অর্থনীতি ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ, degree 3rd year economy 6th paper suggestion, ডিগ্রি ৩য় বর্ষ অর্থনীতি ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের অর্থনীতি ৬ষ্ঠ পত্র সাজেশন PDF Download

বিষয়: ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন অর্থনীতি ৬ষ্ঠ পত্র সাজেশন

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

#অর্থনীতি_ষষ্ঠ_পত্র

#তৃতীয়_বর্ষ

ডিগ্রি ৩য় বর্ষের অর্থনীতি ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, degree 3rd year Economics 6th Paper super suggestion, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষের অর্থনীতি ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান

ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
অর্থনীতি ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস
[ History of Economic Thought] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
Subject Code: 132205
2024 এর ডিগ্রি ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্থনীতি ৬ষ্ঠ পত্র সাজেশন বিষয় কোড: ১৩২২০৫। বিষয়: অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস।

ডিগ্রি অর্থনীতি ৬ষ্ঠ পত্র সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. স্কালিস্টিসিজম (স্কলাস্টিক মতবাদ) বলতে কী বুঝ?
উত্তর: Scholasticism বলতে মধ্যযুগীয় এমন এক মতবাদ, বুঝায় যা সৃষ্টি ও মতবাদ এবং গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলের দার্শনিক গড়ে ওঠে। মধ্যযুগে কতিপয় Scholar আগের বিভিন্ন অর্থনৈতিক চিন্তাধারার মধ্যে সমন্বয় সাধন করে এক নতুন অর্থনৈতিক চিন্তাধারার জন্মদেন। এ নতুন অর্থনৈতিক চিন্তাধারাই Scholasticism.

২. বানিজ্যবাদ মার্কেন্টালিজম বলতে কি বুঝ?
উত্তর: পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগে পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার লাভ করে তাতে করে এই সময়ে নতুন অর্থনৈতিক ভাবধারার সৃষ্টি হয়। এসব ভাবধারাকে একত্রে বানিজ্যবাদ বলা হয়।

৩. মুদ্রাবাদ কি?
উত্তর: মুদ্রা বাদী অর্থনীতিতে মুদ্রায় সকল কর্মের উৎস অর্থাৎ এই অর্থনীতি আবর্তিত হয় মুদ্রাকে ঘিরে।

৪. টেবিল্যু ইকনোমিক কি?
উত্তর: ভূমিবাদী অর্থনীতিবীদ কুইজনে সামগ্রিকভাবে কোন দেশের জাতীয় সম্পদের বন্টন দেখানোর জন্য যে টেবিল তৈরি করে, তাকে ইকোনমিক টেবিল্যু বলে।

৫. টুরগট কে ছিলেন?
উত্তর: টুরগট ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদ ফরাসি চিন্তাবিদ।

৬. ক্লাসিকাল মতবাদ কি?
উত্তর: ক্লাসিকাল মতবাদ বলতে আয় ও নিয়োগ সম্পর্কিত ক্লাসিকাল বক্তব্যকে কতিপয় সামষ্টিক অর্থনৈতিক সমীকরণ ও চলক সেট ও চিত্রকর সেটের মাধ্যমে সমম্বিতভাবে উপস্থাপন করাকে বুঝায়।

৭. অর্থনীতির জনক কে?
উত্তর: এডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়।

৮. অদৃশ্য হস্ত বলতে কী বোঝ?
উত্তর: ক্লাসিক্যাল বাজার ব্যবস্থায় অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পুর্ণ নিয়োগ অর্জিত হয় এই স্বয়ংক্রিয় ব্যবস্থাকেই বলা হয় অদৃশ্য হস্ত।

৯. উদ্বৃত্ত মূল্য কি?
উত্তর: শ্রমিকদের মজুরির অতিরিক্ত মূল্য সৃষ্টি করে তাই উদ্বৃত্ত মূল্য।

১০. সুদের হার শূন্য হয় না কেন?
উত্তর: তারল্য ফাঁদের কারণে সুদের হার শূন্য হয় না।

১১. প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব কি?
উত্তর: উৎপাদন খাতে যেসব শ্রমিকের প্রান্তিক উৎপাদন ক্ষমতা শুন্য তাদেরকে প্রচ্ছন্ন বা ছদ্দবেশী বেকারত্ব বলা হয়।

১২. কেইনসীয় বিপ্লব বলতে কি বুঝ?
উত্তর: ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বিপরীতে নতুন চিন্তাধারা নিয়ে এই নিয়ে কেইনস যে মতামত প্রদান করেন তাকেই কেইনসীয় বিপ্লব বলে।

১৩. তারল্য পছন্দ বলতে কি বুঝায়?
উত্তর: তারল্য পছন্দ বলতেই নগদ অর্থের পছন্দ বা চাহিদা বুঝায়।

১৪. কার্যকরী চাহিদার সংজ্ঞা দাও।
উত্তর: সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান রেখা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে সেই বিন্দুকে কার্যকরী চাহিদা বলে।

১৫. অর্থনৈতিক মন্দা বলতে কি বুঝায়?
উত্তর: অর্থনৈতিক যে পরিস্থিতিতে অবিক্রীত মজুতের পরিমাণ বাড়ে, সামগ্রিক চাহিদা ও মুনাফার প্রত্যাশা কমতে থাকে, বিনিয়োগ কর্মসংস্থান হ্রাস পায় সেই অবস্থাকে অর্থনৈতিক মন্দা বলে।

১৬. অর্থের চাহিদা কি?
উত্তর: মানুষ কোন নির্দিষ্ট সময় আয় এবং সুদের হারের ভিত্তিতে যে পরিমাণ নগদ অর্থ ধরে রাখে তাকে অর্থের চাহিদা বলে।

১৭. অবাধ বাণিজ্য কি?
উত্তর: রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া যখন কোন বাণিজ্য পরিচালিত হয় তখন তাকে অবাধ ও মুক্ত বাণিজ্য বলে।

১৮. সংরক্ষণ কি?
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্য যখন সরকারি নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তখন সেই বাণিজ্য নীতিকে ‘সংরক্ষণ’ বলে।

১৯. রপ্তানি শুল্ক কি?
উত্তর: কোন দেশ থেকে বিদেশে পণ্য রপ্তানির সময় যে বাধা আরোপ করা হয় তাকে রপ্তানি শুল্ক বলে।

২০. নিম খাজনা কাকে বলে?
উত্তর: উপকরণ থেকে স্বাভাবিকের চেয়ে বাড়তি আয়কে নিম খাজনা বলে।

২১. সামাজিক কল্যাণ অপেক্ষক কি?
উত্তর: যে আপেক্ষক বা সমীকরণ বিভিন্ন অর্থনৈতিক অবস্থা সমাজের বিভিন্ন লোকের উপযোগিতা নির্দেশ করে তাকে সামাজিক কল্যাণ আপেক্ষক বলে।

২২. ব্লিস বিন্দু কি?
উত্তর: ব্লিস বিন্দু হল সার্বিক উপযোগ সম্ভাবনা রেখা এবং সর্বোচ্চ সামাজিক নিরপেক্ষ রেখা এই দুইয়ের একটি স্পর্শক বিন্দু।

২৩. রিবা কি?
উত্তর: ‘রিবা’ একটি আরবি শব্দ। এই আবিধানিক অর্থ বৃদ্ধি, বেশি হওয়া, থেকে বেঁচে যাওয়া, স্ফী হওয়া ইত্যাদি। এর বাংলা প্রতিশব্দ কুসিদ বা সুদ।

২৪. আমদানি শুল্ক কাকে বলে?
উত্তর: আমদানির দ্রব্য দেহে প্রবেশের সময় কোন দেশকে কর আরোপ করে তাকে আমদানি শুল্ক বলে।

২৫. বিনিময় নিয়ন্ত্রণ কাকে বলে?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সকল রপ্তানিকারককে অর্জিত বৈদেশিক মুদ্রা জমা দেয়ার আদেশ প্রদান, লাইসেন্স ব্যতিরেকে আমদানি নিষিদ্ধকরণ, আমদানিকারকরা বৈদেশিক মুদ্রা সংরক্ষণের নানা ধরনের পদ্ধতি বিনিময় নিয়ন্ত্রণ বলে।

২৬. সংরক্ষণ শুল্ক কি?
উত্তর: বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্পকে রক্ষার জন্য আমদানি পণ্যের উপর যে কর বসানো হয় তাকে সংরক্ষণ শুল্ক বলে।

২৭. কোটা বলতে কি বুঝায়?
উত্তর: নির্দিষ্ট সময় কি পরিমাণ পণ্য রপ্তানি আমদানি করা যাবে তার অনুমতি পদ্ধতিকে কোটা বলে।

২৮. বুর্জোয়া বাইবেল কি?
উত্তর: বুর্জোয়াদের প্রতিষ্ঠিত স্বতঃসিদ্ধ ধ্যানধারণাকে বুর্জোয়া বাইবেল বলে।

২৯. স্থানীয় আয় কী?
উত্তর: স্থানীয় আয় দীর্ঘদিন ধরে পাওয়া যায় স্থানীয় আয়।

৩০. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবক্তা কে?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবক্তা অধ্যাপক রাগনারক নার্সক।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. মধ্যযুগীয় দর্শন কাকে বলে?
২. বাণিজ্যতন্ত্রের উদ্ভবের কারণসমূহ কি কি?
৩. খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য লেখ।
৪. জনসংখ্যা ও মজুরি তহবিলের সম্পর্ক লেখ।
৫. সামগ্রিক ভারসাম্য কি?

৬. কেইনসীয় বিপ্লব বলতে কি বুঝ?
৭. কেইনসের কার্যকর চাহিদা কি?
৮. তারল্য ফাঁদ কি? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৯. অবাধ বাণিজ্য এবং সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখ।
১০. রপ্তানি ভর্তুকি কি?

১১. অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝ?
১২. অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ উল্লেখ কর।
১৩. অনুন্নত কৃষিতে উদ্ভিদের বিভিন্ন ধারণা সম্পর্কে লেখ।
১৪. কল্যাণমূলক অর্থনীতি কি?
১৫. অর্থনৈতিক কল্যাণ বিচারের পরিমাপগুলো কি কি?

১৬. প্যারেটো কাম্যতা বলতে কি বুঝ?
১৭. বাজার ব্যর্থতার কারণগুলি লেখ।
১৮. অর্থনীতিতে ইসলামের গুরুত্ব আলোচনা কর।
১৯. ইবনে খালদুন ও ইবনে তাইমিয়ার অবদানের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
২০. ভূমিবাদ কী?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. ভূমি বাদী মতবাদ উদ্ভবের কারণসমূহ আলোচনা কর।
৩. ভূমি বাদী মতবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৪. অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভূমি বাদীদের অবদান আলোচনা কর।
৫. এডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় কেন?

৬. অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অ্যাডাম স্মিথের অবদান আলোচনা কর।
৭. অদৃশ্য হাতের মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলি কীভাবে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় আলোচনা কর।
৮. সমালোচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর।
৯. আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডেভিড রিকার্ডোর অবদান আলোচনা কর।
১০. ম্যালথাস ও জে. বি. সে’র মধ্যে বিতরকের প্রধান বিষয় কী? ক্লাসিক্যাল অর্থনৈতিক চিন্তাধারার ওপর ম্যালথাস ও জে. বি. সে’র মুল্যায়ন তুলে ধর।

১১. প্রান্তিক বিশ্লেষণ কীভাবে অর্থনৈতিক বিশ্লেষণ বৈপ্লবিক পরিবর্তন এনেছিল?
১২. অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে আলফ্রেড মার্শালের অবদান আলোচনা কর।
১৩. কেইনসীয় অর্থনীতির চিন্তাধারার প্রধান বৈশিষ্ট্য সমালোচনা কর।
১৪. তারল্য পছন্দ কি? কেইনসের অর্থের চাহিদা তত্ত্ব / তারল্য পছন্দ তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা কর।
১৫. আন্তর্জাতিক বাণিজ্যের ক্লাসিকাল ও আধুনিক তত্ত্বের মধ্যে পার্থক্য দেখাও।

১৬. উন্নয়নের মার্কসীয় তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।
১৭. কার্ল মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলোচনা কর।
১৮. সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।
১৯. ভারসাম্য ও ভারসাম্য প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য আলোচনা কর।
২০. প্যারেটো কাম্যতা ব্যাখ্যা কর।
২১. ইসলামী অর্থনৈতিক চিন্তাধারার উন্নয়নে ইবনে খালদুনের অবদান আলোচনা কর।
২২. ইসলামী অর্থনৈতিক চিন্তাধারার উন্নয়নে আবু ইউসুফের অবদান আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ডিগ্রি ৩য় বর্ষের অর্থনীতি ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন

Degree 3rd Year Common Suggestion 2024

পরিক্ষায় ভালো করতে অতিরিক্ত যা যা পড়বেন

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

#বিষয়ঃ_অর্থনীতি_ষষ্ঠ_পত্র

১। ছন্মবেশী বেকারত্ব কাকে বলে?

২। কল্যাণমূলক অর্থনীতি কি?

৩। অর্থনৈতিক চিন্তাধারা ও স্থবিরতা কি?

৪। অদৃশ্য হাত বা হস্ত কাকে বলে?

৫। প্রান্তিক মতবাদ কাকে বলে?

৬। তারল্য পছন্দ বা ফাঁদ কি?

৭। কেইন্সীয় বিপ্লব কি?

৮। ক্লাসিক্যাল মতবাদ কি? ক্লাসিক্যাল অর্থনীতি কি?

৯। রিবা কি? উদ্ধৃত্ত মূল্য কি?

১০। বাণিজ্যবাদ ও ভূমিবাদ কি?

১১। “Das Capital” গ্রন্থের লেখক কে?

১২। মধ্যযুগ বলতে কি বুঝ?

১৩। প্রন্তিকতাবাদ কি?

১৪। বাজার দাম কি? সের বিধি কি?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৫। সৃজনশীল ধ্বংস কি?

১৬। কখন বাণিজ্যবাদের সূচনা হয়?

১৭। দুইজন বিখ্যাত ভূমিবাদীদের নাম কি?

১৮। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা?

১৯। মুদ্রাবাদ ও মুদ্রানীতি, মুদ্রাস্ফীতি কি?

২০। নিও ক্ল্যাসিকাল অর্থনীতি কি?

২১। Orchami মতবাদ কি?

২২। প্রকৃতিক নিয়ম কি?

২৩। “Laissez Faire ” নীতি কি?

২৪। প্রান্তিক খাজনা ও জমি কি?

২৫। মহামন্দা কাকে বলে? অর্থনৈতিক মন্দা কি?

২৬। বিনিময় মূল্য কি?

২৭। বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি?

২৮। রাজেশ্বরী রাজা কি?

২৯। এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থের নাম কি?

৩০। বাণিজ্যবাদের মূল কথা কি?

#খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত গুলো কি কি? অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লিখ?।

২। বাণিজ্যবাদ কি? বাণিজ্যতন্ত্রের মূল বৈশিষ্ট্য লিখ।

অথবা, বাণিজ্যবাদের উদ্ভবের কারণ লিখ।

৩। সে ‘র বাজার বিধিটি ব্যাখ্যা কর।

অথবা, জে বি সের বাজার বিধিটি ব্যাখ্যা কর।

৪। সমালোচনাসহ ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা কর।

৫। “বাজার ব্যর্থতার “কারণ সমূহ কি?

৬। উন্নয়ন এজেন্ট ও বাধ্যতামূলক সঞ্চয় বলতে কি বুঝ?

৭। অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ডের সূচক সমূহ কি কি?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৮। জনসংখ্যা সম্পর্কে ম্যালথাসের ধারণা ব্যাখ্যা কর।

৯। বন্টনের প্রান্তিক উতপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর।

১০। মুক্ত বাণিজ্য কি? মুক্ত বাণিজ্যের সুবিধা গুলো লিখ।

অথবা, অবাধ বাণিজ্য ও সংরক্ষণের মধ্যে তুলনা কর।

১১। কেইন্সীয় মিতব্যায়িতার ধাঁধাঁ বলতে কি বুঝ?

কেইন্‌সীয় বিপ্লব কি?।

১২। মার্কসের শোষণ তত্ত্বটি ব্যাখ্যা কর।উদ্ধৃত্ত শ্রম কি?

১৩। নিম খাজনা ও মুদ্রানীতি বা কেইন্‌সীয় বিপ্লব ধারণাটি ব্যাখ্যা কর। ।

১৪। মধ্যযুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বর্ণনা কর।

অথবা, মধ্যযুগের কৃষির বৈশিষ্ট্যসমূহ লিখ।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর।

অথবা, মুদ্রাস্ফীতি কি? এর কারণ লিখ।

প্যারেটোর অনির্ণেয়তা বলতে কি বুঝ?

রিবা ও সুদের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ভূমিবাদ কি? ভূমিবাদ উদ্ভবের কারণসমূহ ব্যাখ্যা কর। ভূমিবাদ সম্পর্কিত কইজনের টেবল্যু ইকোনমিক এর সম্পদ বণ্টন ও সঞ্চালক ব্যাখ্যা কর।

অথবা, ভূমিবাদ কি? ভূমিবাদী মতবাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

২। এডাম স্মীথের শ্রমের মূল্য তত্ত্ব ও ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা কর।

৩। প্রান্তিক বিশ্লেষণ কি? কিভাবে এটি অর্থনৈতিক বিশ্লেষণ পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তা ব্যাখ্যা কর।

অথবা, প্রান্তিক বিশ্লেষণ প্রসঙ্গে নব্য – ক্লাসিক্যাল স্কুলের প্রবক্তা হিসাবে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে মার্শালের অবদান আলোচনা কর। আসাদস্যার।

৪। প্যারেটো কাম্যতা কি? প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তগুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

৫। কল্যাণ অর্থনীতি কী? কল্যাণ অর্থনীতিতে প্যারেটো -এর শর্তগুলো আলোচনা কর।

৬। ইবনে খালদুন, ইবনে তাইমিয়া এবং ইমাম আবু ইউসুফ এর অবদানের মধ্যে তুলনা কর।

৭। কেইন্সীয় বিপ্লবের সংজ্ঞা দাও। অর্থনৈতিক চিন্তাধারার বিকাশে কেইন্সীয় অবদান আলোচনা কর।

৮। মধ্যযুগের সময়কাল বলতে কি বুঝ? মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

৯। রিকার্ডোর মূল্যত্ত্ব, খাজনা তত্ত্ব এবং মজুরি তত্ত্বের বিশদ আলোচনা কর।

১০। উদ্ধৃত্ত শ্রম বলতে কি বুঝায়? উদ্ধৃত্ত শ্রম সম্পর্কে লুইস এর মডেল সমালোচনার দৃষ্টিকোণ থেকে আলোচনা কর।

১১। ইসলামী অর্থনৈতিক চিন্তাধারার উন্নয়নেদ উপর বিস্তারিত বর্ণনা ও উন্নয়নের ইবনে খালদুনের অবদান আলোচনা কর।

১২। অর্থনৈতিক স্থবিরতা কাকে বলে? এই স্থবিরতা থেকে পরিত্রাণের উপায়সমূহ বিস্তারিত আলোচনা কর। রাজ রানী

১৩। মুদ্রাবাদ কি? মিল্টন ফ্রিডম্যানের মুদ্রার “আধুনিক পরিমাণ তত্ত্বটি” ব্যাখ্যা কর।

১৪। প্রান্তিক বিশ্লেষণ কি? অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে আলফ্রেড মার্শালের অবদান আলোচনা কর।

ক) বাণিজ্যবাদীদের নীতি ও তত্ত্ব আলোচনা কর। এ প্রসঙ্গে টমাস ম্যুরের বাণিজ্যবাদী চিন্তার বিবরণ দাও।

খ) বাণিজ্যবাদ ভেঙ্গে পড়ার কারণ ব্যাখ্যা কর।

টমাস ম্যালথাস এবং জে.বি.সে ‘র মধ্যে বিতর্কের প্রধান বিষয় কি? আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ডিগ্রি ৩য় বর্ষের অর্থনীতি ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন

Degree 3rd Year Common Suggestion 2024

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Leave a Comment