আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত অনার্স ৪র্থ বর্ষ সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত সাজেশন ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত (West Asia in Modern Times upto 1945) সুপার সাজেশন ২০২৫
Department of : History & Other Department
Subject Code: 241507
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত সাজেশন,আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত, অনার্স ৪র্থ বর্ষের আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৫

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর : পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব।

২. OPEC এর পূর্ণরূপ কী?
উত্তর : OPEC এর পূর্ণরূপ Organization of Petroleum Exporting Countries.

৩. Fertile crescent কী?
উত্তর : Fertile crescent হলো উর্বর অর্ধচন্দ্রাকার এলাকা বা অঞ্চল।

৪. পশ্চিম এশিয়ায় কয়টি দেশ আছে?
উত্তর : পশ্চিম এশিয়ায় ১৪টি দেশ আছে।

৫. সুয়েজখাল কোথায় অবস্থিত?
উত্তর : সুয়েজখাল মিসরে অবস্থিত।

৬. নেপোলিয়ন কে ছিলেন?
উত্তর : নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সম্রাট।

৭. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে মিসর জয় করেন?
উত্তর : নেপোলিয়ন কর্তৃক ১৭৯৮ খ্রিস্টাব্দে মিসর জয় করেন।

৮. ‘পাশা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘পাশা’ শব্দের অর্থ জেলার শাসক।

৯. আরব জাতীয়তাবাদের জনক কে?
অথবা, আরব জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আরব জাতীয়তাবাদের জনক মুহম্মদ আলি পাশা।

১০. UAR এর পূর্ণরূপ কী ?
উত্তর : UAR এর পূর্ণরূপ হলো United Arab Republic.

১১. সাইকস-পিকো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : সাইকস-পিকো চুক্তি ১৯১৬ সালের ১৬ মে স্বাক্ষরিত হয়।

১২. ব্যালফোর ঘোষণা কখন দেওয়া হয়?
উত্তর : ব্যালফোর ঘোষণা ১৯১৭ সালের ২ নভেম্বর দেওয়া হয়।

১৩. ‘লুজান চুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ‘লুজান চুক্তি’ ১৯২৩ সালের ২৪ জুলাই স্বাক্ষরিত হয়।

১৪. কত সালে তুরস্কে নারীরা ভোটাধিকার লাভ করে?
অথবা, কত সালে তুরস্কের নারীরা জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার লাভ করে?
উত্তর : ১৯৩৪ সালে তুরস্কে নারীরা ভোটাধিকার লাভ করে।

১৫. ‘আতাতুর্ক’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘আতাতুর্ক’ শব্দের অর্থ জাতির পিতা।

১৬. কোন সালে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়?
উত্তর : ১৯২৩ সালে তুরস্ককে ঘোষণা প্রতিষ্ঠা করা হয়।

১৭. ওয়াফদ পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর : ওয়াফদ পার্টি ১৯১৮ সালে গঠিত হয়।

১৮. মিসরের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : মিসরের প্রথম প্রেসিডেন্ট ছিলেন সাদ জগলুল পাশা।

১৯. ইরানের প্রাচীন নাম কী?
উত্তর : ইরানের প্রাচীন নাম পারস্য।

২০. ইরাকের সাংবিধানিক নাম কী?
উত্তর : ইরাকের সাংবিধানিক নাম রিপাবলিক অব ইরাক।

২১. আল ফাও কী?
উত্তর : আল ফাও ইরাকের একটি বন্দর।

২২. সিরিয়ায় কত সালে ফরাসি ম্যান্ডেটরি শুরু হয়?
উত্তর : সিরিয়ায় ১৯২০ সালে ফরাসি ম্যান্ডেটরি শুরু হয়।

২৩. সিরিয়া-লেবাননে কোন দেশের ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : সিরিয়া-লেবাননে ফরাসি ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।

২৪. স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম হলো শুকরি আল কোয়াতলী।

২৫. লেবানন কবে স্বাধীনতা লাভ করে?
উত্তর : লেবানন ১৯৪৩ সালের ২২ নভেম্বর স্বাধীনতা লাভ করে।

২৬. কত সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

২৭. ‘দি ডেজার্ট কিং’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘দি ডেজার্ট কিং’ গ্রন্থটির রচয়িতা ডেভিড হাওয়ার্থ।

২৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালে সংঘটিত হয়।

২৯. আরব লীগের সদর দপ্তর কোথায়?
উত্তর : আরব লীগের সদর দপ্তর মিসরের কায়রোতে।

৩০. PLO অর্থ কী?
উত্তর : (PLO) পিএলও হলো ফিলিস্তিন মুক্তি সংস্থা।

৩১. PLO এর পূর্ণরূপ কী?
উত্তর : PLO এর পূর্ণরূপ হলো Palastine Liberation Organization.

৩২. কখন আরব লীগ প্রতিষ্ঠিত হয়?
অথবা, আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয়।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৫

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. পশ্চিম বলতে কোন অঞ্চলকে বুঝানো হয়েছে?
অথবা, পশ্চিম এশিয়া বলতে কোন অঞ্চলকে বুঝানো হয়?
২. আরব জাতীয়তাবাদ বলতে কী বুঝ?
৩. নাসিফ ইয়াজিজির পরিচয় দাও।
৪. প্যান ইসলামবাদ বলতে কী বুঝ?
অথবা, প্যান ইসলামবাদ কী?

৫. শরিফ-ম্যাকমোহন পত্রালাপ কী?
৬. ম্যান্ডেট শাসন কী?
অথবা, ম্যান্ডেটরি শাসন বলতে কী বুঝ?
৭. সেভার্সের চুক্তি কী?
৮. লুজান চুক্তি কী?

৯. সা’দ জগলুল পাশা কে ছিলেন?
অথবা, সা’দ জগলুল পাশার পরিচয় দাও।
১০. ওয়াফদ পার্টি সম্পর্কে কী জান?
অথবা, ‘ওয়াফদ পার্টি’ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, ওয়াফদ পার্টি সম্পর্কে একটি টীকা লেখ।

১১. সিরিয়ার সংক্ষিপ্ত বিবরণ দাও।
১২. ফিলিস্তিন সংকট সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, প্যালেস্টাইন সংকট কী?
১৩. ইখওয়ান বলতে কী বুঝ ?
১৪. আরব লীগ সম্পর্কে টীকা লেখ।

১৫. ফিলিস্তিনি সমস্যা সংক্ষেপে বর্ণনা কর। ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতির ওপর মন্তব্য কর।
১৬. প্যালেস্টাইন সমস্যা সম্পর্কে বিশ্বের বৃহৎ শক্তিসমূহের মনোভাব কী? ব্যাখ্যা কর।
১৭. ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।

১৮. বিটমোর প্রোগ্রাম কী?
১৯. ১৯৩০ সালের ইঙ্গ-ইরাকি চুক্তির গুরুত্ব বর্ণনা কর।
২০. রেজা শাহের পতনের কারণসমূহ সংক্ষেপে বর্ণনা কর।

PDF Download আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৫

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিম এশিয়ার গুরুত্ব নিরূপণ কর।
অথবা, পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব আলোচনা কর।
২. ১৯৯৬ সালের সাইকস-পিকো ধারাসমূহ আলোচনা কর।
অথবা, সাইকস-পিকো চুক্তির বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর।
৩. সুজান চুক্তির পটভূমি ব্যাখ্যা কর। এই চুক্তি কি সেভার্স চুক্তি দ্বারা সৃষ্ট অভিযোগগুলো দূর করতে সমর্থন হয়েছিল?
৪. মোস্তফা কামাল পাশার সংস্কারগুলো পর্যালোচনা কর।

৫. মিসরের জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায় আলোচনা কর।
৬. সাদ জগলুল পাশার নেতৃত্বে মিসরের জাতীয়তাবাদী আন্দোলন আলোচনা কর।
৭. ইরানের আধুনিকীকরণে রেজা শাহের পদক্ষেপসমূহ বর্ণনা কর।
অথবা, ইরানের আধুনিকীকরণে রেজা শাহ পাহলভির পদক্ষেপসমূহ বর্ণনা কর।
৮. ১৯৩০ সালের ইঙ্গ-ইরাকি চুক্তির প্রধান শর্তগুলোর বিবরণ দাও।

৯. সিরিয়ার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা কর।
অথবা, সিরিয়ার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বর্ণনা কর।
১০. ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।
১১. প্যালেস্টাইন সমস্যা সম্পর্কে বিশ্বের বৃহৎ শক্তিসমূহের মনোভাব কী? ব্যাখ্যা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১২. ফিলিস্তিনি সমস্যা সংক্ষেপে বর্ণনা কর। ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতির ওপর মন্তব্য কর।
১৩. আব্দুল আজিজ ইবনে সউদের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৪. আধুনিক সৌদি আরবের জনক হিসেবে বাদশাহ আব্দুল আজিজ ইবনে সউদের অবদান মূল্যায়ন কর।

১৫. সৌদি রাজবংশের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।
অথবা, সৌদি রাজবংশ প্রতিষ্ঠার পটভূমি বর্ণনা কর।
১৬. আন্তঃরাষ্ট্রীয় দ্বন্দ্ব নিরসনে আরব লীগের ভূমিকা মূল্যায়ন কর।
১৭. আরব লীগ কী? আরবদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এর সাফল্য মূল্যায়ন কর।

2025 আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

ক বিভাগ 

  • পশ্চিম এশিয়ার প্রধান ভাষা কী?
  • পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদন কারী দেশ কোনটি?
  • সুয়েজখাল কোন দুটি সাগরকে সমযুক্ত করেছে?
  • আরব জাতীয়তাবাদী  আন্দোলনের সুতিকাগার কোন দেশকে বলা হয়?
  • নেপোলিয়ন কত খ্রিস্টব্দে মিসর জয় করেন?
  • আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় 
  • UAR এর পূর্ণ রুপ কী?
  • সাইকস পিকো চুক্তি কত সালে সাক্ষরিত হয়
  • ব্যালফোর ঘোষণা কখন দেওয়া হয়
  • সেভার্স চুক্তি কখন সাক্ষরিত হয় 
  • লুজান চুক্তি কত সালে সাক্ষরিত হয় 
  • কত সালে তুরস্কের নারীরা ভোটাধিকার লাভ করে?
  • তুরস্কের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  • আতাতুর্ক শব্দের অর্থ কী?
  • ইরানের প্রাচীন নাম কী?
  • পাহলভি রাজবশের প্রতিষ্ঠাতা কে?
  • আধুনিক ইরানের রুপকার কে?
  • ইরাকের সাংবিধানিক নাম কী?
  • সিরিয়ায় কত সালে ফরাসি ম্যান্ডিটরি শুরু হয় 
  • সুরিয়া লেবালনে কোন দেশের ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?
  • Land of Lord বা পবিএ ভূমি বলা হয় কাকে?
  • ইহুদিবাদ কী?
  • কত সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
  • সৌদিআরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?
  • দি জেজার্ট কিং গ্রন্হটির রচয়িতা কে?
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়?
  • আরব লীগের সদর দপ্তর কোথায় 
  • PLO অর্থ কী৷
  • PLO এর পূর্ণরুপ কী?

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত সাজেশন

খ বিভাগ

  • পশ্চিম এশিয়ার ভৌগোলিক  বৈশিষ্ট্য লেখ?
  • এহাবি মতবাদ কী?
  • নার্সিফ ইয়াজিজির পরিচয় দাও?
  • প্যান ইসলামবাদ বলতে কি বুঝ?
  • শরিফ ম্যাকমোহন পএালাপ কী?
  • দামেস্ক প্রোটোকল কী?
  • ব্যালফোর ঘোষণা কী?
  • যুবতুর্কি কারা?
  • মোস্তফা কামালের পরিচয় দাও
  • মুসলিম ব্রাদারহুড সম্পর্কে সম্পর্কে টীকা লেখ 
  • সিরিয়ার সংক্ষিপ্ত  বিবরণ দাও?
  • Levant বলতে কি বুঝায় 
  • ইসরাইল রাষ্ট্র কি ভাবে প্রতিষ্ঠিত হয়
  • ক্যাম্প ডেভিড চুক্তি কি?
  • ইখওয়ান বলতে কি বুঝ?

Honors 4th year Common Suggestion 2025

গ বিভাগ 

  • আরব জাতীয়বাদের উদ্ভব ও বিকাশের কারণসমূহ আলোচনা কর?
  • আধুনীক মিসরের প্রতিষ্ঠাতা হিসেবে মুহাম্মদ আলি পাশার মূল্যায়ন কর 
  • শরিফ ম্যাকমোহনের পএালাপ আলোচনা কর
  • লুজান চুক্তির পটভূমি  ও ফলাফল বিশ্লেষণ কর 
  • লুজান চুক্তির পটভূমি ব্যাখ্যা কর৷এই চুক্তি কি সের্ভার্স চুক্তি দ্বাড়া সৃষ্ট অভিযোগ গুলো দুর করতে সমর্থন হয়েছিল?
  • মিসরের স্বাধীনতা আন্দোলনের সাদ ডগলুল পাশার ভূমিকা মুল্যায়ন কর 
  • 1936 সালে ইঙ্গ মিসরিয় সন্ধির ধারাগুলো বিশ্লেষণ কর
  • 1930 সালে ইঙ্গ ইরাকি চুক্তির প্রধান শর্তগুলোর বিবরণ দাও?
  • ফিলিস্তিনি সংকট সংক্ষেপে  বর্ণনা কর৷ এ সংকট নিরসনে জাতিসংঘের পদক্ষেপকে কী তুমি যর্থার্থ মনে কর 
  • ফিলিস্তিনি সমস্যা  সংক্ষেপে বর্ণনা কর৷ ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ পরিস্তিতির ওপর মন্তব্য কর 
  • আধুনীক সৌদি আরবের জনক হিসেবে বাদশাহ আব্দুল আজিজ ইবনে সাউদের অবদান মূল্যায়ন কর
  • আরব লীগের গঠন ও কার্যাবলি আলোচনা কর 
  • আরব লীগ কি?আন্তঃরাষ্ট্রীয় দ্বন্ধ নিরসনে আরব লীগের বিশ্লেষণ কর ৷

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত স্পেশাল সাজেশন 2025,Honors West Asia in Modern Times upto 1945 Suggestion 2025

PDF Download আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত সাজেশন, আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ১৯৪৫ পর্যন্ত অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment