অনার্স ৪র্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি (Western Literary Theores and Methods of Literary Criticism) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 241005
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি সাজেশন,পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি, অনার্স ৪র্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2025

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. প্লেটোর মতানুসারে ট্র্যাজেডি সৌন্দর্যের প্রথম স্রষ্টা কে?
উত্তর : প্লেটোর মতে ট্র্যাজেডির সৌন্দর্যের প্রথম স্রষ্টা বা গুরু হোমার।

২. কোন গ্রন্থে এরিস্টটল মহাকাব্য ও ট্রাজেডির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেছেন?
উত্তর : ‘পোয়েটিক্স’ গ্রন্থে এরিস্টটল মহাকাব্য ও ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেছেন।

৩. ‘বিমোক্ষণ’ বা ‘Katharsis’ অর্থ কী?
উত্তর : ‘বিমোক্ষণ’ বা ‘Katharsis’ অর্থ পরিশুদ্ধকরণ।

৪. ‘পোয়েটিকস’ এর আলোকে ট্র্যাজেডি কত প্রকার?
উত্তর : ‘পোয়েটিকস’ এর আলোকে ট্র্যাজেডি চার প্রকার।

৬. ‘বিনির্মাণবাদ’ তত্ত্বের প্রবক্তা হিসেবে কে পরিচিত?
উত্তর : ‘বিনির্মাণবাদ’ তত্ত্বের প্রবক্তা জাক দেরিদা।

৫. ‘শিল্প মাত্রই অনুকরণ।’ —কে বলেছেন?
উত্তর : ‘শিল্প মাত্রই অনুকরণ।’ -এরিস্টটলের গুরু প্লেটো বলেছেন।

৭. নিওক্লাসিকগণ কাদের রচনাকে আদর্শ মনে করতেন?
উত্তর : নিওক্লাসিকগণ হোরেসের ‘আর্স পোয়েটিকা’কে আদর্শ মনে করতেন।

৮. ‘ভাব সমুন্নতি হচ্ছে এক সমহৎ মনের প্রতিধ্বনি।’ -উক্তিটি কোন লেখকের?
উত্তর : ‘ভাব সমুন্নতি হচ্ছে এক সমহৎ মনের প্রতিধ্বনি।’ উক্তিটি লঙ্গিনুসের।

৯. ‘কাব্য নীতি-উপদেশ দেয় অথবা দুটোই দেয়।’ -অভিমতটি কার?
উত্তর : ‘কাব্য নীতি-উপদেশ দেয় অথবা দুটোই দেয়।’ -অভিমতটি লঙ্গিনুসের।

১০. ‘Sublime’ অর্থ কী?
উত্তর : ‘Sublime’ অর্থ মহিমান্বিত, মহামহিমান্বিত, ভীষণ সুন্দর বা ভয়াল সুন্দর, বিস্ময় উদ্রেক কর ইত্যাদি।

১১. হোরেসের পুরোনাম কী?
উত্তর : হোরেসের পুরোনাম কুইন্টাস হোরাটিয়াস ফ্লাক্বাস।

১২. রোমান্টিসিজমের প্রধান শর্ত কী?
উত্তর : রোমান্টিসিজমের প্রধান শর্ত হলো কল্পনাশক্তির ওপর অগাধ বিশ্বাস।

১৩. ‘কবিতা তীব্রতম অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ।’ –সংজ্ঞাটি কার?
উত্তর : ‘কবিতা তীব্রতম অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ।’ –সংজ্ঞাটি ওয়ার্ডসওয়ার্থের।

১৪. কবিতাকে তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলে কে মনে করতেন?
উত্তর : কবিতাকে তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন।

১৫. বাংলা সাহিত্যে কোন কবিকে ‘রোমান্টিক’ বলে মনে করা হয়?
উত্তর : বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে ‘রোমান্টিক’ বলে মনে করা হয়।

১৬. ‘লিরিক্যাল ব্যালাডস’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘লিরিক্যাল ব্যালাডস’ গ্রন্থটি ১৭৯৮ সালে প্রকাশিত হয়।

১৭. শিল্পসাহিত্যে ‘বাস্তব’ শব্দটি এসেছে কোথা থেকে?
উত্তর : শিল্পসাহিত্যে ‘বাস্তব’ শব্দটি এসেছে ফ্রান্সে বালজাক, বিলেতে জর্জ এলিয়ট এবং যুক্তরাষ্ট্রে উইলিয়াম ডীন হাওয়েলস প্রমুখের রচনার মধ্য দিয়ে।

১৮. ইংরেজি সাহিত্যে কোন শতককে ‘গদ্য ও যুক্তির যুগ’ বলা হয়?
উত্তর : ইংরেজি সাহিত্যে আঠারো শতককে ‘গদ্য ও যুক্তির যুগ’ বলা হয়।

১৯. ‘বায়গ্রাফিক লিটারেরিয়া’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘বায়গ্রাফিক লিটারেরিয়া’ গ্রন্থের রচয়িতা হলেন লিওন ইডেল (১৯৫৪)।

২০. ম্যাজিক রিয়ালিজমের প্রধান রূপকার কে?
উত্তর : ম্যাজিক রিয়ালিজমের প্রধান রূপকার হলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।

২১. ‘নিওক্লাসিসিজম’ এর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ‘নিওক্লাসিসিজম’ এর প্রধান বৈশিষ্ট্য হলো নিখুঁত পরিমার্জনা ও শানিত দৃষ্টি নিয়ে আত্মপ্রকাশ করে।

২২. রিয়ালিজমের বীজ কোন দেশীয় উপন্যাসে উপ্ত হয়েছিল?
উত্তর : রিয়ালিজম সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সের সাহিত্যিক বারজাক তার ‘La Comedie Humaine’ গ্রন্থে।

২৩. প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলনের পুরোহিত বলা হয় কাকে?
উত্তর : প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলনের পুরোহিত বলা হয় ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে।

২৪. এমিল জোলা কোন শিল্পধারা থেকে প্রভাবিত হয়ে ন্যাচারালিজমের সূচনা করেন?
উত্তর : এমিল জোলা রিয়ালিজম শিল্পধারা থেকে প্রভাবিত হয়ে ন্যাচারালিজমের সূচনা করেন।

২৫. ‘নন্দনতত্ত্বের কার্ল মার্কস’ কাকে বলা হয়?
উত্তর : ‘নন্দনতত্ত্বের কার্ল মার্কস’ গেওগ লুকাজকে বলা হয়।

২৬. চার্লস যেঙ্কস কে?
উত্তর : চার্লস যেঙ্কস হলেন আধুনিকতত্ত্ব ও বিলম্বিত আধুনিক কবি।

২৭. লুকাস রচিত মার্কসীয় নন্দনতত্ত্ববিষয়ক একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর : লুকাস রচিত মার্কসীয় নন্দনতত্ত্ববিষয়ক গ্রন্থ ‘Theory of the Novel’.

২৮. ফ্রয়েড মনের তিনটি স্তরকে কী কী ভাগে ভাগ করেছেন?
অথবা, ফ্রয়েডের মতে মানবমনের কয়টি স্তর রয়েছে?
উত্তর : ফ্রয়েড মানবমনের তিনটি স্তরের কথা বলেছেন। যথা : অবচেতন, প্রাকচেতন ও চেতন।

২৯. ‘Orientalism’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : ‘Orientalism’ গ্রন্থটি Edward Said লিখেছেন।

৩০. ‘স্বপ্ন হলো অবচেতন ইচ্ছার প্রতীকী পূরণ।’ -উক্তিটি কার?
উত্তর : ‘স্বপ্ন হলো অবচেতন ইচ্ছার প্রতীকী পূরণ।’ -উক্তিটি সিগমুন্ড ফ্রয়েডের।

৩১. ‘দ্বিতীয় লিঙ্গ’ (The Second Sex) বইটির লেখক কে?
উত্তর : ‘দ্বিতীয় লিঙ্গ’ (The Second Sex) বইটির লেখক Simone De Beauvior (1953)।

৩২. ‘ফেমিনিজমে’র পথিকৃৎ কে?
উত্তর : ‘ফেমিনিজমে’র পথিকৃৎ হলেন মেরি ওলস্টোন ক্রাফট।

৩৩. কালিদাস নারীকে কী বলে প্রশংসা করেছেন?
উত্তর : কালিদাস নারীকে ‘পূজার্হা; গৃহদীপ্তয়’ বলে প্রশংসা করেছেন।

৩৪. কেইট মিলেটের একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর : কেইট মিলেটের একটি গ্রন্থের নাম হলো ‘সেক্সুয়াল পলিটিক্স’।

৩৫. ‘নতুন করে তৈরি কর।’ এজরা পাউন্ডের এ উক্তিটি কোন সাহিত্যধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয়েছে?
উত্তর : আধুনিক সাহিত্যধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয়েছে।

৩৬. পোস্ট-মডার্নিজম সাহিত্যতত্ত্বের একজন প্রধান প্রবন্ধার নাম লেখ।
উত্তর : পোস্ট-মডার্নিজম সাহিত্যতত্ত্বের একজন প্রধান প্রবক্তা হলেন জর্জ লুইস বর্জ ইহাব হাসান।

৩৭. ‘বিনির্মাণবাদ’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ‘বিনির্মাণবাদ তত্ত্বের প্রবক্তা জাক দেরিদা।

৩৮. কোন সমালোচনাতত্ত্বে সাহিত্যকে সমাজ, ইতিহাস, অর্থনীতি, শ্রেণি ও আদর্শের মানদণ্ডে বিচার করা হয়?
উত্তর : ইতিহাসমূলক সমালোচনা তত্ত্বে সমাজ, ইতিহাসে, অর্থনীতি, শ্রেণি ও আদর্শের মানদণ্ডে বিচার করা হয়।

৩৯. ইউরোপীয় সমালোচনা সাহিত্যের জনক কে?
উত্তর : ইউরোপীয় সমালোচনা সাহিত্যের জনক জন ড্রাইডেন।

৪০. বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্য সমালোচনা রীতিতে প্রবন্ধ রচনার পথিকৃৎ কে?
উত্তর : বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্য সমালোচনা রীতিতে প্রবন্ধ রচনার পথিকৃৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৪১. সমালোচনা রীতির অপেক্ষাকৃত আধুনিক পদ্ধতি কোনটি?
উত্তর : সাহিত্য সমালোচনা পদ্ধতির মধ্যে তুলনামূলক পদ্ধতি অপেক্ষাকৃত আধুনিক।

৪২. তুলনামূলক সমালোচনা রীতির একটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : তুলনামূলক সমালোচনা রীতির একটি বৈশিষ্ট্য হলো বিভিন্ন দেশের সাহিত্য-সংস্কৃতির পারস্পরিক বিচারবিশ্লেষণের মাধ্যমে উভয়ের কৃতিত্ব ও উৎকর্ষ অপকর্ষ নির্ধারণ করা।

৪৩. ‘OF GARMMATOLOGY’ এর রচয়িতা কে?
উত্তর : ‘OF GARMMATOLOGY’ এর রচয়িতা Jacques Derrida.

৪৪. The room of one’s own’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘The room of one’s own’ গ্রন্থের রচয়িতা ভার্জিনিয়া উলফ।

৪৫. ‘মূল্যবিচারমূলক’ সমালোচনার শর্ত কী?
উত্তর : ‘মূল্যবিচারমূলক’ সমালোচনার শর্ত হলো ব্যাখ্যা, বিচার ও রসোপভোগ।

৪৬. ‘বহুম্বর সঙ্গতি’ কী?
উত্তর : ‘বহুম্বর সঙ্গতি’ হলো একই সময়ে একাধিক স্বয়ংসম্পূর্ণ সুরের সমবায়।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

PDF Download পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2025

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. কবি ও কবিতা সম্পর্কে প্লেটোর মতামত ব্যাখ্যা কর।
২. এরিস্টটলের ‘পোয়েটিকস’ গ্রন্থের পরিচয় দাও।
৩. এরিস্টটলের মতানুসারে ট্রাজেডি ও কমেডির পার্থক্য লেখ।
৪. ‘সাহিত্য অনুকরণ শিল্প।’ -ব্যাখ্যা কর।
৫. শিল্পের ঐক্য’ সম্পর্কে হোরেসের মত ব্যাখ্যা কর।
৬. হোরেসের ‘আর্স পোয়েটিকা’র সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।

৭. হোরেসের বাকবিতা ও গীতিকবিতা বিষয়ে সংক্ষেপে লেখ।
৮. হোরেসের প্রিন্সিপাল অব ডেকোরাম’ তত্ত্বটি সংক্ষেপে লেখ।
৯. ‘লঙ্গিনুসের সমালোচনাতত্ত্ব পাঠকের দৃষ্টি ফেরালো কবিতার দেহ থেকে কবিতায় অন্তরের দিকে।’ -মন্তব্যটি বিশ্লেষণ কর।

১০. ‘নিউক্লাসিক সাহিত্য ধারায় মানুষই হয়ে উঠল সাহিত্যের প্রধান বিষয়।’ -ব্যাখ্যা কর।
অথবা, নিউক্লাসিকরা কীভাবে মানুষকে সাহিত্যের প্রধান বিষয় করে তুলল? বিশ্লেষণ কর।
১১. রোমান্টিসিজমের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।
অথবা, রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো লেখ।
১২. রবীন্দ্রনাথের কবিতায় রোমান্টিসিজমের ধরন সম্পর্কে আলোকপাত কর।
১৩. ‘সাহিত্য আনন্দ দেবে, মহত্তর সৌন্দর্যলোকেও নিয়ে যাবে।’ -কীভাবে? ব্যাখ্যা কর।

১৪. বাস্তববাদী সাহিত্যের বৈশিষ্ট্যগুলো লেখ।
১৫. জাদুবাস্তববাদ বা ম্যাজিক রিয়ালিজম বলতে কী বোঝায়? সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ঐন্দ্রজালিক বাস্তবতার স্বরূপ বিশ্লেষণ কর।
১৬. ন্যাচারালিজমের প্রধান চারটি বৈশিষ্ট্য লেখ।
১৭. ন্যাচারালিজম ও রিয়েলিজমের মধ্যে প্রকৃতিগত পার্থক্য কোথায়?
অথবা, ন্যাচারালিজম ও রিয়েলিজমের মধ্যে পার্থক্য কোথায়?
১৮. মার্কসিজম সম্পর্কে সংক্ষেপে লেখ।

১৯. মার্কসীয় সাহিত্য সমালোচনা শিল্পসাহিত্যের উপরি কাঠামো বলতে কী বুঝায়?
২০. সাহিত্য সম্পর্কে মার্কস কী ধারণা পোষণ করতেন? লেখ।
২১. ফ্রয়েড কে ছিলেন?
২২. ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্বের ধারণা দাও।
২৩. ফ্রয়েডের তত্ত্ব অনুসরণ করে মানবমনের স্তরগুলো ব্যাখ্যা কর।

পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

২৪. সাহিত্যে মনঃবিকলন ভাবনা কীভাবে শিল্পরূপ প্রাপ্ত হয়?
২৫. নারীবাদী সাহিত্যতত্ত্বের আলোকে বাংলা সাহিত্যের একটি কবিতার ভাষ্য প্রস্তুত কর।
২৬. মডার্নিজমের কয়েকটি প্রবণতা লেখ।
২৭. আধুনিকতার স্বরূপ বিচার কর।
২৮. উত্তর আধুনিকতার স্বরূপ বিচার কর।
২৯. আধুনিকতা ও উত্তর আধুনিকতার মধ্যে পার্থক্য কী?

৩০. ইতিহাসমূলক সাহিত্য পদ্ধতির পরিচয় দাও।
অথবা, ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির পরিচয় দাও।
অথবা, ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির সংজ্ঞা ও উদাহরণ দাও।
৩১. তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির সংজ্ঞা ও উদাহরণ দাও।
অথবা, তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতি কী?
৩২. তুলনামূলক সাহিত্য সমালোচনা রীতির স্বাতন্ত্র্য মূল্যায়ন কর।
৩৩. বিশ্লেষণমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির সংজ্ঞা ও উদাহরণ দাও।
৩৪. বিশ্লেষণমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্য লেখ।
৩৫. মূল্য বিচারমূলক সাহিত্য সমালোচনা রীতির পরিচয় দাও।

2025 পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. প্লেটো ও এরিস্টটলের সাহিত্যতত্ত্বের তুলনামূলক বিচার কর।
অথবা, ‘প্লেটো এবং এরিস্টটল-এর সাহিত্যচিন্তা মূলত বোধজাত, পদ্ধতিগত নয়। ‘—আলোচনা কর।
২. এরিস্টটলের সাহিত্যতত্ত্বের পরিচয় দাও।
৩. কাব্য সমালোচকদের মতে ‘মহাকাব্য’ কী?
অথবা, এরিস্টটলের ‘পোয়েটিকস’ অবলম্বনে মহাকাব্যের সংজ্ঞা ও স্বরূপ বা প্রকৃতি বিশ্লেষণ কর।
৪. সাহিত্য নির্মাণ কলায় ‘শিক্ষা ও উপযোগিতা’ সম্পর্কে হোরেসের মতামত আলোচনা কর।

৫. হোরেসের ‘Principle of Decorum (সজ্জা নীতি) তত্ত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দাও।
অথবা, হোরেসের ‘Principle of Decorum’ তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।
৬. শিল্পীর স্বাধীনতা ও কবি কল্পনার ঐক্য সম্পর্কে হোরেসের ভাবনাকে সংক্ষেপে লিপিবদ্ধ কর।
৭. হোরেসের কবিসত্তার স্বরূপ ও তার কাব্য বৈশিষ্ট্য তুলে ধর।
৮. হোরেসের ‘আর্স পোয়েটিকা’ অবলম্বনে তার সাহিত্য ও কাব্য ভাবনার পরিচয় দাও।

৯. সাহিত্যের আদর্শ সম্পর্কে পলিনুসের মনোভাব ব্যক্ত কর।
১০. ‘মহৎ সাহিত্যিক হতে গেলে প্রথমে মহৎ মানুষ হওয়া প্রয়োজন’ -উরিটি পলিনাসের পাবলিমিটি তত্ত্বের আলোকে ব্যাখ্যা কর।
অথবা, লািনুস কেন মনে করতেন যে, মহৎ সাহিত্যিক হতে হলে প্রথমে একজন মহৎ মানুষ হওয়া প্রয়োজন? তার সাবলিমিটিবিষয়ক চিন্তার আলোকে ব্যাখ্যা কর।
১১. ‘ক্লাসিসিজম’ ও ‘নিউ-ক্লাসিসিজম’ এর মধ্যে মিল ও অমিলগুলো আলোচনা কর।
১২. ‘অবাধ কল্পনা ও ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ রোমান্টিসিজমের প্রধান দুই উৎস।’ -এ মন্তব্যে আলোকে রোমান্টিসিজমের স্বরূপ বিচার কর।

১৩. ‘অতৃপ্তিবোধ রোমান্টিক সাহিত্যিকদের ঘিরে থাকলেও তারা চূড়ান্তভাবে হতাশ হন না।’ -কেন? বাংলা সাহিত্যের দৃষ্টান্ত ব্যবহার করে বিষয়টি বিশ্লেষণ কর।
১৪. রিয়েলিজম তথা বাস্তবতাদের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য নির্দেশ কর।
১৫. ‘জীবনানন্দ দাশের কবিতায় সুররিয়ালিয়ামের প্রয়োগ’ শীর্ষক একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর।
১৬. ন্যাচারালিজম এক অর্থে রিয়ালিজমের সম্প্রসারিত রূপ। -মন্তব্যটি যাচাই কর।
১৭. মার্কসীয় সাহিত্যতত্ত্বের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৮. মার্কসীয় সাহিত্যতত্ত্ব কীভাবে সমাজের অর্থনৈতিক কাঠামোকে সাহিত্যের সঙ্গে সম্পর্কিত করে এর উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা প্রসঙ্গে ব্যাখ্যা কর।
অথবা, মার্কসবাদী সাহিত্যতত্ত্ব কীভাবে সমাজের অর্থনৈতিক কাঠামোকে সাহিত্যের সঙ্গে সম্পর্কিত করে? প্রসঙ্গ অনুযায়ী বিশ্লেষণ কর।
১৯. ‘ফ্রয়েডের মনঃবিকলনতত্ত্বের কাজ হলো মানুষের সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের পেছনে অবচেতনার ভূমিকা আবিষ্কার।’ -ব্যাখ্যা কর।
অথবা, ‘ফ্রয়েডের মনঃবিকলনতত্ত্বের কাজ হলো মানুষের সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের পেছনে অবচেতনার ভূমিকা আবিষ্কার।’ -সাহিত্যের আলোকে ব্যাখ্যা কর।

২০. ফ্রয়েডের মনঃসমীক্ষণবাদী সাহিত্যতত্ত্বের আলোকে তোমার পঠিত বাংলা সাহিত্যের একটি উপন্যাস বিশ্লেষণ কর।
২১. ফেমিনিজম কী? ফেমিনিজমের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা কর।
২২. নারীবাদী সাহিত্যতত্ত্ব কী? বাংলা সাহিত্যে নারীবাদী সাহিত্যতত্ত্বের বিকাশ ও প্রভাব সম্পর্কে আলোকপাত কর।
২৩. নারীবাদী সাহিত্যতত্ত্ব বলতে কী বুঝ? রোকেয়ার সাহিত্যচিন্তার সঙ্গে আধুনিক নারীবাদী ভাবনার সাযুজ্য ও স্বাতন্ত্র্য নির্দেশ কর।
২৪. আধুনিকতার সাথে সাম্প্রতিকতার পার্থক্য বিচার করে আধুনিকবাদের বৈশিষ্ট্য ও পরিধি পর্যালোচনা কর।

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি সাজেশন

২৫. আধুনিকবাদের পরিধি ও চারিত্র্য বিশ্লেষণ কর।
২৬. আধুনিক বাংলা কবিতার প্রধান প্রধান লক্ষণগুলো উদাহরণসহ ব্যাখ্যা কর।
২৭. উত্তর আধুনিকতা সম্পর্কে প্রধান প্রধান পণ্ডিতদের মতামত তুলে ধর।
২৮. ‘পোস্ট মডার্নিস্ট সাহিত্য চিন্তার কেন্দ্রীয় প্রপঞ্চ হলো ভাষা।’ বিশ্বসাহিত্য থেকে দৃষ্টান্ত দিয়ে বিষয়টি ব্যাখ্যা কর।
২৯. ‘উচ্চ প্রযুক্তির উন্নত সমাজে উত্তর-আধুনিক পরিবেশ বিরাজ করছে।’ —লিওতারের এ মন্তব্যের আলোকে উত্তর-আধুরিকতার স্বরূপ বিশ্লেষণ কর।
৩০. সাহিত্য সমালোচনায় ঐতিহাসিক পদ্ধতির প্রয়োগ ও গুরুত্ব লেখ।
৩১. ঐতিহাসিক সমালোচনা পদ্ধতির সম্ভাবনা ও সমস্যা নিরূপণ কর।

৩২. ইতিহাসমূলক সাহিত্য সমালোচনার প্রকৃতি ও পরিধি পর্যালোচনা কর।
৩৩. তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির উপযোগিতা উদাহরণ সহযোগে ব্যাখ্যা কর।
অথবা, তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতি বলতে কী বোঝায়? সাহিত্য সমালোচনায় এর উপযোগিতা ব্যাখ্যা কর।
৩৪. তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির পরিধি আলোচনা কর।
৩৫. তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির সঙ্গে বিশ্লেষণমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির স্বাতন্ত্র্য চিহ্নিত কর।
৩৬. পাঠ বিশ্লেষণমূলক পদ্ধতি কী? এ পদ্ধতি কীভাবে সাহিত্য বিশ্লেষণে ক্রিয়াশীল? উদাহরণসহ লেখ।

Honors 4th year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি স্পেশাল সাজেশন 2025,Honors Western Literary Theores and Methods of Literary Criticism Suggestion 2025

PDF Download পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি সাজেশন, পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment