অপহরণ
-মো ফিরোজ খান
আমি বাইরে গেলাম, দোয়া করো সবাই আমাকে
বিপদে না পরি ভালো ভাবে ফিরে আসি ঘরে
হঠাৎ করে একদল দুষ্টু ছেলে তাড়া করে আমায়
ভয়ে দু পা এক পা করে সামনে এগিয়ে যাই।
যেনো পা চলছে না বুক কাপছে আমার ভয়ে
হঠাৎ চারদিক থেকে ঘিরে ধরে আমায় ওরা
চোখ বেঁধে গাড়িতে তুলে নিলো তাড়া সহজে
হঠাৎ দেখি অন্ধকার ঘরে বন্দী আছি আমি।
ভয় নেই আমরা তোমার কোনো ক্ষতি করবোনা
তুমি শুধু তোমার বাবার মোবাইল নাম্বার দাও
আমরা তোমাকে ছেড়ে দেবো মুক্তিপণ নিয়ে
ঘরের মেয়ে ঘরে যাবে মান সন্মানের সাথে।
মায়ের অপেক্ষা মেয়ে কেনো আসেনা ফিরে?
হঠাৎ করে মোবাইল ফোন বেজে উঠলো বাবার!
কে বলছেন ? মেয়ের কি খবর আছে আমার?
আপনার মেয়েকে রেখেছি স্ব সন্মানে বন্দী করে।
মেয়েকে ভালো ভাবে ফিরে পেতে যান আপনি
পাঁচ লক্ষ টাকা নিয়ে জঙ্গল বাড়ি আসেন
ঠিক আছে! ঠিক আছে! আমরা এখনই আসছি
কোনো ক্ষতি যেনো ন করেন আদরের মেয়েকে।
আমাদের দেশের মধ্যে এভাবে চলছে অপহরণ
অপহরণকারীরা পার পেয়ে যাচ্ছে হেসে খেলে
এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন
সরকারের কাছে আমাদের এটাই শুধু আবেদন।
- গর্ভাবস্থায় ভুল ধারণা
- সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটি এক্সচেঞ্জ বিধি ১৯৮৭ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ সম্পর্কে আলোচনা কর
- প্রাথমিক বাজেরে ও মাধ্যমিক বাজারে পার্থক্য । প্রাথমিক বাজেরে vs মাধ্যমিক বাজারে পার্থক্য