প্রশ্ন সমাধান: আন্তর্জাতিক তারল্য বলতে কী বুঝ?,আন্তর্জাতিক তারল্য সমস্যা আলোচনা কর, আন্তর্জাতিক তারল্য সমস্যার কারণসমূহ লিখ,আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানের উপায় ব্যাখ্যা কর
আন্তর্জাতিক তারল্য বলতে কী বুঝ?,আন্তর্জাতিক তারল্য কী ?
আন্তর্জাতিক তারল্য হচ্ছে বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ধারণা। বিশ্বের বিভিন্ন দেশের মোট স্বর্ণের তহবিল, ডলার, ইয়েন ও পাউন্ডের ন্যায় গুরুত্বপূর্ণ মুদ্রার পরিমাণ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রাপ্ত ঋণ সুবিধাকে আন্তর্জাতিক তারল্য বলে। আরও স্পষ্টভাবে বলা যায় যে, আন্তর্জাতিক তারল্য হলো বিশ্বের বিভিন্ন দেশের ঐ সকল সম্পদ যা দ্বারা কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্য এবং লেনদেন ঘাটতির অর্থসংস্থান করে থাকে ।
আন্তর্জাতিক তারল্য বলতে গেলে সকল ধরনের আর্থিক সম্পদের সমাহারকে বুঝায়। যার মাধ্যমে একটি দেশ আন্তর্জাতিক লেনদেন ভারসাম্য আনার জন্য ব্যবহার করতে পারে।
সুতরাং বলা যায় যে, যেসব উপায় অথবা সম্পদের সাহায্যে কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্য তথা লেনদেন ঘাটতির অর্থসংস্থান করে থাকে তাকে আন্তর্জাতিক তারল্য বলা হয়।
আরো ও সাজেশন:-
আন্তর্জাতিক তারল্য সমস্যা আলোচনা কর ।
বৈদেশিক মুদ্রার সীমাবদ্ধতার কারণেই আন্তর্জাতিক তারল্য সমস্যা দেখা দেয়। আন্তর্জাতিক তারল্য সমস্যা কতকগুলো কারণে পরিলক্ষিত হয়।
তারল্য সমস্যা : কোনো দেশে তার বৈদেশিক বাণিজ্য ও আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করার জন্য যে পরিমাণ বৈদেশিক মুদ্রা (মার্কিন ডলার, পাউন্ড, ইয়েন ইউরো বা স্বর্ণ) দরকার যদি তার চেয়ে বৈদেশিক মুদ্রার যোগান কম থাকে, তাকে বলা হয় তারল্য সমস্যা বা তারল্য সংকট।
সহজ কথায়, বৈদেশিক মুদ্রার যোগানের চেয়ে চাহিদা বেশি হলে তারল্য সমস্যা দেখা দেয়। মূলত বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে তারল্য সমস্যা দেখা দিলেও কোনো কোনো দেশে বৈদেশিক মুদ্রার অব্যবস্থাপনার কারণে সৃষ্ট বৈদেশিক মুদ্রার উদ্বৃত্তের কারণেও তারল্য সমস্যা দেখা দিতে পারে ।
তবে বৈদেশিক মুদ্রার যোগানের সীমাবদ্ধতাই হলো তারল্য সমস্যার মূল কারণ। বেশিরভাগ উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে তারল্য সমস্যা দেখা দিলেও অনেক উন্নত দেশেও তারল্য সমস্যা দেখা দিতে পারে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
আন্তর্জাতিক তারল্য সমস্যার কারণসমূহ লিখ
বর্তমান বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো তারল্য সমস্যা। নিম্নে আস্তর্জাতিক তারল্য সমস্যার কারণগুলো বর্ণনা করা হলো-
১. স্বর্ণের যোগান : আন্তর্জাতিক তারল্যের অন্যতম বিশেষ ও প্রধান উপাদান হলো স্বর্ণ। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য গড়ে বার্ষিক ৮% থেকে ১০% হারে বাড়ছে। কিন্তু স্বর্ণের যোগান বাস্তবে গড়ে ২% এর বেশি বাড়ছে না। ফলে আন্তর্জাতিক তারল্য সমস্যার সৃষ্টি হচ্ছে।
২. উন্নত দেশের বৈরী আচরণ : বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেমন— জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র ইত্যাদি যারা আন্তর্জাতিক রিজার্ভ বাড়ানোর ক্ষমতা রাখে এবং এ প্রচেষ্টায় আন্তর্জাতিক তারল্য ঘাটতি দূর করা সম্ভব হয়। কিন্তু এ সকল উন্নত দেশসমূহ এ ব্যাপারে খুব একটা আন্তরিক নয়। যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে অনুন্নত তথা উন্নয়নশীল দেশসমূহ তারল্য সমস্যার সম্মুখীন হচ্ছে।
৩. ডলারের যোগান : তারল্য সমস্যা সমাধানের জন্য ডলারের যোগান পর্যন্ত থাকা প্রয়োজন। কিন্তু বাস্তরে অনুন্নত দেশসমূহের ডলারের উপার্জন সীমিত। তাই অনুন্নত তথা উন্নয়নশীল দেশের পক্ষে প্রয়োজন অনুপাতে ডলার সংগ্রহ করা কঠিন হয়। ফলে এ সকল দেশে আন্তর্জাতিক তারল্য সমস্যার সৃষ্টি হয়।
৪. বৈদেশিক লেনদেনে স্থায়ী ঘাটতি : বিশ্বে স্বল্পোন্নত দেশসমূহ বৈদেশিক লেনদেনে স্থায়ী ঘাটতির সম্মুখীন। এ ঘাটতি দূর করার জন্য যে পরিমাণ আন্তর্জাতিক রিজার্ভ প্রয়োজন তা এসব দেশে নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকেও এ সকল দেশ প্রয়োজন অনুযায়ী এস.ডি.আরসহ অপরাপর সুবিধা পায় না । যার ফলে এ সকল দেশ দীর্ঘদিন যাবৎ তারল্য সমস্যায় ভুগছে।
৫. স্বল্প ঋণ ও এসডিআর কোটা : স্বল্পোন্নত দেশসমূহকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল চাহিদা অনুযায়ী ঋণদান করতে পারছে না। এসডিআর প্রয়োজনের ভিত্তিতে নয়, বরং সদস্য দেশের কোটার ভিত্তিতে বণ্টন করা হয়। ফলে অধিকাংশ স্বল্পোন্নত দেশ এসডিআর উত্তোলন করে লেনদেনের স্থায়ী ঘাটতি দূর করতে পারছে না।
এটিও আন্তর্জাতিক তারল্য সমস্যা সৃষ্টির অন্যতম বিশেষ কারণ হিসেবে বিবেচিত হয়। পরিশেষে বলা যায় যে, উপরিউক্ত বিভিন্ন কারণে আন্তর্জাতিক তারল্য সমস্যার সৃষ্টি হয়ে থাকে ৷
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানের উপায় ব্যাখ্যা কর
বর্তমানে বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো আন্তর্জাতিক তারল্য সমস্যা। তাই এ সমস্যা সমাধান একান্ত প্রয়োজন। নিম্নে আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা করা হলো:
১. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভূমিকা গতিশীলকরণ : আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ সংস্থাকে উন্নত ও অনুন্নত দেশে আন্তর্জাতিক তারল্যের চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয়ের জন্য বিশেষ ভূমিকা পালন করতে হয়।
২. আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি : বিশ্বের স্বল্পোন্নত দেশসমূহকে অপ্রয়োজনীয় আমদানি ব্যয় কমাতে হবে। এজন্য। দেশে আমদানি বিকল্প শিল্প গড়ে তুলতে হবে। তাছাড়া উন্নয়নশীল দেশসমূহকে প্রচলিত পণ্য ও অপ্রচলিত পণ্যসহ জনশক্তি রপ্তানির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর ফলে রপ্তানি আয় বৃদ্ধি পাবে এবং আমদানি ব্যয় হ্রাস পাবে।
৩. বিভিন্ন পরিকল্পনা : ট্রিফিন, বার্ন স্টেইন, জ্যাকবসন প্রমুখ অর্থনীতিবিদগণ আন্তর্জাতিক তারল্য সমস্যার সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন ট্রিফিন-এর পরিকল্পনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্বৃত্তকে ডলার ও পাউন্ডে রূপান্তর করে তারল্য সমস্যা সমাধানের সুপারিশ করা হয়েছে। বার্ন স্টেইন পরিকল্পনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলে সদস্য দেশগুলোর মধ্যে কোটার সমন্বয়সাধনের কথা বলা হয়েছে।
৪. উন্নত দেশের আচরণ পরিবর্তন : উন্নত দেশসমূহকে নিজেদের স্বার্থেই লেনদেন উদ্বৃত্ত কমাতে হবে। সেজন্য উন্নত দেশকে বাণিজ্য বিধিনিষেধ শিথিল করতে হবে। যাতে উন্নয়নশীল দেশের রপ্তানি পণ্য উন্নত দেশে অবাধে প্রবেশ করতে পারে।
৫. আন্তর্জাতিক কেন্দ্রীয় ব্যাংক : বিশ্বের কতিপয় অর্থনীতিবিদ আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্রীয় ব্যাংক স্থাপনের সুপারিশ করেছেন। তারা যুক্তিদেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য দেশগুলোর স্বর্ণ এবং বৈদেশিক বিনিময় একত্র করে একটি কেন্দ্রীয় তহবিল সৃষ্টি করে ঘাটতি দেশকে তারল্য সমস্যা সমাধানে কার্যকরভাবে সহায়তা দেওয়া যাবে ।
পরিশেষে বলা যায় যে, উপরিউক্ত ব্যবস্থা গ্রহণ করলে আন্তর্জাতিক তারল্য সমস্যার সমাধান হবে বলে আশা করা যায় ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization