চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক ব্যবসায়, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ আন্তর্জাতিক ব্যবসা সাজেশন, honors 4th year International business special short suggestions, অনার্স ৪র্থ বর্ষ আন্তর্জাতিক ব্যবসা ১০০% কমন সাজেশন
অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] আন্তর্জাতিক ব্যবসায় (International Business) সুপার সাজেশন Department of : Marketing & Other Department Subject Code: 242305 |
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
আন্তর্জাতিক ব্যবসায় অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক ব্যবসায়, অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক ব্যবসায় ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
আন্তর্জাতিক ব্যবসায় অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. গ্লোবাল ব্যবসায় কী?
উত্তর : বিশ্বব্যাপী আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করাকে গ্লোবাল ব্যবসায় বলে।
২. ফ্রাঞ্চাইজিং কী?
উত্তর : কোন প্রতিষ্ঠিত কোম্পানির অনুমতি নিযে মুনাফা বণ্টনের চুক্তিতে সুনাম ব্যবহার করে যে ব্যবসায় পরিচালনা করা হয় তাকে ফ্রাঞ্চাইজিং বলে।
৩. WTO কী?
উত্তর : WTO – WTO- World Trade Organization. বিশ্ব বাণিজ্য পরিচালনার উদ্দেশ্য যে সংগঠন আইন কানুন প্রবর্তন, বাস্ত বায়ন ও পরিচালনা করে থাকে তাকেই বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বলে।
৪. স্থির সুযোগ ব্যয় কী?
উত্তর : কোন দ্রব্যের উৎপাদন ক্রমান্বয়ে একটি নির্দিষ্ট হারে বাড়ানোর জন্য অন্য দ্রব্যের উৎপাদন ক্রমান্বয়ে একই হারে ছেড়ে দিতে হলে, তাকে স্থির সুযোগ ব্যয় হিসেবে অভিহিত করা যাবে।
৫. বাণিজ্য হার বলতে কী বুঝ?
উত্তর : বাণিজ্য হার বলতে পণ্যসামগ্রীর আমদানি ও রপ্তানির বিনিময় হারকে নির্দেশ বা চিহ্নিত করা হয়ে থাকে। পারস্পরিক চাহিদার তীব্রতা অনুযায়ী প্রতি একক রপ্তানীকৃত পণ্যাদির বিপরীতে অধিক পরিমাণ আমদানীকৃত পণ্যাদি প্রাপ্তির বিষয়টিকে রপ্তানিকারক দেশের বাণিজ্য লাভ হিসেবে দেখান হয়ে থাকে।
৬. SAPTA পূর্ণরূপ কী?
উত্তর : SAPTA – South Asian Preferential Trade Agreement.
৭. লাইসেসিং কী?
উত্তর : কোন কোম্পানিকে সুনির্দিষ্ট অঞ্চলে পণ্য বাজারজাতকরণ করার অধিকার বা সুযোগ চুক্তির মাধ্যমে প্রদান কার হলে তাকে লাইসেসিং বলে।
৮. প্রত্যক্ষ বিনিময় হার কী
উত্তর : প্রত্যক্ষ বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে বিদেশি মুদ্রাকে স্থির এবং দেশীয় মুদ্রাকে পরিবর্তনশীল হিসেবে ধরা হয়। উদাহরণ হিসেবে ধরা যায়, মার্কিন ১ ডলারের বিনিময় হার যদি ৭২ টাকা হয় তাহলে এক্ষেত্রে মার্কিন ডলার স্থির এবং দেশীয় মুদ্রা হবে পরিবর্তনশীল প্রকৃতির।
৯. আরবিটরেজ অপারেশন কী?
উত্তর : বিভিন্ন কেন্দ্রে বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় নিয়ে যে কার্যক্রম পরিচালিত হয়, তা হলো ‘আরবিটারেজ অপরাশেন’।
১০. ওয়েজ আর্নারস স্কীম কী?
উত্তর : আইনসিদ্ধ পথে দেশে অর্থ প্রেরণের সুযোগ সৃষ্টির লক্ষ্যের সরকার ১৯৭৪ সালে যে স্কীম গঠন করে, তাকে ওয়েজ আর্নারস স্কীম বলে। এক দেশের ভৌগোলিক সীমানার মধ্যে দিয়ে পণ্য পরিবহনে যে শুল্ক ধার্য করা হয়, তাকে ট্রানজিট শুল্ক বলে।
১১. ট্রানজিট শুল্ক কী?
উত্তর : এক দেশের মধ্য দিয়ে অন্যদেশে গমনকারী পণ্যের উপর আরোপিত করকে ট্রানজিট বা চলাচল শুল্ক বলে।
১২. আইনগত পরিবেশ কাকে বলে?
উত্তর : কোন দেশের নিয়মকানুন, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে আইনগত পরিবেশ বলে।
১৩. বিশ্বায়ন কাকে বলে?
উত্তর : পরিবহন ও যোগাযোগ, সাংস্কৃতিক এবং অর্থনীতির নেটওয়ার্ক দ্বারা সমগ্র বিশ্বের মানুষকে একত্রীভূতকরণের প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে।
১৪. GSP-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : GSP- Generalized System Preference.
১৫. দুইজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের নাম লিখ।
উত্তর : এডাম স্মিথ ও এল. রবিন্স।
১৬. লেনদেনের ভারসাম্য কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ পণ্যসামগ্রী ও সেবাসমূহ আমদানি করে থাকে তার জন্য পরিশোধিত মোট মূল্য এবং একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ যে পরিমাণ পণ্যসামগ্রী ও সেবাসমূহ রপ্তানি করে থাকে। তার থেকে প্রাপ্ত মোট মূল্য এই উভয় প্রকার মূল্যের পার্থক্যই হলো চলতি হিসাবের খাতে লেনদেনের ভারসাম্য।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
আন্তর্জাতিক ব্যবসায় অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
১৭. রাজনৈতিক পরিবেশ কাকে বলে?
উত্তর : রাজনৈতিক অস্থিতিশীলতা গুলো হলো- হরতাল, ধর্মঘট এবং অবরোধ ইত্যাদির কারণে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
১৮. আন্তর্জাতিক বাণিজ্যের ৩টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যের ৩টি বৈশিষ্ট্য ক. বিশ্বব্যাপী খ. বৃহৎ আকার ও গ. সরকারি নীতি।
১৯. “An Enquiry into Nature and Cavses of Wealth of Nations” গ্রন্থের লেখক কে?
উত্তর : অর্থনীতিবিদ এডাম স্মিথ।
২০. জে.ভি. হেবারলার কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বের নাম কী?
উত্তর : সুযোগ ব্যায় তত্ত্ব।
২১. অবাধ ও সংরক্ষণ বাণিজ্য কি?
উত্তর : যে বাণিজ্য ব্যবস্থায় আমদানি-রপ্তানি বাণিজ্য অবাধে পরিচালিত হয়ে থাকে তাই অবাধ বা মুক্ত বাণিজ্য হিসেবে পরিচিত। অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কোন ধরনের রাষ্ট্রীয় বিধি-নিষেধ এবং রাজস্ব সংক্রান্ত কোন প্রকার প্রতিবন্ধকতা তৈরি করা না হলে তাকে অবাধ বাণিজ্য বলে এবং সংরক্ষণ বাণিজ্য হলো এমন ধরনের বাণিজ্যিক নীতি যেখানে কোন দেশ বিদেশে প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্প রক্ষার জন্য আমদানি শুল্ক, আমদানি কোটা বা উৎপাদন ভর্তুকির মতো উপায় প্রয়োগ করে।
২২. ট্রানজিট ও ডাম্পিং এর সংজ্ঞা দাও।
উত্তর : এক দেশের ভৌগোলিক সীমানার মধ্য দিয়ে পণ্য পরিবহনে যে শুল্ক ধার্য করা হয়, তাকে ট্রানজিট শুল্ক বলে। কোন দেশ কোন দ্রব্য দেশের অভ্যন্তরে যথাযথ দামে বিক্রি করলেও আন্তর্জাতিক বাজারে এর চেয়ে কম দামে এমনকি উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রির ব্যবস্থাকে ডাম্পিং বলে।
২৩. বাণিজ্য চক্র কি?
উত্তর : অর্থনৈতিক কর্মকা- বা বাণিজ্যের উত্থান, পতনকে বাণিজ্য চক্র বলা হয়।
২৪. ADB, IDA, WTO- এর পূর্ণরূপ লিখ।
উত্তর : ADB – Asian Development Bank.
IDA- International Development Association.
WTO- World Trade Organization.
PDF Download আন্তর্জাতিক ব্যবসায় অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।
২. বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
৩. অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ।
৪. লেনদেন ভারসাম্যের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৫. বাণিজ্য হার বা শর্তে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৬. বাংলাদেশের প্রধান প্রধান আমদানি দ্রব্যগুলো বর্ণনা কর।
৭. বিশ্বব্যাংকের কার্যাবলী বর্ণনা কর।
৮. আন্তর্জাতিক অর্থ তহবিলের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
৯. বিশ্বায়ন কি? বিশ্বায়নের কারণগুলো ব্যাখ্যা কর।
১০. মার্কেটিং এর একজন শিক্ষার্থী হিসেবে তুমি কেন গ্লোবাল ব্যবসায় অধ্যয়ন করবে।
১১. অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১২. অবাধ বাণিজ্যের পক্ষে ও বিপক্ষে তোমার যুক্তি দেখাও।
১৩. “লেনদেন ভারসাম্য সর্বদা সমতা অবস্থায় ঘটে”। ব্যাখ্যা কর।
১৪. বাণিজ্যহার কিভাবে নির্ধারণ হয় ব্যাখ্যা কর।
১৫. আন্তর্জাতিক অর্থ তহবিলের কার্যাবলি বর্ণনা কর।
১৬. কোটা ও শুল্কের মধ্যে পার্থক্য আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. (ক) ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব সম্পর্কে লিখ।
(খ) সংরক্ষণ বাণিজ্যের পক্ষে সুবিধাসমূহ আলোচনা কর।
২. (ক) গ্লোবাল ব্যবসায়ের বাধাসমূহ বর্ণনা কর।
(খ) গ্লোবাল ব্যবসায়ের পরিবেশের সামাজিক উপাদানসমূহ বর্ণনা কর।
৩. (ক) বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
(খ) কোন অবস্থায় মুদ্রার অবমূল্যায়ন লেনদেন ঘাটতি দূর করতে পারে, আলোচনা কর।
৪. (ক) আন্তর্জাতিক বাণিজ্যের হেকসারওলিন তত্ত্বটি বর্ণনা কর।
(খ) বাণিজ্য হার বা শর্ত প্রভাব বিস্তারিকারী উপাদানসমূহ আলোচনা কর।
৫. (ক) এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যাবলী বর্ণনা কর।
(খ) লেনদেনর স্থিতি এবং ঋণ স্থিতির মধ্যে পার্থক্য বর্ণনা কর।
৬. (ক) বিনিময় হার উঠানামা বর্ণনা করার কারণসমূহ বর্ণনা কর।
(খ) স্থির এবং পরিববর্তনশীল বিনিময় হারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
৭. (ক) গ্লোবাল ব্যবসায়ের পরিবেশের রাজনৈতিক উপাদান সম্পর্কে বর্ণনা কর।
(খ) বিশ্বায়নের পক্ষে যুক্তিসমূহ আলোচনা কর।
৮. (ক) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের বৈদেশিক বিনিয়োগের প্রধান প্রধান সমস্যাসমূহ লিখ।
(খ) রপ্তানি বৃদ্ধিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলী আলোচনা কর।
৯. (ক) গ্লোবাল ব্যবসায় বলতে কি বোঝ?
(খ) গ্লোবাল ব্যবসায়ের সাথে সম্পৃক্ত মৌলিক ধারণাসমূহ আলোচনা কর।
১০. (ক) আন্তর্জাতিক বাণিজ্য কেন সংগঠিত হয়?
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
১১. আন্তর্জাতিক বাণিজ্যের পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্বটি সমালোচনাসহ আলোচনা কর।
১২. (ক) ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝ?
(খ) ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী আন্তর্জাতিক পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর।
১৩. (ক) অবাধ ও সংরক্ষণ বাণিজ্য কাকে বলে?
(খ) অবাধ ও সংরক্ষণ বাণিজ্যের পক্ষে ও বিপক্ষে তোমার যুক্তি দেখাও।
১৪. (ক) শুল্ক ও কোটা কাকে বলে?
(খ) শুল্কের প্রকারভেদ আলোচনা কর।
১৫. (ক) বাণিজ্যের ভারসাম্য কাকে বলে?
(খ) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বাণিজ্য হারের উঠানামার কারণসমূহ আলোচনা কর।
১৬. কিভাবে বাণিজ্য হার নির্ধারিত হয়।
2025 আন্তর্জাতিক ব্যবসায় অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
অধ্যায় 1
ক বিভাগ
- বহুজাতিক এন্টার প্রাইজ কী?
- মুক্ত বাণিজ্য অঞ্চল কী ?
- আন্তর্জাতিক ব্যবসায় কী?
- মুক্ত বাজার অর্থনীতি কী?
- মার্চেন্ডাইজ রপ্তানি কী?
- অর্থনৈতিক পরিবেশের সংজ্ঞা দাও?
- গ্লোবাল ভিলেজ বলতে কী বুঝ?
খ বিভাগ
- বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর?
- বিশ্বায়নের কারণগুলো বর্ণনা কর?
- গ্লোবাল ব্যবসা কেন তুমি অধ্যায়ন করবে?
- গ্লোবাল ব্যবসায় পরিবেশের সামাজিক সামাজিক উপাদান সমূহ প্রভাব আলোচনা কর?
গ বিভাগ
- গ্লোবাল ব্যবসায়ের রাজনৈতিক ঝুঁকিসমূহ আলোচনা কর?
- ক গ্লোবাল ব্যবসায় পরিচালনার উপাদানসমূহ বর্ণনা কর?
- খ গ্লোবাল ব্যবসায়ে বাধাসমূহ বর্ণনা কর?
- আন্তর্জাতিক ব্যবসায়ে প্রভাব বিস্তার কারি ও রাজনৈতিক ও আইনগত পরিবেশের উপাদানসমূহ ব্যাখ্যা কর?
- অবাধ বাণিজ্যের বাধা দূর করার পদ্ধতিসমূহ আলোচনা কর?
অধ্যায় 2
- আন্তর্জাতিক বাণিজ্য তও্ব বলতে কি বোঝায়?
- স্হির সুযোগ ব্যয় কী?
- শুল্ক কি?
- আমদানি শুল্ক কী?
- তুলনামূলক ব্যয় তও্বের প্রবক্তা কে?
- সুযোগ ব্যয় কী?
- অবাধ বাণিজ্য কি?
- সংরক্ষণ কি?
- বাণিজ্য সংরক্ষণ কি?
- বাণিজ্য চক্রের সংজ্ঞা দাও?
- পূর্ণরুপ লিখ NAFTA. SAPTA. IBRD
- ASEAN এর পূর্ণ রুপ কী?
- SAFTA এর পূর্ণরুপ কি?
- বাণিজ্য শর্ত কী?
- IMF এর পূর্ণরুপ কি??
খ বিভাগ
- আন্তর্জাতিক বাণিজ্যের ক্লাসিক্যাল তও্ব ও আধুনীক তও্বের মধ্যে পার্থক্য দেখাও?
- আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদানসমূহ আলোচনা কর?
- শুল্ক কিভাবে বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে?
- কোটা ও শুষ্কের মধ্যে পার্থক্য দেখাও?
গ বিভাগ
- ক একটি ভৌগোলিক প্রতিষ্ঠান সংসকৃতির কোন কোন দিকগুলো বিবেচনা করা উচিত এবং কেন?
- খ ব্যবসায়ের উপর প্রভাববিস্তারকারী আন্তর্জাতিক উপাদানসমূহ বর্ণনা কর?
- আন্তর্জাতিক বাণিজ্যের পূর্ণাঙ্গ বা চরম ব্যয় সুবিধা তও্বটি আলোচনা কর?
অধ্যায়3
ক বিভাগ
- মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও?
- বাণিজ্য চক্রজনিত ভারসাম্য হীনতা কী?
- বাণিজ্যের ভারসাম্য কি?
খ বিভাগ
- বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের পার্থক্য দেখাও?
- লেনদেন ভারসাম্য সর্বদা সমতা অবস্হায় থাকে ব্যাখ্যা কর?
- অনুকুল বাণিজ্য হার কি সবসময় লাভজনক ব্যাখ্যা কর?
গ বিভাগ
- লেনদেন ভারসাম্যের উপাদানসমূহ বর্ণনা কর?
- বাণিজ্য হার নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর?
অধ্যায় 4
ক বিভাগ
- বৈদেশিক বিনিনয় বাজার কাকে বলে?
- আন্তর্জাতিক কার্টেল কি?
খ বিভাগ
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ বর্ণনা কর?
- মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর?
গ বিভাগ
- বৈদৈশিক বিনিময় হার নির্ধারণের পদ্ধতিদুলো বর্ণনা কর?
- সংরক্ষণের বিভিন্ন ধরণ বা পদ্ধতিসমূহ আলোচনা কর?
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক ব্যবসায় পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন
অধ্যায় 5.1
ক বিভাগ
- Who এর পূর্ণ রুপ কী?
- আন্তর্জাতিক তারল্য হার কি?
- আন্তর্জাতিক অর্থ তহবিল কি
খ বিভাগ
- ইউরোপীয় ইউনিয়নের EU এর উদ্দেশ্যসমুহ লিখ?
- আন্তর্জাতিক তারল্য সমস্যার সমাধানের উপায়গুলো সংক্ষেপে আলোচনা কর?
গ বিভাগ
- আন্তর্জাতিক তারল্য সমস্যার কারণগুলো কী? ব্যাখ্যা কর?
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা আলোচনা কর?
অধ্যায় 5.2
ক বিভাগ
- EPZ কি?
- ট্রানজিট শুল্ক কি?
- ফ্রাঞ্জইজিং কী?
খ বিভাগ
- আই এম এফ এর অর্থের উৎস কোথায়?
- প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের পার্থক্য আলোচনা কর?
গ বিভাগ
- বাংলাদেশের লেনদেন ভারসাম্যের প্রতিকিলতা দূরীতরণে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা EPZ এর গুরুত্ব বা ভূমিকা বর্ণনা কর ৷
Honors 4th year Common Suggestion 2025
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের আন্তর্জাতিক ব্যবসায় স্পেশাল সাজেশন 2025,Honors International Business Suggestion 2025
PDF Download আন্তর্জাতিক ব্যবসায় অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, আন্তর্জাতিক ব্যবসায় অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ আন্তর্জাতিক ব্যবসায় সাজেশন, আন্তর্জাতিক ব্যবসায় অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,