অনার্স ৪র্থ বর্ষ রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন, honors 4th year state philosophy is ancient and medieval special short suggestions

অনার্স ৪র্থ বর্ষ রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন, honors 4th year state philosophy is ancient and medieval special short suggestions

অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ (Political Philosophy: Ancient and Medieval) সুপার সাজেশন ২০২৫
Department of : Philosophy & Other Department
Subject Code: 241707
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন,রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ, অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৫

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. প্লেটোর একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ।
অথবা, প্লেটোর যেকোনো একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর : প্লেটোর একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো ‘Republic’.

২. দার্শনিক রাজা কে?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের রাজা বা শাসককে দার্শনিক রাজা বলে।

৩. এরিস্টটলের শিক্ষাগুরুর নাম কী?
উত্তর : এরিস্টটলের শিক্ষাগুরুর নাম প্লেটো।

৪. রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে এরিস্টটলের সর্বাধিক সমাদৃত গ্রন্থ কোনটি?
উত্তর : রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে এরিস্টটলের সর্বাধিক সমাদৃত গ্রন্থ Politics.

৫. এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি?
উত্তর : এরিস্টটলের মতে পলিটি বা অভিজাততন্ত্র হলো সর্বোত্তম সরকার।

৬. এরিস্টটলের মতে দাস কয় ধরনের?
উত্তর : এরিস্টটলের মতে দাস ২ ধরনের (প্রকৃতিগত দাস ও আইনগত দাস)।

৭. লাইসিয়াম কী?
উত্তর : লাইসিয়াম হলো এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত জ্ঞানচর্চার কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান।

৮. দুই তরবারি তত্ত্বের জনক কে?
উত্তর : দুই তরবারি তত্ত্বের জনক সেন্ট অগাস্টিন।

৯. ‘The City of God’ গ্রন্থটির রচয়িতা কে?
অথবা, ‘দি সিটি অব গড’ কে লিখেছেন?
উত্তর : ‘The City of God’ গ্রন্থটির রচয়িতা সেন্ট অগাস্টিন।

১০. একুইনাসের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম উল্লেখ কর।
অথবা, সেন্ট টমাস একুইনাসের যেকোনো একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর : একুইনাসের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম ‘Summa Theologica’, ‘Commentaries on the Politics of Aristotle, The Rule of Prince’s প্রভৃতি।

১১. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
উত্তর : মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।

১২. ‘Monarchy is the symble of unity.’ – উক্তিটি কার?
উত্তর : ‘Monarchy is the symble of unity.’ – উক্তিটি সেন্ট টমাস একুইনাসের।

১৩. মার্সিলিও কোন যুগের দার্শনিক ছিলেন?
উত্তর : মার্সিলিও মধ্যযুগের দার্শনিক ছিলেন।

১৪. ‘ডিফেন্ডার অব পিচ’ কে লিখেছেন?
উত্তর : ‘ডিফেন্ডার অব পিচ’ লিখেছেন মার্সিলি অব পাদুয়া।

১৫. রেনেসাঁর বরপুত্র কাকে বলা হয়?
উত্তর : রেনেসাঁর বরপুত্র বলা হয় ম্যাকিয়াভেলিকে।

১৬. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?
উত্তর : আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নিকোলো ম্যাকিয়াভেলি।

১৭. ‘রাজার মধ্যে শৃগাল এবং সিংহের গুণাবলির সমন্বয়সাধন হওয়া উচিত।’ – উক্তিটি কার?
উত্তর : ‘রাজার মধ্যে শৃগাল এবং সিংহের গুণাবলির সমন্বয়সাধন হওয়া উচিত।’ – উক্তিটি নিকোলো ম্যাকিয়াভেলির।

১৮. রাষ্ট্র সৃষ্টির পূর্বাবস্থাকে টমাস হবস কী বলে উল্লেখ করেছেন?
উত্তর : রাষ্ট্র সৃষ্টির পূর্বাবস্থাকে টমাস হবস প্রকৃতির রাজ্য বলে উল্লেখ করেছেন।

১৯. হবসের সার্বভৌমত্ব কী?
উত্তর : টমাস হবসের মতে জনগণ নিজেরা চুক্তি করে সার্বভৌম শাসকের নিকট যে সমস্ত অধিকার সমর্পণ করে তাই সার্বভৌম ক্ষমতা।

২০. জন লকের মতে প্রকৃতির রাজ্যের ব্যবস্থা কেমন ছিল?
উত্তর : জন লকের মতে প্রকৃতির রাজ্যের ব্যবস্থা স্বাধীন, শান্তিপূর্ণ ও সুস্থ জীবনযাপনের উপযোগী ছিল।

২১. সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে?
উত্তর : সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে।

২২. রুশোকে কোন বিপ্লবের অন্যতম স্থপতি বলা হয়?
উত্তর : রুশোকে ফরাসি বিপ্লবের অন্যতম স্থপতি বলা হয়।

২৩. ‘Man is born free but everywhere he is in chains.’ — উক্তিটি কার?
অথবা, ‘মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলিত।’ – উক্তিটি কার?
উত্তর : ‘Man is born free but everywhere he is in chains.’ — উক্তিটি জ্যা জ্যাক রুশোর।

২৪. সাধারণ ইচ্ছা কাকে বলে?
উত্তর : সাধারণ ইচ্ছা বলতে জনগণের তথা সকলের কল্যাণের ইচ্ছাকে বুঝায়।

২৫. দার্শনিক হেগেলের পূর্ণ নাম কী?
উত্তর : দার্শনিক হেগেলের পূর্ণ নাম জর্জ উইলহেলম ফ্রেডরিক হেগেল।

২৬. হেগেল রাষ্ট্রকে কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর : হেগেল রাষ্ট্রকে দেবতা বা দৈব শক্তির সাথে তুলনা করেছেন।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৫

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্লেটোর দার্শনিক রাজার বৈশিষ্ট্য আলোচনা কর।
২. উদারতাবাদ সম্পর্কে মিলের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর।
৩. জেরেমি বেহামের আইনতত্ত্ব ব্যাখ্যা কর।
৪. এরিস্টটলের মতে, বিপ্লবের কারণগুলো কী?
৫. দাসপ্রথার পক্ষে এরিস্টটলের যুক্তিগুলো উল্লেখ কর।

৬. সংক্ষেপে সেন্ট অগাস্টিনের ঈশ্বরের নগরী সম্পর্কে আলোচনা কর।
৭. একুইনাসকে কেন মধ্যযুগের এরিস্টটল বলা হয়?
৮. ম্যাকিয়াভেলিবাস কী?
৯. ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন?
১০. ধর্ম ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১১. মানবপ্রকৃতি সম্পর্কে হবসের ধারণা ব্যাখ্যা কর।
১২. টমাস হবসের সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৩. জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন?

১৪. রুশোর মতে, সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য দেখাও।
১৫. সার্বভৌমত্ব সম্পর্কে হেগেলের মতের ব্যাখ্যা দাও।
১৬. গণতন্ত্র সম্পর্কে হেগেলের মত কী?
অথবা, গণতন্ত্র সম্পর্কে হেগেলের মতের ব্যাখ্যা কর।

PDF Download রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৫

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. প্লেটোর সাম্যবাদ তত্ত্ব ব্যাখ্যা কর। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২. উদারতাবাদ কী? উদারতাবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৩. এরিস্টটলের মতে, বিপ্লবের কারণগুলো ও প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর।
৪. এরিস্টটলের দাসতত্ত্ব আলোচনা ও মূল্যায়ন কর
৫. সংক্ষেপে সেন্ট অগাস্টিনের স্বর্গরাজ্যের বর্ণনা দাও।

৬. সেন্ট টমাস একুইনাসের ‘আইনতত্ত্ব’ আলোচনা কর।
৭. আধুনিক রাষ্ট্রদর্শনে ম্যাকিয়াভেলির অবদান সম্পর্কে আলোচনা কর।
৮. ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা কর।
৯. ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন?
১০. প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা বর্ণনা কর।

অথবা, হবস অনুসারে প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা কর।
১১. টমাস হবসের সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ লেখ। তার মতে ব্যক্তির স্বাধীনতা আছে কি?
১২. জন লকের সামাজিক চুক্তি মতবাদটি ব্যাখ্যা কর।
১৩. রাষ্ট্রদর্শনের ইতিহাসে সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব বর্ণনা কর।
১৪. লকের সম্পত্তি তত্ত্ব কী? ব্যক্তিগত সম্পত্তি অধিকারের পক্ষে লকের যুক্তিগুলো উল্লেখ কর।

১৫. ‘জন লক আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ।’ — আলোচনা কর।
অথবা, জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন? তার রাষ্ট্রচিন্তার আলোকে ব্যাখ্যা কর।
১৬. প্রকৃতির রাজ্য সম্পর্কে লক ও রুশোর মতবাদ আলোচনা কর।
১৭. ‘রুশো একাধারে একজন গণতন্ত্রী ও সর্বাত্মকবাদী’ – উক্তিটি পর্যালোচনা কর।

১৮. নৈতিকতা ও ধর্ম সম্পর্কে লক ও রুশোর মতবাদ আলোচনা কর।
১৯. রুশোর সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
২০. সংবিধান, সার্বভৌমত্ব ও সরকার সম্পর্কে হেগেলের মতের ব্যাখ্যা কর।
২১. ‘রাষ্ট্র একটি ঐশ্বরিক ধারণা।’ – হেগেলের এ উক্তির আলোকে তার রাষ্ট্রদর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন ২০২৫

ক বিভাগ 

  • প্লেটোর কয়েকটি বিখ্যাত গ্রন্হের নাম লেখ?
  • প্লেটোর গুরু কে ছিলেন?
  • এরিস্টটলের ক্ষেএে এরিস্টটলের সর্বাধিক সমাদৃত গ্রন্হ কোনটি?
  • বিখ্যাত The Politics গ্রন্হটির লেখক কে?
  • এরিস্টটলের কয়েকটি গ্রন্হের নাম উল্লেখ কর 
  • মধ্যযুগের সময় কাল কোনটি?
  • The city of gold কী?
  • দ্বিনগরী তত্ব্টি কার 
  • সেন্ট টমাস একুইনাসের কোন যুগের রাষ্ট্রচিন্তাবিদ 
  • একুইনাসের রচিত উল্লেখ যোগ্য গ্রন্হের নাম লেখ?
  • Monarchy is the symble of unity উক্তিটি কার 
  • মার্সিলিও কোন যুগের দার্শনিক ছিলেন?
  • The Defensor pacis গ্রন্হটির রচয়িতা কে?
  • ডিফেন্ডার অব পিচ কে লিখেছেন?
  • ম্যাকেয়াভেলির পূর্ণ নাম কি?
  • The prince গ্রন্হটির রচয়িতা কে?
  • রাজার মধ্যে শৃগাল এবং সিংহের গুণাবলির সমন্বয়সাধন হওয়া উচিত উক্তিটি কার 
  • levaithan গ্রন্হটির লেখক কে?
  • রাষ্ট্র সৃষ্টির পূর্বাবস্হাকে টমাস হবস কী বলে উল্লেখ করেছে
  • হবসের সার্বভৌমত্ব কী?
  • জৱ লকের মতে প্রকৃতির রাজ্যের ব্যবস্হা কেমন ছিল 
  • সম্পওি তও্বের প্রবক্তা কে
  • সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে
  • রুশোকে কোন বিপ্লবের অন্যতম স্হাপতি বলা হয়৷
  • রুশোর মতে সার্বভৌনত্ব কী?
  • সাধারণ ইচ্ছা কাকে বলে?
  • হেগেল কোন দেশের দার্শনিক ছিলেন?
  • রাষ্ট্র সম্পর্কে হেগেল কী বলেছেন?
  • বস্তুগত ভাববাদের প্রবক্তা কে?

Honors 4th year Common Suggestion 2025

খ বিভাগ 

  • রাষ্ট্র দর্শন বলতে কি বুঝ?
  • আধুনীক রাষ্ট্রদর্শন বিকাশে বেন্হামের অবদান লেখ?
  • প্লেটোর দার্শনিক রাজার বৈশিষ্ট্য আলোচনা কর 
  • সর্বোওম রাষ্ট্র সম্পর্কে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা কর৷
  • দাসপ্রথার পক্ষে এরিস্টটলের যুক্তিগুলো উল্লেখ কর ৷
  • সংক্ষেপে সেন্ট অগাস্টিনের ঈশ্বরের নগরী সম্পর্কে আলোচনা কর 
  • সেন্ট অগাস্টিনের দুই তরবারি তত্ব ব্যাখ্যা কর 
  • সেন্ট টমাস একুইনাসের শাশ্বত আইন সম্পর্কে যা যান লেখ?
  • মার্সিলিওর আইনতও্ব  সংক্ষেপে লেখ?
  • রাষ্ট্রচিন্তয় মার্সিলিও অব পাদুয়ার অবদান সমক্ষেপে আলোচনা কর 
  • ম্যাকিয়াভেলিকে আধুনীক রাষ্ট্রচিন্তার জনর বলা বলা কেন?
  • ধর্ম ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা কর 
  • মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা ব্যাখ্যা কর 
  • হবস অনুসারে প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা কর?
  • জন লকের সামাজিক চুক্তির বৈশিষ্ট্যসমূহ কী কী?
  • সরকার সম্বন্ধে জন নকের ধারনা পর্যালোচনা কর?
  • রুশোর প্রক়তির রাজ্য বলতে কী বুঝিয়েছেন  রুশোকে সর্বাত্মকবাদী গণতন্ত্রী বলা হয় কেন?
  • সার্বভৌমত্ব সম্পর্কে হেগেলের মতের ব্যাখ্যা দাও?
  • গণতন্ত্র সম্পর্কে হেগেলের মত কী?

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন

গ বিভাগ 

  • প্লেটোর সাম্যবাদ তত্বটি আলোচনা কর?
  • উদারতাবাদ কী?উদারতাবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?
  • রাষ্ট্রের
  • উৎপওি ও প্রকৃতি সম্পর্কে এরিস্টটলের মতামত আলোচনা কর?
  • এরিস্টটলের মতে বিপ্লবের কারণগুলো ও প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর
  • এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন?যুক্তিসহ কারে আলোচনা কর?
  • সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা কর?
  • সেন্ট টমাস একুইনাসের আইনতও্ব  আলোচনা কর?
  • সেন্ট টমাস একুইনাস কে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন৷ব্যাখ্যা কর 
  • মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় মার্সিলিওর অবদানসমূহ ব্যাখ্যা কর 
  • ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা কর?
  • ম্যাকি়য়াভেলিকে আধুনীক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন?
  • মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা আলোচনা কর?
  • টমাস হবসের সার্ববৌমত্বের বৈশিষ্ট্যসমূহ লেখ৷ তার মতে ব্যক্তির স্বাধীনতা আছে কী?
  • জন লকের সামাজিক চুক্তি মতবাদটি ব্যাখ্যা কর?
  • রাষ্ট্র দর্শনের ইতিহাসে সামাজিক চুক্তিমতবাদের গুরুত্ব বর্ণনা কর?
  • লকের সম্পওি তও্ব কী?ব্যক্তিগত সম্পওি অধিকারের পক্ষে লকের যুক্তিগুলো উল্লেখকর
  • প্রকৃতির রাজ্য সম্পর্কে লক ও রুশের মতবাদ আলোচনা কর?
  • রুশো একাধারে একজন গণতন্ত্রী ও সর্বাত্মকবাদী উক্তিটি পর্যালোচনা কর?
  • নৈতিকতা ও ধর্ম সম্পর্কে লক ও রুশোর মতবাদ আলোচনা কর 
  • সংবিধান সার্বভৌমত্ব ও সরকার সম্পর্কে হেগেলের মতের ব্যাখ্যা কর

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ স্পেশাল সাজেশন 2025,Honors Political Philosophy: Ancient and Medieval Suggestion 2025

PDF Download রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ সাজেশন, রাষ্ট্রদর্শন প্রাচীন ও মধ্যযুগ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment