বি এম- ০৬ (ক)
ক বিভাগ অর্থনীতি
১। অভাব অসীম সম্পদ সীমিত” সীমিত সম্পদ দিয়ে কীভাবে অসীম অভাব পুরণ করা যায় বলে তুমি মনে কর।
নির্দেশনাঃ
(ক) সম্পদ ও অভাব কী লিখবে।
উত্তর:
সাধারণ অর্থে অভাব বলতে আর্থিক অনটনকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে অভাব শব্দটি বিশেষ অর্থে ব্যবহূত হয়। অর্থনীতিতে কোনো কিছু পাওয়া বা কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে।
প্রতিনিয়তই মানুষ নানা অভাবের সম্মুখীন হচ্ছে। বস্তুতপক্ষে, মানুষের বেঁচে থাকার প্রয়োজনেই অভাবের উদ্ভব। খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিবার প্রতিপালন, শিক্ষা প্রভৃতি অভাবের সম্মুখীন হচ্ছে মানুষ।
আর অভাব পূরণের জন্য নানাবিধ কর্মপর্যায় গৃহীত হচ্ছে। এর ফলে সভ্যতারও অগ্রগতি হচ্ছে। প্রকৃতপক্ষে মানুষের সর্বপ্রকার অর্থনৈতিক কার্যাবলির মূলে রয়েছে অভাববোধ।
(খ) সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা লিখবে।
উত্তর:
H.S.C
- এইচএসসি ভোকেশনাল কম্পিউটার এপ্লিকেশন (৮১৪১৪) ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি ভোকেশনাল রসায়ন (৮১৪১৩) ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি বিএম অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল (১৮১৬) ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি বিএম হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ(১৮১৫) ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- ডিপ্লোমা ইন কমার্স অফিস ম্যানেজমেন্ট ও অটোমেশন-(১৭১৬) ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- ডিপ্লোমা ইন কমার্স ব্যাংকিং ও বীমা (1715) ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- HSC Vocational Physics Assignment Answer
- অধ্যায় :৫ কাজ, শক্তি ও ক্ষমতা, শক্তির সূত্র অনুসারে বস্তুর ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব শক্তি বের করো
- খতিয়ানে লিপিবদ্ধ এবং খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়ামিল প্রস্তুত করো
- মুক্তিবেগের সংজ্ঞা লিখুন, মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করবে
4 thoughts on “অর্থনীতি, সম্পদ ও অভাব কী লিখবে, সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা লিখবে”