প্রশ্ন সমাধান: আবদ্ধ মাঠকর্ম সংস্থাপনের ক্ষেত্রসমূহ কী কী? আলোচনা কর , বিশেষ মাঠকর্ম সংস্থাপনের ক্ষেত্র বা পরিধি সম্পর্কে আলোচনা কর।, আবদ্ধ মাঠকর্ম সংস্থাপনের পরিধিসমূহ বর্ণনা কর,আবদ্ধ মাঠকর্ম সংস্থাপনের ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা কর, বিশেষ মাঠকর্ম সংস্থাপনের পরিধি সম্পর্কে বর্ণনা কর
ভূমিকা : আবদ্ধ বা বিশেষ মাঠকর্ম বলতে সেই মাঠকর্মকে বুঝায় যেখানে সমাজকর্মীরা একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে জ্ঞানার্জন করেন। সাধারণ সহগামী মাঠকর্ম শেষ করার পর আবদ্ধ বা বিশেষ মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করা হয় ।
আবদ্ধ মাঠকর্ম সংস্থাপনের ক্ষেত্রসমূহ
আবদ্ধ/ বিশেষ মাঠকর্ম অনুশীলনের বেশ কিছু ক্ষেত্র রয়েছে। নিম্নে এ ক্ষেত্রগুলো উল্লেখ করা হলো:
১. ট্রমা সেন্টার : ট্রমা সেন্টারগুলো আবদ্ধ/ বিশেষ মাঠকর্ম অনুশীলনের একটি অন্যতম ক্ষেত্র।
২. চিকিৎসা সমাজকর্ম : চিকিৎসা সমাজকর্মমূলক যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানও আবদ্ধ/ বিশেষ মাঠকর্ম অনুশীলনের অন্যতম ক্ষেত্র হতে পারে।
৩. প্রতিবন্ধী কল্যাণকেন্দ্র : আবদ্ধ/ বিশেষ মাঠকর্ম অনুশীলনের একটি অন্যতম ক্ষেত্র হচ্ছে প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র।
৪. মাদকাসক্ত নিরাময় কেন্দ্র : মাদকাসক্তদের চিকিৎসার জন্য যেসব মাদকাসক্ত নিরাময় কেন্দ্র রয়েছে সেসব প্রতিষ্ঠানেও আবদ্ধ/ বিশেষ মাঠকর্ম অনুশীলনের সুযোগ রয়েছে।
৫. শিশু সদন : আবদ্ধ/ বিশেষ মাঠকর্ম অনুশীলনের একটি অন্যতম ক্ষেত্র হচ্ছে শিশু সদন। শিশু সদনে সমাজকর্মের প্রায়োগিক/ বিশেষ জ্ঞান অর্জন করা যায়।
আরো ও সাজেশন:-
৬. পতিতালয় : পৃথিবীর অধিকাংশ দেশেই পতিতালয় রয়েছে । আমাদের দেশে ১২টি স্বীকৃত পতিতালয় রয়েছে।সব পতিতালয়ে মাঠকর্ম চর্চার সুযোগ রয়েছে।
৭. কিশোর অপরাধ কেন্দ্র : কিশোর অপরাধীদের সংশোধনের জন্য বাংলাদেশে বর্তমানে ৩ টি কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে। কিশোর উন্নয়ন কেন্দ্রের পূর্ব নাম ছিল কিশোর সংশোধন কেন্দ্র। এসব কেন্দ্রে আবদ্ধ মাঠকর্ম চর্চার সুযোগ রয়েছে।
৮. মানবাধিকার সংস্থা : মানবাধিকার সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু মানবাধিকার সংগঠন গড়ে উঠেছে।এসব মানবাধিকার সংগঠনগুলোতেও আবদ্ধ মাঠকর্ম চর্চার সুযোগ রয়েছে।
৯. নারী কল্যাণ সংস্থা : নারী কল্যাণের জন্য গড়ে উঠেছে দেশি বিদেশি নানা সংস্থা। এসব প্রতিষ্ঠানেও আবদ্ধ/বিশেষ মাঠকর্ম অনুশীলনের সুযোগ রয়েছে ।
১০. প্রবীণ কল্যাণ সংস্থা : প্রবীণ কল্যাণ সংস্থা বা প্রতিষ্ঠানেও আবদ্ধ/ বিশেষ মাঠকর্ম অনুশীলনের সুযোগ রয়েছে।
উপসংহার : উপর্যুক্ত ক্ষেত্রগুলো ছাড়াও যুব কল্যাণমূলক প্রতিষ্ঠান, এতিমখানা, শহর সমাজসেবা কেন্দ্র, পল্লি সমাজসেবা কেন্দ্র, হাসপাতাল সমাজসেবা কেন্দ্র, হিজড়া জনগোষ্ঠী উন্নয়নমূলক প্রতিষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত বিভিন্ন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে আবদ্ধ/ বিশেষ মাঠকর্ম অনুশীলনের সুযোগ রয়েছে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization