প্রশ্ন সমাধান: আপেক্ষিকতা বলতে কি বুঝায়?,আপেক্ষিকতার তত্ত্ব কয়টি ও কি কি?, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব (Einstein’s Theory of Relativity),ভরের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা – দৈর্ঘ্য সংকোচন,সময়ের আপেক্ষিকতা – সময় বিলম্বন
আপেক্ষিক বা আপেক্ষিকতা এই কথাটির সাথে প্রায় আমরা সবাই পরিচিত, বিশেষ করে সাইন্সের স্টুডেন্টরা বেশি পরিচিত। কারণ, Physics এবং Chemistry যখন তারা পড়তে যায় তখন বিভিন্ন টপিক থাকে এই আপেক্ষিক বা আপেক্ষিকতার উপরে। আজকে আলোচনার বিষয় আপেক্ষিকতা কি বা কাকে বলে?; আপেক্ষিকতার তত্ত্ব সম্পর্কে।
আপেক্ষিকতা কি বা কাকে বলে? (What is called Relativity in Bengali Bangla?)
আপেক্ষিকতা বলতে মূলত একটি অবস্থার সাপেক্ষে অন্য একটা অবস্থার তুলনাকে বুঝায়। আপেক্ষিকতা তত্ত্ব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। এই তত্ত্বটি আলবার্ট আইনস্টাইন তার গবেষণা পত্রে প্রকাশ করেন। আপেক্ষিক তত্ত্ব অনুসারে স্থান, কাল, দৈর্ঘ্য ও ভর পরিবর্তনশীল।
আরো ও সাজেশন:-
সময়ের আপেক্ষিকতা – সময় বিলম্বন (The Relativity of Time – Time Dilation)
কাল বা সময়ের পরিমাপ পরম নয়- আপেক্ষিক। কোনো ঘটনা সংঘটিত হওয়ার সময় বা দুটি তাৎক্ষণিক ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধান সব পর্যবেক্ষকের নিকট সমান হয় না। এ সময় পর্যবেক্ষক ও যে ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে আপেক্ষিক গতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে সময়ের আপেক্ষিকতা বলে। সুতরাং, পর্যবেক্ষক এবং যা পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে সময় পরিমাপে যে ভিন্নতা পরিলক্ষিত হয় তাকে সময়ের আপেক্ষিকতা বলে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
দৈর্ঘ্যের আপেক্ষিকতা – দৈর্ঘ্য সংকোচন (The Relativity of Length – Length Contraction)
কাল বা সময়ের মতো দৈর্ঘ্যের পরিমাপ পরম নয়- আপেক্ষিক। কোনো বস্তুর দৈর্ঘ্য সব পর্যবেক্ষকের নিকট সমান হয় না। এ দৈর্ঘ্য পর্যবেক্ষক ও বস্তুর মধ্যেকার আপেক্ষিক গতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে দৈর্ঘ্যের আপেক্ষিকতা বলে। সুতরাং, পর্যবেক্ষক এবং যা পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে গতির দিক বরাবর দৈর্ঘ্য পরিমাপে যে ভিন্নতা পরিলক্ষিত হয় তাকে দৈর্ঘ্যের আপেক্ষিকতা বলে।
ভরের আপেক্ষিকতা (The Relativity of Mass)
চিরায়ত পদার্থবিদ্যা অনুসারে কোনো বস্তুর ভর একটি ধ্রুব রাশি, পর্যবেক্ষকের সাপেক্ষে আপেক্ষিক গতির ওপর নির্ভরশীল নয় বা গতির পরিবর্তনে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর ভর ধ্রুবক বা পরম নয়, আপেক্ষিক। অর্থাৎ বস্তুর ভর পর্যবেক্ষকের সাপেক্ষে এর আপেক্ষিক গতির ওপর নির্ভরশীল। বস্তুর গতির পরিবর্তনে এর ভরের পরিবর্তন ঘটে। একে ভরের আপেক্ষিকতা বলে। সুতরাং, পর্যবেক্ষক এবং বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে বস্তুর ভর পরিমাপে যে ভিন্নতা দেখা যায় তাকে ভরের আপেক্ষিকতা বলে। একটি বস্তু পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকলে এর যে ভর পাওয়া যায় তাকে ঐ বস্তুর স্থির ভর (rest mass) বা প্রকৃত ভর (prope mass) বলে এবং বস্তু গতিশীল হলে এর ভরকে আপেক্ষিক ভর (relativistic mass) বলে।
Tags :
- আপেক্ষিকতা বলতে কি বুঝায়?
- আপেক্ষিকতার তত্ত্ব কয়টি ও কি কি?
- আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব (Einstein’s Theory of Relativity)
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য
- আই এ এস (IAS) অনুযায়ী ইজারা গ্রহীতার হিসাববিজ্ঞানের নীতিসমূহ লেখ
- এসি কারেন্ট ও ডিসি কারেন্ট