প্রশ্ন সমাধান: অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পার্থক্য, অর্থনৈতিক উন্নয়ন vs অর্থনৈতিক প্রবৃদ্ধি পার্থক্য, অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি তুলনামূলক আলোচনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন মধ্যে পার্থক্য
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন ধারণা দুটি প্রায় একই অর্থে ব্যবহূত হয় কিন্তু প্রকৃতপক্ষে এ ধারণা দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান। কোনো কোনো অর্থনীতিবিদ ধারণা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন একই অর্থে ব্যবহার করলেও সুমপিটার, মিসেস উরশুলা হিক্স প্রমুখ অর্থনীতিবিদ অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। নিচে অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এর মধ্যে পার্থক্য দেখানো হয়েছে।অ
অর্থনৈতিক উন্নয়ন
অর্থনৈতিক উন্নয়ন সেই প্রক্রিয়াকে বোঝায় সর্বসমেত শারিরীক অবস্থা, কুশল, এবং একাডেমিক স্তরের জনসংখ্যা উন্নত করে। উন্নয়নকালে, কৃষি থেকে শিল্পে এবং পরে তা পরিষেবায় জনসংখ্যা স্থানান্তর হয়। প্রত্যেক বার দোকান থেকে কেনাকাটা করার সময় এবং স্থানীয় বা রাষ্ট্র বিক্রয় ট্যাক্স দেওয়ার মাধ্যমে আপনি অর্থনৈতিক উন্নয়ন তহবিলে সাহায্য করতে পারেন। যেমন ধরুন নতুন জুতো কিনলেন বা কর প্রদান করলেন। তার কিছু শতাংশ অর্থ অর্থনৈতিক উন্নয়ন তহবিলে প্রোজেক্টের দিকে যায়।
অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে আলোচনায় সাধারণ অর্থে অর্থনৈতিক উন্নয়ন হল জীবনযাত্রার মান উন্নয়ন। উন্নত জীবনযাত্রার মান বলতে বোঝায় শিক্ষার উচ্চস্তর, শ্রমিকের আয়, স্বাস্থ্য ও জীবনযাপন।
অর্থনৈতিক প্রবৃদ্ধি
অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নত দেশের সমস্যা। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে বোঝায় আর্থসামাজিক কাঠামোর পরিবর্তন ছাড়াই দেশের প্রকৃত জাতীয় আয় ও মাথাপিছু আয়ের বৃদ্ধি এবং তার ফলে জনগণের জীবনযাত্রার মানের বৃদ্ধিকে। অন্যভাবে বলা যায় একটি দেশ অর্থনৈতিক ভাবে কতটা উন্নতি করছে তার প্রধান নিয়ামক অর্থনৈতিক প্রবৃদ্ধি। সহজ ভাষায় অর্থনীতিতে প্রবৃদ্ধি বলতে মোট দেশজ উৎপাদনের বর্ধিত অংশের শতকরা মানকে বোঝায়। বাৎসরিক প্রবৃদ্ধি হিসাবের সময় বৎসরান্তে পণ্য ও সেবার মূল্যমান চলতি মূল্যে নিরূপিত হতে পারে। তবে বৎসরান্তে পণ্য ও সেবার চলতি মূল্যে নিরূপিত মূল্যমান মূল্যস্ফীতির অনুপাতে সমন্বয় করা যেতে পারে; তাতে মোট দেশজ উৎপাদন প্রকৃত পরিমাপ পাওয়া যাবে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এর মধ্যে পার্থক্যঃ
১। অর্থনৈতিক প্রবৃদ্ধি হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের প্রকৃত উৎপাদনের ইতিবাচক পরিবর্তন।পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির অগ্রগতি, জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদির পাশাপাশি অর্থনীতিতে উৎপাদন স্তরের বৃদ্ধি ঘটে।
২। অর্থনৈতিক প্রবৃদ্ধি মাথা পিছু আয় সূচকগুলি বৃদ্ধি করে। যেমন- জি.ডি.পি। পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়ন জীবন প্রত্যাশার হার, শিশু মৃত্যুর হার, সাক্ষরতার হার এবং দারিদ্র্য হারের উন্নতি করে।
৩। অর্থনৈতিক প্রবৃদ্ধি জাতীয় আয়ের ঊর্ধ্বে আন্দোলন। পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়ন বাস্তব আয়ের ঊর্ধ্বে আন্দোলন।
৪। অর্থনৈতিক প্রবৃদ্ধি মাথা পিছু আয় সূচকগুলি বৃদ্ধি করে। যেমন- জি.ডি.পি। পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়ন জীবন প্রত্যাশার হার, শিশু মৃত্যুর হার, সাক্ষরতার হার এবং দারিদ্র্য হারের উন্নতি করে।
৫। অর্থনৈতিক প্রবৃদ্ধি হল অর্থনীতি উন্নয়নশীল বিকাশ পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়ন হল অর্থনীতিতে প্রযোজ্য।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization