অনার্স ৪র্থ বর্ষ কর্পোরেট আইন এবং অনুশীলন সাজেশন, honors 4th year corporate law and practices special short suggestions, অনার্স ৪র্থ বর্ষ কর্পোরেট আইন এবং অনুশীলন ১০০% কমন সাজেশন
অনার্স ৪র্থ বর্ষ কর্পোরেট আইন এবং অনুশীলন সাজেশন, honors 4th year corporate law and practices special short suggestions, অনার্স ৪র্থ বর্ষ কর্পোরেট আইন এবং অনুশীলন ১০০% কমন সাজেশন
অনার্স ৪র্থ বর্ষের কর্পোরেট আইন ও অনুশীলন সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] কর্পোরেট আইন ও অনুশীলন (Corporate Law and Practices ) সুপার সাজেশন Department of : Accounting & Other Department Subject Code: 242509 |
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
কর্পোরেট আইন ও অনুশীলন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের কর্পোরেট আইন ও অনুশীলন, অনার্স ৪র্থ বর্ষের কর্পোরেট আইন ও অনুশীলন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন কর্পোরেট আইন ও অনুশীলন সাজেশন
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
কর্পোরেট আইন ও অনুশীলন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. অসীম দায় সম্পন্ন কোম্পানি কী?
উত্তর : যে নিবন্ধিত কোম্পানির শেয়ারহোল্ডারদের শেয়ার ছাড়াও ব্যক্তিগত দায় জন্মে তাকে অসীমদায় সম্পন্ন কোম্পানি বলে।
২. পরিমেল নিয়মাবলি কী?
উত্তর : যে দলিলে যৌথ মূলধনি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মকানুন লিপিবদ্ধ থাকে তাকে পরিমেল নিয়মাবলি বা সংঘবিধি বলে।
৩. শেয়ার মূলধন কী?
উত্তর : কোম্পানি আইননানুযায়ী কোম্পানির মূলধনকে কতকগুলো সমান অংশের ক্ষুদ্র এককে ভাগ করা হয়। এরূপ ক্ষুদ্র প্রতিটি একককেই শেয়ার বলে। যৌথমূলধনি কোম্পানির সদস্যদের মাঝে এই শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে শেয়ার মূলধন বলে।
৪. বিবরণ পত্রের বিকল্প বিবৃতি কী?
উত্তর : যে ক্ষেত্রে শেয়ার মূলধন বিশিষ্ট কোনো কোম্পানি ১. নিবন্ধকের নিকট বিবরণপত্র প্রচার বা ইস্যু না করে ১৯৯৪ সালের কোম্পানি আইনের তফসিল-৪ অনুযায়ী যে বিবরণীপত্র পেশ করতে হয় তাকে বিবরণী পত্রের বিকল্প বিবরণী বলে।
৫. নিবন্ধন পূর্ব চুক্তি কী?
উত্তর : কোম্পানির নিবন্ধন ও নিবন্ধনপত্র চুক্তি হবার পূর্বেই তার প্রবর্তকগণকে প্রয়োজনীয় দলিল পত্র খসড়া প্রণয়ন ও সম্পত্তি হস্তান্তরকরণ প্রভৃতির জন্য চুক্তিবন্ধ হতে হয়। এরূপ চুক্তিতে প্রাথমিক অথবা নিবন্ধন পূর্ব চুক্তি।
৬. কোম্পানি সচিব কে?
উত্তর : কোম্পানি আইনের ২-১ (নং) ধারা অনুযায়ী “সচিব বলত সচিবের কর্তব্য এবং অন্য কোনো নির্বাহী বা প্রশাসনিক দায়িত্ব পালনার্থে নিযুক্ত ও নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কোনো একক ব্যক্তিকে বুঝায়।
৭. সভার কার্য বিবরণী কী?
উত্তর : কার্যাবিবরণী একটি কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল।
৮. হোল্ডিং কোম্পানি কী?
উত্তর : কোন কোম্পানি গঠন বা ক্রয়সূত্রে অন্য কোম্পানি নিয়ন্ত্রণের অধিকাংশ ক্ষমতা পেলে তাকে হোল্ডিং কোম্পানি বা নিয়ন্ত্রণকারী কোম্পানি বলে।
৯. অদাবিকৃত লভ্যাংশ কী?
উত্তর : কোম্পানির পরিচালক পর্ষদ কর্তৃক লভ্যাংশ ঘোষণার পর কোন শেয়ারহোল্ডার যদি লভ্যাংশ পত্র দাখিল করে তার লভ্যাংশ দাবি না করে তাহলে এরূপ লভ্যাংশ-ই অদাবিকৃত লভ্যাংশ হিসেবে গণ্য হয়। যেহেতু শেয়ার মালিকদের নিকট কোম্পানির এটা এক ধরনের দেনা সেহেতু এই অদাবিকৃত লভ্যাংশকে এর উদ্বর্তপত্রে “চলতি দায়” হিসেবে প্রদর্শন করানো হয়।
১০. কোম্পানির অবসায়ক কে?
উত্তর : সাধারণত যার তত্ত্বাবধানে কোম্পানির বিলোপ সাধন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অবসায়ক বলে।
১১. কোম্পানির সভা কি?
উত্তর : কোম্পানির বিবিধ বিষয়ে শেয়ার মালিক এবং পরিচালকবৃন্দের যেসব অধিবেশন প্রচলিত নিয়ম ও কোম্পানির আইন অনুযায়ী অনুষ্ঠিত হয় তাকে কোম্পানির সভা বলে।
১২. কার্যারম্ভের অনুমতি পত্র কী?
উত্তর : পাবলিক লিঃ কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর নিবন্ধকের নিকট থেকে প্রাপ্ত ফরম যথাযথভাবে পূরণ করে এবং এর সাথে প্রচারপত্র, ন্যূনতম চাঁদার ঘোষণাপত্র, যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের ঘোষণাপত্র, পরিচালকদের ঘোষণাপত্র ইত্যাদি দলিলপত্র দাখিগ করে কার্যারম্ভের অনুমতি পত্রের জন্য আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে উক্ত দলিলপত্র সন্তুষ্ট হলে কোম্পানি নিবন্ধক পাবলিক লিমিটেড কোম্পানিকে তার স্বাভাবিক ব্যবসায় কার্য আরম্ভ করার অনুমতি প্রদান করে যে সনদ প্রদান করে তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে।
১৩. কোম্পানির নিরীক্ষক কে হতে পারে?
উত্তর : যোগ্যতাসম্পন্ন সনদপ্রাপ্ত হিসাবরক্ষক।
১৪. বাংলাদেশের কোম্পানি আইনের কতটি ধারা ও তফসিল রয়েছে?
উত্তর : ৪০৪টি ধারা ও ১২টি তফসিল।
১৫. শেয়ার কী?
উত্তর : কোম্পানির মূলধকে সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশে/এককে বিভক্ত করা হয়। এরূপ ক্ষুদ্র অংশ/একককে শেয়ার বলা হয়।
১৬. পাবিলিক লিমিটেডে কোম্পানির ৪টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : (ক) সদস্য সংখ্যা অসীম, (খ) আইন সৃষ্ট প্রতিষ্ঠান, (গ) বিবরণপত্র প্রচার ও (ঘ) শেয়ার হস্তান্তরযোগ্যতা।
১৭. একটি কোম্পানির স্মারকলিপিতে কী কী উল্লেখ থাকে?
উত্তর : (ক) কোম্পানির নাম, (খ) কোম্পানির ঠিকানা, (গ) মূলধন, (ঘ) সদস্যদের নাম ও (ঙ) উদ্দেশ্য।
১৮. জিরো কুপন বন্ড কী?
উত্তর : যে ঋণপত্র সমমূল্যে বা কম মূল্যে (বাট্টায়) বিক্রয় করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে। এখানে কোন সুদের উল্লেখ করা হয় না, শুধু মেয়াদ শেষে কত টাকা পরিশোধ করে ঋণপত্র ফেরত নেয়া হবে তা উল্লেখ থাকে। এক্ষেত্রে ক্রয়মূল্য ও পরিশোধ মূল্যের পার্থক্যই হলো ঋণদাতার আয়।
১৯. অনাকাঙ্ক্ষিত মূল্য শেয়ার কী?
উত্তর : যে সব শেয়ারের কোন আংঙ্কিক মূল্য (Face value) থাকে না সে সব শেয়ারকে অনাঙ্কিক মূল্য শেয়ার বলে। আমাদের দেশে এ ধরনের শেয়ার ব্যবস্থা নেই।
২০. অনির্দিষ্ট জামিন কাকে বলে?
উত্তর : কোম্পানির বর্তমান ও ভবিষ্যতে অর্জিতব্য সকল বা কতিপয় সম্পত্তি জামিন রেখে যে ঋণপত্র ইস্যু করা হয় তাকে অনির্দিষ্ট/ভাসমান ঋণপত্র বলে।
২১. শেয়ার কখন স্টকে রূপান্তরিত হয়?
উত্তর : শেয়ারের সম্পূর্ণ মূল্য আদায়ের পর একে স্টকে রূপান্তর করা যায়।
২২. ঋণপত্রের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ঋণপত্রের তিনটি বৈশিষ্ট্য হলো- (ক) ঋণপত্রের আংশিক মূল্য থাকবে; (খ) লিখিত হতে হবে ও (গ) সুদের হার উল্লেখ থাকবে।
২৩. বিলম্বিত শেয়ার কী?
উত্তর : যে শেয়ার মালিকগণ লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন প্রত্যাবর্তনে সকলের শেষে অংশগ্রহণ করে তাকে বিলম্বিত শেয়ার বলে।
২৪. কার্যবিবরণী কাকে বলে?
উত্তর : কার্যবিবরণী একটি কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
কর্পোরেট আইন ও অনুশীলন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. “কৃত্রিমব্যক্তি সত্তা” ধারণাটি ব্যাখ্যা কর।
২. বিবরণ পত্রের অসত্য তথ্য পরিবশেনের জন্য পরিচালনা পর্যদের দায় ফলাফল লিখ।
৩. শেয়ারের সাথে স্টকের বৈসাদৃশ লিখ।
৪. সমতা বহির্ভূত চুক্তির ফলাফল বর্ণনা কর।
৫. কোম্পানির মান গ্রহণের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
৬. কোম্পানির নিরীক্ষকের দায়িত্ব ও কর্তব্যসমূহ লিখ।
৭. মূলধনি লাভ থেকে লভ্যাংশ প্রদান করা যায় কী?
৮. কোম্পানির একত্রীকরণের উদ্দেশ্য লিখ।
৯. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে পার্থক্য লিখ।
১০. কোম্পানির শেয়ার হ্রাসের পদ্ধতি বর্ণনা কর।
১১. কখন ও কেন শেয়ার বাজেয়াপ্ত করা হয়?
১২. চুক্তির অপরিহার্য উপাদান ব্যাখ্যা কর।
১৩. বিবরণপত্রের গুরুত্ব বর্ণনা কর।
১৪. পরিচালকদের ক্ষমতার উপর কী কী বাঁধা নিষেধ আছে?
১৫. শেয়ার হস্তান্তর বলতে কী বুঝ?
PDF Download কর্পোরেট আইন ও অনুশীলন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2025
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. (ক) পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
(খ) হোল্ডিং কোম্পানি কী? সাবসিডিয়ারী কোম্পানির সাথে এর পার্থক্য নির্দেশ কর।
২. (ক) কোম্পানির নিবন্ধনের সুবিধাসমূহ লিখ।
(খ) প্রবর্তকের সংজ্ঞা দাও। প্রবর্তকের কার্যাবলি বর্ণনা কর
৩. (ক) শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বর্ণনা কর।
(খ) শেয়ার বাজেয়াপ্তকরণ ও শেয়ার সমর্পণ এর মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৪. (ক) ঋণপত্র কী? ঋণপত্রের শ্রেণি বিভাগ বর্ণনা কর।
(খ) শেয়ারের সাথে ঋণপত্রের পার্থক্য নির্দেশ কর।
৫. (ক) কোম্পানির পরিচালনা পর্ষদের সংজ্ঞা দাও। পরিচালকের কী কী যোগ্যতা থাকা জরুরি?
(খ) কোম্পানির পরিচালকদের অপসারণ পদ্ধতি লিখ।
৬. (ক) পরিচালনো পর্ষদের প্রতিবেদন কী? এর বিষয়বস্তু উল্লেখ কর।
(খ) ব্যালেন্স শীট যথাযথভাবে তৈরি না করলে দায়ী ব্যক্তিদের শাস্তিসমূহ লিখ।
৭. (ক) লভ্যাংশ কী? লভ্যাংশ সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য লিখ।
(খ) অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য লিখ।
৮. (ক) কোম্পানির পুনর্গঠন বলতে কী বুঝায়? অভ্যন্তরীণ পুনর্গঠন ও বাহ্যিক পুনর্গঠনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
(খ) আদালত কর্তৃক কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি বর্ণনা কর।
৯. (ক) কোম্পানির সংজ্ঞা দাও।
(খ) একটি পাবলিক লিমিটেড কোম্পানির গঠন প্রণালি বর্ণনা কর।
১০. (ক) তত্ত্বাবধায়ক ও তার নিয়োগ পদ্ধতি আলোচনা কর।
(খ) তত্ত্বাবধায়ক নিয়োগের ফলাফল আলোচনা কর।
১১. বিধিবদ্ধ সভা কাকে বলে? বিবিবদ্ধ সভা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অধিকারগুলো আলোচনা কর।
১২. প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কীভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়।
১৩. শেয়ার সনদের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৪. বন্ধক ও দাবি নিবন্ধন না করার ফলাফল বর্ণনা কর।
১৫. শেয়ার বাজেয়াপ্ত সংক্রান্ত আইনের বিধানগুলো আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক বিভাগ
- কোম্পানীর সংজ্ঞা দাও?
- যৌথ মূলধনী কোম্পানী কাকে বলে?
- প্রাইভেট লিমিটেড কোম্পানী কি?
- অসীম দায়সম্পন্ন কোম্পানী বলতে কি বুঝ?
- হোল্ডিং কোম্পানী কাকে বলে়?
- বিদ্যমান কোম্পানী কী?
- কোন দলিল কো কোম্পানীর জন্ম সনদ নামে অভিহিত করা হয়
- কোন দলিল কো কোম্পানীর সংবিধান বলা হয়?
- কোম্পানির শেষে লিমিটেড শব্দ লেখা হয় কেন?
- প্রবর্তক কে?
- সংঘ স্বারক কী?
- মূলধন সঞ্চিতি কী?
- বিবরণ পত্র কী?
- বোনাস শেয়ার কি?
- জিরো কুপন বন্ড কী?
- কোম্পানি মূলধন কী?
- শেয়ার সনদ কাকে বলো?
- কোম্পানী চুক্তি কি?
- চুক্তি কাকে বলে?
- পরিশোধ্য ঋণপত্র কাকে বলে?
- তও্বাবধায়ক কে?
- ঋণপত্র কী?
- পরিচালক কে?
- কোম্পানির অবসায়ক কে?
- কোম্পানির সচিব কে?
- কোরাম কী?
- বাষিক সাধারণ সভা কী?
- বিধিবদ্ধ সভা কী?
- ব্যবস্হাপনা প্রতিনিধি কে?
- বিকল্প পরিচালক কে?
- নিরীক্ষকের দায় কত ধরনের হয়ে থাকে?
- যৌথ মূলধনি কোম্পানির নিরীক্ষকের প্রধান কী যোগ্যতা থাকতে হয়?
- কোম্পানির হিসাব কী?
- বন্টনযোগ্য মুনাফা কী?
- পরিবর্তনশীল লভ্যাংশ নীতি কী
- অন্তবর্তীকার্লীন লভ্যাংশ কী?
2025 কর্পোরেট আইন ও অনুশীলন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
খ বিভাগ
- কোম্পানির অপরিহার্য উপাদানগুলো ব্যাখ্যা কর?
- হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে পার্থক্য লেখ?
- কোম্পানির নিবন্ধন বলতে কী বুঝায়?
- কোম্পানির নিবন্ধনের ফলাফল কী?
- শেয়ার মূলধন কাকে বলে
- মূলধন কমানো এবং হ্রাসের মূলধন মধ্যে পার্থক্য দেখাও?
- অবলেখনের কমিশন ও দালালির মধ্যে পার্থক্য দেখাও?
- সদস্য ও শেয়ার মালিকের মধ্যে পার্থক্য দেখাও?
- কোম্পানি সমীম দায় বলতে কীবুঝায়?
- শেয়ার হস্তান্তর পদ্ধতি বর্ণনা কর?
- কোম্পানি চুক্তির প্রকৃতি বর্ণনা কর?
- ঋণপত্র বলতে কী বুঝা়য়?
- কখন অনির্দিষ্ট জামিনে পরিণত হয়
- কোম্পানি সভার শ্রেণিবিভাগ আলোচনা কর?
- আলোচ্যসূচি ও কার্যবিবরণীর মধ্যে পার্থক্য দেখাও?
- কোম্পানি সচিবের এয়ী ক্ষমতা আলোচনা কর?
- কোম্পানী আইন অনুযারি নিরীক্ষকের অযোগ্যতাগুলো কী কী?
- কোম্পানি নিরীক্ষকের অপসারণের পদ্ধতি আলোচনা কর?
- মূলধনি লাভকে লভ্যাংশ হিসেবে বন্টন করা যায় কি?
- মুনাফা ও লভ্যাংশ মধ্যে পার্থক্য কর?
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের কর্পোরেট আইন ও অনুশীলন পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ কর্পোরেট আইন ও অনুশীলন সাজেশন
গ বিভাগ
Honors 4thyear Common Suggestion 2025
- প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে কীভাবে রুপান্তর করা যায়?
- পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য লেখ?
- কোম্পানি একজন আইনুাগাগ ব্যক্তি এবং সমাজ মালিকের সওা হতে এর পরিচয় ভিন্ন ব্যাখ্যা কর?
- বাংলাদেশে বিদেশি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত বিধিবিধান ব্যাখ্যা কর?
- স্বারকলিপির মূলধন ধরা পরিবর্তনসংক্রান্ত বিধানগুলো আলোচনা কর
- কোম্পানি গঠনের বিভিন্ন পদক্ষেপ আলোচনা কর?
- প্রবর্তকের কর্তব্য ও দায় সম্পর্কে বর্ণনা কর?
- সংঘ স্মারক কখন ও কীভাবে পরিবর্তন করা যায়
- সংরক্ষিত মূলধন ও সঞ্চিতির মধ্যে পার্থক্য লেখ?
- কোম্পানির শেয়ার মূলধন বৃদ্ধির পদ্ধতি আলোচনা কর?
- বিবরণপত্রে শেয়ার মূলধন বৃদ্ধির পদ্ধতি আলোচনা কর?
- বিবরণপত্রে মিথ্যা বিবরণের জন্য পরিচালকদের দায়সমূহ আলোচনা কর?
- বিবরণপত্রে অসত্য বিবৃতির জন্য দায়ী পক্ষ কারা
- কোম্পানির শেয়ার মূলগনগুলো কী কী?
- শেয়ার বিলি কী?
- অধিহারে শেয়ার বিলি সংক্রান্ত বিধানসমূহ লেখ?
- শেয়ার সার্টিফিকেট ও শেয়ার ওয়োরেন্টের মধ্যে পার্থক্য লেখ?
- শেয়ার বাজেয়াপ্তকরণ সংক্রান্ত আইনের বিধানসমূহ লেখ?
- শেয়ার না কোম্পানি নিবন্ধিত হয় ততক্ষণ সে কোনো চুক্তি করতে পারে না আলোচনা কর?
- কখন অনিদিষ্ট জামিন নিদিষ্ট জামিনে পরিণত হয়?
- বিভিন্ন ধরনের ঋণপত্রের বর্ণনা দাও?
- কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতার ওপর বাধা নিষেধসমূহ বর্ণনা কর?
- কোম্পানির বাষিক সাধারণ সভা অনুষ্ঠানসংক্রান্ত নিয়মাবলি বর্ণনা কর?
- ব্যবস্হাপনা পরিচালকদের কার্যাবলি আলোচনা কর
- কোম্পানির সভার সিদ্ধান্তের শ্রেণিবিভাগ আলোচনা কর?
- সাধারণ ব্যবস্হাপক পরিচালক পর্যদের তও্বাবধানে ও নির্দেশনা সাপেক্ষে কাজ করে ব্যাখ্যা কর?
- নিরীক্ষকের ক্ষমতা ও কার্যাবলি লেখ?
- কোম্পানির পরিচালক পর্যদের প্রতিবেদনের বিষয়বস্তু বর্ণনা কর৷
- কী কী পরিস্হিতিতে কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপ ঘটে
- কোম্পানির রুপান্তরকরণ কী? কোম্পানির পূর্ণর্গঠন সম্পর্কে আলোচনা কর?
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের কর্পোরেট আইন ও অনুশীলন স্পেশাল সাজেশন 2025,Honors Corporate Law and Practices Suggestion 2025
PDF Download কর্পোরেট আইন ও অনুশীলন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, কর্পোরেট আইন ও অনুশীলন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, কর্পোরেট আইন ও অনুশীলন সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ কর্পোরেট আইন ও অনুশীলন সাজেশন, কর্পোরেট আইন ও অনুশীলন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,