চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস সাজেশন, অনার্স ৪র্থ বর্ষ রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস সাজেশন, honors 4th year history of russia and the soviet union special short suggestions
অনার্স ৪র্থ বর্ষের রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস সাজেশন ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (History of Russia and Soviet Union upto 1945) সুপার সাজেশন ২০২৪ Department of : History & Other Department Subject Code: 241509 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস সাজেশন,রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস, অনার্স ৪র্থ বর্ষের রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে?
উত্তর : আধুনিক রাশিয়ার জনক বলা হয় তার পিটার দি গ্রেটকে।
২. সার্ফ প্রথা কে বিলোপ করেন?
উত্তর : সার্ফ প্রধা রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার বিলোপ করেন।
৩. ডিসেমব্রিন্ট আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর : ডিসেমব্রিস্ট আন্দোলন ১৮২৫ সালে হয়েছিল।
৪. ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ক্রিমিয়ার যুদ্ধ রাশিয়া ও তুরস্কের মধ্যে সংঘটিত হয়।
৫. ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ক্রিমিয়ার যুদ্ধ ১৮৫৪ সালে সংঘটিত হয়।
৬. কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয়?
উত্তর : জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়।
৭. নিহিলিজম শব্দটির অর্থ কী?
উত্তর : Nihilism শব্দটির অর্থ নৈরাজ্যবাদী আন্দোলন।
৮. রাশিয়ার ইতিহাসে ‘রক্তাক্ত রবিবারের ঘটনা কখন ঘটে?
উত্তর : রাশিয়ার ইতিহাসে ‘রক্তাক্ত রবিবারের ঘটনা ঘটে ১৯০৫ সালের ৯ জানুয়ারি রবিবার।
৯. RSDLP এর পূর্ণরূপ কী ?
উত্তর : Russian Social Democratic Labour Party.
১০. ‘মেনশেভিক’ শব্দটির অর্থ লেখ।
উত্তর : ‘মেনশেভিক’ শব্দটির অর্থ সংখ্যালঘু।
১১. প্লেখানেভ কে ছিলেন?
উত্তর : প্লেখানেভ ছিলেন মেনশেভিক নেতা।
১২. ‘বলশেভিক ও মেনশেভিক’ শব্দ দুটির অর্থ কী?
উত্তর : ‘বলশেভিক’ অর্থ সংখ্যাগুরু ও ‘মেনশেভিক’ অর্থ সংখ্যালঘু।
১৩. রাশিয়ায় বলশেভিক পার্টি কখন গঠিত হয়?
উত্তর : রাশিয়ায় বলশেভিক পার্টি ১৯০৩ সালে গঠিত হয়।
১৪. কোন বিপ্লবকে ‘প্রভাতি তারা’ বলা হয়?
উত্তর : ১৯০৫ সালের বিপ্লবকে ‘প্রভাতি তারা’ বলা হয়।
১৫. ‘Das Kapital’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Das Kapital’ গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস।
১৬. রবার্ট ওয়েন কে ছিলেন?
উত্তর : রবার্ট ওয়েন ছিলেন ইংরেজ সমাজতন্ত্রবিদ।
১৭. রাসপুটিন কে ছিলেন?
উত্তর : রাসপুটিন ছিলেন জার দ্বিতীয় নিকোলাসের সময়কার একজন যাজক।
১৮. কোন বিপ্লব রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটায়?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লব রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয়।
১৯. বলশেভিক দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বলশেভিক দলের প্রতিষ্ঠাতা হলেন লেনিন।
২০. ‘ইস্ক্রা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ইস্ক্রা’ শব্দের অর্থ স্ফুলিঙ্গ।
২১. কত সালে রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়?
উত্তর : ১৯১৮ সালে রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।
২২. কত সালে যুদ্ধকালীন সাম্যবাদের অবসান ঘটে?
উত্তর : ১৯২১ সালে যুদ্ধকালীন সাম্যবাদের অবসান ঘটে।
২৩. NEP এর পূর্ণরূপ কী?
উত্তর : NEP এর পূর্ণরূপ হলো New Economic Policy.
২৪. New Economic Policy এর প্রবর্তক কে?
উত্তর : NEP লেনিন প্রণয়ন করেন।
২৫. রাশিয়াকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
উত্তর : রাশিয়াকে ব্রিটেন প্রথম স্বীকৃতি দেয়।
২৭. ট্রটস্কি কে ছিলেন?
উত্তর : ট্রটস্কি ছিলেন বলশেভিক নেতা ও লাল ফৌজের প্রতিষ্ঠাতা।
২৬. লেনিন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : লেনিন ১৯২৪ সালের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
২৮. লাল ফৌজ কী?
উত্তর : লাল ফৌজ হলো ট্রটস্কি গঠিত কমিউনিস্ট আর্মি।
২৯. স্টালিন শব্দটির অর্থ কী?
উত্তর : স্ট্যালিন শব্দটির অর্থ ইস্পাত।
৩০. লোকার্নো সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : লোকার্নো সম্মেলন ১৯২৫ সালে অনুষ্ঠিত হয়।
৩১. কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয়?
উত্তর : রাশিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয়।
৩২. ইয়ং পরিকল্পনা কত সালে প্রণীত হয়?
উত্তর : ইয়ং পরিকল্পনা ১৯২৯ সালে প্রণীত হয়।
৩৩. কারা বিগ থ্রি (Big Three) নামে পরিচিত ছিল?
উত্তর : ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, জোসেফ স্ট্যালিন ও উইন্সটন চার্চিল বিগ থ্রি (Big Three)— নামে পরিচিত ছিল।
৩৪. স্ট্যালিনগ্রাদের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৯৪৩ সালে স্ট্যালিনগ্রাদের যুদ্ধ সংঘটিত হয়।
৩৫. ‘The Big Three’ কাদের বলা হয়?
উত্তর : ‘The Big Three’ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও রাশিয়াকে বলা হয়।
৩৬. ‘অপারেশন বারবারোসা’ কী?
উত্তর : ‘অপারেশন বারবারোসা’ হলো হিটলার কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমণের সাংকেতিক নাম।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. উষ্ণ জলনীতি বলতে কী বুঝায়?
২. দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা জার বলা হয়?
৩. রাশিয়ার ভূমিদাস প্রথা সম্পর্কে একটি টীকা লেখ।
অথবা, রাশিয়ার ভূমিদাস প্রথা সম্পর্কে লেখ।
৪. নারোদনিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, রাশিয়ার ‘নারোদনিক’ (পপুলিস্ট) আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৫. ১৯০৫ সালের বিপ্লবের প্রকৃতি কী ছিল?
৬. ১৯০৫ খ্রিস্টাব্দের ‘রক্তাক্ত রবিবারের’ ঘটনার বিবরণ দাও।
৭. সমাজতন্ত্রের মূলনীতিগুলো উল্লেখ কর।
৮. কার্ল মার্কসের পরিচয় দাও।
৯. ফ্রেডরিখ এঙ্গেলসের পরিচয় দাও।
অথবা, ফ্রেডরিখ এঙ্গেলসের ওপর টীকা লেখ।
১০. সংক্ষেপে লেনিন সম্পর্কে লেখ।
১১. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণসমূহ আলোচনা কর।
১২. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতার কারণসমূহ বর্ণনা কর।
১৩. ১৯১৭ সালের মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবে বলশেভিকরা কেন সাফল্য লাভ করেছিল?
১৪. ১৯১৭ সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের সফলতার কারণ কী ছিল?
১৫. রাশিয়ার গৃহযুদ্ধের কারণসমূহ আলোচনা কর।
১৬. গৃহযুদ্ধে বলশেভিকদের বিজয়ের কারণ কী ছিল?
১৭. যুদ্ধকালীন সাম্যবাদ আলোচনা কর।
১৮. লেনিনের নতুন অর্থনৈতিক নীতির গুরুত্ব আলোচনা কর।
১৯. স্ট্যালিনের ‘এক রাষ্ট্র সাম্যবাদ’ বলতে কী বুঝ?
অথবা, স্ট্যালিনের ‘এক রাষ্ট্র সাম্যবাদ’ কী? ব্যাখ্যা কর।
২০. স্ট্যালিনের পরিচয় দাও।
২১. ব্রেস্ট লিভস্ক চুক্তি সম্পর্কে সংক্ষেপে লেখ।
২২. রাশিয়া জার্মানির সাথে কেন অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে?
২৩. ১৯৩৯ সালের রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি উল্লেখ কর।
২৪. মহাজোট সম্পর্কে টীকা লেখ।
অথবা, মহাজোট সম্পর্কে সংক্ষেপে লেখ।
PDF Download রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. রাশিয়ার আধুনিকীকরণে মহামতি পিটারের অবদান মূল্যায়ন কর।
২. দ্বিতীয় আলেকজান্ডারকে ‘মুক্তিদাতা জার’ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
৩. ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।
৪. ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও।
৫. ১৯০৫ সালের ক্রুশবিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
৬. ১৯০৫ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণ কী ছিল?
৭. ১৯০৫ সালের রুশ বিপ্লবের ফলাফল আলোচনা কর।
৮. রাশিয়ায় মার্কসবাদ সম্পর্কে আলোচনা কর।
৯. রাশিয়ায় মার্কসবাদের প্রসার সম্পর্কে আলোচনা কর।
১০. মার্কসবাদ বিকাশে লেনিনের অবদান আলোচনা কর।
১১. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, প্রকৃতি ও ফলাফল আলোচনা কর।
১২. ১৯১৭ সালের অক্টোবর বিপ্লবের ঘটনাবলি বিশ্লেষণ কর।
১৩. রাশিয়ার গৃহযুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
১৪. রাশিয়ার গৃহযুদ্ধের কারণ বিশ্লেষণ কর।
১৫. ‘নতুন অর্থনৈতিক নীতি’ (নেপ) প্রবর্তনের পটভূমি এবং এ নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
১৬. NEP কী? নয়া অর্থনৈতিক নীতিতে শিল্পক্ষেত্রে কী পরিবর্তন সাধিত হয়?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৭. রাশিয়ার সমাজতন্ত্রকে সংহতকরণে জোসেফ স্ট্যালিনের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৮. রাশিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে স্ট্যালিনের অবদান আলোচনা কর।
১৯. স্ট্যালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর সাফল্য সম্পর্কে লেখ।
অথবা, স্ট্যালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর সাফল্য আলোচন কর।
২০. নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে স্ট্যালিনের কৃতিত্ব মূল্যায়ন কর।
২১. দুই বিশ্বযুদ্ধ মধ্যবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতি পর্যালোচনা কর।
২২. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তসমূহ বিশ্লেষণ কর।
২৩. সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধের বিবরণ দাও।
২৪. ‘অপারেশন বারবারোসা’ কী? হিটলারের সোভিয়েত ইউনিয়ন আক্রমণের বর্ণনা দাও।
2024 রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
ক বিভাগ
- সোভিয়েত শব্দটির অর্থ কী?
- মির কী?
- সার্ফ প্রথা কে বিলোপ করেন?
- ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়
- ক্রিমিয়ার যুদ্ধ কখন সংগঠিত হয়
- রাশিয়ার ইতিহাসে কুলাক নামে কারা পরিচিত?
- রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?
- রাশিয়াতে কবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়
- রাশিয়ার ইতিহাসে রক্তাক্ত রবিবারের ঘটনা কখন ঘটে
- কখন রুশ জাপান যুদ্ধ হয়েছিল
- পোর্টসমাউথ সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়
- বলশেভিক শব্দটির অর্থ কী?
- বলশেভিক ও মেনশেভিক শব্দ দুটির অর্থ কী?
- বলশেভিকদের বিপ্লবী স্লোগান কী ছিল?
- ডুমা কী?
- কোন বিপ্লবকে প্রভাতি তারা বলা হয়
- কত সালে কমিউনিস্ট ম্যানিফেস্টা প্রকাশিত হয়েছিল?
- দ্বন্ধমূলক বস্তুবাদ তও্বের প্রবক্তা কে?
- সমাজতন্ত্রের প্রবক্তা কে?
- রবার্ট ওয়েন কে ছিলেন?
- USSR এর পূর্ণ রুপ কী?
- বলশেভিক দলের প্রতিষ্ঠাতা কে?
- লেনিনের পুরো নাম কী?
- ইস্কা শব্দের অর্থ কী?
- কত সালে সোভিয়েত ইউনিয়নে নতুন অর্থনৈতিক নীতি গৃহীত হয়েছিল?
- লেনিন কত সালে মৃত্যুবরণ করেন?
- লাল ফৌজ কী?
- রুশ সংবিধানে সোভিয়েত প্রজাতন্ত্রকে কী বলা হয়
- দেশপ্রেমিক মহাযুদ্ধ কত দিন স্হায়ী হয়েছিল?
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস সাজেশন
খ বিভাগ
- দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা জার বলা হয়
- নিহিলিজম ব্যাখ্যা কর ৷
- নারোদনিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ?
- বলশেভিক পার্টি সম্পর্কে টীকা লেখ?
- কার্ল মার্কসের পরিচয় দাও?
- দাস ক্যাপিটাল এর ওপর একটি টীকা লেখ?
- কমিউনিস্ট মেনিফেস্টের ওপর একটি টীকা লেখ?
- এপ্রিল থিসিসের মূল বক্তব্য বিশ্লেষণ কর?
- যুক্তকালীন সাম্যবাদ আলোচনা কর
- স্ট্যালিন ট্রটস্কির দ্বন্ধে স্ট্যালিনের সাফল্যের কারণ কী ছিল?
- 1936 সালের রুশ সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লখ?
- র্যাপালো চুক্তি কী?
- 1939 সালে রুশ জার্মান অনাক্রম চুক্তির শর্তাবলি উল্লেখ কর?
- মহাজোট সম্পর্কে টিকা লেখ?
Honors 4th year Common Suggestion 2024
গ বিভাগ
- জার প্রথম নিকোলাসের পররাষ্ট্রনীতি আলোচনা কর
- উনবিশ শতাব্দীতে রাশিয়াতে যংঘটিত বিভিন্ন বৈপ্লবিক আন্দোস সমূহের বিবরণ দাও?
- 1905 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণ ব্যাখ্যা কর?এ বিপ্লব ব্যরিথ হয় কেন?
- রাশিয়ার মার্কসবাদের প্রসার সম্পর্কে আলোচনা কর?
- 1917 সালের ফেব্রয়ারি বিপ্লবের কারণ প্রকৃতি ও ফলাফল আলোচনা কর?
- রুশ নেতা লেনিনের কৃতিত্ব মূল্যায়ন কর?
- রাশিয়ার গৃহযুদ্ধ কারণ বিশ্লেষণ কর?
- সোভিয়েত ইউনিয়নের নতুন অর্থনৈতিক নীতির বৈশিষ্ট্যসমূহ লেখ?
- লেনিনের মৃত্যুর পর স্ট্যালিন ও ট্রটস্কির দ্বন্ধের কারণসমূহ ব্যাখ্যা কর?
- রাশিয়ার সমাজতন্ত্রকে সংহত করণে জোসেফ স্ট্যালিনের কৃতিত্ব মুল্যায়ন কর
- পটভূমি ও তাৎপর্য বিশ্লেষণ কর?
- অপারেশন বারবারোসা কী?হিটলারের সোভিয়েত ইউনিয়ন আক্রমনের বর্ণনা দাও
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যোগদানের কারণগুলো বিশ্লেংযণ কর?
- পটসডাম সন্মেলনের সিধান্তসমূহ পর্যালোচনা কর?
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস স্পেশাল সাজেশন 2024,Honors History of Russia and Soviet Union upto 1945 Suggestion 2024
PDF Download রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস সাজেশন, রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- অনার্স ১ম বর্ষ বাংলা উপন্যাস-১ ১০০% কমন সাজেশন, Nu Super Suggestion Honors 1st Year বাংলা উপন্যাস-১ স্পেশাল শর্ট সাজেশন্স
- অনার্স ১ম বর্ষের পরীক্ষা সামাজিক সমস্যা,ব্যতিক্রম সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষ
- অনার্স ৩য় বর্ষের ফলাফল প্রকাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ