আব্রাহাম লিংকনের দাসপ্রথা বিলোপ।। আব্রাহাম লিংকন আত্মজীবনী পাঠ-১১
১৮৬৩ সালের ১লা জানুয়ারী তিনি আইনত দাসপ্রথা বিলুপ্ত করেন। কিন্তু দক্ষিণ আমেরিকানরা তা মেনে নিতে পারে নি। তাঁরা বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্র গঠন করে আমেরিকাকে বিভক্ত করে। পরবর্তীতে এই অভ্যন্তরীণ বিরোধ গৃহযুদ্ধের সূচনা করে।
১-৩ জুলাই তারিখে যুক্তরাষ্ট্রের পেনসেলভানিয়ার গেটিসবার্গে এই গৃহযুদ্ধে প্রায় আট হাজার মানুষ নিহত হয়। ১৯ নভেম্বর ১৮৬৩ সালে এক স্মরণসভায় আব্রাহাম একটি সংক্ষিপ্ত ও দুনিয়া কাঁপানো ভাষণ দেন। মাত্র দুই মিনিটে ২৭২ শব্দের এই বিখ্যাত ভাষণটি গেটিসবার্গ স্পিচ। এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ।
এই ভাষণের সবচেয়ে লক্ষণীয় দিক হলো মাত্র একটি বাক্যে গণতন্ত্রের নিখুঁত সংজ্ঞা দিয়েছেন লিংকন। তার ভাষ্যমতে, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার’।
- জানা অজানা ড. মুহাম্মদ ইউনূস , দেলাওয়ার হোসাইন সাঈদী এর জীবনী
- আবু সাঈদ কোটা আন্দোলন, আবু সাঈদ আন্দোলনকর্মী,কোটা আন্দোলনে নিহত আবু সাঈদ,জানা অজানা আবু সাঈদ
- তারামন বিবি মেয়েদের নাম কি?,তারামন বিবি মায়ের নাম কি?
- তারামন বিবি সম্পর্কে A2Z তথ্য PDF,তারামন বিবি সম্পর্কে বিগত সালের প্রশ্ন সমাধানসহ
- জাকির নায়েক জীবনী, এক নজরে জাকির নায়েক জীবনী,একনজরে জাকির নায়েক বর্ণাঢ্য সংক্ষিপ্ত জীবনী,জাকির নায়েক নিয়ে আলোচনা
- জানা অজানা দেলাওয়ার হোসাইন সাঈদী , দেলাওয়ার হোসাইন সাঈদী এর জীবনী, দেলাওয়ার হোসাইন সাঈদী কে?