অনুত্তীর্ণ ঝুঁকির ভবিষ্যত ব্যবস্থা বলতে কি বুঝ?, সিকিউরিটি বাজারের দক্ষতাগুলো কি কি?, সম্পদ বিনিয়োগ সম্পর্কে আইনের বিধান আলোচনা কর।

অনুত্তীর্ণ ঝুঁকির ভবিষ্যত ব্যবস্থা বলতে কি বুঝ?, সিকিউরিটি বাজারের দক্ষতাগুলো কি কি?, সম্পদ বিনিয়োগ সম্পর্কে আইনের বিধান আলোচনা কর।

প্রশ্ন: অনুত্তীর্ণ ঝুঁকির ভবিষ্যত ব্যবস্থা বলতে কি বুঝ?

উত্তর : সাধারণ বিমার ক্ষেত্রে সমগ্র বছর ধরে বিমাচুক্তি সম্পন্ন হয় একারণে নির্দিষ্ট হিসাবকাল শেষে সকল বিমা পত্রের মেয়াদ উত্তীর্ণ হয় না। এরূপ মেয়াদ অনুত্তীর্ণ বিমাপত্র বাবদ সম্ভাব্য দায় ও ঝুঁকি মিটানোর জন্য একটি আনুমানিক অংক ধরে ভবিষ্যত ব্যবস্থা বা সঞ্চিতি রাখা হয়। এটিই অনুত্তীর্ণ ঝুঁকির ভবিষ্যত ব্যবস্থা বা সঞ্চিতি নামে পরিচিত। বিমা কোম্পানিগুলো অনুত্তীর্ণ বিমাপত্রের উপর প্রাপ্ত প্রিমিয়ামের ৩০% হতে ৪০% সঞ্চিতি রেখে থাকে।

নৌ-বিমার ক্ষেত্রে আদায়কৃত বা প্রাপ্ত প্রিমিয়ামের উপর সর্বোচ্চ ১০০% হারে সঞ্চিতি রাখতে হয়। এছাড়া অগ্নি বিমা ও অন্যান্য বিমার ক্ষেত্রে ৫০% সঞ্চিতি রাখতে হয়।
অনুত্তীর্ণ ঝুঁকির ভবিষ্যত ব্যবস্থা বা সঞ্চিতি রাজস্ব হিসাবের ডেবিট পাশে এবং উদ্বৃত্ত পত্রের দায়ের পাশে লিপিবদ্ধ করা হয়।


আরো ও সাজেশন:-

প্রশ্ন: সিকিউরিটি বাজারের দক্ষতাগুলো কি কি?

উত্তর : ঝুঁকি আয় সম্পর্কে CAPM-এর ব্যাপক ও সঠিক হিসাবে স্বীকৃত হয়েছে । নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো :
তত্ত্ব
১. সকল সিকিউরিটি আয়ের হার এবং আয়ের পার্থক্যের মধ্যে সহসম্পর্ক রয়েছে। এ বিষয়ে প্রত্যেক বিনিয়োগকারীর সাধারণ ধারণা থাকে ।
২. বিনিয়োগের উপর কোনো বিধিনিষেধ নেই ।
৩. সিকিউরিটি সম্পর্কে সকল বিনিয়োগকারীর কাছে একই রকম তথ্য থাকে ৷
৪. সব বিনিয়োগকারীদের একই একক সময় সীমা থাকে। ৫. সিকিউরিটি লেনদেনের কোনো ব্যয় নেই
৬. মুদ্রাস্ফীতির কোনো প্রভাব নেই ।
৭. করের কোনো প্রশ্ন নেই ।
৮. কোনো একক বিনিয়োগকারী বাজারে মূল্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রশ্ন: সম্পদ বিনিয়োগ সম্পর্কে আইনের বিধান আলোচনা কর।

উত্তর : বাংলাদেশে প্রচলিত বিমা আইন ২০১০ সালের ৪১ ধারায় সম্পদ বিনিয়োগ সম্পর্কে আইনগত বিধিবিধানগুলো সম্পর্কে বলা হয়েছে-

১. প্রত্যেক বিমাকারী এই সম্পদ প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও স্থানে বিনিয়োগ ও সংরক্ষণ করবে এবং অনুরূপ বিনিয়োগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে :
তবে শর্ত থাকে যে, কোন বিমাকারীর কোন পরিচালক বা অনুরূপ পরিচালকের পরিবারের সদস্যের স্বত্বাধিকারী, অংশীদার, পরিচালক, ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা এজেন্ট হিসাবে কোন স্বার্থসংশ্লিষ্ট কোন কোম্পানি, ফার্ম বা অন্য কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রথম মূলধন ইস্যুতে বিনিয়োগ অনুমোদিত হবে না।

২. প্রত্যেক বিমাকারী প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপ-ধারা (১) এ উল্লিখিত বিনিয়োগের রিটার্ন কর্তৃপক্ষের নিকট দাখিল করবে।

Leave a Comment