চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম সাজেশন, honors 4th year social activities social law and social work special short suggestions, অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম ১০০% কমন সাজেশন
অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম সাজেশন ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম (Social Action Social Legislation and Social Work) সুপার সাজেশন ২০২৪ Department of : Social Work & Other Department Subject Code: 242115 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম সাজেশন,সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম, অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. সামাজিক কার্যক্রম কী?
উত্তর : সমাজকর্মের জ্ঞান, নীতি ও দর্শনের ওপর ভিত্তি করে সামাজিক প্রথা, প্রতিষ্ঠান, আইন ও নীতির পরিবর্তন এবং সংশোধনের লক্ষ্যে পরিচালিত সুশৃঙ্খল যৌথ প্রচেষ্টা হলো সামাজিক কার্যক্রম।
২. সামাজিক কার্যক্রমের যেকোনো একটি মডেলের নাম উল্লেখ কর।
অথবা, সামাজিক কার্যক্রমের একটি মডেলের নাম উল্লেখ কর।
উত্তর : সামাজিক কার্যক্রমের একটি মডেলের নাম হলো প্রাতিষ্ঠানিক মডেল।
৩. সামাজিক কার্যক্রম কি ধরনের সমাজকর্ম পদ্ধতি?
উত্তর : সামাজিক কার্যক্রম সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি।
৪. শিশু কারা?
উত্তর : জন্ম থেকে প্রাপ্ত বয়সে (০১-১৮) উপনীত হওয়ার পূর্ব বয়সে অবস্থানকারী সকল মানব সন্তানই শিশু।
৫. প্রবীণ কারা?
উত্তর : ৬০ বছর থেকে জীবনাবসান পর্যন্ত বয়সসীমার মানুষই হলো প্রবীণ।
৬. অক্ষম জনগোষ্ঠী কারা?
উত্তর : বিকলাঙ্গ ও শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিগণই অক্ষম জনগোষ্ঠী।
৭. ‘সংস্কার’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘সংস্কার’ শব্দটির অর্থ পরিবর্তন, সংশোধন, মেরামত, ত্রুটিমুক্ত করা, শুদ্ধিকরণ প্রভৃতি।
৮. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
৯. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
অথবা, ফরায়েজী আন্দোলনের মূল প্রবর্তক কে?
উত্তর : ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন হাজি শরীয়তুল্লাহ।
১০. মুসলিম নারীশিক্ষার অগ্রনায়ক কে?
উত্তর : মুসলিম নারীশিক্ষার অগ্রনায়ক বেগম রোকেয়া।
১১. হিন্দু বিধবাবিবাহ আইন কবে কার্যকর হয়?
উত্তর : হিন্দু বিধবাবিবাহ আইন ১৮৫৬ সালে কার্যকর হয়।
১২. হিন্দুসমাজে প্রথম বিধবাবিবাহ করেন কে?
উত্তর : হিন্দুসমাজে প্রথম বিধবাবিবাহ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুত্র নারায়ণ।
১৩. ইবনে খালদুন কে ছিলেন?
উত্তর : ইবনে খালদুন ছিলেন প্রখ্যাত মুসলিম ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী।
১৪. ‘মানযারাতুল আধিয়ান’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘মানযারাতুল আধিয়ান’ গ্রন্থের রচয়িতা ড্যানিয়েল লার্নার।
১৫. সমাজকর্মের ‘Three Aspects’ কী কী?
উত্তর : সমাজকর্মের ‘Three Aspects’ হলো প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন।
১৬. ‘Social Group Work – A Helping Process – গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘Social Group Work- A Helping Process’- গ্রন্থের রচয়িতা G. Kanapka.
১৭. সামাজিক নিরাপত্তা কী?
উত্তর : অসুস্থতা, বার্ধক্য, দুর্ঘটনাসহ বিভিন্ন আকস্মিক বিপর্যয়মূলক পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তি ও তার পরিবারের জন্য সমাজ কর্তৃক যেসব প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাই সামাজিক নিরাপত্তা।
১৮. বাংলাদেশে প্রচলিত নারীকল্যাণমূলক যেকোনো একটি আইনের নাম লেখ।
উত্তর : একটি আইন হলো- যৌতুক নিরোধ আইন, ১৯৮০।
১৯. নারীর প্রতি সহিংসতা কী?
উত্তর : নারীর প্রতি সহিংসতা হলো নারীর প্রতি শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন।
২০. দারিদ্র্যের দুষ্টচক্রের মূল কথা কী?
উত্তর : দারিদ্র্যের দুষ্টচক্রের মূল কথা হলো একটি লোক বা দেশ দরিদ্র হওয়ার কারণেই দরিদ্র থাকে।
২১. বয়স্কভাতা প্রতি মাসে কত দেওয়া হয়?
উত্তর : বয়স্কভাতা প্রতি মাসে ৫০০ টাকা দেওয়া হয়।
২২. মাতৃত্বকালীন সুবিধা কত দিন?
উত্তর : মাতৃত্বকালীন সুবিধা ১৮০ দিন বা ৬ মাস।
২৩. ক্রিয়াবাদ তত্ত্ব কী?
উত্তর: ক্রিয়াবাদ তত্ত্ব হলো এমিল ডুর্থেইম প্রবর্তিত বিবর্তনবাদ বিরোধী সমাজ পরিবর্তন সম্পর্কিত একটি তত্ত্ব। যেখানে বলা হয় জৈবিক সত্তার প্রতিটি অঙ্গের ন্যায় সমাজের প্রতিটি উপাদান সম্পর্কযুক্ত।
২৪. হার্বার্ট স্পেন্সার কে ছিলেন?
উত্তর : স্পেন্সার একজন বিবর্তনবাদী ও ক্রিয়াবাদী ছিলেন।
২৫. ‘Das Capital’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘Das Capital’ গ্রন্থের রচয়িতা কার্ল মার্কস।
২৬. সাংস্কৃতিক অনুপ্রবেশ কী?
উত্তর : সমাজে প্রচলিত সংস্কৃতিতে অন্য কোনো দেশের সংস্কৃতির প্রবেশ ঘটলে তাই হলো সাংস্কৃতিক অনুপ্রবেশ।
২৭. শিল্পবিপ্লবের সময়কাল উল্লেখ কর।
উত্তর : শিল্পবিপ্লবের সময়কাল হলো ১৭৬০-১৮৫০ সাল পর্যন্ত।
২৮. ‘The Spirit of Islam’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘The Spirit of Islam’ গ্রন্থের লেখক সৈয়দ আমীর আলী।
২৯. আধুনিকায়ন কী?
উত্তর : আধুনিকায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যা মানুষের মানসিক বিপ্লব পরিবেশের ওপর মানুষের সুনিয়ন্ত্রণ এবং উন্নয়নের ক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা রাখে।
৩০. ‘Modernization’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর : ‘Modernization’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ড্যানিয়েল লার্নার।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সামাজিক কার্যক্রম কী?
২. বাংলাদেশে সমাজিক কার্যক্রমের প্রয়োগক্ষেত্রগুলো উল্লেখ কর।
৩. গান্ধীর সামাজিক কার্যক্রম মডেল সংক্ষেপে লিখ।
৪. সামাজিক কার্যক্রমের কৌশলগুলো লিখ।
৫. সমাজসংস্কারের সাথে সামাজিক কার্যক্রমের সম্পর্ক কী?
অথবা, সামাজিক কার্যক্রম ও সমাজসংস্কারের মধ্যে সম্পর্ক বর্ণনা কর।
অথবা, সামাজিক কার্যক্রমের সাথে সমাজসংস্কারের সম্পর্ক কী?
৬. সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ধারণা দাও।
৭. সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কী কী?
৮. প্রবীণদের সমস্যাবলি উল্লেখ কর।
৯. ফরায়েজি আন্দোলনের পটভূমি ব্যাখ্যা কর।
অথবা, ফরায়েজি আন্দোলনের পটভূমি লেখ।
১০. কৃষক ঋণমুক্তি আন্দোলন বলতে কী বুঝ?
অথবা, ‘কৃষক ঋণমুক্তি আন্দোলন’ বলতে কী বুঝায়?
১১. সামাজিক আইনের উদ্দেশ্যাবলি উল্লেখ কর।
অথবা, সামাজিক আইনের উদ্দেশ্য লেখ।
১২. সমাজকল্যাণে সামাজিক আইনের গুরুত্ব কী?
১৩. ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ধারাগুলো বর্ণনা কর।
১৪. সামাজিক পরিবর্তন বলতে কী বুঝায়?
১৫. সামাজিক পরিবর্তন ও সামাজিক উন্নয়নের পার্থক্য লেখ।
অথবা, সামাজিক পরিবর্তন ও সামাজিক উন্নয়নের পার্থক্য নির্দেশ কর।
১৬. বিবর্তন মতবাদ কী?
অথবা, ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল কথা কী?
অথবা, বিবর্তনবাদ মতবাদ কী?
১৭. ক্রিয়াবাদী মতবাদ কী?
১৮. প্রযুক্তিগত পরিবর্তনের প্রতিবন্ধকতা লেখ।
১৯. পরিকল্পিত সামাজিক পরিবর্তন কী?
২০. আধুনিকায়নের সাথে সামাজিক উন্নয়নের সম্পর্ক আলোচনা কর।
সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সামাজিক কার্যক্রমের পরিধি আলোচনা কর।
অথবা, বাংলাদেশে সামাজিক কার্যক্রমের প্রয়োগক্ষেত্র আলোচনা কর।
২. সামাজিক কার্যক্রম কী? সামাজিক কার্যক্রমের মডেলগুলো আলোচনা কর।
৩. সামাজিক কার্যক্রম কী? বাংলাদেশে সামাজিক কার্যক্রমের গুরুত্ব আলোচনা কর।
অথবা, বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
৪. সামাজিক কার্যক্রম ও সমাজকর্মের অন্যান্য পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক উদাহরণসহ আলোচনা কর।
৫. সুবিধাবণিত জনগোষ্ঠীর মানবীয় অবস্থার উন্নয়নে সামাজিক ভূমিকা আলোচনা কর।
৬. সুবিধাবঞ্চিত শিশুর প্রকৃতি কী? সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সামাজিক কার্যক্রমের ভূমিকা তুলে ধর।
৭. সমকালীন সামাজিক প্রেক্ষাপটে ফরায়েজি আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।
৮. মকালীন মুসলিম সমাজে ফরায়েজি আন্দোলনের প্রভাব বর্ণনা কর।
৯. সমাজসংস্কার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।
অথবা, সমাজসংস্কার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নিরূপন কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১০. বেগম রোকেয়াকে মুসলিম নারীশিক্ষার অগ্রপথিক বলা হয় কেন?
১১. সমাজসংস্কার ক্ষেত্রে এ. কে. ফজলুল হকের ভূমিকা আলোচনা কর।
অথবা, সমাজসংস্কার ক্ষেত্রে এ. কে. ফজলুল হক এত বিখ্যাত কেন?
১২. সামাজিক আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৩. মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-র প্রধান প্রধান ধারা উল্লেখ কর। বাংলাদেশের নারীদের অধিকার আদায়ে এ আইনের কার্যকারিতা বিশ্লেষণ কর।
১৪. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের প্রধান ধারা ও বৈশিষ্ট্যগুলো আলোকপাত কর।
১৫. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশের প্রধান দিকগুলো আলোচনা কর।
১৬. শিশুকল্যাণে ১৯৬০ সনের প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের ভূমিকা মূল্যায়ন কর।
১৭. সামাজিক নিরাপত্তা বিধানে ২০০৬ সনের শ্রম আইনটির কার্যকারিতা মূল্যায়ন কর।
১৮. সামাজিক পরিবর্তনের লক্ষণগুলো কী? বাংলাদেশের সামাজিক পরিবর্তনের প্রবণতা সম্পর্কে আলোচনা কর।
১৯. সামাজিক পরিবর্তন সম্পর্কিত তত্ত্বগুলো কী? তন্মধ্যে যেকোনো একটি তত্ত্বের সমালোচনাসহ ব্যাখ্যা দাও।
২০. বাংলাদেশের সমাজজীবনে আধুনিকীকরণের প্রভাব আলোচনা কর।
PDF Download সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪
ক বিভাগ
- সামাজিক কার্যক্রম কী
- সামাজিক কার্যক্রমের একটি ধাপের নাম উল্লেখ কর
- সামাজিক কার্যক্রমের 2 টি নীতি লেখ
- সামাজিক কার্যক্রমের একটি মডেলের নাম উল্লেখ কর
- The Social Work Dictionary গ্রন্হের রচয়িতা কে
- বঞ্চিত জনগোষ্ঠী কারা
- সমাজের অনগ্রসর শ্রেণি কারা
- প্রবীণ কারা
- অক্ষম জনগোষ্ঠী কারা
- সমাজ সংস্কার কী
- ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে
- দারুল হারব কী
- মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠাতা করেন কে
- আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে
- সতীদাহ প্রথা রহিতকরণ আইন কত সালে পাস হয়
- আন্জুমানে খাওয়াতিনে ইসলাম কে প্রতিষ্ঠা করেন
- বেগম রোকেয়ার কয়েকটি বিখ্যাত গ্রন্হের নাম লেখ
- কৃষক ঋণমুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে
- সামাজিক আইন কাকে বলে
- সামাজিক আইন প্রণয়নের প্রক্রিয়াসমূহ কী প্রবর্তিত হয়
- কত সালে যৌতুক নিরোধ আ
- মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কখন প্রবর্তিত হয়
- কত সালে যৌতুর নিরোধ আইন প্রবর্তিত হয়
- মাতৃত্বকালীন সুবিধা কত দিন
- বাংলাদেশে শিশুকল্যাণ সংশ্লিষ্ট দুটি আইনের নাম লেখ
- সামাজিক পরিবর্তনের যে কোন একটি তত্বের নাম লেখ ৷
- ক্রিয়াবাদের জনক কে
- সাংস্কৃতিক উদ্ভাবন কী
- সাংস্কৃতিক অনুপ্রবেশ কী
- আধুনীকায়ন কী
- EVM এর পীর্ণরুপ লেখ
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম সাজেশন
খ বিভাগ
- সামাজিক কার্যক্রম বলতে কী বুঝ?
- সামাজিক কার্যক্রমের নীতিমালা বর্ণনা কর
- সমাজসংস্কারের বৈশিষ্ট্য লেখ
- সমাজ সংস্কারের সাথে সামাজিক কার্যক্রমের সম্পর্ক কী
- সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ধারণা দাও
- বাংলাদেশের প্রবীণদের সমস্যাসমূহ উল্লেখ কর
- ফরায়েজি আন্দোলন কী
- আলীগড় আন্দোলনের পটভূমি ও উদ্দেশ্য উল্লেখ কর
- শিক্ষাক্ষেএে বেগম রোকেয়ার অবদান লেখ
- কৃষক ঋণমুক্তি আন্দোলন বলতে কী বুঝ
- সামাজিক আইন বলতে কী বুঝ
- সামাজিক আইনের উদ্দেশ্যবলি উল্লেখ কর
- সমাজ কর্মীর জন্য সামাজিক আইনেপ গুরুত্ব তুলে ধর
- যৌতুক কী
- ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইনের ধারাগুলো বর্ণনা কর
- ১৯৬০ সালের প্রবেশন অব অফেন্ডার্স অডিন্যান্স কী
- সামাজিক পরিবর্তনের কারণ লেখ
- বিবর্তন বাদ কী
- পরিকল্পিত ও অপরিকল্পিত সামাজিক পরিবর্তনের পার্থক্য নির্দেশ কর
- আধুনিকী করণের সঙ্গে সামাজিক উন্নয়নের সাদৃশ্য লেখ
Honors 4th year Common Suggestion 2024
গ বিভাগ
- সামাজিক কার্যক্রমের পরিধি আলোচনা কর?
- সামাজিক কার্যক্রম কী? সামাজিক কার্যক্রমের মডেল গুলো আলোচনা কর?
- সামাজিক কার্যক্রম কী? বাংলাদেশে সামাজিক কার্যক্রমের গুরুত্ব আলোচনা কর৷
- সামাজিক কার্যক্রম এবং সামাজিক আইনের মধ্যে সম্পর্ক আলোচনা কর
- সুবিধাবঞ্চিক জনগোষ্ঠীর মানবীয় অবস্হার উন্নয়নে সামাজিক কার্যক্রমের ভূমিকা আলোচনা কর
- সমাজ সংস্কার কী? সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর
- সমাজ সংস্কার ক্ষেএে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর
- সমাজ সংস্কার আন্দোলন কী? সমাজ সংস্কারক হিসেবে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান আলোচনা কর
- সামাজিক আইনের উদ্দেশ্য লেখ? সমাজ কর্মীর জন্স সামাজিক আইনের গুরুত্ব আলোচনা কর
- সামাজিক আইনের সংজ্ঞা দাও? সামাজির আইন প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা কর
- ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন বর্ণনা কর
- ২০০৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
- ১৯৭৪ সালের শিশু আইনের গুরুত্ব পূর্ণ ধারাগুলো আলোচনা কর
- বাংলাদেশে সামাজিক নিরাপওামূলক কর্মসূচিসমূহ আলোচনা কর
- সামাজিক নিরাপওা কী? ১৯৩৯ সালের মাতৃত্ব সুবিধা আইনটি পর্যালোচনা কর
- সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাংও? সামাজিক পরিবর্তনের কারণ আলোচনা কর
- সামাজিক পরিবর্তন সংক্রান্ত কাল মার্কসের দ্বৈদ্ধিক মতবাদ সমালোচনা সহ তুলে ধর
- সামাজিক পরিবর্তন সম্পর্কিত তত্বগুলো কী? তন্মধ্যে যে কোনো একটি তত্বের সমালোচনাসহ ব্যাখ্যা দাও
- সামাজিক পরিবর্তনের পরিবেশ ওজনসংখ্যার চাপ কী ভাবে প্রভাব ফেলে ব্যাখ্যা কর
- আধুনিকীকরণের সঙ্গে সামাজিক উন্নয়নের সম্পর্ক বর্ণনা কর
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম স্পেশাল সাজেশন 2024,Honors Social Action Social Legislation and Social Work Suggestion 2024
PDF Download সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম সাজেশন, সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও