অর্থনীতি ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সামষ্টিক অর্থনীতি (Macroeconomics) সুপার সাজেশন অর্থনীতি ৩য় পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের Economics 3rd paper Suggestion Degree 2nd year Subject Code: 122201 |
PDF Download অর্থনীতি ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন, অর্থনীতি ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অর্থনীতি ৩য় পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের, ডিগ্রী ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন, অর্থনীতি ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন
ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
Economics 3rd paper Degree 2nd Year Suggestion PDF 2025
ক-বিভাগ- অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. সামষ্টিক অর্থনীতি কী?
উত্তর: অর্থনীতি যে শাখায় ফার্ম পারিবারিক সরকারি খাত এবং আন্তর্জাতিক খাতের অর্থনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
২. উৎপাদন অপেক্ষক কী?
উত্তর: উৎপাদন এবং উপকরণের মধ্যে যে কারিগরি বা কৌশলগত সম্পর্ক বিরাজ করে তাকে উৎপাদন অপেক্ষক বলে।
৩. সামষ্টিক অর্থনীতির তিনটি চালকের নাম লেখ।
উত্তর: সামষ্টিক অর্থনীতির উল্লেখযোগ্য নাম হল- ১.জাতীয় আয়, ২. ভোগ ও ৩. সঞ্চয়।
৪. মাথাপিছু আয় কী?
উত্তর: কোন দেশের জাতীয় আয়কে সেদেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাই মাথাপিছু আয়।
৫. পূর্ণ নিয়োগ বলতে কী বুঝায়
উত্তর: পূর্ণ নিয়োগ বলতে সংঘাতমূলক সেবা কাঠামোগত বেকারত্ব ব্যতীত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে অর্থনীতির সর্বোচ্চ পরিমাণ দক্ষ অদক্ষ শ্রমের নিয়োগকে নির্দেশ করে।
৬. ছদ্দবেশী বেকারত্ব কাকে বলে
উত্তর: একটি কাজে যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন তার চেয়ে যদি বেশি পরিমাণে নিয়োজিত থাকে তখন তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে। শ্রমিকদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য।
৭. সে’র বিধিটি লেখ।
উত্তর: Say বলেন, ‘যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে’। এটি সে এর বাজার বিধি।
৮. Lekages কী?
উত্তর: জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ থেকে যে আয় মূল্য থেকে বেরিয়ে যায় তাই Lekages।
৯. GNP Deflator কী?
উত্তর: কোন নির্দিষ্ট বছরের আর্থিক GNP কে প্রকৃত GNP ধারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল GNP Deflator।
১০. GNP ব্যবধান কী?
উত্তর: কোন নির্দিষ্ট বছরে একটি দৃশ্যে প্রত্যাশিত GNP এবং বাস্তব GNP মধ্যকার ব্যবধান কে বলা হয় GNP ব্যবধান।
১১. NAIRU এর পূর্ণরূপ কী?
উত্তর: NAIRU এর পূর্ণরূপ হল: Non Accelerating Inflation Rate of Unemployment.
১২. স্বয়ম্ভূত বিনিয়োগ কী?
উত্তর: যে বিনিয়োগের ওপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না তাই স্বয়ম্ভূত বিনিয়োগ। আয়ের সব স্থরেই স্বয়ম্ভূত বিনিয়োগ করার নির্দিষ্ট থাকে।
১৩. প্ররোচিত বিনিয়োগ কী?
উত্তর: যে বিনিয়োগের ওপর নির্ভরশীল কিংবা আয়ের-হ্রাস বিধি দ্বারা প্রভাবিত হয় তাই প্ররোচিত বিনিয়োগ।
১৪. NPV কী?
উত্তর: মোট বর্তমান মূল্য থেকে বিনিয়োগ বাবদ মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই নিজ বর্তমান মূল্য বা NPV।
১৫. মূলধনের প্রান্তিক যোগ্যতা কাকে বলে?
উত্তর: অতিরিক্ত একক মূলধন নিয়োগ এর ফলে যে অতিরিক্ত প্রত্যাশা করা হয় তাই হল মূলধনের প্রান্তিক দক্ষতা।
১৬. মুদ্রা সংকোচন কী?
উত্তর: যখন দেশের দ্রব্যমূল্য উৎপাদন ব্যয় নিয়োগ জাতীয় আয়ের ইত্যাদি ক্রমশ কমতে থাকে তখন ঐ অবস্থায় মুদ্রা সংকোচন। মুদ্রাসংকোচন হলো এক ধরনের অভারসাম্য অবস্থা।
১৭. ফিলিপস রেখা কী?
উত্তর: যে রেখার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতির সাথে সম্পর্ক নির্দেশিত হয় তাই ফিলিপস রেখা।
১৮. ভোগ কাকে বলে?
উত্তর: সাধারণত ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষকরণ কে ভোগ বলে।
১৯. একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক লেখ।
উত্তর: একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক,C=by.
২০. CPI কী?
উত্তর: একটি বিশেষ শ্রেণী এলাকার ভোক্তাদের ভোগ্য দ্রব্য ও সেবার মূল্যের পরিবর্তন প্রকাশ করতে CPI ব্যবহৃত হয়।
২১. অর্থের প্রচলন গতি কী?
উত্তর: কোন নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে তাই অর্থের প্রচলন গতি।
২২. অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণটি লেখ।
উত্তর: অর্থের পরিমাণ তত্ত্ব সমীকরণটি হলো: PT=MV+M’V’
২৩. গ্রেসামের মুদ্রা বিধি কী?
উত্তর: খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে । এটি গ্রেসামের মুদ্রা বিধি।
২৪. তারল্য ফাঁদ (Liquidity Trap) কী?
উত্তর: প্রত্যাশিত সর্বনিম্ন সুদের হারে অর্থের ফটকা চাহিদা কম হলে তাই তারল্য ফাঁদ।
২৫. ত্বরণ কী?
উত্তর: ভোগের পরিবর্তনের কারণে কিভাবে বিনিয়োগের পরিবর্তন হয় তা প্রকাশ করাকে ত্বরণ বলে।
২৬. বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি কাজ লেখ।
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হল ঋণদান ও সঞ্চয় সংগ্রহ।
২৭. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটি কাজ লেখ।
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটি কাজ হল- ১. নিয়ন্ত্রণ ও ২. রিজার্ভ সংরক্ষণ।
২৮. নিকাশ ঘর কী?
উত্তর: যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান ধারা ব্যাংকসমূহ তাদের মধ্যে সংঘটিত পারস্পারিক দেনা পাওনা নিষ্পত্তি করে সে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে বিকাশ ঘর।
২৯. বাংলাদেশের দুটি বিশেষায়িত ব্যাংকের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক হলো- ১. বাংলাদেশ শিল্প ব্যাংক, ২. বাংলাদেশ কৃষি ব্যাংক।
৩০. রাজস্ব নীতি কী?
উত্তর: সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতি কে রাজস্ব ফিসকাল নীতি বলে।
৩১. আর্থিক নীতির দুটি উদ্দেশ্য লেখ।
উত্তর: আর্থিক নীতির দুটি উদ্দেশ্য হলো- ১. দামস্তরের স্থিতিশীলতা অর্জন ২. নিয়োগ ও বিনিয়োগ বৃদ্ধি।
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-NSIRU, IRR, APC, MPC, GNP, MEC.
২। ব্যাংক হার কী?
উঃ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে যে হারে ঋণ প্রদান করে তাকে বলা হয় ব্যাংক হার।
৩। আন্তঃ আয় হার (IRR) কী?
উঃ কোন প্রকল্পে বিনিয়োগ করে তা থেকে ভবিষ্যতে যে আয় প্রত্যাশা করা হয় তাই হলো IRR বা মূলধনের আন্তঃ আয় হার।
৪। ব্যয়যোগ্য আয় কী?
উঃ ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।
৫। কার্যকর চাহিদা কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের নিয়োগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য যখন উপকরণ নিয়োগ বাবদ ব্যয়ের সমান হয় তখন দেশে যে পরিমাণ চাহিদার সৃষ্টি হয় তাকে কার্যকর চাহিদা বলে।
৬। ক্যামব্রিজ সমীকরণটি লিখ।
উঃ অর্থের পরিমাণ তত্ত্বের ক্যাম্ব্রিজ সমীকরণটি M = KPT।
৭। রাজস্বনীতির দুটি হাতিয়ার লিখ।
উঃ রাজস্ব নীতির দুটি হাতিয়ার হলো : (ক) সরকারি ব্যয় ও (খ) কর রাজস্ব।
৮। স্বাভাবিক বেকারত্ব কাকে বলে?
উঃ স্বাভাবিক বেকারত্বের হার বা NAIRU হলো বেকারত্বের সেই স্বাভাবিক হার যা মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সাথে সংগতিপূর্ণ।
৯। বিনিয়োগ কী?
উঃ নতুন সাজ-সরঞ্জাম অর্থাৎ যন্ত্রপাতি ক্রয়, নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয়, বাড়তি মজুত ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলে।
১০। ওকান বিধি কী?
উঃ প্রকৃত জাতীয় আয়ের প্রবৃদ্ধি ও বেকারত্ব হারের মধ্যে যে বিপরীত সম্পর্ক অধ্যাপক আর্থার ওকান তুলে ধরেন তাকে ওকান বিধি বলে ।
১১। সম্ভাব্য GNP কাকে বলে?
উঃ কোনো দেশে প্রাপ্ত মূলধন এবং শ্রম সম্পূর্ণরূপে ব্যবহার করলে যে পরিমাণ দ্রব্যসামগ্রী তৈরি করা সম্ভব তাকে সম্ভাব্য GNP বলে।
১২। মুদ্রাস্ফীতি কী?
উঃ পণ্যসামগ্রী ও সেবার দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয় ।
১৩। গুণকের সংজ্ঞা দাও।
উঃ পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে একটির পরিবর্তনের ফলে অপরটির যে কয়গুণ পরিবর্তন হয় তাকেই গুণক বলে।
১৪। CPI কি?
উঃ নির্দিষ্ট সময়ের জন্য পণ্য ও সেবার গড় মূল্যের পরিবর্তনকে পরিমাপ করার সূচক হলো ভোক্তার মূল্য সূচক বা Consumer Price Index CPI.
১৫। স্বয়ম্ভূত বিনিয়োগ কি?
উঃ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না, তাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ।
১৬। পূর্ণ নিয়োগ বলতে কি বোঝায়?
উঃ যে অবস্থায় বা পরিস্থিতিতে কোন দেশে প্রাপ্ত সকল সম্পদ কিংবা উৎপাদনের সকল উপকরণ পূর্ণ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে বলা হয় পূর্ণ নিয়োগ অবস্থা।
১৭। আর্থিক নীতির দুটি উদ্দেশ্য লিখ।
উঃ আর্থিক নীতির দুটি উদ্দেশ্য হলো- ১. অর্থের যোগানের হ্রাস-বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি ও ২. মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করা।
১৮। গ্রেসামের মুদ্রা বিধিটি কি?
উঃ যুক্তরাজ্যের রানি এলিজাবেথের অর্থ উপদেষ্টা স্যার টমাস গ্রেসামের মুদ্রা সম্পর্কিত তত্ত্বকে তাঁরই নামানুসারে ‘গ্রেসামের মুদ্রা বিধি’ বা সংক্ষেপে ‘গ্রেসামের বিধি’ নামে অভিহিত করা হয়।
১৯। ভোগ কাকে বলে?
উঃ সাধারণ অর্থে ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বুঝায়। আবার অন্যভাবে বলা যায়, ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্য থেকে উপযোগ প্রাপ্তিকে ভোগ বলে।
২০। সামষ্টিক অর্থনীতির তিনটি চলকের নাম লিখ।
উঃ ১. জাতীয় আয়, ২. বিনিয়োগ ও ৩. মুদ্রাস্ফীতি।
২১। GNP ডিফ্লেক্টর বলতে কি বুঝ?
উঃ কোনো নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় GNP DeflatorI
২২। অর্থের প্রচলন গতি কি?
উঃ কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে তাকে অর্থের প্রচলন গতি বলে।
২৩। প্রান্তিক ভোগ প্রবণতা কি?
উঃ আয়ের পরিবর্তন দ্বারা ভোগব্যয়ের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায়, তাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা।
২৪। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?
উঃ যে সমস্ত শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বা উৎপাদন ক্ষেত্র থেকে যাদের সরিয়ে নিলে উৎপাদন হ্রাস পায় না তাদেরকে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে।
২৫। স্বাভাবিক বেকারত্বের হার কি?
উঃ সম্ভাব্য GDP এবং বাস্তব GDP পরস্পর সমান হলে অর্থনীতিতে বেকারত্বের হার বিরাজ করে তাকে বেকারত্বের স্বাভাবিক হার বলে।
২৬। প্ররোচিত বিনিয়োগ কি?
উঃ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল কিংবা আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়, তাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ।
২৭। অর্থের মূল্য বলতে কি বুঝ?
উঃ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়।
২৮। সে’র বিধিটি লিখ।
উঃ সে’র বিধিটি হলো যোগান নিজেই তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে।
২৯। বাণিজ্যিক ব্যাংকের প্রধান দু’টি কাজ লিখ।
উঃ বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি মূলনীতি হলো-১.আমানত সৃষ্টি এবং ২. ঋণদান।
৩০। মূলধনের প্রান্তিক দক্ষতা কাকে বলে?
উঃ অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয়, তাকে বলা হয় মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC).
৩১। সামষ্টিক অর্থনীতির তিনটি চলকের নাম লিখ।
উঃ সামষ্টিক অর্থনীতির তিনটি চলকের নাম হলো জাতীয় আয়, বিনিয়োগ ও মুদ্রাস্ফীতি।
৩২। শূন্য সঞ্চয় বিন্দু চিত্রে দেখাও।
উঃ যে বিন্দুতে আয় ও ভোগব্যয় পরস্পর সমান হয়, তাকে বলা হয় ভোগের ক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট (Break even point) বা সমচ্ছেদ বিন্দু।
৩৩। সামষ্টিক অর্থনীতি কি?
উঃ অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি ।
৩৪। মাথাপিছু আয় কি?
উঃ কোনো দেশের জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে ।
৩৫। শক্তিশালী মুদ্রা কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট প্রচলিত মুদ্রা (Currency) এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে বলা হয় শক্তিশালী মুদ্রা বা উচ্চক্ষমতা সম্পন্ন মুদ্রা।
৩৬। একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক লিখ।
উঃ একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক C = by.
৩৭। অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণটি লিখ।
উঃ অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণটি MV = PT.
৩৮। বিনিয়োগ গুণকের সূত্রটি লিখ।
উঃ
৩৯। ত্বরণ কি?
উঃ জাতীয় আয়ের পরিবর্তন দ্বারা প্ররোচিত বিনিয়োগের পরিবর্তনের পরিমাণকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় ত্বরণ সহগ।
৪০। রাজস্বনীতি কি?
উঃ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, উৎপাদন বৃদ্ধি, নিয়োগ বৃদ্ধি, বেকারত্ব হ্রাস, মূল্যস্তরে স্থিতিশীলতা অর্জন ইত্যাদি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক গৃহীত সরকারি আয়, সরকারি ব্যয় ও সরকারি ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্বনীতি বলে।
অর্থনীতি ৩য় পত্র চূড়ান্ত সাজেশন,অর্থনীতি ৩য় পত্র চূড়ান্ত সাজেশন 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখাও।
২. সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ আলোচনা কর। অথবা, সামষ্টিক অর্থনীতির
হাতিয়ার সমূহ আলোচনা কর।
৩. মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় উৎপাদন এর মধ্যে পার্থক্য দেখাও।
৪. আর্থিক GNP ও প্রকৃত এর GNP সংজ্ঞা দাও।
৫. জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দৈত্য গণনা সমস্যার ব্যাখ্যা দাও।
৬. আর্থিক ও প্রকৃত মজুরি কী?
৭. পূর্ণ নিয়োগ বলতে কী বুঝ?
৮. মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কী?
৯. স্বয়ম্ভূত বিনিয়োগ প্ররোচিত বিনিয়োগ ধারণা দুটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১০. সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা কর। অথবা, সুদের হার কীভাবে প্রভাবিত করে।
ডিগ্রী ২য় বর্ষের অর্থনীতি ৩য় পত্র স্পেশাল সাজেশন 2025
১১. মুদ্রাস্ফীতি বলতে কী বুঝ? অথবা মুদ্রাস্ফীতি কী?
১২. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রে দেখাও।
১৩. ভোগ প্রবণতা বলতে কী বুঝায়?
১৪. গড় ভোগ প্রবণতা (APC) ও প্রান্তিক ভোগ প্রবণতা (MPC এর মধ্যে পার্থক্য দেখাও।
১৫. মিনব্যয়িতার অসামঞ্জস্য ধাঁধা কী?
দ্রব্যমূল্য ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
১৬. গুণগত মান বলতে কী বুঝায়?
১৭. বিনিয়োগ গুণক কাকে বলে?
১৮. বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কী বুঝায়?
১৯. খোলাবাজার কার্যক্রম বলতে কী বুঝ? কার্যক্রম কী? ব্যাখ্যা কর।
২০. আর্থিক নীতি বলতে কী বোঝ?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
2025 ডিগ্রী দ্বিতীয় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. সামষ্টিক অর্থনীতির লক্ষ উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
২. জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ আলোচনা কর।
৩. একটি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৪. বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ বর্ণনা কর।
৫. উপযুক্ত সমীকরণ ও চিত্রের সাহায্যে আয়ন নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ কেইনসীয় মডেলটি ব্যাখ্যা কর।
৬. ক্লাসিকাল ও কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
৭. বিনিয়োগের নির্ধারকসমূহ কী?
৮. বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ আলোচনা কর।
৯. উৎপাদন ও বুকের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর।
১০. কেইনাসের ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি আলোচনা কর।
১১. প্রমাণ করো যে, MPC+MPS=1.
১২. অর্থের পরিমাণ তত্ত্ব নগদ তহবিল ভাষ্যটি ব্যাখ্যা কর।
১৩. ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৪. প্রান্তিক ভোগ প্রবণতা গুনাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
১৫. বিনিয়োগ গুণক ধারা জাতীয় আয়ের সম্প্রসারণ ব্যাখ্যা কর।
১৬. অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কী?
১৭. বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার বহু গুণিতক আমানত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
১৮. রাজস্ব নীতির লক্ষ্য উদ্দেশ্যসমূহ কী?
১৯. আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য কী?
২০. আর্থিক নীতির হাতিয়ারসমূহ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর অর্থনীতি ৩য় পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের 2025, ডিগ্রী ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন 2025
Degree 2nd year Common Suggestion 2025
আজকের সাজেশান্স: অর্থনীতি ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025 , PDF Download অর্থনীতি ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন 2025
BA/BSS/BBA ডিগ্রী ২য় বর্ষের সাজেশন 2025
বিষয় | সুপার সাজেশন |
---|---|
বাংলা জাতীয় ভাষা (Bangla) Subject Code: 131003 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র (Political Science 3rd Paper) Subject Code: 121901 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র (Political Science 4th Paper) Subject Code: 121903 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৩য় পত্র (Sociology 3rd paper) Subject Code: 122001 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৪র্থ পত্র (Sociology 4th paper ) Subject Code: 122003 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৩য় পত্র (Social work 3rd paper) Subject Code: 122101 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৪র্থ পত্র ( Social work 4th paper) Subject Code: 122103 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৩য় পত্র ( History 3rd paper ) Subject Code: 121501 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৪র্থ পত্র (History 4th paper ) Subject Code: 121503 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৩য় পত্র (History of Islam 3rd paper) Subject Code: 121601 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৪র্থ পত্র (History of Islam 4th paper) Subject Code: 121603 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৩য় পত্র ( Philosophy 3rd paper) Subject Code: 121701 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৪র্থ পত্র ( Philosophy 4th paper ) Subject Code: 121703 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৩য় পত্র (Geography 3rd Paper) Subject Code: 123201 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ৪র্থ পত্র (Geography 4th paper) Subject Code: 123203 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৩য় পত্র (Psychology 3rd paper ) Subject Code: 123401 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৪র্থ পত্র (Psychology 4th paper ) Subject Code: 123403 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৩য় পত্র ( Islamic Studies 3rd Paper) Subject Code: 121801 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র (Islamic Studies 4th Paper ) Subject Code: 121803 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৩য় পত্র (Economics 3rd paper ) Subject Code: 122201 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৪র্থ পত্র (Economics 4th paper ) Subject Code: 122203 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৩য় পত্র ( Management 3rd paper ) Subject Code: 122601 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৪র্থ পত্র ( Management 4th paper) Subject Code: 122603 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৩য় পত্র (Accounting 3rd Paper) Subject Code: 122501 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৪র্থ পত্র (Accounting 4th Paper ) Subject Code: 122503 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৩য় পত্র (Finance and Banking 3rd Paper ) Subject Code: 122401 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪র্থ পত্র (Finance and Banking 4th Paper) Subject Code: 122403 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৩য় পত্র (Marketing 3rd paper ) Subject Code: 122301 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৪র্থ পত্র (Marketing 4th paper ) Subject Code: 122303 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৩য় পত্র ( Zoology 3rd paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৪র্থ পত্র (Zoology 4th paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৩য় পত্র (Chemistry 3rd paper) Subject Code: 122801 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৪র্থ পত্র (Chemistry 4th paper) Subject Code: 122803 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৩য় পত্র (Botany 3rd paper ) Subject Code: 123001 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৪র্থ পত্র (Botany 4th paper ) Subject Code: 123003 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৩য় পত্র ( Physics 3rd paper ) Subject Code: 122701 | সুপার সাজেশন লিংক |
পদার্থ বিজ্ঞান ৪র্থ পত্র ( Physics 4th paper) Subject Code: 122703 | সুপার সাজেশন লিংক |
গণিত ৩য় পত্র (Math 3rd paper) Subject Code: 123701 | সুপার সাজেশন লিংক |
গণিত ৪র্থ পত্র ( Math 4th paper) Subject Code: 123703 | সুপার সাজেশন লিংক |