অনার্স ৪র্থ বর্ষ আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস সাজেশন, honors 4th year history of modern muslim states special short suggestions
অনার্স ৪র্থ বর্ষের আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস সাজেশন ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস (History of the Modern Muslim States) সুপার সাজেশন ২০২৫ Department of : Islamic History and Culture & Other Department Subject Code: 241615 |
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস সাজেশন,আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস, অনার্স ৪র্থ বর্ষের আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মুহম্মদ আলি পাশা কে ছিলেন?
উত্তর : মুহম্মদ আলি পাশা আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা ছিলেন ।
২. এথেন্স কোথায় অবস্থিত?
উত্তর : এথেন্স গ্রিসে অবস্থিত।
৩. ‘হিটারিয়া ফিলকি’ কী?
উত্তর : ‘হিটারিয়া ফিলকি’ হলো তুর্কিবিরোধী একটি গুপ্ত সমিতি।
৪. তানজিমাত কী?
উত্তর : ১৮৩৯ সালে সুলতান প্রথম আব্দুল মজিদ তুরস্কে যে সংস্কার আন্দোলন প্রবর্তন করেন তাই তানজিমাত।
৫. সুয়েজ খাল খনন প্রকল্পের ইঞ্জিনিয়ার কে ছিলেন?
উত্তর : সুয়েজ খাল খনন প্রকল্পের ইঞ্জিনিয়ার হলেন- ফার্ডিন্যান্ড ডি. লেসেপস।
৬. ডুরান্ড লাইন কী?
উত্তর : স্যার হেনরি মাটিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
৭. মুজাহিদ বাহিনী কারা?
উত্তর : ইসলামি রাষ্ট্রের নিরাপত্তা ও ইসলাম প্রতিষ্ঠার কাজে যারা নিয়োজিত তারাই মুজাহিদ বাহিনী।
৮. ব্রিটিশ কর্তৃক কখন মিসর বিজিত হয়?
উত্তর : ব্রিটিশ কর্তৃক ১৮৮২ সালে মিসর বিজিত হয়।
৯. প্যান ইসলামিজম এর জনক কে?
উত্তর : ‘প্যান ইসলামিজম’ এর জনক হলেন জামালউদ্দিন আফগানি।
১০. জামালউদ্দিন আফগানি কে ছিলেন?
উত্তর : জামালউদ্দিন আফগানি ছিলেন প্যান ইসলামিজম বা বিশ্ব ইসলামবাদের জনক।
১১. প্রথম বলকান যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : প্রথম বলকান যুদ্ধ ১৯১২ সালে সংঘটিত হয়।
১২. কখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
অথবা, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৩. সিরিয়া পূর্বে, কার উপনিবেশ ছিল?
উত্তর : সিরিয়া পূর্বে ব্রিটেনের উপনিবেশ ছিল।
১৪. কার নেতৃত্বে U.A.R. গঠিত হয়?
উত্তর : জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে U.A.R গঠিত হয়।
১৫. PLO এর সদর দপ্তর কোথায়?
উত্তর : তিউনিসিয়ার রাজধানী তিউনিসে PLO এর সদর দপ্তর অবস্থিত।
১৬. কাকে আতাতুর্ক বলা হয়?
উত্তর : তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল পাশাকে।
১৭. কোন দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়?
উত্তর : ক্রিট দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়।
১৮. লুজান চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর : লুজান চুক্তি স্বাক্ষরিত হয় ১৯২৩ সালের ২৪ জুলাই।
১৯. লুজেন সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯২৩ সালের ২৪ জুলাই লুজেন সন্ধি স্বাক্ষরিত হয়।
২০. ইস্তাম্বুল কোথায়?
উত্তর : ইস্তাম্বুল তুরস্কে।
২১. ইরানের পূর্ব প্রাচীন কী?
অথবা, ইরানের প্রাচীন নাম কী?
উত্তর : ইরানের পূর্ব প্রাচীন পারস্য।
২২. মিসরকে নীলনদের দান বলেছেন কে?
উত্তর : হেরোডোটাস মিসরকে নীলনদের দান বলেছেন।
২৩. শাত ইল আরব কী?
উত্তর : শাত ইল আরব ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায় অবস্থিত একটি জলাধার।
২৪. ইরান-ইরাক যুদ্ধ কখন হয়?
উত্তর : ইরান-ইরাক যুদ্ধ হয় ১৯৮০ সালের ৬ এপ্রিল।
২৫. সাদ জগলুল কে ছিলেন?
উত্তর : সাদ জগলুল ছিলেন মিসরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন।
২৬. জর্ডানের রাজধানীর নাম কী?
উত্তর : জর্ডানের রাজধানীর নাম আম্মান।
২৭. ইরাকে কুর্দি অঞ্চল কোনটি?
উত্তর : ভৌগোলিকভাবে ইরাকে কুর্দি অঞ্চলটি জাগ্রস পর্বতমালার উত্তর-পশ্চিম অংশ ও তেরোস পর্বতমালার পূর্বাংশ নিয়ে গঠিত।
২৮. আল ফাতাহ কী?
উত্তর : আল ফাতাহ হলো ফিলিস্তিনের রাজনৈতিক দল।
৩০. লেবাননের জাতীয় দিবস কবে?
উত্তর : লেবাননের জাতীয় দিবস ৩১ ডিসেম্বর।
২৯. ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
৩১. বলকান লীগ কখন গঠিত হয়?
উত্তর : বলকান লীগ সার্বিয়া, মন্টিনিগ্রো, গ্রিস ও বুলগেরিয়াকে নিয়ে গঠিত হয়।
৩২. বলকান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লেখ।
উত্তর : বলকান অঞ্চলভুক্ত দেশের নাম হলো- বুলগেরিয়া, রুমানিয়া, গ্রিস, মন্টিনিগ্রো ও সার্বিয়া।
৩৩. তুর্কি ‘আতা’ শব্দের অর্থ কী?
উত্তর : তুর্কি ‘আতা’ শব্দের অর্থ জাতির পিতা।
৩৪. ‘সাধু দালাল’ কাকে বলা হয়?
অথবা, কাকে ‘Honest Broker’ বলা হয়?
উত্তর : সাধু দালাল বা Honest Broker বলা হয় অটোভন বিসমার্ককে।
৩৫. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : বার্লিন চুক্তি ১৮৭৮ সালের ১৩ জুলাই স্বাক্ষরিত হয়।
৩৬. কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়?
উত্তর : প্যারিস চুক্তির বা সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান বা শেষ হয়।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৫
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. গ্রিক যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।
২. সুয়েজ খালের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, সুয়েজ খালের ওপর টীকা লেখ।
৩. সুয়েজ খালের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
৪. ফ্রান্সের তিউনিসিয়া বিজয় সম্পর্কে যা জান লেখ।
৫. শ্বেত বিপ্লব কী?
৬. আফগানিস্তান আধুনিকীকরণে বাদশাহ আমানুল্লাহর পদক্ষেপ বর্ণনা কর।
৭. তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলার কারণ কী?
৮. বার্লিন চুক্তির শর্তগুলো কী ছিল?
৯. বার্লিন কংগ্রেসের ফলাফল ব্যাখ্যা কর।
১০. নব্য তুর্কি বলতে কী বুঝ? আলোচনা কর।
১১. প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন?
১২. ম্যান্ডেট ব্যবস্থা সম্পর্কে টীকা লেখ।
১৩. ১৯৬১ সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র বিলুপ্ত হয় কেন?
১৪. কামালবাদ কী?
১৫. কামালবাদের ছয়টি মূলনীতি উল্লেখ কর।
১৬. ইরান আধুনিকীকরণে প্রথম রেজা শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৭. সাদ জগলুল পাশার পরিচয় দাও।
১৮. ইবনে সৌদের পরিচয় দাও।
১৯. ১৯৯০ সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের ফলাফল উল্লেখ কর।
২০. ১৯৯০ সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের ফলাফল আলোচনা কর।
২১. OIC সম্পর্কে টীকা লেখ।
২২. ইরান-ইরাক যুদ্ধের প্রতিক্রিয়া কী ছিল?
২৩. মিসরে ফরাসিদের ধর্মীয় সংস্কার সম্পর্কে সক্ষেপে আলোচনা কর।
PDF Download আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৫
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা হিসেবে মুহম্মদ আলি পাশার কৃতিত্ব পর্যালোচনা কর।
২. গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
৩. তানজিমাত কী? তুরস্ককে আধুনিকীকরণে এর গুরুত্ব নির্ণয় কর।
৪. সুয়েজ খাল খনন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর।
৫. তিউনিসিয়ার প্রেসিডেন্ট হাবিব বরপুইবারের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি বিশ্লেষণ কর।
৬. ক্রিমিয়ার যুদ্ধের কারণ বর্ণনা কর।
৭. বার্লিন চুক্তির (১৮৭৮) শর্তগুলো কি ছিল? এ চুক্তি প্রাচ্য সমস্যায় কতটুকু সমাধান করেছিল?
৮. মিসরে ব্রিটিশ অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা কর।
৯. স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুদানের অভ্যুদয়ের ইতিহাস অনুসরণ কর।
১০. নব্য তুর্কি বলতে কী বুঝ? আলোচনা কর।
১১. কোন অবস্থায় তুরস্কে ১৯৬০ সালে সামরিক অভ্যুত্থান ঘটেছিল?
১২. বলকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩. সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের কৃতিত্ব আলোচনা কর।
১৪. ফরাসি শাসনামলে রাজনৈতিক পরিস্থিতি আলোচনা কর।
১৫. প্যালেস্টাইন সমস্যার উদ্ভব ও বিস্তৃতি পর্যালোচনা কর।
১৬. ফিলিস্তিন সমস্যার বিবরণ দাও। এ সমস্যা সমাধানের জন্য ব্রিটিশ কর্তৃক গৃহীত পদক্ষেপের বর্তমান অবস্থা বিশ্লেষণ কর।
১৭. ইরাকের কুয়েত আক্রমণের কারণগুলো আলোচনা কর।
১৮. জর্ডানের বাদশাহ হোসেনের কৃতিত্ব বিশ্লেষণ কর।
১৯. কামালবাদের অধীনে তুরস্কের সূচিত প্রধান সংস্কারসমূহ পর্যালোচনা কর।
২০. কামালবাদ কী? কামালবাদের অধীনে তুরস্কে সূচিত প্রধান সংস্কারসমূহ পর্যালোচনা কর।
২১. ইরানে প্রথম রেজা শাহের সংস্কারসমূহের মূল্যায়ন কর।
২২. মিসরের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস আলোচনা কর।
২৩. সৌদি আরবের আধুনিকীকরণে আব্দুল আজিজ ইবনে সউদের ভূমিকা আলোচনা কর।
২৪. ১৯৯০ সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের কারণ ও ফলাফল বর্ণনা কর।
অথবা, ইরাক কর্তৃক কুয়েত দখলের কারণ, ঘটনা ও পরবর্তী ফলাফল আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক বিভাগ
- কোন সুলতান মুহম্মদ আলিকে পাশা হিসেবে স্বীকৃতি দেন?
- গ্রিক স্বাধীনতা যুদ্ধ কত সালে হয়?
- এথেন্স কোথায় অবস্হিত?
- তানজিমাত কী?
- তানজিমাত শব্দের অর্থ কী?
- সুয়েজ খাল কোথায়?
- সুয়েজ খাল কোন জলরাশি কে সংযুক্ত করেছে?
- মাগরিপ শব্দের অর্থ কী?
- কখন বলশেভিক বিল্বব সংঘটিত হয়৷
- ডুরান্ড লাইন কী?
- বাচ্চা ই সাকা কী?
- তালিবান শব্দের অর্থ কী?
- ক্রিমিয়া কোথায় অবস্হিত?
- ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
- কোন সন্ধির মাধ্যমে ক্রিনিয়ার যুদ্ধের অবসান হয়?
- বার্লিন চুক্তি কখন সাক্ষরিত হয়?
- সাধু দালাল কাকে বলে?
- ব্রিটিশ কর্তৃন কখন মিসর বিজিত হয়?
- তুর্কি আতা শব্দের অর্থ কী?
- প্যান ইললামিজম এর জনক কে?
- জামাল উদ্দিন আফগানি কে ছিলেন?
- বলকান অঞ্চল ভূক্ত দুইটি দেশের নাম লেখ?
- বলকান লীগ কখন গঠীত হয়?
- কার নেতৃত্বে বলকান লীগ গঠীত হয়?
- প্রথম বলকান যুদ্ধ কখন সংঘটিত হয়?
- ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে?
- PLO এর সদর দপ্তর কোথায়?
- আল ফাতাহ কী?
- ইরাকে কুর্দি অঞ্চল কোনটি?
- জর্ডানের রাজধানীর নাম কী?
- কাকে আতাতুর্ক বলা হয়?
- আধুনীক সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?
- উর্বর অর্ধচন্দ্র কোনটি?
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস ২০২৫
খ বিভাগ
- মুহাম্মদ আলি পাশার পরিচয় দাও?
- তানজিমাত আন্দোলনের ফলাফল লেখ?
- সুয়েল খালের সমক্ষিপ্ত পরিচয় দাও?
- ফ্রান্সের তিউনিসিয়া বিজয় সম্পর্কে যা জান লেখ?
- শ্বেত বিল্পব কী?
- সুদানের মাহাদি বিদ্রোহের ওপর টিকা লেখ?
- প্রাচ্য সমস্যা কী?
- সের্ভার্স চুক্তি সংক্ষেপে আলোচনা কর?
- ম্যান্ডেট ব্যবস্হা সম্পর্কে টীকা লেখ?
- 1961 সালের সংযুক্ত আরব প্রজাতন্ত্র বিলুপ্ত হয় কেন?
- পিএল ও সম্পর্কে টিকা লেখ?
- ইয়াসির আরাফতের সম্পর্কে টিকা লেখ?
- কালামবাদ কী?
- কালামবাদের ছয়টি মূলনীতি উল্লেখ কর?
- ইরান আধুনীকরনে প্রথম রেজা শাহের কৃতিত্ব মূল্যায়ন কর?
- ইবনে সৌদের পরিচয় দাও?
- উপসাগরীয় রাষ্ট্রসমূহে সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ কর?
- OIC সম্পর্কে টীকা লেখ?
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর অনার্স ৪র্থ বর্ষের আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস স্পেশাল সাজেশন 2025,Honors History of the Modern Muslim States Suggestion 2025
গ বিভাগ
- গ্রিক স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও?এতে বৃহৎ শক্তিবর্গের গৃহীত ভূমিকা বিশ্লেষণ কর?
- গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর?তানজিমাত কী? অটোমান সাম্রাজ্যের ইতিহাসে তানজিমাত আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর?
- 1956:সালে সুয়েজ খাল জাতীয়করণের পটভূমি পর্যালোচনা কর৷ মিসরীয়রা কিভাবে এ সংকট মোকাবিলা করে?
- তিউনিসিয়ার প্রেসিডেন্ট হাবিব বরগুইবারের অভ্যন্তরীণ ও বৈদেশীক নীতি বিশ্লেষণ কর
- অফগানস্হান আধুনীকীকরণে বাদশাহ আমানুল্লাহর ভূমিকা পর্যালোচনা কর?
- বার্লিন চুক্তির শর্তগুলো কি ছিল? অ চুক্তি প্রাচ্য সমস্যায় কতটুকু সমাধান করেছিল?
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুদানের অভ্যুদয়ের ইতিহাস আলোচনা কর?
- কোন অবস্হায় তুরস্কে 1960 সালে সামরিক অভ্যুস্হান ঘটেছিল?
- ফিলিস্হিন সমস্যার গৃহীত পদক্ষেপের বর্তমান অবস্হা বিশ্লেষণ কর?
- প্যালেস্টাইন সমস্যার উদ্ভব ও বিস্তৃতির পর্যালোচনা কর?
- একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জর্ডানের উৎপওির ধারাবাহিক বিবরণ দাও?
- কামালবাদের অধীনে তুরস্কের সূচিত প্রধান সংস্কারসমূহ পর্যালোচনা কর?
- ইরানের আধুনিকীকরণে প্রথম রেজা শাহ পাহলভির কৃতিত্ব মূল্যায়ন কর?
- সাদ জগলুল পাশা কে ছিলেন? মিসরের সাংবিধানিক আন্দোলনে তার ওয়াফদ পার্টির ভূমিকা মূল্যায়ন কর?
- 1990 সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের কারণ ও ফলাফল বর্ণনা কর?
Honors 4th year Common Suggestion 2025
আজকের সাজেশস: 2025 অনার্স ৪র্থ বর্ষের আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস সাজেশন,
PDF Download আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস সাজেশন, আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- Honors 2nd year suggestion
- অনার্স ২য় বর্ষের সাজেশন
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট এন্ড মেজারিং ইন্সট্রুমেন্ট -১