“অশ্রু দেবে না হৃদয় দেবে”
–রুদ্র অয়ন
পাতাবাহার নিবে না ফুল
দু’টোই নজরকাড়া,
একটার নেই গন্ধ একটা
সুবাসে মাতোয়ারা!
সাগর ছোঁবে না আকাশ?
দু’টোইতো বেশ নীল,
ছুঁতে পারো যেটা ইচ্ছে
দু’টোয় অনেক মিল!
কাঁদাবে শুধু না দেবে মন
কোনটা তোমার ইচ্ছে?
তুমিহীনে নয়ন হৃদয়
দু’টোয় যে আজ ভিজছে!
- সুদের হার অর্থকে তার সময় মূল্য দেয় ব্যাখ্যা কর
- বার্ষিক বৃত্তি Annuity উপাদান বা বৈশিষ্ট্য কী কী?
- বিজনেস ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য আলোচনা
- মুদ্রা বাজার ও মূলধন বাজার মধ্যে পার্থক্য কি?
- মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য কি?