১। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জজন্মগ্রহণ করেন?
(ক) ১৮৩৮
(খ) ১৮৪১
(গ) ১৮৬১
(ঘ) ১৮৯৯
উত্তরঃ (গ) ১৮৬১
২। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৮৯১
(খ) ১৮৯৪
(গ) ১৯৪১
(ঘ) ১৯৪৬
উত্তরঃ (গ) ১৯৪১
৩। জড়িমা শব্দের অর্থ কী?
(ক) জড়িয়ে থাকা
(খ) আড়ষ্টতা
(গ) চাকচিক্য
(ঘ) জং ধরা
উত্তরঃ (খ) আড়ষ্টতা
৪। অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না করার কারন কী ছিল?
(ক) লোকলজ্জা
(খ) অপবাদ
(গ) পিতার আদেশ
(ঘ) আত্মমর্যাদা
উত্তরঃ (ঘ) আত্মমর্যাদা
৫। অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কী উক্তিতে প্রকাশ পেয়েছে –
(ক) আগামী সময়ের ইঙ্গিত
(খ) পরিবর্তিত সমাজব্যবস্থা
(গ) শম্ভুনাথ বাবুর সাহসিকতা
(ঘ) শম্ভুনাথ বাবুর নির্বিকারত্ব
উত্তরঃ (গ) শম্ভুনাথ বাবুর সাহসিকতা
৬। গজানন এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) গজ ও আনন
(খ) গজের আনন
(গ) গজ আনন যার
(ঘ) যে গজ সে আনন
উত্তরঃ (গ) গজ আনন যার
৭। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায়-
(ক) হরিশ
(খ) মামা
(গ) বিনু
(ঘ) মা
উত্তরঃ (গ) বিনু
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৮। আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না-
(ক) ক্ষোভ
(খ) অভিমান
(গ) একগুঁয়েমি
(ঘ) আত্নমর্যাদাবোধ
উত্তরঃ (ঘ) আত্নমর্যাদাবোধ
৯। শম্ভুনাথ সেন পেশায় কী ছিলেন?
(ক) উকিল
(খ) শিক্ষক
(গ) ডাক্তার
(ঘ) ব্যবসায়ী
উত্তরঃ (গ) ডাক্তার
১০। পাত্রকক্ষের দেওয়া এয়ারিংজোড়াকে সেকরা কী বলে অভিহিত করেছে?
(ক) প্রাচীন আমলের মাল
(খ) বিলেতি মাল
(গ) বিদেশি মাল
(ঘ) হাল ফ্যাশনের মাল
উত্তরঃ (খ) বিলেতি মাল
১১। অনুপমের হাত জোড়ে, মাথা হেঁটে কার হৃদয় গলেছে?
(ক) শম্ভুনাথ সেনের
(খ) মামার
(গ) মায়ের
(ঘ) কল্যাণীর
উত্তরঃ (ক) শম্ভুনাথ সেনের
১২। সেই সুরটি যে আমার হৃদয়ের মাঝে আজও বাজিতেছে- এখানে কোন সুরের কথা বলা হয়েছে?
(ক) বাঁশির
(খ) কল্যাণীর কন্ঠের
(গ) সেতার
(ঘ) শম্ভুনাথের কন্ঠস্ব্র
উত্তরঃ (খ) কল্যাণীর কন্ঠের
১৩। অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
(ক) ওকালতি
(খ) ডাক্তারি
(গ) ব্যবসা
(ঘ) মাস্টারি
উত্তরঃ (ক) ওকালতি
১৪। কল্যাণীকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া অনুপমের কাছে কী হিসেবে রয়ে গেল?
(ক) মনের আড়াল
(খ) দেয়ালটুকুর আড়াল
(গ) বিবেকের দংশনক্ষত
(ঘ) দুশ্চিন্তার কারন
উত্তরঃ (খ) দেয়ালটুকুর আড়াল
১৫। অনুপমের কাছে চিরকাল বড় সত্য কী?
(ক) রূপ
(খ) অর্থ
(গ) সম্পর্ক
(ঘ) গলার স্বর
উত্তরঃ (ঘ) গলার স্বর
১৬। রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিনী ছোট গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়?
(ক) ১৪ বছর বয়সে
(খ) ১৫ বছর বয়সে
(গ) ১৬ বছর বয়সে
(ঘ) ১৭ বছর বয়সে
উত্তরঃ (খ) ১৫ বছর বয়সে
১৭। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?
(ক) ম্যাট্রিক
(খ) আইএ
(গ) বিএ
(ঘ) এমএ
উত্তরঃ (ঘ) এমএ
১৮। আমার পুরোপুরি বয়সই হলো না- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) কর্মে অপরিপক্ক
(খ) অপরিণত বয়স
(গ) পরমুখাপেক্ষী হওয়া
(ঘ) চিন্তায় অপরিণত
উত্তরঃ (গ) পরমুখাপেক্ষী হওয়া
১৯। হরিশ ছুটিতে কোথায় এসেছিল?
(ক) ঢাকায়
(খ) কলকাতায়
(গ) বরিশালে
(ঘ) যশোরে
উত্তরঃ (খ) কলকাতায়
২০। শম্ভুনাথ বাবুর বয়স কত?
(ক) প্রায় চল্লিশ বছর
(খ) প্রায় সত্তর বছর
(গ) প্রায় পঞ্চাশ বছর
(ঘ) প্রায় ষাট বছর
উত্তরঃ (ক) প্রায় চল্লিশ বছর
২১। অপরিচিতা গল্পে লেখক মূলত কী প্রকাশ করতে চেয়েছেন?
(ক) শিক্ষার গুরুত্ব
(খ) বাল্যবিবাহ রোধ
(গ) কুসংস্কার দূরীকরণ
(ঘ) তৎকালীন যৌতুকপ্রথা
উত্তরঃ (ঘ) তৎকালীন যৌতুকপ্রথা
২২। অপরিচিতা গল্পে জড়িমা কী?
(ক) আড়ষ্টতা
(খ) জরির জামা
(গ) আড়ম্বরতা
(ঘ) জড়ির সাজা
উত্তরঃ (ক) আড়ষ্টতা
২৩। এয়ারিং কী?
(ক) নাকের দুল
(খ) কপালের টিকলি
(গ) কানের দুল
(ঘ) গলার দুল
উত্তরঃ (গ) কানের দুল
২৪। এটা আপনারা রাখিয়া দিন- এখানে এটা দিয়ে কী বোঝানো হয়েছে?
(ক) বালাজোড়া
(খ) এয়ারিং জোড়া
(গ) নেকলেস
(ঘ) বিনীত আরব
উত্তরঃ (খ) এয়ারিং জোড়া
২৫। রেল ভ্রমণকালে দেখা মেয়েটির সুধাকন্ঠকে অনুপম কীসের সাথে তুলনা করেছিলেন?
(ক) জিয়ন কাঠি
(খ) সোনার কাঠি
(গ) রুপার কাঠি
(ঘ) হীরার কাঠি
উত্তরঃ (খ) সোনার কাঠি
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২৬। অনুপম তার মামাকে ছেড়েছে কারন তার মামা-
(ক) অর্থলোভী
(খ) কুসংস্কারাচ্ছন্ন
(গ) মিথ্যাবাদী
(ঘ) প্রতারক
উত্তরঃ (ক) অর্থলোভী
২৭। অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল?
(ক) ২২ বছর
(খ) ২৫ বছর
(গ) ২৭ বছর
(ঘ) ২৯ বছর
উত্তরঃ (গ) ২৭ বছর
২৮। অপরিচিতা গল্পের কথকের বয়স কত ছিল?
(ক) ১৭
(খ) ২৩
(গ) ২৭
(ঘ) ২৫
উত্তরঃ (গ) ২৭
২৯। অপরিচিতা গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠলো কেন?
(ক) অপমানে
(খ) লজ্জায়
(গ) রাগে
(ঘ) পরাজয়ে
উত্তরঃ (ক) অপমানে
৩০। কল্যাণী মাতৃ-আজ্ঞা বলতে কী বুঝিয়েছেন?
(ক) মায়ের নিষেধ
(খ) দেশের প্রতি দায়বদ্ধতা
(গ) নারী শিক্ষার ব্রত
(ঘ) মাতৃ আদেশ
উত্তরঃ (খ) দেশের প্রতি দায়বদ্ধতা
৩১। অপরিচিতা গল্পে কল্যাণীর বয়স কত?
(ক) চৌদ্দো
(খ) পনেরো
(গ) ষোলো
(ঘ) সতেরো
উত্তরঃ (খ) পনেরো
৩২। না আমরা গাড়ি ছাড়িব না। কথাটি কল্যাণী কোন ভাষায় বলেছিল?
(ক) ইংরেজি
(খ) উর্দু
(গ) বাংলা
(ঘ) হিন্দি
উত্তরঃ (ঘ) হিন্দি
৩৩। অনুপমের গোপন কথা কোথায়?
(ক) তরু মর্মরে
(খ) আকাশে-বাতাসে
(গ) মরুভূমিতে
(ঘ) হৃদয়মন্দিরে
উত্তরঃ (ক) তরু মর্মরে
৩৪। শুনিলে মন বলিয়া ওঠে এমন তো আর শুনি নাই। – কী?
(ক) কেবলমাত্র মেয়ের গলা
(খ) একটি মানুষের গলা
(গ) গাছের পাতার শব্দ
(ঘ) কল্যাণীর গলার স্বর
উত্তরঃ (ঘ) কল্যাণীর গলার স্বর
৩৫। আমি বিবাহ করিবো না- বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাবের কথা প্রকাশ ঘটেছে?
(ক) অভিমান
(খ) প্রতিজ্ঞা
(গ) রাগ ও ক্ষোভ
(ঘ) প্রতিবাদ
উত্তরঃ (ঘ) প্রতিবাদ
৩৬। অপরিচিতা গল্পে অনুপম উমেদারি বলতে কী বুঝিয়েছে?
(ক) মোসাবি
(খ) চাকরির আশায় ঘোরাঘুরি
(গ) প্রত্যাশা
(ঘ) পাণি প্রার্থী
উত্তরঃ (খ) চাকরির আশায় ঘোরাঘুরি
৩৭। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
(ক) মা
(খ) বাবা
(গ) মামা
(ঘ) বিনুদা
উত্তরঃ (গ) মামা
৩৮। অপরিচিতা গল্পে মামার সাথে অনুপমের বয়স কত ছিল?
(ক) বছর চারেক
(খ) বছর পাঁচেক
(গ) বছর ছয়েক
(ঘ) বছর সাতেক
উত্তরঃ (গ) বছর ছয়েক
৩৮। অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
(ক) বিনু
(খ) হরিশ
(গ) প্রতাপ
(ঘ) অর্পণ
উত্তরঃ (ক) বিনু
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩৯। অত্যন্ত আঁট ভাষার বক্তা কে?
(ক) হরিশ
(খ) বিনুদাদা
(গ) অনুপমের মামা
(ঘ) শম্ভুনাথ সেন
উত্তরঃ (খ) বিনুদাদা
৪০। বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়েছিল?
(ক) কাপুরুষ
(খ) ভীরু
(গ) মেরুদন্ডহীন
(ঘ) আস্থাহীন
উত্তরঃ (গ) মেরুদন্ডহীন
৪১। বরের হাট মহার্ঘ কেন?
(ক) যোগ্য বরের অভাবে
(খ) যৌতুকের কারণে
(গ) স্থান-কাল পাত্রের বাছবিহারে
(ঘ) মেয়ের বয়সের কারণে
উত্তরঃ (খ) যৌতুকের কারণে
৪২। অপরিচিতা গল্পে সরস রসনার গুণ আছে কার?
(ক) বিনুর
(খ) অনুপমের
(গ) হরিশের
(ঘ) শম্ভুনাথের
উত্তরঃ (গ) হরিশের
৪৩। অপরিচিতা গল্পে স্টেশন মাষ্টার ছিল-
(ক) ভারতীয়
(খ) ইতালীয়
(গ) ফরাসি
(ঘ) ইংরেজ
উত্তরঃ (ঘ) ইংরেজ
৪৪। স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল?
(ক) বই
(খ) ব্যাগ
(গ) ক্যামেরা
(ঘ) চশমা
উত্তরঃ (গ) ক্যামেরা
৪৫। কোনটি মকরমুখা ছিল?
(ক) নূপুর
(খ) আংটি
(গ) লকেট
(ঘ) বালা
উত্তরঃ (ঘ) বালা
৪৬। গজানন বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) গনেশকে
(খ) রাবণকে
(গ) হনুমানকে
(ঘ) কার্তিককে
উত্তরঃ (ক) গনেশকে
৪৭। অপরিচিতা গল্পেটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
(ক) প্রগতি
(খ) পরিচয়
(গ) সবুজপত্র
(ঘ) শিখা
উত্তরঃ (গ) সবুজপত্র
৪৮। অপরিচিতা গল্পেটি প্রকাশিত হয় কবে?
(ক) ভারতীতে, ২৯১৫
(খ) ভারতীতে, ১৯১৬
(গ) সবুজপত্রে, ১৯১৩
(ঘ) সবুজপত্রে, ১৯১৪
উত্তরঃ (ঘ) সবুজপত্রে, ১৯১৪
৪৯। অপরিচিতা কী ধরনের সাহিত্যকর্ম?
(ক) ছোটগল্প
(খ) উপন্যাস
(গ) নাটক
(ঘ) কবিতা
উত্তরঃ (ক) ছোটগল্প
৫০। চন্দ্র রিতুর কন্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল- চন্দ্রের সাথে অপরিচিতা গল্পে কার সাদৃশ্য রয়েছে?
(ক) হরিশের
(খ) বিনুর
(গ) শম্ভুনাথের
(ঘ) অনুপমের
উত্তরঃ (ঘ) অনুপমের
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- শীর্ষ ১০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে কী কী?, সর্বকালের সেরা ২০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে
- বৃষ্টির আবহাওয়ায় আমার মোটরসাইকেলের যত্ন
- কিভাবে মরিচা থেকে আপনার মোটরসাইকেলকে রক্ষা করবেন?, বাইকে মরিচা কিভাবে দূর করা যায় ?
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল