অনার্স ৪র্থ বর্ষের মার্কসীয় দর্শন সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের মার্কসীয় দর্শন, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন মার্কসীয় দর্শন সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের মার্কসীয় দর্শন সাজেশন ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
মার্কসীয় দর্শন (Marxist Philosophy) সুপার সাজেশন ২০২৫
Department of : Philosophy & Other Department
Subject Code: 241703
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের মার্কসীয় দর্শন সাজেশন,মার্কসীয় দর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের মার্কসীয় দর্শন, অনার্স ৪র্থ বর্ষের মার্কসীয় দর্শন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন মার্কসীয় দর্শন সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

মার্কসীয় দর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৫

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. মার্কসবাদ কী ধরনের বিজ্ঞান?
উত্তর : মার্কসবাদ একটি সাধারণ নিয়মের বিজ্ঞান।

২. মার্কসবাদের প্রধান রূপকার কে?
উত্তর : মার্কসবাদের প্রধান রূপকার কার্ল মার্কস।

৩. ফয়েরবাখ কে ছিলেন?
উত্তর : ফয়েরবাখ ছিলেন একজন বস্তুবাদী জার্মান দার্শনিক। যিনি বস্তুবাদী দর্শনের প্রবর্তন করেন।

৪. দ্বন্দ্বতত্ত্বের প্রাণ কাকে বলা হয়?
উত্তর : দ্বন্দ্বতত্ত্বের প্রাণ বলা হয় হেগেলকে।

৫. মার্কসীয় দর্শনের তিনটি উৎস কী কী?
উত্তর : মার্কসীয় দর্শনের উৎস তিনটি। যথা : ১. ধ্রুপদি জার্মান দর্শন, ২. ফরাসি-ইউরোপীয় সমাজতন্ত্র ও ৩ ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি।

৬. ‘Marxism is the system of the views and teaching of Marx.’ – উক্তিটি কার?
উত্তর : ‘Marxism is the system of the views and teaching of Marx.’ – উক্তিটি এঙ্গেলসের।

৭. সমাজতন্ত্রের প্রবক্তা কারা?
উত্তর : সমাজতন্ত্রের প্রবক্তা সাঁ সিসোঁ, চার্লস ফুরিয়ের এবং রবার্ট ওয়েন।

৮. মার্কসের দর্শনের মূল বিষয় কী?
উত্তর : মার্কসের দর্শনের মূল বিষয় হলো শ্রেণি বৈষম্য।

৯. মার্কস ও এঙ্গেলস এর সম্পর্ক কী?
উত্তর : মার্কস ও এঙ্গেলস ছিলেন অকৃত্রিম বন্ধু ও জার্মান বস্তুবাদী দার্শনিক। তাদের উভয়ের দর্শনের সাথে বৈজ্ঞানিক সাদৃশ্য রয়েছে। তারা দুজনেই জগতের বস্তুগত দিক নিয়ে আলোচনা করেছেন।

১০. দ্বান্দ্বিক বস্তুবাদ কোন ধরনের বিজ্ঞান?
উত্তর : স্বান্দ্বিক বস্তুবাদ বস্তুজগতের বিকাশের সাধারণ নিয়মের বিজ্ঞান।

১১. ‘The Communist Manifesto’ কবে প্রকাশিত হয়?
উত্তর : ‘The Communist Manifesto’ ১৮৪৮ সালে প্রকাশিত হয়।

১২. ‘Anti Duhring’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘Anti Duhring’ গ্রন্থের লেখক ফ্রেডরিক এঙ্গেলস।

১৩. ঐতিহাসিক বস্তুবাদ কী?
উত্তর : দ্বন্দ্বমূলক বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে সমাজজীবন, সমাজ ঘটনা ও সমাজ ইতিহাসের অধ্যয়ন ও বিশ্লেষণকে ঐতিহাসিক বস্তুবাদ বলে।

১৪. ‘The Poverty of Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : The Poverty of Philosophy’ গ্রন্থটির রচয়িতা হলেন কার্ল মার্কস।

১৫. ‘Das Kapital’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : ‘Das Kapital’ গ্রন্থটি কার্ল মার্কস লিখেছেন।

১৬. শ্রেণিসংগ্রাম কী?
উত্তর : শ্রেণিসংগ্রাম হলো মানব সমাজের ইতিহাসে শ্রেণিসংগ্রামের ইতিহাস এবং শ্রেণিসংগ্রামই হলো সমাজ বিকাশের চালিকাশক্তি।

১৭. প্রলেতারিয়েত কী?
উত্তর : কার্ল মার্কসের মতে, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় শ্রমিক শ্রেণি হলো প্রলেতারিয়েত।

১৮. Class in Itself কী?
উত্তর : Class in Itself হলো রাজনৈতিক চেতনাহীন শ্রেণি যারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়।

১৯. ‘বিপ্লব হলো ইতিহাসের চালিকাশক্তি।’ — উক্তিটি কার?
উত্তর : ‘বিপ্লব হলো ইতিহাসের চালিকাশক্তি।’ – উক্তিটি কার্ল মার্কসের।

২০. ‘ইউরোপকে একটি ভূত ভাড়া করেছে, সাম্যবাদের ভূত।’ — উক্তিটি কার?
উত্তর : ‘ইউরোপকে একটি ভূত ভাড়া করেছে, সাম্যবাদের ভূত।’ -উক্তিটি মার্কস ও এঙ্গেলসের।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

মার্কসীয় দর্শন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৫

২১. সমাজতন্ত্রের মূল লক্ষ্য কী?
উত্তর : সমাজতন্ত্রের মূল লক্ষ্য সাম্যবাদ প্রতিষ্ঠা করা।

২২. উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কী?
উত্তর : শ্রমিকের অতিরিক্ত বা উদ্বৃত্ত শ্রমের সাহায্যে যে মূলা সৃষ্টি হয় সেটিই উদ্বৃত্ত মূল্য ।

২৩. ‘Wealth of Nations’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘Wealth of Nations’ গ্রন্থের লেখক Adam Smith.

২৪. ‘The Communist Menifesto’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Communist Menifesto’ গ্রন্থটির রচয়িতা হলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেল।

২৫. পুঁজিবাদ কী?
উত্তর : পুঁজিবাদ হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের অধিকাংশ বিশেষ করে বিনিয়োগের সিদ্ধান্ত বেসরকারি উদ্যোগ গৃহীত হয় এবং তা অবাধ প্রতিযোগিতা ও মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়।

২৬. উদ্বৃত্ত মূল্যের সূত্রটি কী?
উত্তর : মোট শ্রম সময়ের সৃষ্টি পণ্য মূল্য – মোট শ্রম সময়ের মজুরি মূল্য = উদ্বৃত্ত মূল্য।

২৭. মার্কসের মতে, শ্রমের মূল্য কত প্রকার ও কী কী?
উত্তর : শ্রমের দ্বিবিধ মূল্য রয়েছে। যথা: ১. বিনিময় মূল্য। ২. ব্যবহারিক মূল্য।

২৮. বৈজ্ঞানিক সমাজতন্ত্র কী?
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্র হলো কার্ল মার্কসের শ্রেণিহীন সমাজব্যবস্থা।

২৯. ‘মানুষ নিজেই নিজের ইতিহাসের রচয়িতা।’ — এটি কে বলেছেন?
উত্তর : ‘মানুষ নিজেই নিজের ইতিহাসের রচয়িতা।’ — উক্তিটি মার্কসের।

৩০. বিচ্ছিন্নতা কী?
উত্তর : ব্যক্তিমালিকানাভিত্তিক পুঁজিবাদী সমাজ পুঁজিপতি শ্রমিকের উদ্বৃত্ত শ্রমের দ্বারা সৃষ্ট উদ্বৃত্ত মূল্য আত্মসাৎ করে এবং এর মাধ্যমে শ্রমিককে শোষণ করে। এ প্রক্রিয়ায় শ্রমিক তার শ্রমশক্তি ও শ্রমশক্তি দ্বারা উৎপাদিত পণ্য থেকে আলাদা হয়ে পড়ে। মার্কস এ বিষয়টিকেই বিচ্ছিন্নতা বলেছেন।

৩১. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা।

৩২. সমাজতন্ত্রের মূলমন্ত্র কী?
উত্তর : সমাজতন্ত্রের মূলমন্ত্র হলো বিপ্লব।

PDF Download মার্কসীয় দর্শন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৫

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. মার্কসীয় দর্শন কী?
২. মার্কসের দৃষ্টিতে দর্শনের উৎপত্তি ব্যাখ্যা কর।
৩. মার্কসীয় দর্শনে কাঠামো ও উপরিকাঠামো সম্পর্কে আলোচনা কর।
৪. চিরায়ত জার্মান দর্শনের বৈশিষ্ট্য লেখ।
৫. মার্কসবাদের উৎস হিসেবে ফরাসি ইউটোপীয় সমাজতন্ত্র ব্যাখ্যা কর।

৬. কার্ল মার্কসের বস্তুবাদকে দ্বান্দ্বিক বস্তুবাদ বলা হয় কেন?
৭. ‘দ্বন্দ্বই বিকাশের প্রধান শক্তি।’ – ব্যাখ্যা কর।
৮. ধারণাগত জ্ঞান ও প্রত্যক্ষণগত জ্ঞানের মধ্যে পার্থক্য লেখ।
৯. দ্বান্দ্বিক বস্তুবাদী জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১০. ঐতিহাসিক বস্তুবাদ কী?
১১. ঐতিহাসিক বস্তুবাদ কী?
১২. কার্ল মার্কসের মতে, সমাজ বিপ্লব তত্ত্ব কী?
১৩. শ্রেণি কী?

১৪. মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৫. মার্কসের মতে, ‘Class for itself’ and ‘Class in itself’ কী?
১৬. মার্কসীয় দর্শনের বণ্টন নীতি কী?

১৭. মার্কসবাদ কি মানবপ্রকৃতি বিরোধী মতবাদ?
১৮. বৈজ্ঞানিক সমাজতন্ত্র কী?
১৯. মার্কসবাদের সাম্প্রতিক ধারাসমূহ ব্যাখ্যা কর।

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের মার্কসীয় দর্শন ২০২৫

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. দর্শন কী? মার্কসীয় দৃষ্টিতে দর্শন ব্যাখ্যা কর।
২. মার্কসবাদের তিনটি দিক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা কর।
৩. মার্কসবাদ কী? মার্কসবাদের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।

৪. দ্বান্দ্বিক বস্তুবাদের মূলনীতিসমূহ ব্যাখ্যা কর।
৫. দ্বান্দ্বিক বস্তুবাদের মূলনীতি হিসেবে বিরোধের ঐক্য ও দ্বন্দের নিয়ম ব্যাখ্যা কর।
৬. দ্বান্দ্বিক পদ্ধতি কী? হেগেলের দ্বন্দ্বতত্ত্বের সাথে কার্ল মার্কসের দ্বন্দ্বতত্ত্বের পার্থক্য নির্দেশ কর।
৭. জ্ঞানতত্ত্ব কী? জ্ঞান কি বিষয়গত না বিষয়ীগত, না উভয়? ব্যাখ্যা কর।

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের মার্কসীয় দর্শন পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ মার্কসীয় দর্শন সাজেশন

৮. মার্কসীয় জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
অথবা, দ্বান্দ্বিক বস্তুবাদী জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর।
৯. কার্ল মার্কসের ইতিহাসের বস্তুবাদী ধারণা ব্যাখ্যা কর।
১০. অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ কী? ঐতিহাসিক বস্তুবাদকে কি অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বলা হয়? ব্যাখ্যা কর।

১১. মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্ব সমালোচনাসহ আলোচনা কর।
১২. কার্ল মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্ব আলোচনা কর। উদ্বৃত্ত মূল্য থেকে কীভাবে শোষণের সৃষ্টি হয়?
১৩. মার্কসীয় দর্শনে নৈতিকতা কী? মার্কসীয় নৈতিকতায় পুঁজিবাদের শোষণ কি অন্যায়? ব্যাখ্যা কর।

১৪. মার্কসীয় দর্শনের তিনটি উৎস আলোচনা কর।
১৫. মার্কসীয় ধারণায় মানবপ্রকৃতি ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
১৫. ‘Das Capital’ অনুসরণে বিচ্ছিন্নতা তত্ত্ব ব্যাখ্যা কর।

Honors 4th year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের মার্কসীয় দর্শন স্পেশাল সাজেশন 2025,Honors Marxist Philosophy Suggestion 2025

PDF Download মার্কসীয় দর্শন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, মার্কসীয় দর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, মার্কসীয় দর্শন সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ মার্কসীয় দর্শন সাজেশন, মার্কসীয় দর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment