চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সরকারি নীতি পরিচিতি, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সরকারি নীতি পরিচিতি সাজেশন,অনার্স ৪র্থ বর্ষ সরকারি নীতি পরিচিতি সাজেশন, honors 4th year Introduction to government policy special short suggestions
অনার্স ৪র্থ বর্ষের সরকারি নীতি পরিচিতি সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সরকারি নীতি পরিচিতি (Introduction to Public Policy) সুপার সাজেশন Department of : Political Science & Other Department Subject Code: 241905 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের সরকারি নীতি পরিচিতি সাজেশন,সরকারি নীতি পরিচিতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সরকারি নীতি পরিচিতি, অনার্স ৪র্থ বর্ষের সরকারি নীতি পরিচিতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সরকারি নীতি পরিচিতি সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
সরকারি নীতি পরিচিতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘Public Policy’ এর বাংলা অর্থ কী?
উত্তর : Public Policy এর বাংলা অর্থ সরকারি নীতি।
২. ‘Understanding Public Policy’ কে লিখেছেন?
উত্তর : ‘Understanding Public Policy’ গ্রন্থটি লিখেছেন টমাস আর. ডাই (Thomas R. Dye)।
৩. “Planning is decided in advance what is to be done.” উক্তিটি কার?
উত্তর : “Planning is decided in advance what is to be done.” উক্তিটি Benjamin Newman এর।
৪. ‘Public Policy Making’ গ্রন্থের রচয়িতা কে?
অথবা, ‘Public Policy Making’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘Public Policy Making’ গ্রন্থের রচয়িতা হলেন জে. ই এন্ডারসন।
৫. জননীতির দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : জননীতির দুটি বৈশিষ্ট্য হলো— ১. নির্দেশনা ও ২. সিদ্ধান্ত গ্রহণ।
৬. রেডিও টিভি অনুষ্ঠান কোন ধরনের দ্রব্য?
উত্তর : রেডিও টিভি অনুষ্ঠান একটি গণদ্রব্য।
৭. BOOT এর পূর্ণরূপ কী?
উত্তর : BOOT এর পূর্ণরূপ হলো Build Own Operate Transfer.
৮. BGMEA এর পূর্ণরূপ কী?
উত্তর : BGMEA এর পূর্ণরূপ Bangladesh Garment Manufactures and Exporters Association.
৯. NBR এর পূর্ণরূপ কী?
উত্তর : NBR এর পূর্ণরূপ National Board of Revenue.
১০. মিশ্র অর্থনীতি কী?
উত্তর : সরকারি ও বেসরকারি উদ্যোগে যে অর্থব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে মিশ্র অর্থনীতি বলে।
১১. ভর্তুকি কী?
উত্তর : ভর্তুকি একপ্রকার সরকারি সাহায্য।
১২. BIDS এর পূর্ণরূপ কী?
উত্তর : BIDS এর পূর্ণরূপ Bangladesh Institute of Development Studies.
১৩. বাংলাদেশের দুটি অলাভজনক খাত উল্লেখ কর।
উত্তর : বাংলাদেশের দুটি অলাভজনক খাত হলো স্বাস্থ্য এবং শিক্ষাখাত।
১৪. অলাভজনক প্রতিষ্ঠান কী?
উত্তর : সরকারের যে প্রতিষ্ঠানটি অলাভজনক, কিন্তু সরকার জনস্বার্থে তা চালু রাখে তাকে অলাভজনক প্রতিষ্ঠান বলা হয়।
১৫. বাজার ব্যর্থতা কী?
উত্তর : যদি উৎপাদন, বাজারজাতকরণ ও মূল্য নির্ধারণে বাজার প্রক্রিয়া কার্যকর না হয় তবে তাকে বাজার ব্যর্থতা বলে।
১৬. গণদ্রব্য কী?
উত্তর : যেসব পণ্য ও সেবা জনগণ উৎপাদন করে না, কিন্তু ভোগ করে তাকেই গণদ্রব্য বলে।
১৭. এসডিজি এর মেয়াদকাল কত?
উত্তর : এসডিজি এর মেয়াদকাল হলো ২০১৬-২০৩০ সাল পর্যন্ত।
১৮. ‘Monitoring’ কী?
উত্তর : কোনোকিছু পর্যবেক্ষণ করাই হলো ‘Monitoring’.
১৯. হার্বার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটির নাম কী?
উত্তর : হার্বার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটির নাম যৌক্তিক সিদ্ধান্তচগ্রহণ তত্ত্ব।
২০. ব্যবস্থা পদ্ধতির প্রবর্তক কে?
উত্তর : ব্যবস্থা পদ্ধতির প্রবর্তক David Easton.
২১. ‘The Governmental Process’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : The Governmental Process’ গ্রন্থের রচয়িতা ডেভিড ট্রুম্যান ( David Truman)।
২২. VGF এর পূর্ণরূপ কী?
উত্তর : VGF এর পূর্ণরূপ হলো Vulnerable Group Feeding.
২৩. VGD এর পূর্ণরূপ লেখ।
উত্তর : VGD এর পূর্ণরূপ হলো Vulnerable Group Development.
২৪. প্রকল্প চক্রের উদ্ভাবক কে?
অথবা, ‘প্রকল্প চক্র’ ধারণার উদ্ভাবক কে?
উত্তর : প্রকল্প চক্রের উদ্ভাবক হলেন ওয়ালেন সি বম।
২৫. পদসোপান কী?
উত্তর : পদসোপান হলো কতকগুলো পর্যায়ক্রমিক স্তরবিশিষ্ট কোনো সংগঠন।
২৬. বাংলাদেশে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তর : বাংলাদেশে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব।
২৭. সচিবালয় কী?
উত্তর : সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে একত্রে সচিবালয় বলা হয়।
২৮. মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান কে?
উত্তর : মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান হলেন মন্ত্রী।
২৯. এজেন্ডা কী?
অথবা, এজেন্ডা বলতে কী বুঝায়?
উত্তর : এজেন্ডা বলতে নীতি প্রণয়নের এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যা চিহ্নিত সমস্যাকে একটি নির্দিষ্ট সময়ে ও স্থানে জনগণের দৃষ্টিগোচর করে।
৩০. পরিকল্পনা কী?
উত্তর : কোনো সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত প্রণালি অনুসারে কাজ সম্পাদন করাই হলো পরিকল্পনা।
৩১. MDG এর পূর্ণরূপ কী?
উত্তর : MDG এর পূর্ণরূপ হলো Millennium Development Goals.
৩২. ডিজিটাল বাংলাদেশ ও ভিশন-২০২১ কী?
উত্তর : ডিজটাল বাংলাদেশ : ডিজিটাল বাংলাদেশ বলতে বুঝায় প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ।
ভিশন-২০২১ : ২০২১ সালে স্বাধীন বাংলাদেশে পঞ্চাশ বছর পূর্তিতে দেশকে সোনার বাংলা হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য একটি সুদূরপ্রসারী মহাপ্রসারীর মহাপরিকল্পনাই ভিশন-২০২১।
৩৩. সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উত্তর: সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা চিহ্নিতকরণ।
৩৪. বর্তমান শিক্ষানীতি প্রণীত হয় কত সালে?
উত্তর : বর্তমান শিক্ষানীতি প্রণীত হয় ২০১০ সালে।
৩৫. ‘ভিশন-২০২১’ কী?
উত্তর : ভিশন ২০২১ হচ্ছে ২০২১ সাল নাগাদ বাংলাদশকে একটি মধ্যম আয়ের ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার চূড়ান্ত সময়কাল।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
সরকারি নীতি পরিচিতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. জননীতির সংজ্ঞা দাও।
অথবা, জননীতি বলতে কী বুঝ?
২. বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?
৩. গণদ্রব্য ও ব্যক্তিগত দ্রব্য বলতে কী বুঝ? উদাহরণ দাও।
৪. একচেটিয়া বাজারের সংজ্ঞা দাও।
৫. সরকারি-বেসরকারি অংশগ্রহণ বলতে কী বুঝ?
অথবা, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বলতে কী বুঝ?
৬. মুক্তবাজার অর্থনীতি কী?
অথবা, মুক্তবাজার অর্থনীতি বলতে কী বুঝ?
৭. মিশ্র অর্থনীতি বলতে কী বুঝ?
৮. যৌক্তিক পছন্দ বা বাছাই মডেল কী?
৯. প্রশাসনিক জবাবদিহিতা কী?
১০. নীতি প্রণয়ন ও পরিকল্পনা প্রণয়নের মধ্যে পার্থক্য দেখাও।
১১. অর্থনৈতিক পরিকল্পনা কী?
অথবা, অর্থনৈতিক পরিকল্পনা কাকে বলে?
১২. নীতি প্রণয়নে অংশগ্রহণকারী সংস্থাসমূহের নাম উল্লেখ কর।
১৩. নীতি মূল্যায়ন বলতে কী বুঝায়?
অথবা, নীতি মূল্যায়ন বলতে কী বুঝ?
১৪. জননীতিতে ‘ফিডব্যাক’ বলতে কী বুঝ?
১৫. প্রকল্প পরীবিক্ষণ বলতে কী বুঝায়?
১৬. জননীতি প্রণয়নে মডেলের গুরুত্ব কী?
১৭. সিদ্ধান্ত গ্রহণ কী?
১৮. ডিজিটাল বাংলাদেশ কী?
PDF Download সরকারি নীতি পরিচিতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. জননীতি অধ্যয়নের পদ্ধতিগুলো বর্ণনা কর।
২. নীতি অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, সরকারি নীতির বিষয়বস্তু সম্পর্কে ধারণা দাও।
৩. মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৪. বাজার ব্যর্থতা কেন হয়? সরকারি নীতির ওপর এর প্রভাব আলোচনা কর।
৫. প্রশাসনিক জবাবদিহিতা কী? প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ আলোচনা কর।
৬. পরিকল্পনার সংজ্ঞা দাও। একটি উত্তম পরিকল্পনার পূর্ব শর্তসমূহ আলোচনা কর।
অথবা, পরিকল্পনার সংজ্ঞা দাও। উত্তম পরিকল্পনার গুণাবলি আলোচনা কর।
৭. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যমূহ লেখ।
৮. সরকারি নীতিনির্ধারণে দাতা গোষ্ঠী ও এনজিও এর ভূমিকা আলোচনা কর।
অথবা, উন্নয়নশীল দেশে নীতি প্রণয়নে দাতাগোষ্ঠী ও অন্যান্য সংস্থার প্রভাব আলোচনা কর।
অথবা, সরকারি নীতিনির্ধারণে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর ভূমিকা লেখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৯. বাংলাদেশে উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের সমস্যাসমূহের সমাধানে প্রয়োজনীয় সুপারিশসমূহ উল্লেখ কর।
অথবা, বাংলাদেশে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশসমূহ আলোচনা কর।
১০. নীতি প্রণয়নে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
অথবা, জননীতি প্রণয়নে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
১১. উন্নয়নশীল দেশে নীতি বাস্তবায়নের সমস্যাগুলো আলোচনা কর।
১২. প্রকল্প মূল্যায়নের ধাপসমূহ নির্দেশ কর।
১৩. জননীতি বিশ্লেষণের গুরুত্ব মূল্যায়ন কর।
১৪. ‘নীতিনির্ধারণে নির্বাহী বিভাগের প্রাধান্য প্রতিটি রাজনৈতিক ব্যবস্থায় অভিন্ন বিষয়।’ – ব্যাখ্যা কর।
১৫. জননীতি প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ মডেল আলোচনা কর।
১৬. সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত তত্ত্ব আলোচনা কর।
১৭. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাবলি লেখ।
অথবা, সিদ্ধান্ত গ্রহণের সমস্যা চিহ্নিত কর
2024 সরকারি নীতি পরিচিতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
ক বিভাগ
- সরকারি নীতি কি?
- সরকারি নীতিতে মূল অ্যক্টর কারা?
- নীতি নক্ শা কী?
- মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধাশ কে?
- বাংলাদেশে দুটি সেবা খাতের উল্লেখ কর?
- Understanding pubic policy কে লিখেছেন?
- Planning is decided in advance what is to be done উক্তিটি কার?
- Pubic policy Naking গ্রন্হের রচয়িতা কে?
- policy paradox শীর্ষক গ্রন্হের রচয়িতা কে?
- The process if Government গ্রন্হটির লেখক কে?
- মহাসড়ক কোন ধরনের দ্রব্য?
- BOOT এর পূর্ণরুপ কী?
- মিশ্র অর্থনীতি কি?
- ভর্তুকি কী?
- DPEC এর পূর্ণরুপ কী?
- BIDS এর পূর্ণরুপ কী?
- Non profit sector কাকে বলে?
- বাংলাদেশের দুটি অলাভজনক খাত উল্লেখ কর
- বাজার ব্যর্থতা কী?
- ECNEC এর পূর্ণরুপ কী?
- VAT এর পূর্ণরুপ কী?
- গণদ্রব্য কী?
- এসডিজি কী?
- এসডিজি এর মেয়াদ কাল কত?
- Monitoring কী?
- Implementation Game গ্রন্হের রচয়িতা কে?
- ব্যবস্হা পদ্ধতির প্রবর্তক কে?
- যুক্তিসিদ্ধ মডেলের প্রবক্তা কে?
- প্রকল্প কী?
- প্রকল্প চক্রের উদ্ভাবক কে?
- PCP এর পূর্ণরুপ কী?
- পরিকল্পনা কী
খ বিভাগ
- পলিসি নের্টওয়ার্ক কী?
- নীতির আলোচ্য বিষয় কী?
- নীতি নির্দেশনা কী কী?
- বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?
- গণদ্রব্য ও ব্যক্তিগত দ্রব্য বলতে কী বুঝ? উদাগরণ দাও?
- বাজার ভারসাম্য কী?
- বাণিজ্য চক্র কী?
- সরকারি ও বেসরকারি খাতের পার্থক্যসমূহ লেখ?
- মুক্তবাজার অর্থনীতি কী,?
- নীতি প্রণয়ন ও পরিকল্পনা প্রণয়নের মধ্যে পার্থক্য দেখাও
- অর্থনৈতিক পরিকল্পনা কী?
- নীতি প্রণয়নের হাতিয়ার গুলো কী?
- নীতি প্রণয়নে অংশগ্রহণকারী সংস্হাসমূহের নাম উল্লেখ কর?
- জননীতিতে ফিডব্যাক বলতে কী বুঝ?
- প্রকল্প চক্র কী?
- মডেল কী?
- বাংলাদেশ সচিবালয়ের পদ সোপানটি ব্যাখ্যা কর?
- Agenda settings বলতে কী বুঝ?
- যৌক্তিক সিদ্ধন্তা গ্রহণ কী?
- রুপকল্প 2021কী?
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
গ বিভাগ
- সরকারি নীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর?
- জননীতিতে অধ্যয়নের পদ্ধতিগুলো আলোচনা কর?
- অলাভজনক খাতে সরকারের ভূমিকা ব্যাখ্যা কর?
- সরকারি বেসরকারি অংশীদারিত্ব উদ্যেগের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর?
- বাজার ব্যর্থতা কেন হয়?সরকারি নীতির ওপর এর প্রভাব আলোচনা কর?
- উওম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লেখ?
- জননীতি প্রণয়নে রাজনৈতিক প্রভাব আলোচনা কর?
- বাংলাদেশে সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন উন্নয়নে কৌশলসমূহ বর্ণনা কর
- নীতি বাস্তবায়ন মূলত আমলা তন্ত্রের কাজ উক্তিটি ব্যাখ্যা কর
- নীতি মূল্যায়নের পূর্ব শর্তসমূহ বিশ্লেষণ কর?
- প্রকল্প মূল্যায়নের ধাপসমূহ নির্দেশ কর?
- জননীতি বিশ্লেষণের গুরুত্ব মূল্যায়ন কর?
- একটি কার্যকর নীতি গঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর?
- নীতিনির্ধারণে নির্বাহী বিভাগের প্রধানন্য প্রতিটি রাজনৈতিক ব্যবস্হার অভিন্ন ব্যাখ্যা কর?
- জননীতি প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ মডেল আলোচনা কর?
- ডেভিড ইস্টনের নীতি বিশ্লেষণ মডেলটি আলোচনা কর?
- সিধান্ত গ্রহণের ক্ষেএে সমস্যাবলি লেখ?
- স্ট্রাটিজিক ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যসমূহ আলোচনা কর৷
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের সরকারি নীতি পরিচিতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ সরকারি নীতি পরিচিতি সাজেশন
Honors 4th year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের সরকারি নীতি পরিচিতি স্পেশাল সাজেশন 2024,Honors Introduction to Public Policy Suggestion 2024
PDF Download সরকারি নীতি পরিচিতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, সরকারি নীতি পরিচিতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সরকারি নীতি পরিচিতি সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ সরকারি নীতি পরিচিতি সাজেশন, সরকারি নীতি পরিচিতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- অনার্স ১ম বর্ষ বাংলা উপন্যাস-১ ১০০% কমন সাজেশন, Nu Super Suggestion Honors 1st Year বাংলা উপন্যাস-১ স্পেশাল শর্ট সাজেশন্স
- অনার্স ১ম বর্ষের পরীক্ষা সামাজিক সমস্যা,ব্যতিক্রম সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষ
- অনার্স ৩য় বর্ষের ফলাফল প্রকাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ