলীলভাবে পরিচালিত হওয়াকে বুঝায়।

২. ‘Health is a state of complete physical, mental and social well being’ -কার উক্তি?
উত্তর : ‘Health is a state of complete physical, mental and social well being’ -বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উক্তি।

৩. কত সালে WHO প্রাথমিক স্বাস্থ্য যত্ন কার্যক্রম গ্রহণ করে?
উত্তর : ২০০০ সালে WHO প্রাথমিক স্বাস্থ্য যত্ন কার্যক্রম গ্রহণ করে।

৪. স্বাস্থ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি?
উত্তর : স্বাস্থ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নির্ধারক হলো বংশগতি।

৫. ‘সামাজিক চিকিৎসাবিদ্যা’ শব্দটি সর্বপ্রথম কে, কখন ব্যবহার করেন?
উত্তর : ‘সামাজিক চিকিৎসাবিদ্যা’ শব্দটি সর্বপ্রথম Jules Guerin, ১৮৪৮ সালে ব্যবহার করেন।

৬. কমিউনিটি ক্লিনিক কী?
উত্তর : গ্রামীণ জনগোষ্ঠীর সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায় স্থাপিত স্বাস্থ্য কেন্দ্রই কমিউনিটি ক্লিনিক।

৭. কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে?
উত্তর : WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে।

৮. শিশুদের ডায়রিয়া প্রতিরোধের টিকার নাম কী?
উত্তর : শিশুদের ডায়রিয়া প্রতিরোধের টিকার নাম রোটা ভ্যাকসিন।

৯. কোন প্রতিষ্ঠান বিশ্বব্যাপী শিশুদের টিকাদান কর্মসূচি চালু করে?
উত্তর : WHO বিশ্বব্যাপী শিশুদের টিকাদান কর্মসূচি চালু করে।

১০. ‘আপনার শিশুকে টিকা দিন’— এটি কার স্লোগান ?
উত্তর : ‘আপনার শিশুকে টিকা দিন’— এটি স্বাস্থ্য অধিদপ্তরের স্লোগান।

১১. খাদ্য কী?
উত্তর : যা খেলে দেহের বৃদ্ধিসাধন হয়, ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দেহে কাজ করার শক্তি জোগায় এবং শরীর সুস্থ রাখে তাই খাদ্য।

১২. খাদ্যের উপাদান কয়টি ও কী কী?
অথবা, খাদ্যের উপাদানসমূহ কী কী?
উত্তর : খাদ্যের উপাদান ছয়টি। যথা : ১. আমিষ, ২. শর্করা ও শ্বেতসার, ৩. স্নেহ পদার্থ, ৪. ভিটামিন, ৫. খনিজ পদার্থ ও ৬. পানি।

১৩. প্রোটিন শক্তিজনিত অপুষ্টির একটি রোগের নাম লেখ।
উত্তর : প্রোটিন শক্তিজনিত অপুষ্টির একটি রোগের নাম হলো ম্যারাসমাস বা কোয়াশিয়রকর।

১৪. কে প্রথম ভিটামিন-এ শনাক্ত করেন?
উত্তর : ম্যাক কলাম (Mc Collum) প্রথম ভিটামিন-এ শনাক্ত করেন।

১৫. ভিটামিন ‘বি’ কমপ্লেক্স কী?
উত্তর : পানিতে দ্রবণীয় কয়েকটি ভিটামিনকে একত্রে ভিটামিন ‘বি’ কমপ্লেক্স বলে। যেমন— ভিটামিন বি১, বি২, বি১২, নায়াসিন প্রভৃতি।

১৬. কোন দুধে ভিটামিন-ই এর পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর : মাতৃদুগ্ধে ভিটামিন-ই এর পরিমাণ সবচেয়ে বেশি।

১৭. আয়োডিনের প্রধান উৎস কী?
উত্তর : আয়োডিনের প্রধান উৎস হলো লবন, সামুদ্রিক মাছ ও মছের তেল।

১৮. কোন খাদ্যকে আদর্শ আমিষ বলা হয়?
উত্তর : ডিম ও মাতৃদুগ্ধকে আদর্শ আমিষ বলা হয়।

১৯. পুষ্টি কী?
অথবা, পুষ্টি বলতে কী বুঝ?
উত্তর : পুষ্টি একটি জৈবিক প্রক্রিয়া। যার মাধ্যমে গৃহীত খাদ্য পরিপাক ও পরিশোধিত হয়ে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ও শক্তি উৎপাদনে সাহায্য করে।

২০. DNA এর পূর্ণরূপ লেখ।
উত্তর : DNA এর পূর্ণরূপ হলো Deoxyribo Nucleic Acid.

২১. দুটি পানিবাহিত রোগের নাম লেখ।
উত্তর : দুটি পানিবাহিত রোগের নাম হলো- ১. কলেরা ও ২. টাইফয়েড।

২২. ভাইরাস কী?
উত্তর : নিউক্লিড ও প্রোটিন দ্বারা গঠিত অকোষীয় রোগসৃষ্টিকারী সুক্ষ্মতিসুক্ষ্ম পোষকের দেহে বংশবিস্তারে সক্ষম জীব ও জড়ের মধ্যবর্তী পদার্থের এক ধরনের বস্তুই ভাইরাস।

২৩. জন্ডিসের লক্ষণ কী?
উত্তর : জন্ডিসের লক্ষণ হলো প্রথমে চোখের সাদা এবং পর্যায়ক্রমে পুরো শরীর হলুদ বর্ণ ধারণ করে।

২৪. AIDS এর পূর্ণরূপ কী?
অথবা, AIDS এর পূর্ণরূপ লেখ।
উত্তর : AIDS এর পূর্ণরূপ হলো Acquired Immune Deficiency Syndrom.

২৫. STD-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: STD এর পূর্ণরূপ হলো Sexually Transmitted Diseases.

২৬. ডুবে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কী?
উত্তর : ডুবে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা হলো প্রথমে রোগীর শ্বাসপ্রশ্বাস ও নাড়ির স্পন্দন নেওয়া। যদি শ্বাসপ্রশ্বাস না থাকে তাহলে মুখে কৃত্রিম শ্বাস দেওয়া। আর নাড়ির স্পন্দন থাকলে বুকের বা পাশে হাত রেখে চাপ দেওয়া।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

জনস্বাস্থ্য ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৫

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. স্বাস্থ্য নির্ধারক কী?
২. বাংলাদেশের প্রেক্ষিতে স্বাস্থ্যের নির্দেশকসমূহ লেখ।
৩. সামাজিক স্বাস্থ্য বলতে কী বুঝ?
অথবা, সামাজিক স্বাস্থ্য কী?
৪. সমষ্টি পরিষেবা বলতে কী বুঝ?
অথবা, সমষ্টি পরিষেবার সংজ্ঞা দাও।

৫. স্বাস্থ্য শিক্ষার সীমাবদ্ধতাসমূহ উল্লেখ কর।
অথবা, স্বাস্থ্য শিক্ষার সীমাবদ্ধতাসমূহ কী কী?
৬. মানসিক স্বাস্থ্য কাকে বলে?
অথবা, মানসিক স্বাস্থ্য কী?
৭. ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার কৌশলগুলো লেখ।
অথবা, ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার উপায় বর্ণনা কর।

৮. অনাক্রম্যতা বা রোগ নিরাপত্তা বলতে কী বুঝ ?
অথবা, রোগ প্রতিরোধ ক্ষমতা কী?
৯. সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উদ্দেশ্যসমূহ লেখ।
১০. খাদ্যের উপাদান কয়টি ও কী কী?
অথবা, সুষম খাদ্যের উপাদানগুলো লেখ।

PDF Download জনস্বাস্থ্য ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৫

১১. খাদ্যের কাজ কী?
অথবা, খাদ্যের গুরুত্ব কী?
১২. সুষম খাদ্যের সংজ্ঞা দাও।
অথবা, সুষম খাদ্য বলতে কী বুঝ?
১৩. যৌন সংক্রামক ব্যাধি (STD) বলতে কী বুঝায়?
অথবা, যৌনবাহিত রোগ কী?

১৪. এইডসের কারণ কী?
অথবা, এইডস বিস্তারের কারণগুলো লেখ।
১৫. প্রাথমিক চিকিৎসা কাকে বলে?
অথবা, প্রাথমিক চিকিৎসা বলতে কী বুঝায়?
১৬. আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা উল্লেখ কর।
অথবা, পুড়ে যাওয়া রোগীকে কি প্রাথমিক চিকিৎসা দেয়া উচিত?

১৭. স্বাস্থ্যসেবায় দল সমাজকর্মের প্রয়োগ দেখাও।
১৮. স্বাস্থ্যসেবায় সামাজিক গবেষণার ভূমিকা বর্ণনা কর।

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম ২০২৫

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. সামাজিক স্বাস্থ্য কী? বাংলাদেশের প্রেক্ষিতে স্বাস্থ্যের নির্দেশকগুলো আলোচনা কর।
অথবা, বাংলাদেশের প্রেক্ষিতে স্বাস্থ্যের নির্দেশকসমূহ আলোচনা কর।
২. স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তারকারী সামাজিক ও পরিবেশগত উপাদানগুলো বর্ণনা কর।
অথবা, স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তারকারী সামাজিক ও পরিবেশগত উপাদানগুলো আলোচনা কর।
৩. সামাজিক স্বাস্থ্য কী? স্বাস্থ্যের নিয়ামকসমূহ আলোচনা কর।
অথবা, সামাজিক স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্যের নির্ধারকগুলো বর্ণনা কর।

৪. প্রতিরোধমূলক চিকিৎসাবিদ্যা বলতে কী বুঝ? প্রতিরোধমূলক চিকিৎসাবিদ্যার বৈশিষ্ট্য বর্ণনা কর।
অথবা, প্রতিরোধমূলক চিকিৎসাবিদ্যা কী? প্রতিরোধমূলক চিকিৎসাবিদ্যার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৫. বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সমষ্টি পরিসেবার গুরুত্ব বর্ণনা কর।
৬. সমষ্টি পরিষেবার প্রক্রিয়া বিস্তারিতভাবে আলোচনা কর।
অথবা, সমষ্টি পরিষেবা প্রক্রিয়ার প্রকারভেদ বর্ণনা কর।

৭. স্বাস্থ্য শিক্ষার লক্ষ্যসমূহ চিহ্নিত কর। স্বাস্থ্য শিক্ষার পদ্ধতিগুলো আলোচনা কর।
অথবা, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্যসমূহ উল্লেখ কর। স্বাস্থ্য শিক্ষার পদ্ধতিগুলো বর্ণনা কর।
৮. স্বাস্থ্য শিক্ষা কাকে বলে? স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব আলোচনা কর।
অথবা, স্বাস্থ্য শিক্ষা কী? বাংলাদেশের জনস্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব আলোচনা কর।
৯. মানসিক ও পেশাগত স্বাস্থ্য বিপত্তিসমূহ আলোচনা কর।
অথবা, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য কী? মানসিক স্বাস্থ্যের বিপত্তিসমূহ বর্ণনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১০. পরিবেশগত স্বাস্থ্যবিধি কী? পরিবেশগত স্বাস্থ্যবিধির গুরুত্ব বর্ণনা কর।
অথবা, পরিবেশগত স্বাস্থ্যবিধি কাকে বলে? পরিবেশগত স্বাস্থ্যবিধির গুরুত্ব আলোচনা কর।
১১. বাংলাদেশের ইপিআই কর্মসূচি সম্পর্কে আলোচনা কর।
১২. পুষ্টিহীনতা দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশে অপুষ্টি সমস্যা দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর।
অথবা, পুষ্টিহীনতার সাধারণ কারণগুলো কী? বাংলাদেশে অপুষ্টি সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।

১৩. খাদ্যাভ্যাস বলতে কী বুঝ? সুষম খাদ্যের গুরুত্ব আলোচনা কর।
অথবা, খাদ্যাভ্যাস কী? পুষ্টি সংরক্ষণে বাংলাদেশে প্রচলিত খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
১৪. ডেঙ্গুজ্বর কী? ডেঙ্গুজ্বরের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা আলোচনা কর।
অথবা, ভেঙ্গু জ্বর কী? ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি বর্ণনা কর।
১৫. পানিবাহিত রোগ বলতে কী বুঝায়? পানিবাহিত রোগ প্রতিরোধের উপায় আলোচনা কর।
১৬. যৌনবাহিত রোগ কাকে বলে? যৌন বাহিত রোগের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
অথবা, যৌন সংক্রামক ব্যাধি বলতে কী বুঝ? এসটিডি রোগের কারণ ও প্রতিকার লেখ।

১৭. এইডস ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কারা? বাংলাদেশে এইডস প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর।
১৮. স্বাস্থ্যসেবা অনুশীলনে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি কীভাবে সহায়তা করে? আলোচনা কর।
অথবা, স্বাস্থ্যসেবা অনুশীলনে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি কীভাবে সহায়তা করে? বর্ণনা কর ।
১৯. সমষ্টি স্বাস্থ্যসেবা অনুশীলনে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ আলোচনা কর।
অথবা, সমষ্টি স্বাস্থ্য সেবায় সমাজকর্ম পদ্ধতিসমূহের অনুশীলনের সম্ভাব্যতা যাচাই কর।

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ জনস্বাস্থ্য ও সমাজকর্ম সাজেশন

Honors 4th year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম স্পেশাল সাজেশন 2025,Honors Public Health and Social Work Suggestion 2025

PDF Download জনস্বাস্থ্য ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, জনস্বাস্থ্য ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, জনস্বাস্থ্য ও সমাজকর্ম সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ জনস্বাস্থ্য ও সমাজকর্ম সাজেশন, জনস্বাস্থ্য ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment